14/09/2018
মা বলছে সিগারেট খাইওনা।
পোলাপান ঠিকি খায়।
মা বলছে মদ গাজা খাইওনা।
পোলাপান বন্ধু বান্ধব মিল্লা সেটাও খায়।
বলছে খারাপের সাথে মিশবানা।
পোলাপান আরো বেশি মিশে।
মা বলছে রক্ত দিওনা।
পোলাপান এই কথা হারে হারে মানে৷ রক্ত দিতে কইলেই বলে আমার আম্মু মানা করছে! বাউরে বাউ!