Digmall

Digmall Digmall makes your life simple✌.

সুখবর সুনামগঞ্জবাসী,ডিজমল আপনাদের জন্য নিয়ে এলো নান্দনিক জিপসাম ডেকোরেশন সার্ভিস❗❗❗ সিলেটের পাশাপাশি এখন, সুনামগঞ্জের যে...
22/08/2021

সুখবর সুনামগঞ্জবাসী,
ডিজমল আপনাদের জন্য নিয়ে এলো নান্দনিক জিপসাম ডেকোরেশন সার্ভিস❗❗❗

সিলেটের পাশাপাশি এখন, সুনামগঞ্জের যে কোন যায়গায়, আপনি চাইলে শুধুমাত্র আপনার ড্রইং রুম বা অন্য যেকোন একটি রুমও সাজিয়ে নিতে পারেন জিপসাম ডেকোর এর নান্দনিক সব ডিজাইনে।

জিপসাম ডেকোরেশন সার্ভিসঃ
▫️ নতুন,পুরাতন(রেডি) যেকোন বাসা বাড়িতে কাজ করাতে পারবেন।
▫️ টিন সেট ঘরেও সব রকমের জিপসাম ডিজাইন এর কাজ করানো যায়।
▫️ কার্নিস ডেকোরেশন ও সার্কেলসহ জিপসাম ফ্লাওয়ার এর কাজ।

গুনগত মান বজায় রেখে সল্প বাজেটে আপনার পছন্দের কাজটি করে দিতে আমরা বদ্ধপরিকর।

আপনাদের সুবিধার্থে নির্দিষ্ট ডিজাইনের একটা আনুমানিক খরচের হিসাব দিয়ে দিচ্ছিঃ-
★১২০ স্কয়ার ফুট একটি রুমের সিলিং ডিজাইন ২৫,০০০/৩০,০০০ টাকার মধ্যে করানো যাবে।
★একই মাপের রুমে শুধু মাত্র কার্নিস এর কাজ ৫,৫০০ টাকার মধ্যে।
★কার্নিস এর সাথে সার্কেল সহ জিপসাম ফ্লাওয়ার লাগালে ৮,০০০/১০,০০০ টাকার মতো খরচ হবে।

জিপসাম ডেকোরেশনের যে কোন কাজ করাতে আমাদের সাথে যোগাযোগ করুন।

ঠিকানাঃ
নাম্বারঃ ০১৬০৯৩৬৫৫১০, ০১৬৭৭৩৫৭৫৮০;
ইমেইলঃ digmall2020@gmail.com;

ধন্যবাদ।।





সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেবা পাচ্ছেন এখন Digmall এ❗ডিজমল আপনাদের জন্য নিয়ে এলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস। আপনার ...
18/08/2021

সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেবা পাচ্ছেন এখন Digmall এ❗

ডিজমল আপনাদের জন্য নিয়ে এলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর সমাধান এবং প্রয়োজনীয় সেবা নিয়ে আপনাদের পাশে থাকবে ডিজমল। আমরা সার্বক্ষণিক ভাবে আছি আপনাদের জন্য সেবা প্রদান করতে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আমরা যে সেবাগুলি সরবরাহ করছি সেগুলা হলো : প্রমোটিং, পেইজ সেট-আপ, কভার ও পোস্টার ডিজাইন, কনটেন্ট ক্রিয়েটিং, ফলোয়ার গ্রোথ ইত্যাদি।

We are trying to add different services for our customers. Now Digmall : ডিজমল is providing all kinds of Social Media Marketing services.

The services we provide :
* SEO
* Promoting
* A-Z page Set-Up
* Cover & Design
* Content Creation
* Followers Growth etc.

Contact: 01677-357580, 01609-365510
Email: digmall2020@gmail.com

Stay connected.❤




এখন থেকে ডিজমলে পাচ্ছেন সিলবান ক্যামিকেলের যাবতীয় পণ্য সমাহার। দীর্ঘদিন যাবৎ পরিষ্কারক বিভিন্ন পণ্য উৎপাদন করে আসছে সিলব...
14/08/2021

এখন থেকে ডিজমলে পাচ্ছেন সিলবান ক্যামিকেলের যাবতীয় পণ্য সমাহার। দীর্ঘদিন যাবৎ পরিষ্কারক বিভিন্ন পণ্য উৎপাদন করে আসছে সিলবান ক্যামিকেল কোম্পানি। মানসম্মত প্রক্রিয়ায় এবং গুণগত মান ঠিক রেখে নিজস্ব ল্যাবে তৈরি করা হয় পণ্যসমূহ। মানের ক্ষেত্রে আপোষহীন থাকার নিশ্চয়তা দিয়েই পণ্য বাজারে নিয়ে এসেছি আমরা। সিলেটের পাশাপাশি এখন সুনামগঞ্জেও পাওয়া যাবে সিলবান ক্যামিকেলের পণ্যসমূহ।

সিলবান ক্যামিকেলের পণ্যসমূহ আপনার আশেপাশের দোকান গুলো থেকে সংগ্রহ করতে পারবেন। ❤

ধন্যবাদ।।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেবা পাচ্ছেন এখন Digmall এ❗ডিজমল আপনাদের জন্য নিয়ে এলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস। আপনার ...
05/08/2021

সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেবা পাচ্ছেন এখন Digmall এ❗

ডিজমল আপনাদের জন্য নিয়ে এলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর সমাধান এবং প্রয়োজনীয় সেবা নিয়ে আপনাদের পাশে থাকবে ডিজমল। আমরা সার্বক্ষণিক ভাবে আছি আপনাদের জন্য সেবা প্রদান করতে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আমরা যে সেবাগুলি সরবরাহ করছি সেগুলা হলো : প্রমোটিং, পেইজ সেট-আপ, কভার ও পোস্টার ডিজাইন, কনটেন্ট ক্রিয়েটিং, ফলোয়ার গ্রোথ ইত্যাদি।

We are trying to add different services for our customers. Now Digmall : ডিজমল is providing all kinds of Social Media Marketing services.

The services we provide :
* SEO
* Promoting
* A-Z page Set-Up
* Cover & Design
* Content Creation
* Followers Growth etc.

Contact: 01609-365510
Email: digmall2020@gmail.com

Stay connected.❤




03/08/2021

ঘরে বসেই এখন বুকিং দিন সব ধরণের বিমানের টিকেট Digmall এ❗

ডিজমলে এখন থেকে পাচ্ছেন বিমানের টিকেট বুকিং এর সুবিধা। আমাদের কাছ থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ধরণের বিমানের টিকেট নিতে পারেন সবচেয়ে স্বল্পমূল্যে। টিকেটিং বিষয়ক যে কোন ধরণের তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

টিকেট বুকিং দিতে পেজে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন...

নাম্বারঃ ০১৬০৯৩৬৫৫১০
ইমেইলঃ digmall2020@gmail.com

Book Your Air Tickets in Digmall : ডিজমল. Here you can get all kinds of domestic & international flight tickets in the cheapest rate. We can provide Biman Bangladesh Airlines , US-Bangla Airline flight tickets in the domestic & international root. The Novoair is only for the domestic flights. Also we can provide Emirates, Qatar Airways, Saudi Arabian Airlines, Etihad Airways, Turkish Airlines & Sri-Lankan Airlines and many more flights for international root.

To book your ticket, please inbox us or contact...

Number: 01609365510
Email: digmall2020@gmail.com

Thanks♥️.





আমরা আমাদের গ্রাহকদের জন্য বিভিন্ন সার্বিস যুক্ত করার চেষ্টা করছি। ডিজমলে আপনার জন্য বিভিন্ন ধরণের স্টিলের কাজ করানোর ব্...
28/07/2021

আমরা আমাদের গ্রাহকদের জন্য বিভিন্ন সার্বিস যুক্ত করার চেষ্টা করছি। ডিজমলে আপনার জন্য বিভিন্ন ধরণের স্টিলের কাজ করানোর ব্যবস্থা রয়েছে। আমরা স্টিলের যে সেবাগুলি সরবরাহ করতে পারবো সেগুলা হলো : ড্রিলিং, মিলিং, মেটাল কাঁটিং, ওয়েলডিং ইত্যাদি।

We are trying to add different services for our customers. Digmall : ডিজমল has a system to do various steel works.

The services we provide :
* Drilling
* Milling
* Welding
* Metal Cutting etc.

Contact: 01609-365510
Email: digmall2020@gmail.com

Stay connected.❤


EID MUBARAK ❤                                                                                                           ...
20/07/2021

EID MUBARAK ❤
تقبّل اللّٰه منّا ومنكم

14/07/2021

কুরবানি ইদে আমরা প্রায় সবাই চাই ভালো গরু কুরবানি করতে। বাজারে প্রায় ই দেখা যায় গরুর দাম বেশ চওড়া থাকে। কিন্তু আমাদের কৃষক ভাইয়েরা যারা নিজে গরু পালন করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা খুব বেশি লাভবান হতে পারেন না। তার প্রধান কারণ অনেকের পক্ষে সরাসরি বাজারে গিয়ে গরু বিক্রি করা সম্ভবপর নয়। তার জন্য একটা শ্রেণীর মানুষ তাদের থেকে অনেক কম দামে গরু কিনে, আমাদের কাছে অনেক বেশি মূল্যে বিক্রি করে। Digmall : ডিজমল মূলত এই সমস্যাকে সমাধান করতে ও কৃষক যেনো বেশি লাভবান হতে পারেন তার জন্য ছোট পরিসরে একটা উদ্দ্যোগ গ্রহণ করেছে। সরাসরি কৃষক থেকে সূলভ মূল্যে পেতে পারেন আপনার কুরবানির গরুটি। এতে আপনার পরিবারের সাথে কৃষকের মুখেও হাসি ফুটবে। ❤

চাঁপাইনবাবগঞ্জের গুণগত ও সুমিষ্ট ফজলি আমের প্রি-অর্ডার নেয়া হচ্ছে। * আমের বৈশিষ্ট্য:> ১০০% রাসায়নিক মুক্ত, কোন প্রকার ...
06/07/2021

চাঁপাইনবাবগঞ্জের গুণগত ও সুমিষ্ট ফজলি আমের প্রি-অর্ডার নেয়া হচ্ছে।

* আমের বৈশিষ্ট্য:
> ১০০% রাসায়নিক মুক্ত, কোন প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না।
> নিজ বাগানের সবচেয়ে ভালো কোয়ালিটির আম দেওয়া হবে।
> আম গাছ থেকে পাড়ার দিনেই ডেলিভারি দেওয়ায় আম সতেজ থাকবে।

Digmall : ডিজমল এ আজ থেকে আপনার প্রি-অর্ডারটি করতে পারবেন।

আমের মানের ক্ষেত্রে আমরা আপোষহীন। আমের কোয়ালিটি ও মানের ক্ষেত্রে কোন প্রকার অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ।

🚚 ডেলিভারির সময় আমের কোন ক্ষতি যেন না হয় তাই প্লাস্টিকের ক্যারেটে আম দেওয়া হবে। নরমালি ১০ কেজি ও ২০ কেজির ক্যারেট থাকবে।

⏰ আম ভেলিভারির সম্ভাব্য সময়: রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আম্রপালি আম ০৯ জুলাই এর মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ।

প্রতি কেজি ফরমালিন বিহীন ফজলি আম কুরিয়ার চার্জ, প্যাকেজিং, হোম ডেলিভারি সহ প্রি-অর্ডার করলে ডিজমল থেকে পাবেন ৯০ টাকায়।

উক্ত ব্যবসায়ের মুনাফার একটা অংশ ব্যয় করা হবে আর্থ-সামাজিক উন্নয়নে। ইনশাআল্লাহ পরবর্তীতে আপডেট জানানো হবে।

> প্রি-অর্ডারের জন্য কমেন্ট বক্সে বা ইনবক্সে আপনার নাম, ফোন নম্বর, ঠিকানা ও আমের পরিমাণ জানাতে হবে।

> সর্বনিম্ন অর্ডার ১০ কেজি, সুনামগঞ্জ জেলার জন্য ৫ কেজি।

> যোগাযোগ: 01609365510

Get Exclusive Walton Refrigerator    - Model :  WFA-2B0-0501As per BDS 1849:2012 & 1850:2012   - 12 Years Guarantee Anti...
04/07/2021

Get Exclusive Walton Refrigerator
- Model : WFA-2B0-0501
As per BDS 1849:2012 & 1850:2012
- 12 Years Guarantee
Anti Fungal & Nano Healthcare
- Type: Direct Cool
- Compressor : RSCR
- Thermostat : RoHS Certified
- Gross Volume (OD) : 220 Ltr
(Outer Dimension, Manufacturer declared)
- Net Volume: 205 Ltr
- Rated Voltage : 220V-240V
- Rated Frequency : 50Hz
- Refrigerant: R134a/R600a
- Mfg Technology : Germany

Market Price : 26300 BDT
Digmall price: 24000 BDT

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের গুণগত ও সুমিষ্ট আম্রপালি আমের প্রি-অর্ডার নেয়া হচ্ছে। * আমের বৈশিষ্ট্য:> ১০০% রাসায়নিক মুক্...
24/06/2021

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের গুণগত ও সুমিষ্ট আম্রপালি আমের প্রি-অর্ডার নেয়া হচ্ছে।

* আমের বৈশিষ্ট্য:
> ১০০% রাসায়নিক মুক্ত, কোন প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না।
> নিজ বাগানের সবচেয়ে ভালো কোয়ালিটির আম দেওয়া হবে।
> আম গাছ থেকে পাড়ার দিনেই ডেলিভারি দেওয়ায় আম সতেজ থাকবে।

Digmall : ডিজমল এ আজ থেকে আপনার প্রি-অর্ডারটি করতে পারবেন।

আমের মানের ক্ষেত্রে আমরা আপোষহীন। আমের কোয়ালিটি ও মানের ক্ষেত্রে কোন প্রকার অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ।

🚚 ডেলিভারির সময় আমের কোন ক্ষতি যেন না হয় তাই প্লাস্টিকের ক্যারেটে আম দেওয়া হবে। নরমালি ১০ কেজি ও ২০ কেজির ক্যারেট থাকবে।

⏰ আম ভেলিভারির সম্ভাব্য সময়: রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আম্রপালি আম ২৭ জুনের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ।

প্রতি কেজি ফরমালিন বিহীন আম্রপালি আম কুরিয়ার চার্জ, প্যাকেজিং, হোম ডেলিভারি সহ প্রি-অর্ডার করলে ডিজমল থেকে পাবেন অত্যন্ত সুলভ মূল্যে।

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম্রপালি আম প্রতি কেজি পাবেন মাত্র ১০৫/- টাকায়।

উক্ত ব্যবসায়ের মুনাফার একটা অংশ ব্যয় করা হবে আর্থ-সামাজিক উন্নয়নে। ইনশাআল্লাহ পরবর্তীতে আপডেট জানানো হবে।

> প্রি-অর্ডারের জন্য কমেন্ট বক্সে বা ইনবক্সে আপনার নাম, ফোন নম্বর, ঠিকানা ও আমের পরিমাণ জানাতে হবে।

> সর্বনিম্ন অর্ডার ১০ কেজি, সুনামগঞ্জ জেলার জন্য ৫ কেজি।

> যোগাযোগ: 01609365510

ল্যাংড়া আম পাচ্ছেন সুনামগঞ্জে (পৌরসভার ভেতরে ফ্রি হোম ডেলিভারি)❗❗❗ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের গুণগত ও সুমিষ্ট ল্যাংড়া আম...
15/06/2021

ল্যাংড়া আম পাচ্ছেন সুনামগঞ্জে (পৌরসভার ভেতরে ফ্রি হোম ডেলিভারি)❗❗❗

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের গুণগত ও সুমিষ্ট ল্যাংড়া আমের প্রি-অর্ডার নেয়া হচ্ছে।

* আমের বৈশিষ্ট্য:
> ১০০% রাসায়নিক মুক্ত, কোন প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না।
> নিজ বাগানের সবচেয়ে ভালো কোয়ালিটির আম দেওয়া হবে।
> আম গাছ থেকে পাড়ার দিনেই ডেলিভারি দেওয়ায় আম সতেজ থাকবে।

Digmall : ডিজমল এ আজ থেকে আপনার প্রি-অর্ডারটি করতে পারবেন।

আমের মানের ক্ষেত্রে আমরা আপোষহীন। আমের কোয়ালিটি ও মানের ক্ষেত্রে কোন প্রকার অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ।

🚚 ডেলিভারির সময় আমের কোন ক্ষতি যেন না হয় তাই প্লাস্টিকের ক্যারেটে আম দেওয়া হবে। নরমালি ১০ কেজি ও ২০ কেজির ক্যারেট থাকবে।

⏰ আম ভেলিভারির সম্ভাব্য সময়: রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত ল্যাংড়া আম ১৭ জুনের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। এছাড়া পরবর্তীতে আম্রপালি আম সরাসরি বাগান থেকে ইনশাআল্লাহ পৌঁছে দিতে পারবো আপনার বাসায়। 🥰

প্রতি কেজি ফরমালিন বিহীন ল্যাংড়া আম কুরিয়ার চার্জ, প্যাকেজিং, হোম ডেলিভারি সহ প্রি-অর্ডার করলে ডিজমল থেকে পাবেন অত্যন্ত সুলভ মূল্যে।

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম প্রতি কেজি পাবেন মাত্র ১০৫/- টাকায়।

উক্ত ব্যবসায়ের মুনাফার একটা অংশ ব্যয় করা হবে আর্থ-সামাজিক উন্নয়নে। ইনশাআল্লাহ পরবর্তীতে আপডেট জানানো হবে।

> প্রি-অর্ডারের জন্য কমেন্ট বক্সে বা ইনবক্সে আপনার নাম, ফোন নম্বর, ঠিকানা ও আমের পরিমাণ জানাতে হবে।

> সর্বনিম্ন অর্ডার ১০ কেজি, সুনামগঞ্জ জেলার জন্য ৫ কেজি।

> যোগাযোগ: 01609365510
পরবর্তীতে আমাদের কাছে যেসব আম পাবেন সেগুলো ক্রম:

🎯 আম্রপালী

Exclusive miniature collection - 25 ml.Product type: Body sprayBrand: FOGG & OSSUMRegular Price : 120 BDTDigmall Price :...
10/06/2021

Exclusive miniature collection - 25 ml.
Product type: Body spray
Brand: FOGG & OSSUM
Regular Price : 120 BDT
Digmall Price : 100 BDT
Both for Men and Women.

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের গুণগত ও সুমিষ্ট (তৃতীয় জি আই পন্য) ক্ষিরসাপাত/হিমসাগর,  ল্যাংড়া ও আম্রপালী আমের প্রি-অর্ডার ন...
05/06/2021

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের গুণগত ও সুমিষ্ট (তৃতীয় জি আই পন্য) ক্ষিরসাপাত/হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালী আমের প্রি-অর্ডার নেয়া হচ্ছে।

Digmall এ আজ থেকে আপনার প্রি-অর্ডারটি করতে পারবেন।

* আমের বৈশিষ্ট্য:
> ১০০% রাসায়নিক মুক্ত, কোন প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হবে না।
> নিজ বাগানের সবচেয়ে ভালো কোয়ালিটির আম দেওয়া হবে।
> আম গাছ থেকে পাড়ার দিনেই ডেলিভারি দেওয়ায় আম সতেজ থাকবে।

আমের মানের ক্ষেত্রে আমরা আপোষহীন। আমের কোয়ালিটি ও মানের ক্ষেত্রে কোন প্রকার অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ।

🚚 ডেলিভারির সময় আমের কোন ক্ষতি যেন না হয় তাই প্লাস্টিকের ক্যারেটে আম দেওয়া হবে। নরমালি ১০ কেজি ও ২০ কেজির ক্যারেট থাকবে।

⏰ আম ভেলিভারির সম্ভাব্য সময়: হিমসাগর আম আলহামদুলিল্লাহ ডেলিভারি দেয়া শুরু হয়ে গেছে। এছাড়াও রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত ল্যাংড়া, আম্রপালি, ফজলি, কালিভোগ আম সরাসরি বাগান থেকে ইনশাআল্লাহ পৌঁছে দিতে পারবো আপনার বাসায়। 🥰

প্রতি কেজি ফরমালিন বিহীন ক্ষিরসাপাত/হিমসাগর আম কুরিয়ার চার্জ, প্যাকেজিং, হোম ডেলিভারি সহ প্রি-অর্ডার করলে ডিজমল থেকে পাবেন অত্যন্ত সুলভ মূল্যে।

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের হিমসাগর আম প্রতি কেজি পাবেন মাত্র ৯৯/- টাকায়।

উক্ত ব্যবসায়ের মুনাফার একটা অংশ ব্যয় করা হবে আর্থ-সামাজিক উন্নয়নে। ইনশাআল্লাহ পরবর্তীতে আপডেট জানানো হবে।

> প্রি-অর্ডারের জন্য কমেন্ট বক্সে বা ইনবক্সে আপনার নাম, ফোন নম্বর, ঠিকানা ও আমের পরিমাণ জানাতে হবে।

> সর্বনিম্ন অর্ডার ১০ কেজি, সুনামগঞ্জ জেলার জন্য ৫ কেজি।

> যোগাযোগ: 01609365510
পরবর্তীতে আমাদের কাছে যেসব আম পাবেন সেগুলো ক্রম:-

🎯ল্যাংড়া
🎯আম্রপালী

আপনাদের অভূবপূর্ব সাড়া পাওয়ায় Digmall : ডিজমল   এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। গোপালভোগ আম অনেকে অর্ডার করার পরেও আ...
01/06/2021

আপনাদের অভূবপূর্ব সাড়া পাওয়ায় Digmall : ডিজমল এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। গোপালভোগ আম অনেকে অর্ডার করার পরেও আমরা সবাইকে দিতে পারিনি, এজন্য আন্তরিক ভাবে দুঃখিত। এবার গোপালভোগ আমের ফলন তুলনামূলক কম হওয়ায় পাওয়াটা একটু কষ্টকর হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের বাসায় আবার গোপালভোগ আম পৌঁছে দিতে পারবো । এখনই আপনার অর্ডারটি কনফার্ম করুন। ❤
ফরমালিন মুক্ত, বিশুদ্ধ ও সুস্বাদু আম পেতে Digmall এর সাথে থাকুন। 😇

আপনারা চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম খাবেন আর দিনাজপুরের লিচু খাবেন না!! তা কি হয়!!!? 🤔Digmall : ডিজমল আপনাদের জন্য নিয়ে ...
25/05/2021

আপনারা চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু আম খাবেন আর দিনাজপুরের লিচু খাবেন না!! তা কি হয়!!!? 🤔

Digmall : ডিজমল আপনাদের জন্য নিয়ে আসছে দিনাজপুরের সুস্বাদু লিচু। 🍒

👉 আজ থেকে লিচুর অগ্রিম-অর্ডার নেয়া হচ্ছে 👈

এখন পাবেন মাদ্রাজি লিচু ও বেদানা লিচু।

বাগান থেকে সংগ্রহ করে, প্যাকেজিং, ডেলিভারি চার্জ, হোম ডেলিভারি সহ

প্রতি ১০০ টি মাদ্রাজি লিচু আশা করি ৩৬৫ টাকায় দিতে পারবো।
প্রতি ১০০ টি বেদানা লিচু আশা করি ৭০০ টাকায় দিতে পারবো।

অগ্রিম-অর্ডার দেয়ার জন্য যোগাযোগ করুন :

পেইজের ইনবক্স অথবা কমেন্ট বক্সে।

যেকোনো প্রয়োজনে : 01609365510

Digmall এর সাথে থাকুন, সচেতন থাকুন সুস্থ থাকুন। ❤

* চাঁপাইনবাবগঞ্জের গুণগত ও সুমিষ্ট আমের প্রি-অর্ডার নেয়া হচ্ছে। Digmall : ডিজমল  এ আপনার প্রি-অর্ডার করতে পারবেন।প্রতি ...
21/05/2021

* চাঁপাইনবাবগঞ্জের গুণগত ও সুমিষ্ট আমের প্রি-অর্ডার নেয়া হচ্ছে।

Digmall : ডিজমল এ আপনার প্রি-অর্ডার করতে পারবেন।

প্রতি কেজি চাঁপাইনবাবগঞ্জের ফরমালিন বিহীন গোপালভোগ ও ক্ষিরসাপাত/হিমসাগর আম কুরিয়ার চার্জ, প্যাকেজিং, হোম ডেলিভারি সহ প্রি-অর্ডার করলে Digmall থেকে পাবেন ১১০ টাকায়।

* আমের বৈশিষ্ট্য:

> ১০০% রাসায়নিক মুক্ত, কোন প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হবে না।
> নিজ বাগানের সবচেয়ে ভালো কোয়ালিটির আম দেওয়া হবে।
> আম গাছ থেকে পাড়ার দিনেই ডেলিভারি দেওয়ায় আম সতেজ থাকবে।

আমরা আমের মানের ক্ষেত্রে আপোষহীন। আমের কোয়ালিটি ও মানের ক্ষেত্রে কোন প্রকার অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ।

🚚 ডেলিভারির সময় আমের কোন ক্ষতি যেন না হয় তাই প্লাস্টিকের ক্যারেটে আম দেওয়া হবে। ১০ কেজি ও ২০ কেজির ক্যারেট থাকবে।

⏰ আম ভেলিভারির সম্ভাব্য সময়: গোপালভোগ ২৫-৩০ মে , ক্ষিরসাপাত/ হিমসাগর ১-৫ জুন তারিখের মধ্যে ইনশাআল্লাহ। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত ল্যাংড়া, আম্রপালি, ফজলি, কালিভোগ আম সরাসরি বাগান থেকে ইনশাআল্লাহ পৌঁছে দিতে পারবো আপনার বাসায়। 🥰

> প্রি-অর্ডারের জন্য কমেন্ট বক্সে বা ইনবক্সে আপনার নাম, ফোন নম্বর, ঠিকানা, আমের পরিমাণ জানাতে হবে।

> সর্বনিম্ন অর্ডার ১০ কেজি, সুনামগঞ্জ জেলার জন্য ৫ কেজি।

> যোগাযোগ: 01609365510


প্রি-অর্ডার ‼️ প্রি-অর্ডার ‼️ প্রি-অর্ডার ‼️* চাঁপাইনবাবগঞ্জের গুণগত ও সুমিষ্ট আমের  অর্ডার নেয়া হচ্ছে। Digmall : ডিজমল...
19/05/2021

প্রি-অর্ডার ‼️ প্রি-অর্ডার ‼️ প্রি-অর্ডার ‼️

* চাঁপাইনবাবগঞ্জের গুণগত ও সুমিষ্ট আমের অর্ডার নেয়া হচ্ছে।

Digmall : ডিজমল এ আপনার প্রি-অর্ডার করতে পারবেন।

* আমের বৈশিষ্ট্য:

> ১০০% রাসায়নিক মুক্ত, কোন প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হবে না।
> নিজ বাগানের সবচেয়ে ভালো কোয়ালিটির আম দেওয়া হবে।
> আম গাছ থেকে পাড়ার দিনেই ডেলিভারি দেওয়ায় আম সতেজ থাকবে।

আমরা আমের মানের ক্ষেত্রে আপোষহীন। আমের কোয়ালিটি ও মানের ক্ষেত্রে কোন প্রকার অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ।

🚚 ডেলিভারির সময় আমের কোন ক্ষতি যেন না হয় তাই প্লাস্টিকের ক্যারেটে আম দেওয়া হবে। ১০ কেজি ও ২০ কেজির ক্যারেট থাকবে।

⏰ আম ভেলিভারির সম্ভাব্য সময়: গোপালভোগ ২৫-৩০ মে , ক্ষিরসাপাত/ হিমসাগর ১-৫ জুন তারিখের মধ্যে ইনশাআল্লাহ। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত ল্যাংড়া, আম্রপালি, ফজলি, কালিভোগ আম সরাসরি বাগান থেকে ইনশাআল্লাহ পৌঁছে দিতে পারবো আপনার বাসায়। 🥰

> প্রি-অর্ডারের জন্য কমেন্ট বক্সে বা ইনবক্সে আপনার নাম, ফোন নম্বর, ঠিকানা, আমের পরিমাণ জানাতে হবে।

> সর্বনিম্ন অর্ডার ১০ কেজি, সুনামগঞ্জ জেলার জন্য ৫ কেজি।

> যোগাযোগ: 01609365510

Address

Near Shosanghat, Dhopakhali, Uttar Shologhar
Sunamganj
3000

Alerts

Be the first to know and let us send you an email when Digmall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Digmall:

Videos

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram