Dr-Abdus Salam Mukta

Dr-Abdus Salam Mukta Communication & Patient Care Skills; Attention to detail;
Confidence,
Empathy,
Being Humane,
Respectfulness and Thoroughness

কেরাটোসিস পিলারিস (Chicken Skin) আপনার বাহু বা উরুতে কি ছোট ছোট দানা দানা খসখসে গুঁড়ো আছে?এটি হতে পারে কেরাটোসিস পিলারি...
05/10/2025

কেরাটোসিস পিলারিস (Chicken Skin)
আপনার বাহু বা উরুতে কি ছোট ছোট দানা দানা খসখসে গুঁড়ো আছে?
এটি হতে পারে কেরাটোসিস পিলারিস।

এটা কী??
১.চুলের গোড়ায় কেরাটিন জমে ছোট দানা তৈরি হয়।
২.সাধারণত বাহু, উরু, গাল বা নিতম্বে দেখা যায়।
৩.একে অনেকে “চিকেন স্কিন” বলে।
৪.এটি সংক্রামক নয় ও বিপজ্জনক নয়।

যত্নের উপায়??

✅ প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করুন
✅ হালকা স্ক্রাব / এক্সফোলিয়েশন করুন
✅ বেশি ঘষাঘষি বা চুলকানো এড়িয়ে চলুন
✅ সমস্যা বাড়লে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন

মনে রাখুন: এটি ক্ষতিকর নয়। তবে নিয়মিত যত্নে ত্বক মসৃণ হয়ে যায়।।

টিনিয়া কর্পোরিস (দাদ)এটি এক ধরনের ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ।👉 লক্ষণ:১.ত্বকে লালচে গোল বা ডিম্বাকার দাগ।২.মাঝখান তুলনামূ...
04/10/2025

টিনিয়া কর্পোরিস (দাদ)
এটি এক ধরনের ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ।

👉 লক্ষণ:
১.ত্বকে লালচে গোল বা ডিম্বাকার দাগ।
২.মাঝখান তুলনামূলক ফ্যাকাশে, চারপাশ উঁচু ও লালচে।
৩.চুলকানি, মাঝে মাঝে জ্বালা।

👉 করণীয়:
১.প্রতিদিন শরীর ও কাপড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
২.ব্যক্তিগত তোয়ালে, কাপড়, বিছানার চাদর আলাদা ব্যবহার করুন।
৩.চিকিৎসকের পরামর্শে অ্যান্টিফাঙ্গাল মলম বা ওষুধ ব্যবহার করুন।
৪.আক্রান্ত স্থান শুকনো রাখুন।

❌ যা করবেন না:
১স্টেরয়েডযুক্ত মলম ব্যবহার করবেন না (এতে দাদ বাড়তে পারে)
২কাপড় বা তোয়ালে অন্যের সাথে শেয়ার করবেন না।

চিকিৎসকের পরামর্শে যথাসময়ে চিকিৎসা নিলে দাদ সম্পূর্ণ সেরে যায়।।

✋হ্যান্ড একজিমা (Hand Eczema)কী এড়িয়ে চলবেন??❌ সাবান❌ হ্যান্ড ওয়াশ❌ হেক্সিসল / স্যানিটাইজার❌ ডিটারজেন্ট / গুঁড়া সাবান...
03/10/2025

✋হ্যান্ড একজিমা (Hand Eczema)

কী এড়িয়ে চলবেন??

❌ সাবান
❌ হ্যান্ড ওয়াশ
❌ হেক্সিসল / স্যানিটাইজার
❌ ডিটারজেন্ট / গুঁড়া সাবান
এগুলো হাতের ত্বক আরও শুকিয়ে ও জ্বালাপোড়া বাড়ায়।

করণীয়??

✅ কাজ করার সময় অবশ্যই গ্লাভস ব্যবহার করুন (কিচেন গ্লাভস, রাবার গ্লাভস ইত্যাদি)।
✅ কাজ শেষে হাত ধুয়ে ভালোভাবে মুছে নিন।
✅ প্রতিদিন ময়েশ্চারাইজার/ক্রীম লাগান।
✅ সমস্যা বাড়লে চিকিৎসকের পরামর্শ নিন।

মনে রাখবেন: নিয়মিত যত্ন ও সঠিক সাবধানতা অবলম্বন করলে Hand Eczema অনেকটা নিয়ন্ত্রণে রাখা যায়।।

03/10/2025
যত্রতত্র মলম ব্যবহারের ফল> এক্সটেনসিভ টিনিয়া করপোরিস ( দাদ নামে পরিচিত)
03/10/2025

যত্রতত্র মলম ব্যবহারের ফল> এক্সটেনসিভ টিনিয়া করপোরিস ( দাদ নামে পরিচিত)

ফ্রি স্কেবিস চিকিৎসা জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুরা।।
14/08/2025

ফ্রি স্কেবিস চিকিৎসা
জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুরা।।

24/10/2024

বিয়ানীবাজারে একদিনে দুই অভিযানে সফল থানা পুলিশ | দুই চো/রা/কা/র/বা/রি ও তিন চো/র গ্রে/প্তা/র | চারটি গরু-ছাগল উদ্ধার ও অ/বৈ/ধ বিড়ি জ/ব্দ

20/10/2024

বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রাম লম্বা পুল নামক স্থানে দুটি বাঘ সাদৃশ্য প্রাণীর অস্তিত্ব দেখতে পেয়েছেন স্থানীয় এলাকাবাসী। মোকাম রোড-সারপার বাজার রোড হয়ে চলাচলকারী যান চালক ও পথচারীদের সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানিয়েছেন তারা।

20/10/2024

ইতিহাস ও ঐতিহ্যের স্মারক বিয়ানীবাজারের পাল জমিদার বাড়ি...

06/10/2024

বিয়ে না করলেই মরিচের গুঁড়া! এ আবার কোন দেশ?

03/10/2024

বিয়ানীবাজার-ঢাকা রুটে এনা বাস ভাং/চু/রের অভিযোগ, কিন্তু কেন?

Address

Sylhet
3170

Telephone

+8801720328331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr-Abdus Salam Mukta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr-Abdus Salam Mukta:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram