22/02/2022
আমাদের সেবা সমূহ: 🔴হিজামা 🔴 রুকিয়াহ 🔴 কসমেটিক খৎনা 🔴 হারবাল প্রডাক্টস 🔴 কাউন্সিলিং
Alternative_Treatment_Of_Phophetic_Medicine
🔴Hijama 🔴 Ruqyah 🔴 Alisklamp 🔴 Products 🔴 Counselling
📌 আমাদের ঠিকানা -
5'th Floor, Zorna Complex, Zornerper, Kumar Para, Sylhet, Bangladesh.
(মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা এবং মহিলা থেরাপিষ্ট রয়েছেন)
More info:
📞 Call: +88 01704 992 056
What's App: +88 01749 58 00 56
🔴 হিজামা (Hijama) করে যে মন্তব্য দিলেন ১৫ জন পেশেন্ট!! ➡️
Youtube Link:
https://youtu.be/Gkyhy6Ls1xw
হিজামা কি?
হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা।
এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া।
হিজামাতে সকল প্রকার আধ্যাত্মিক, মানসিক ও শারিরিক সুস্থতা বিদ্যমান।আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় কাপিং থেরাপি (Wet Cupping Therapy)বলে।
হিজামার মাধ্যমে নেগেটিভ প্রেসার দিয়ে কাপ বসিয়ে টেনে স্কিন স্ক্র্যচকরা হয়, এতে দূষিত রক্ত (Toxin), ইউরিক এসিড, রোগের জন্য দায়ী জীবাণু প্লাজমা বা ফ্লুইডের সাথে বের হয়ে আসে।এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়।
বডিতে নাইট্রিক অক্সাইড তৈরী হয়।শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।
হিজামা বা Wet_Cupping_Therapy_Alternative_Treatment হিসাবে এখন বিশ্বের জনপ্রিয় চিকিতৎসা গুলোর মধ্যে একটি।এটিতে কোন ধরনের ঔষধের প্রয়োজন হয় না।
রাসূল (সা.) বলেন, আল্লাহ্ এমন কোন রোগ পাঠাননি যার আরোগ্যের ব্যবস্থা দেননি। (বুখারি হা/৫৬৭৮)
অন্য হাদিসে রাসূল (সা.) বলেন, নিশ্চয় হিজামা/কাপিং এর মধ্যে রয়েছে নিরাময়।
(সহীহুল বুখারি, হা/৫৬৯৭ তা.পা.)
হিজামা_বা_wet_Cupping Therapy দ্বারা যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
১। দীর্ঘমেয়াদী মাথাব্যথা(মাইগ্রেনসহ)
২। রক্তদূষণ
৩। উচ্চরক্তচাপ(হাই প্রেসার)
৪। যেকোন ধরনের ব্যাথা
৫। ঘুমের ব্যাঘাত
৬। পায়ে ব্যথা
৭। বাতের ব্যথা
৮। জয়েন্ট পেইন
৯। আথর্রাইটিজ পেইন
১০। কালো যাদু
১১। ত্বকের বর্জ পরিস্কার
১২। লিভার ডিজিজ
১৩। দীর্ঘ মেয়াদী চর্ম রোগ
১৪। কিডনী রোগ
১৫। ক্রনিক কফ
১৬।গেটে বাত
১৭।ঘাড়ে ব্যথা
১৮।মাংস পেশীর ব্যথা(Muscle pain)
১৯।হাড়ের স্হানচু্তি জনিত ব্যথা
২০।সাইনুসাইটিস(nasal sinus)
২১।হাঁপানি (Asthma)
২২।হৃদরোগ(Cardiac Disease)
২৩।মানসিক প্রশান্তি
২৪।অবস(প্যরালাইসিস)
২৫।মহিলাদের মাসিক সমস্যা
২৬।বাচ্চা না হওয়া
২৭।মুঠিয়ে যাওয়া(Obesity)
২৮।থাইরয়েড
২৯।গ্যাস্ট্রিক পেইন,এসিডিটি
৩০।শারিরিক দুর্বলতা.
৩১।হরমোনজনিত সমস্যা
৩২।বিভিন্নরকম চর্মরোগ
৩৩।চুল পড়া
৩৪।সাইনুসাইটিস
৩৫।ব্রন
ইত্যাদি ভিবিন্ন রোগ...
হিজামা ও কিছু জিজ্ঞাসাঃ
১। ব্যাথা লাগবে...??
--- জী লাগবে । তবে এতোটাই সামান্ন যে সেটাকে ব্যাথা না বলে অসস্তি বলা যায়।
২। কত সময় লাগবে...??
---১ থেকে ১.৫ ঘন্টা।
৩। দাগ যাবে কত দিনে...??
--- কালার নরমাল হবে ৩-৭ দিনে এবং দাগ যাবে ১৪ থেকে ২৮ দিনের মধ্যে ইনশাআল্লাহ্।
৪। কয়টা সেশন লাগবে...??
--- যে কোন রোগিকে কম পক্ষে দুইটা তবে রোগ ও তার উপশন আনুযায়ি শেসন সংখ্যা ভিন্ন হয়।
৫। মাথায় করতে কি চুল কাটতে হয়...??
--- না কাটলেও করা যায় তবে চুল কাটলে/ছোট থাকলে ভালো।
আমাদের এখানে হিজামা করে সবাই যে পজিটিভ মন্তব্য করেছেন ব্যাপারটা কিন্ত এমন না। তবে আলহামদুলিল্লাহ্ ৯৫% মানুষ উপকার পেয়েছেন নিঃসন্দেহে।
হিজামা সংক্রান্ত কিছু হাদিসঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন,
আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।
” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩
জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।
” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫
যখন কেউ রাসূলুল্লাহ (সাঃ) কে এসে মাথা ব্যাথার কথা বলত , তিনি (সাঃ) তাকে হিজামা করার কথা বলতেন।
-সুনানে আবু-দাঊদ হাদিস/৩৮৫৮(সনদ হাসান)
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, গরম বৃদ্ধি পেলে তোমরা হিজামার সাহায্য নাও। কারন কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে।
আল-হাকিম, (হাদিস নং ৭৪৮২)
আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, খালি পেটে হিজামা লাগানো উত্তম,এতে শিফা ও বরকত রয়েছে এবং এতে জ্ঞান ও সৃতি শক্তি বৃদ্ধি পায়।
-সুনানে ইবনে মাজাহ, (হাদিস নং ৩৪৮৭)
আবু_হুরাইরা_রাঃ_থেকে_বর্ণিত_রাসূলুল্লাহ (সা:)বলেছেন-
জিবরীল আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামাই হল সর্ব উত্তম।
আল-হাকিম, হাদিস নম্বরঃ ৭৪৭০
, #হিজামা, , #সিলেট
& RUQYAH FOUNDATION BD
#হিজামা এন্ড #রুকিয়াহ ফাউন্ডেশন বাংলাদেশ
Ruqyah BD
#হিজামা_রুকিয়াহ
2013
#শেয়ার করে অন্যকে জানিয়ে দিতে পারেন...
can share with others...