মেসার্স সোহাগ মেডিকেল হল

মেসার্স সোহাগ মেডিকেল হল Thanks For Visiting Our page..

Hello,,,,,
আমাদের ফেইসবুক পেজটি ভিজিট করার জন্য ধন্যবাদ।

(মেসার্স সোহাগ মেডিকেল হল) একটি প্রাথমিক চিকিৎসা সেবার নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে খুব যত্ন সহকারে নানা ধরনের রোগের চিকিৎসা করা হয় এবং সকল ধরনের ঔষধ বিক্রয় করা হয়।

আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা : সাদিপুর দোকান ঘাট, সোনাতলা, সদর সিলেট।

24/11/2025
🫀 তরুণ বয়সেও বাড়ছে হৃ'দরো'গ, হা'র্ট অ্যা'টা'ক ও স্ট্রো'ক! কেন?আগে ভাবা হতো — এসব রো'গ শুধু ৫০–৬০ বছর বয়সের মানুষের হয়। ক...
14/11/2025

🫀 তরুণ বয়সেও বাড়ছে হৃ'দরো'গ, হা'র্ট অ্যা'টা'ক ও স্ট্রো'
ক! কেন?

আগে ভাবা হতো — এসব রো'গ শুধু ৫০–৬০ বছর বয়সের মানুষের হয়। কিন্তু এখন ১৫-২০, ২৫ - ৩০ বছর বয়সেও তরুণরা হঠাৎ হা'র্ট অ্যা'টা'ক বা স্ট্রো'কে আ'ক্রা'ন্ত হচ্ছে!

👉 কারণটা শুধু “বয়স” নয় — বরং অ'স্বা'স্থ্য'ক'র জীবনযাপন, মানসিক চা'প, ও শারীরিক অবহেলা।

***এই রো'গগুলোর পার্থক্য ও সম্পর্ক

1️⃣ হৃ'দরো'গ (Heart Disease)
👉 এটি সবচেয়ে বড় শব্দ — এর মধ্যে সব ধরনের হৃ'দয'ন্ত্রে'র সমস্যা পড়ে, যেমন:
হৃ'দপেশির দুর্বলতা
হা'র্টে ব্ল:ক
র'ক্ত'না'লী সংকুচিত হওয়া
অনিয়মিত হৃ'দস্পন্দন (Arrhythmia)

2️⃣ হা'র্ট অ্যা'টা'ক (Heart Attack / Myocardial Infarction)

👉 এটি ঘটে যখন হা'র্টে র'ক্ত সরবরাহকারী ধমনী হঠাৎ ব্ল'ক হয়ে যায়, ফলে হা'র্টে'র একাংশ পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে ক্ষ'তি'গ্র'স্ত হয়।
➡️ এটি হৃ'দরোগের একটি ধরণ।

3️⃣ স্ট্রো'ক (Stroke)
👉 এটি ঘটে মস্তিষ্কে র'ক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে (Block) বা র'ক্ত'ক্ষ'র'ণ হলে (Bleeding)।
➡️ হা'র্ট অ্যা'টা'কে'র মতোই — কারণ একই রকম: র'ক্ত'না'লী'র ব্ল'ক বা উচ্চ র'ক্ত'চা'প।
➡️ পার্থক্য শুধু জায়গায় — একটিতে হা'র্ট ক্ষ'তি'গ্র'স্ত হয়, অন্যটিতে মস্তিষ্ক।

🚨 তরুণ বয়সে এসব রো'গের প্রধান কারণ
দীর্ঘসময় বসে থাকা, ব্যায়ামের অভাব
অতিরিক্ত ফাস্ট ফুড, চিনি, ও ট্রান্সফ্যাট
ধূ'মপান, মা'দ'ক বা ভে'পিং
অতিরিক্ত মানসিক চাপ ও ঘুমের অভাব
উচ্চ র'ক্ত'চা'প, ডায়াবেটিস, বা কোলেস্টেরল
পারিবারিক জেনেটিক সমস্যা
(তথ্যসূত্র: Mayo Clinic, Cleveland Clinic, PACE Hospital, OU Health 2024 Reports)

*** যা করতে পারেন এখন থেকেই
✅ নিয়মিত হাঁটা বা ব্যায়াম
✅ ধূ'ম'পা'ন ও মা'দ'ক পরিহার
✅ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
✅ পর্যাপ্ত ঘুম ও মানসিক বিশ্রাম
✅ নিয়মিত র'ক্ত'চা'প, সুগার, ও কোলেস্টেরল পরীক্ষা

স্মরণে রাখুন:
তরুণ বয়স মানেই আপনি নিরাপদ — এমনটা নয়।
একটু সচেতনতা, একটু যত্ন — আপনার হৃদয়কে রাখতে পারে অনেক বছর সুস্থ ও প্রাণবন্ত !

©️

কিডনি সুস্থ রাখার ৫টি টিপস 1️⃣ পর্যাপ্ত পানি পান করুন 2️⃣ লবণ কম খান 3️⃣ নিয়মিত ব্যায়াম করুন 4️⃣ ওজন নিয়ন্ত্রণে রাখুন 5️...
08/11/2025

কিডনি সুস্থ রাখার ৫টি টিপস
1️⃣ পর্যাপ্ত পানি পান করুন
2️⃣ লবণ কম খান
3️⃣ নিয়মিত ব্যায়াম করুন
4️⃣ ওজন নিয়ন্ত্রণে রাখুন
5️⃣ ধূমপান পরিহার করুন
সুস্থ কিডনি,সুস্থ জীবন।

সুস্থ দেহই জীবনের আসল সম্পদ। টাকা-পয়সা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু স্বাস্থ্য একবার হারালে তা ফিরে পাওয়া সবচেয়ে কঠি...
25/10/2025

সুস্থ দেহই জীবনের আসল সম্পদ। টাকা-পয়সা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু স্বাস্থ্য একবার হারালে তা ফিরে পাওয়া সবচেয়ে কঠিন। তাই প্রতিদিন নিজের শরীর ও মনের যত্ন নিন — সুস্থ থাকুন, সুখে থাকুন।" 💪🌞

🐕 কু/কুরে কা'মড়ের পর করণীয় 🩸🔴 কু/কুরে কামড় সাধারণ মনে হলেও এটি রেবিস (Rabies) নামক মারাত্মক রোগের কারণ হতে পারে। তাই অবহ...
28/08/2025

🐕 কু/কুরে কা'মড়ের পর করণীয় 🩸

🔴 কু/কুরে কামড় সাধারণ মনে হলেও এটি রেবিস (Rabies) নামক মারাত্মক রোগের কারণ হতে পারে। তাই অবহেলা না করে জরুরি ব্যবস্থা নিতে হবে।

⚠️ করণীয়
✔️ ক্ষতস্থান দ্রুত সাবান ও পরিষ্কার পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে ফেলুন
✔️ অ্যালকোহল/আয়োডিন দিয়ে জীবাণুমুক্ত করুন
✔️ ক্ষত খোলা রাখুন
✔️ দ্রুত হাসপাতালে গিয়ে রেবিস ভ্যাকসিন নিন
✔️ প্রয়োজনে রেবিস ইমিউনোগ্লোবুলিন (RIG) ও টিটেনাস ইনজেকশন নিন

🟡❌ যা করবেন না
✖️ ঝাড়ফুঁক বা দেশি টোটকা ব্যবহার
✖️ ভ্যাকসিন নেওয়া দেরি করা
✖️ নিজে থেকে ক্ষত সেলাই করা

👉 মনে রাখবেন, কুকুরে কামড় মানেই জরুরি চিকিৎসা।

সচেতন থাকুন, সুস্থ থাকুন।

বর্তমানে এক ভয়াবহ ভাইরাসজনিত জ্বর ছড়াচ্ছে।👉 হঠাৎ করে ১০৩°/১০৪° জ্বর👉 শরীরজুড়ে প্রচণ্ড ব্যথা👉 তীব্র দুর্বলতা ও প্রেসার ...
31/07/2025

বর্তমানে এক ভয়াবহ ভাইরাসজনিত জ্বর ছড়াচ্ছে।
👉 হঠাৎ করে ১০৩°/১০৪° জ্বর
👉 শরীরজুড়ে প্রচণ্ড ব্যথা
👉 তীব্র দুর্বলতা ও প্রেসার লো
👉 টাইফয়েড/ডেঙ্গু/চিকুনগুনিয়া নয় – তবুও জ্বর ভয়ংকর!

অনেককেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। তাই ২-৩ দিনের মধ্যে টেস্ট করিয়ে নিন।
জ্বর কমলেও ব্যথা ও দুর্বলতা সহজে কাটে না।

✅ প্রতিদিন সকালে তুলসী, আদা, লবঙ্গ, দারুচিনি ও মধু দিয়ে তৈরি রং চা পান করুন।
✅ ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান – মাল্টা, জাম্বুরা, কমলা, ডাব ইত্যাদি।
✅ পর্যাপ্ত পানি পান করুন।
✅ খুব দুর্বল লাগলে স্যালাইন গ্রহণ করুন।

নিজে সতর্ক থাকুন, পরিবারকে সতর্ক করুন।
#ভাইরাসজ্বর #সতর্কতাইসেরা_প্রতিরোধ #স্বাস্থ্যসচেতনতা #ভিটামিনসি #ইমিউনিটিবুস্টার #জ্বরপ্রতিরোধ —

🔵 নিয়মিত রক্তচাপ পরীক্ষা রাখুন সুস্থতার পথে এক ধাপ এগিয়ে 🩺মেসার্স সোহাগ মেডিকেল হল পাচ্ছেন—✅ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষ...
22/07/2025

🔵 নিয়মিত রক্তচাপ পরীক্ষা রাখুন সুস্থতার পথে এক ধাপ এগিয়ে 🩺

মেসার্স সোহাগ মেডিকেল হল পাচ্ছেন—

✅ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা
✅ প্রেসার ও সুগার চেক
✅ ওষুধ পরামর্শ

📍 আপনার পাশে সবসময়
মেসার্স সোহাগ মেডিকেল হল
সাদিপুর ,দোকান ঘাট ,সোনাতলা, সদর সিলেট।

30/12/2024

ওরস্যালাইন-এন সঠিক নিয়মে না বানালে স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। তাই, ওরস্যালাইন-এন বানাতে সতর্ক থাকুন। ১ প্যকেট ওরস্যালাইন-এন ৫০০ মি.লি.পানিতে বানান।

ডিসক্লেইমার: শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র মোতাবেক অ্যান্টিবায়োটিক বিক্রয়, সেবন বা গ্রহণ করেন হবে। ঔষধ ক্রয়ের সময় মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিন। মেয়াদ উত্তীর্ণ ঔষধ ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকুন।

সিজারে বা’চ্চা নেওয়ার অপর নাম নীরব মৃ”ত্যু (মিস করবেন না স্বা’মী স্ত্রী দুজনেই পড়ুন)এক নার্স (সেবীকা)হলি ক্র’স মেডিক্যা...
28/10/2024

সিজারে বা’চ্চা নেওয়ার অপর নাম নীরব মৃ”ত্যু (মিস করবেন না স্বা’মী স্ত্রী দুজনেই পড়ুন)

এক নার্স (সেবীকা)হলি ক্র’স মেডিক্যালএর চি’কিৎসক হিসেবে কাজ করছেন ! গত মাসে তার ফুটফুটে পুত্র সন্তান হয় ।আমি তাকে প্রশ্ন করেছিলাম সিজারে অনেক বা’চ্চা ই তো পৃথিবীতে নিয়ে আসলি অ’পা’রেশন করে, এখন তোর সিজার কোন চি’কিৎসক করবে ?

উত্তরে জানায়, নরমাল ডে’লিভা’রির জন্য প্রিপারেসন নেওয়া হয়েছে । কারন ! সি’জারে বাচ্চা হলে একজন না’রী ২য় ,৩য় বার পুনরায় মা ‘’হতে গেলে ঝুকি থাকে ৯০.৭ % ।অনেক সময়েই বাচ্চার শরীর ছু’রি , কাচি লেগে শরীরের বিভিন্ন অ’’ঙ্গ ক্ষ’তি হয় যা আমা’দের দেশের চিকিৎসক গন কাউকেই বলেন না !অর্থের লো’ভে প্রত্যেক গ’র্ভ’বতী মা কে মেডিক্যাল চেকাপ এর আগে থেকে ই বলে রাখা হয় সি’জারে বাচ্চা নিতে হবে অন্যথায় !

মৃ’’ত্যু ঝুঁকির ভয় দেখানো হয়। জাতিসং’ঘের স্বাস্থ্য বিসয়ক সংস্থা WHO জানিয়েছে একটি দেশের ১৫% মেয়ে যদি একান্তে ই না পারে স্বাভা’বিক প্রক্রিয়া তে বাচ্চা নিতে, সে ক্ষেত্রে সিজার করাতে হবে। আমার দেশে বর্তমান সিজা’রে বাচ্চা হচ্ছে সে অনুপাতে ৯৭.৩% যা না’রী স্বাস্থ্যর জন্য ঝুঁ’কিপূর্ণ । এই সিজারে বাচ্চা নিতে গেলে যেমন মা মা’রা যায় বেশীরভাগ সময় তেমনি ক্ষতি হয় নব জ’ন্ম নেওয়া শি’শুটির ।

সিজারে হওয়া বাচ্চা অনেক বেশী অ’সুস্থ থাকে একটু খেয়াল করে দেখবেন,যা নরমালে হওয়া বা’চ্চাদের হয় না খুব একটা । প্রতি বছর সিজা’রে বাচ্চা হতে গিয়ে মা’রা যায় আমাদের দেশে ২৭.৯% মা ,শিশু ।এই ছারাও সিজার অ’পা’রেশনে রোগীর জন্য রক্ত চাওয়া হয় অনেক সময় ই ১০-১৫ ব্যাগ , যার মধ্যে বড় জোর ২ ব্যাগ র’ক্ত কাজে লাগিয়ে অন্যগুলো বিক্রি করা হয় ।সামাজিক স্ট্যাটাস হয়ে গেছে এখন সি’জারে বাচ্চা নেওয়া!

যা বর্তমান নারী দেহ কে ধ্বং’স করে দিচ্ছে নীরবে, চিকিৎসকরা সবই জানেন , বুঝেন কিন্তু হাঁসপাতালের মালিক দের খুশী রাখতে এবং নিজেদের অর্থনীতি কে শক্তিশালী করতে তারা করেন না’রীর পেট কাঁটা বিজনেস। এক লোকের চারজন স্ত্রী’ ছিল। একদিন লোকটা অসুস্থ হয়ে পড়লো এবং জানতে পারলো যে সে আর বেশী দিন বাঁ’চবেনা। লোকটা ইচ্ছা করলো যে… এক লোকের চারজন স্ত্রী ছিল।

লোকটা তার ৪র্থ স্ত্রী’কেই বেশী ভালোবাসতো এবং যত্ন করতো। সে তার ৩য় স্ত্রী’কেও অনেক ভালোবাসতো এবং বন্ধু বান্ধবদের সামনে স্ত্রী’র প্রশংসা করতো। তার ভয় ছিলো যে এই স্ত্রী হয়তো কোনদিন অন্য কারো সাথে পালিয়ে যেতে পারে.! সে তার ২য় স্ত্রী’কেও ভালোবাসতো। লোকটা যখনি কোন বিপদে পড়তো, তখনি সে তার এই স্ত্রী’র কাছে সমাধান চাইতো এবং তার স্ত্রী’ তাকে সমাধান দিয়ে সাহায্য করতো। কিন্তু, লোকটা তার ১ম স্ত্রী’কে একদম ভালোবাসতো না এবং

যত্নও করতোনা। এই স্ত্রী’ লোকটাকে অত্যন্ত ভালোবাসতো, তার অনুগত থাকতো এবং তার যত্ন নিতে চাইতো। লোকটা তা পছন্দ করতোনা। একদিন লোকটা অসুস্থ হয়ে পড়লো এবং জানতে পারলো যে সে আর বেশী দিন বাঁচবেনা।লোকটা ইচ্ছা করলো যে সে যখন মারা যাব’’ে, তার কোন একটা স্ত্রী’কেও নিয়ে যাব’ে তার সাথে করে, যাতে করে সে পেতে পারে এই ভেবে যে মৃ’’ত্যুর পর সে একা নয়, তার একজন স’ঙ্গীও সাথে আছে।

লোকটা তিনজন স্ত্রী’কে ডেকে এনে তার সাথে মৃ’’ত্যুবরণ করার ইচ্ছাটা বললো এবং কে যেতে চায় তা জিজ্ঞেস করলো।“এটা ‘’হতেই পারেনা”, বলেই তার ৪র্থ স্ত্রী’ সাথে সাথে ঐ জায়গা থেকে চলে গেলো লোকটার ইচ্ছাকে প্রত্যাখ্যান করে।৩য় স্ত্রী বললো, “জীবন এখানে খুবই সুন্দর। তোমার মৃ’’ত্যুর পর আমি অন্য কাউকে বিয়ে করে নেবো.!” বলে সেও চলে গেল। ২য় স্ত্রী’ বললো, “তুমি আমার কাছে সমাধান চাইতে। কিন্তু এই ব্যাপারে আমা’র কোন সমাধান নেই।

দুঃখিত তোমাকে সাহায্য করতে না পেরে। তবে তোমার মৃ’’ত্যুর আগে পর্যন্ত আমি তোমার পাশে সর্বদা আছি.! স্ত্রীদের কথা শুনে লোকটা অত্যন্ত কষ্ট পেলো এবং বি’ম’র’্ষ হয়ে পড়লো……: “আমি তোমা’র সাথে যাব’’, তুমি যেখানেই যাওনা কেন,আমি তোমাকে অনুসরণ করবো.!” হঠাৎ একটা কন্ঠ বলে উঠলো.! লোকটা তাকিয়ে দেখলো যে কন্ঠটা তার ১ম স্ত্রী’র।ভালোবাসা এবং যত্নের অভাবে তার এই স্ত্রী’র চেহারা মলিন, দেহ ক’ঙ্কালসার, অপুষ্টির চিহ্ন সারা শরীরে।

লোকটা অশ্রুসিক্ত নয়নে বললো, “হায় কি আফসোস.! তোমাকে কখনো ভালোবাসিনি, যত্ন করিনি। আজ তুমি আমার সাথে যেতে চাইছে। এতদিন কি ভুলটাই না করেছি তোমার কথা না ভেবে.! আজ শেষ সময়ে ভুলটা বুঝতে পারলাম.!”আসলে, আমা’দের প্রত্যেকের জীবনে এই চারজন স্ত্রীর মত ব্যাপারটি আছে।

শুভ সন্ধ্যা 🥀🥀
17/06/2024

শুভ সন্ধ্যা 🥀🥀

◽সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা @রক্তচাপ নিয়ন্ত্রণ করে @রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় @ক্যানসার রোধে সহয়তা ...
15/05/2024

◽সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

@রক্তচাপ নিয়ন্ত্রণ করে
@রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়
@ক্যানসার রোধে সহয়তা করে
@যৌন শক্তি বৃদ্ধি করে
@হজম শক্তি বাড়ায়
@ত্বক ভালো রাখে
@হৃদরোগের ঝুঁকি কমে
@বয়সের চাপ দুর করে
@ভিটামিন ডি এর অভাব পুরণে সহায়তা করে
@চুল ভালো রাখে
@ রক্তের চর্বি কমায়
@কোষ্ঠকাঠিন্য দুর করে

Address

সাদিপুর দোকান ঘাট, সোনাতলা, সদর সিলেট
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when মেসার্স সোহাগ মেডিকেল হল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মেসার্স সোহাগ মেডিকেল হল:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram