16/06/2024
“দিন বদলের বইছে হাওয়া, শিক্ষাই আমার প্রথম চাওয়া”
সম্মানীত সুধী,
আমাদের মানব সমাজে শিক্ষা প্রতিষ্ঠানের একটাই প্রধানতম উদ্দেশ্য জাতিকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। এজন্য প্রয়োজন যথোপযুক্ত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। যে শিক্ষা প্রতিষ্ঠান মানব সমাজকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার প্রকৃত দায়িত্ব গ্রহণ করবে। যে প্রতিষ্ঠান হবে সমাজ ও জাতির অজ্ঞতা, অশিক্ষা, কুশিক্ষা, অপসংস্কৃতি, অন্যায্যতা, অনধিকার, অনগ্রসরতার ও প্রতিকূলতার বিরুদ্ধে শিক্ষার আলোকবর্তিকা হিসেবে জ্যোতি বিচ্ছুরণ করা এবং ‘শিক্ষাই জাতির মেরুদন্ড’ হিসেবে সমাজকে তার প্রতি দায়বদ্ধতার মাধ্যমে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে জাতিকে উন্নয়নের শিখরে প্রতিষ্ঠিত করার একমাত্র প্রতিষ্ঠান। আর এই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের চালিকা শক্তিই হচ্ছেন আদর্শ শিক্ষক। আদর্শ শিক্ষকই জাতিকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারেন। এই আদর্শ মানব সমাজ গড়ার ব্রত নিয়ে আমাদের ঐতিহ্যবাহী গিরিধর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।
সমাজের প্রতি দায়বদ্ধতার অঙ্গিকার নিয়ে জাতির মেরুদন্ড গড়ার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গিরিধর উচ্চ বিদ্যালয়।
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি আজ যে সমস্যার সম্মুখীন প্রতিষ্ঠানের আসন সংখ্যার চেয়ে বেশি সংখ্যাক শিক্ষার্থী ভর্তি , শিক্ষক স্বল্পতা ও যোগোপযোগী ব্যবস্থাপনার অভাব।
আমাদের দায়িত্ব : তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ডোনেশন সংগ্রহ, শিক্ষক নিয়োগ, বার্ষিক বাজেট অনুমোদন ও উন্নয়ন বাজেট অনুমোদন, ছাত্র-ছাত্রীদের বিনাবেতনে অধ্যয়ন মঞ্জুরি, ছাত্র-ছাত্রীদের জন্য পর্যাপ্ত স্থান সঙ্কুলান ও স্টাফদের বাসস্থানের ব্যবস্থা করা, জমি, ভবন, খেলার মাঠ, বই, ল্যাবরেটরি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও অন্যান্য শিক্ষা উপকরণের ব্যবস্থা করা, শিক্ষকদের নিয়ে প্রি-সেশন সম্মেলনের ব্যবস্থা করা, যাতে বিগত বছরের মূল্যায়ন ও আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করে।
শিক্ষা ব্যবস্থাকে আরো যুগপোযোগী, জ্ঞানভিত্তিক, মানসম্মত এবং গতিশীল করে আমাদের গিরিধর উচ্চ বিদ্যালয়ের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনা সম্ভব হয়।