05/10/2025
কেরাটোসিস পিলারিস (Chicken Skin)
আপনার বাহু বা উরুতে কি ছোট ছোট দানা দানা খসখসে গুঁড়ো আছে?
এটি হতে পারে কেরাটোসিস পিলারিস।
এটা কী??
১.চুলের গোড়ায় কেরাটিন জমে ছোট দানা তৈরি হয়।
২.সাধারণত বাহু, উরু, গাল বা নিতম্বে দেখা যায়।
৩.একে অনেকে “চিকেন স্কিন” বলে।
৪.এটি সংক্রামক নয় ও বিপজ্জনক নয়।
যত্নের উপায়??
✅ প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করুন
✅ হালকা স্ক্রাব / এক্সফোলিয়েশন করুন
✅ বেশি ঘষাঘষি বা চুলকানো এড়িয়ে চলুন
✅ সমস্যা বাড়লে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন
মনে রাখুন: এটি ক্ষতিকর নয়। তবে নিয়মিত যত্নে ত্বক মসৃণ হয়ে যায়।।