05/11/2025
ডায়াবেটিস ও নন-ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত (Diabetic Foot Ulcer) নিরাময়ের জন্য "কাজলহাওড় ডায়াবেটিক সেন্টার" সিলেটে অবস্থিত একমাত্র ডেডিকেটেড ডায়াবেটিক ফুট কেয়ার সেন্টার (Diabetic Foot Care Center)। বৃহত্তর সিলেট সহ বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে এখানে ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত (ডায়াবেটিক ফুট Diabetic Foot), বার্ন (Burn) (জ্বলা) ও বেড সোর (Bed Sore) সহ শরীরের যেকোন ধরণের ক্ষত (Wound) নিরাময়ের অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিতে আসুন। পাশাপাশি, অতি উচ্চ মাত্রার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ও অতিরিক্ত ওজন (Obesity) কমাতে আমাদের চিকিৎসা গ্রহণ করুন। স্বল্প খরচে ক্ষত নিরাময় ও মাথায় চুল গজানোর জন্য পিআরপি থেরাপী (PRP Therapy) নিন।
পরিচালকঃ ডাঃ এম. মঞ্জুর আহমেদ, এমবিবিএস; এমএসসি (প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স - থাইল্যান্ড); পিজিটি (সার্জারী); সিসিডি (বারডেম); ইডিসি (বারডেম)। (ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে ডায়াবেটিক ফুট কেয়ার এবং ক্ষত নিরাময় বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত)