Raqi johirul islam

Raqi johirul islam জিন,যাদু,বদনজর এবং শারীরিক ও মানসিক সমস্যার কোরআন সুন্নাহ নির্ভর চিকিৎসা।

27/11/2025

স্বপ্নে সাপ,কুকুর, বিড়াল, জ্বিন,কবর স্থান, লাশ-মৃতমানুষ, পানিতে বা উপর থেকে পড়ে যাওয়া ও আকাশে উড়তে দেখা সিহরের লক্ষণ।

26/11/2025

ব্যক্তি অসুস্থতায় ভুগতেছে কিন্তু মেডিকেল রিপোর্ট নরমাল আসতেছে
এমন অধিকাংশ ব্যক্তি জ্বীন, জাদু, অথবা বদনজরে আক্রান্ত।

25/11/2025

প্রায় নিয়মিত যারা দুঃস্বপ্ন দেখেন তারা ঘুমানোর আগে সূরা কাহফের
শেষ ৪টি আয়াত পাঠ করুন।

24/11/2025

প্রায়ই স্বপ্নে খাবার খেতে দেখা, খাবার রুচি না থাকা কিংবা দিনদিন শরীর শুকিয়ে যাওয়া পেটে থাকা যাদুর লক্ষণ!

21/11/2025

কোন কারন ছারাই বারবার পেটে ব্যথা মানেই পেটে যাদু ও যাদুর গিঁট রয়েছে। যা আপনার পুরো সরিরকে অসুস্থ করে দিচ্ছে।

18/11/2025

সাধারণত এই জায়গা গুলোতে জিনদের প্রভাব বেশি ধরে রাখতে পারে।

শরীরের যে জায়গাগুলোতে জিন সবচেয়ে বেশি থাকে:

১. মাথা
এটাই তাদের প্রধান কেন্দ্র।
মাথার দুই পাশ, কপাল, মাথার পেছন, কান—এখানেই তারা চাপ ধরে রাখে।
আরবি: رأس، صدغ، قفا
লক্ষণ: মাথা ভারী লাগে, চিন্তা আটকে যায়, ঘন ঘন ভুলে যাওয়া, ফজরের আগে তীব্র মাথাব্যথা।

২. চোখের আশপাশ
চোখ দিয়ে তারা মানুষকে নিয়ন্ত্রণ করে।
আরবি: عين، جفن
লক্ষণ: চোখ ঝাপসা দেখা, হঠাৎ চোখে জ্বালা, কেউ তাকিয়ে আছে এমন অনুভূতি।

৩. গলা
যাদের গলায় শক্তি কমে যায়, কথা আটকে যায়, দম চাপে—সেখানে তাদের অবস্থান থাকে।
আরবি: حلق
লক্ষণ: কুরআন শুনলে গলা ভারী লাগে, কাশি আটকে থাকে, ঝিমঝিম ভাব।

৪. বুক
বুকের মাঝখানে বা ডান–বাম পাশে।
এখানে থাকলে ভয়, দুঃস্বপ্ন, প্যানিক, বুকে ভারী চাপ—সব দেখা যায়।
আরবি: صدر
লক্ষণ: নামাজে মন বসে না, বুকে গরম লাগে বা টান ধরে।

৫. পাকস্থলী ও নাভির চারপাশ
এখানেও তারা দ্রুত জায়গা নেয়।
আরবি: بطن، سرة
লক্ষণ: খিদে কমে যাওয়া, হজমের সমস্যা, অজানা বমি ভাব, পেট চেপে থাকা।

৬. কোমর ও পিঠ
পেছন দিকটা তাদের খুব সাধারণ অবস্থান।
আরবি: خصر، ظهر
লক্ষণ: কোন কারণ ছাড়া কোমর ব্যথা, হঠাৎ দুর্বলতা, হাঁটার ইচ্ছা কমে যাওয়া।

৭. বগল ও কাঁধ
এখানে থাকলে শরীর খুব সহজে ক্লান্ত হয়, এবং ঘুম ভেঙে যায়।
আরবি: كتف، إبط
লক্ষণ: কাঁধ ভারী, শরীর ঠাণ্ডা হয়ে থাকা, হাত ঝিম ঝিম করা।

৮. হাঁটুর নিচে ও পায়ের পাতা
অনেক সময় তারা এখান থেকে পুরো শরীরে প্রভাব ফেলে।
আরবি: ركبة، قدم
লক্ষণ: হাঁটতে কষ্ট, পা ভারী, রাতের বেলা তীব্র ব্যথা।

৯. যৌনাঙ্গের আশপাশ
এটা সাধারণত যাদু, নজর, বা দাম্পত্য সমস্যার ক্ষেত্রে দেখা যায়।
আরবি: عورة
লক্ষণ: অকারণে ব্যথা, অস্বস্তি, দুর্বলতা।

17/11/2025

আযাব সংক্রান্ত আয়াতে
জ্বীন শাইতনের রিয়েকশন।

12/11/2025

বিয়ের পথে বাধা সৃষ্টিকারী জাদুর সবচেয়ে প্রচলিত ধরনগুলোর একটি হলো
🔹️ ছিটানো জাদু (السحر المرشوش)

এই ধরনের জাদুকে প্রায়ই আরও শক্তিশালী করা হয় অন্য জাদুর মাধ্যমে — যেমন খাওয়ানো (المأكول), পুঁতে রাখা (المدفون), কিংবা ঘ্রাণের মাধ্যমে (المشموم) করা জাদু ইত্যাদি।
তবে সবচেয়ে ভয়ংকর ও সবচেয়ে সাধারণ হলো ছিটানো জাদু (সিহর মুরশুশ)।

এ ধরনের জাদু সাধারণত করা হয় —
👉 ঘরের দরজার চৌকাঠে বা উঠোনে কিছু ছিটিয়ে।
এটার উদ্দেশ্য হয় খুবই কুটিল ও সূক্ষ্ম:

🔸 যেন প্রস্তাবকারী (পাত্র) সেই বাড়িতে প্রবেশই না করতে পারে।
🔸 যেন সে চৌকাঠ অতিক্রম করতেই না পারে।
🔸 আর যেন তার ও মেয়েটির মধ্যে এক অদৃশ্য পর্দা সৃষ্টি হয়, যা সাক্ষাৎ, বোঝাপড়া ও বিবাহের সমস্ত সম্ভাবনাকে ব্যর্থ করে দেয়।

🔰 তাই এই ধরনের জাদুর প্রতিকার ও সুরক্ষার জন্য সবচেয়ে গুরুত্ব দিতে হবে —
👉 দরজার চৌকাঠ,
👉 মূল দরজা,
👉 প্রবেশপথ,
👉 এবং ঘরের চারপাশের কোণাগুলোতে রুকইয়াহ ও প্রতিরক্ষামূলক দোয়া পাঠ ও ছিটানোয়।

এভাবেই আল্লাহর ইচ্ছায় জাদুর প্রভাব নষ্ট হবে এবং সহজতা ও বরকত পুনরায় ফিরে আসবে ইনশাআল্লাহ।

والله أعلم وهو خير الحافظين 🌿
আল্লাহই সর্বাধিক জ্ঞানী ও তিনিই উত্তম রক্ষাকারী।

10/11/2025

#শরীরের ভেতর অবস্থান করা জিনকে দুর্বল ও পরাভূত করার সহজ আমল

মানুষ কখনও এমন কিছু মানসিক ও শারীরিক কষ্টে পড়ে, যার সুস্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে একই কষ্ট চলতে থাকলে অনেক সময় জিন-সংক্রান্ত সমস্যা সেটিকে জটিল করে তোলে। কোরআন-সুন্নাহ আমাদের শিখিয়েছে কীভাবে এই ধরনের আঘাতের মোকাবিলা করতে হয়—ধর্মীয় আমল, দোয়া, ধৈর্য, এবং আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা দিয়ে।

এই আমলের উদ্দেশ্য জিনকে প্রজ্বলিত বা নির্যাতন করা নয়। উদ্দেশ্য হলো কোরআনের বারকত ও আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা চাওয়া। কোরআনের নূর এমনিতেই শয়তান ও জিনকে দগ্ধ করে, দুর্বল করে, তাড়িয়ে দেয়। কোরআনই বলে,
إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا
"নিশ্চয়ই শয়তানের কৌশল খুবই দুর্বল।" (সূরা নিসা ৭৬)
এখানেই ভরসা। মানুষ দুর্বল হতে পারে, কিন্তু আল্লাহর কালাম কখনো দুর্বল নয়।

#কী বুঝে আমল শুরু করবেন
রুকইয়াহ মানেই কোরআন-সুন্নাহ নির্ভর দোয়া ও তিলাওয়াতের মাধ্যমে শারীরিক-মানসিক চিকিৎসা। এতে কুসংস্কার নেই, অতিরঞ্জন নেই। আপনাকে শুধু দুইটি জিনিস ধরে রাখতে হবে—সঠিক নিয়ত এবং পাপ বর্জন।

আমল শুরু করার আগে আল্লাহর কাছে আন্তরিক তাওবা করবেন। অন্তর পরিষ্কার না থাকলে আমল প্রভাবিত হয়। এরপর পরিষ্কার ভাষায় নিয়ত করবেন:

হে আল্লাহ, যদি আমার অসুস্থতার সাথে যে জিন জড়িত থাকে, সে হেদায়েতযোগ্য হয় তাকে হেদায়েত দিন। আর যদি সে জালিম হয়, ক্ষতি করে, আমার ওপর আক্রমণ করে তাকে দূর করে দিন, দুর্বল করুন, অপসারণ করুন। আমার শরীর ও মনের যেসব স্থানে সে কষ্ট দেয়, তাকে তার চেয়ে বহু গুণ বেশি কষ্ট দিন। যেমন আপনি ফেরাউন, কারুন, হামান, নমরুদ ও ইবলিসের ওপর অভিশাপ পাঠিয়েছেন, তেমনি তাকে দূর করে দিন। আমাকে সম্পূর্ণ সুস্থতা দিন। আপনি সর্বশক্তিমান।
নিয়তের পর শান্ত মনে আমল শুরু করবেন।

আমলের ধাপসমূহ
১. আয়াতুল কুরসি তিলাওয়াত
২১ বার পড়বেন (বেশি পড়তে চাইলে আরও পারেন, শুধু বিজোড় সংখ্যা রাখবেন)।
এরপর আয়াতের শেষাংশটি বারবার পড়বেন:
وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
অর্থ: আসমান-জমিন রক্ষা করা তাঁর জন্য কোনো কষ্টের বিষয় নয়। তিনি অতুলনীয় উচ্চ মর্যাদাসম্পন্ন, মহান।

যত বেশি সময় মনোযোগ দিয়ে পড়বেন, তত দ্রুত প্রভাব অনুভব করবেন। আয়াতুল কুরসি শয়তান-জিনের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী সুরক্ষা।

২. সূরা সাফফাতের ১-১০ আয়াত তিলাওয়াত
২১ বার বা তার বেশি বিজোড় সংখ্যায় পড়বেন।
এরপর বারবার পড়বেন:
فَأَتْبَعَهُ شِهَابٌ ثَاقِبٌ
অর্থ: জ্বলন্ত অগ্নিশিখা তাদের পিছু নেয়।

কোরআনে বলা হয়েছে, জিনেরা আসমানের খবর চুরি করতে গেলে আগুনের শিখা তাদের তাড়িয়ে দেয়। এই আয়াত তাদের ওপর আঘাত হানে। জিনেরা এই আয়াত অত্যন্ত ভয় পায়।

৩. সূরা বুরুজ তিলাওয়াত
২১ বার পড়বেন।
এরপর বারবার পড়বেন:
فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ
অর্থ: তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, এবং আগুনে জ্বলার শাস্তি।
এই আয়াত মন্দ জিনকে অত্যন্ত দুর্বল করে। শয়তানী শক্তি এ আয়াতের অর্থ ও সুর শুনলেই ক্ষতিগ্রস্ত হয়।

আমলের সময় প্রয়োজনীয় জিনিস
• খাওয়ার উপযোগী এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল
• বেশি পরিমাণ পানি
• বিশুদ্ধ মধু
এই তিনটিই নববী চিকিৎসার অংশ এবং রুকইয়াহতে খুব কার্যকর।

আমল শেষে যা করবেন
• নিজের ওপর ফুঁ দেবেন, হাত দিয়ে পুরো শরীর মুছবেন
• মধু ও পানির ওপর ফুঁ দেবেন
• দ্বিতীয় দিন থেকে আমলের শুরুতে গতকালের পড়া পানি দিয়ে গোসল করবেন
• এক গ্লাস ভরে ফুঁ দেওয়া পানি পান করবেন
• অলিভ অয়েল পুরো শরীরে মালিশ করবেন
• এরপর আবার আমল শুরু করবেন

এভাবে টানা তিন সপ্তাহ চালিয়ে গেলে পরিবর্তন চোখে পড়ার মতো হয় ইনশাআল্লাহ।

প্রাথমিক চিকিৎসা হিসেবে কিছু সুন্নতি আমল
• ঘুমের আগে আয়াতুল কুরসি
• সকালে-সন্ধ্যায় তিন কুল (ইখলাস, ফালাক, নাস)
• প্রতিদিন অন্তত ১০০ বার লা-হাওলা পড়া
• ঘরে বেশি বেশি কোরআন তিলাওয়াত
• অপবিত্রতা বা হারাম বিষয় সম্পূর্ণ পরিহার
• ইয়াসিন, বাকারা—বিশেষ করে সূরা বাকারা ঘরে চালানো
হাদিসে এসেছে,
"যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত হয়, শয়তান সেই ঘর থেকে পালায়।"

সর্বোপরি এই আমলকে কোনো যাদুকরী পদ্ধতি মনে করবেন না। এটি কোরআন-সুন্নাহ অনুযায়ী দোয়া, সুরক্ষা, এবং ইবাদাতের একটি নিয়মিত চর্চা। ফল আল্লাহর হাতে। নিয়ত পরিষ্কার হলে এবং আপনি ধৈর্য ধরে নিয়মিত করলে আল্লাহ নিজেই পথ খুলে দেন।

আপনার উপর যদি সত্যিই কোনো আধ্যাত্মিক চাপ থাকে, এই আমল আল্লাহর ইচ্ছায় সেই চাপ ভেঙে দেবে। শরীর ও মন দুটোই হালকা হবে। শান্তি ফিরে আসবে।
আল্লাহ আপনাকে সম্পূর্ণ আরোগ্য দিন।

✍️Mufti Mahmudul Hasan

09/11/2025

আগামী সপ্তাহে রুকইয়াহ সেবা নিয়ে রাজশাহীতে থাকবো ইনশাআল্লাহ।

প্রয়োজনে
☎️01316475820

09/11/2025

💠 স্বামী-স্ত্রীর সম্পর্কে বদনজর বা হিংসার প্রভাবের সম্ভাব্য লক্ষণসমূহ

১. হঠাৎ অকারণে ঝগড়া-বিবাদ শুরু হওয়া, তুচ্ছ কারণে মনোমালিন্য বা তর্ক বাড়তে শুরু করা।

২. ভালোবাসা ও মমতায় শীতলতা আসা। আগে যেমন যত্ন বা টান ছিল, তা একসময় ধীরে ধীরে হারিয়ে যাওয়া।

৩. সামান্য বিষয়ে ভুল বোঝাবুঝি, সন্দেহ বা অবিশ্বাস তৈরি হওয়া

৪. অকারণ অস্বস্তি বা মানসিক দূরত্ব। ঘরে সব কিছু ঠিক থাকলেও মনে হয় সম্পর্কের টান কমে যাচ্ছে।

৫. হঠাৎ ক্লান্তি, মন খারাপ বা অস্থিরতা বাড়া, দুজনেরই মধ্যে মনমরা ভাব, ঘুমের সমস্যা বা একে অপরের সান্নিধ্যে অস্বস্তি অনুভব।

৬. কোনো তৃতীয় ব্যক্তির কথা বা প্রভাবের কারণে সম্পর্কের স্থিতি আচমকা নষ্ট হয়ে যাওয়া।

৭. ঘরে বারবার ছোটখাটো দুর্ঘটনা বা অসুবিধা ঘটতে থাকা
যেমন: জিনিস হারানো, ভুল বোঝাবুঝি বা একের পর এক মানসিক চাপ সৃষ্টি হওয়া ইত্যাদি

সব সম্পর্কেই ওঠানামা স্বাভাবিক।
তবে সম্পর্কের মধ্যে যদি দীর্ঘস্থায়ী অস্বস্তি, দূরত্ব বা সমস্যা অনুভব হয়, তাহলে পাশাপাশি প্যারামরমাল কারণও বিবেচনায় রাখা উচিত।

এক্ষেত্রে একজন দায়িত্বশীল রাক্বীর মাধ্যমে রুকইয়াহ কনসাল্টেন্সি বা ডায়াগনোসিস নিলে কারণটি পরিষ্কারভাবে বোঝা যায় এবং সমাধানও সঠিক পথে হয় ইন শা আল্লাহ।

Prophetic Cure

07/11/2025

অনেকের ধারণা যাদু বদনজরে আক্রান্ত হলেই অসুস্থ হয়ে যাবেন। বিষয়টি এমন নয়।

যাদু বদনজরের ফলে অসুস্থতা —এটা অসংখ্য ধরণের মাঝে একটি ধরণ মাত্র।

যাদুর মূল লক্ষণ হচ্ছে একটি খাচা বা বলয়ে আটকে যাওয়া। এই খাচায় আপনার চিন্তা, ইচ্ছাশক্তি, শারীরিক মানসিক সামর্থ্য বুদ্ধিমত্তা সব আটকে যাবে। ইল্লা মা শা আল্লাহ।

ধরুন একজন ব্যবসায়ীকে ধ্বংসের যাদু করা হলো। সেক্ষেত্রে তিনি প্রথমে স্বাধীন চিন্তা করার শক্তি হারাবেন। গভিরে ভাবতেই পারবেন না, অন্যমনস্কতা অস্থিরতা বাড়বে। বেশি ভাবতে গেলে মাথা ব্ল্যাংক ফিল হবে, ধরে আসবে। স্ট্রেসড লাগবে।

অর্থাৎ আপনার স্বাভাবিক চিন্তার ক্ষমতাকে প্রথমে লক করা হলো।

এরপর ব্যবসায়ীর চিন্তায় অতিরিক্ত তাড়াহুড়া প্রবনতা ও অতিরিক্ত ধীরতা চলে আসবে। ফলে তিনি হয় তাড়াহুড়ায় ভুল সিদ্ধান্ত নিবেন নয়তো অতি ধীরতার কারণে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নই করতে পারবেন না।

তার মাথায় প্রচুর চিন্তা আসতে থাকবে যেগুলোকে গভিরভাবে চুলচেরা বিশ্লেষন করার সক্ষমতা তার নেই। এসকল সিদ্ধান্তের প্রতি তার ঝোক, আগ্রহ, ভালোবাসা তুঙ্গে থাকবে। এবং এর ফলে তিনি প্রতিবার ডুবতে থাকবেন ধীরে ধীরে।

অনেকের ক্ষেত্রে মরার উপর খাড়ার ঘা হয়ে সব ঠিক থাকার পরও অজানা কারণে সব ভেস্তে যাবে।

এতোকিছু অতিক্রম করে পিয়ার প্রেশারে ব্যবসায়ী সব এগিয়ে নিয়ে গেলে তখন ফিল করবেন যে, কাজ করতে মনেই চাচ্ছেনা। কে যেনো হাত পা সব আটকে রেখেছে। কাজে মনই বসছেনা, একটুতেই অস্থির লাগছে, স্ট্রেস বেড়ে যাচ্ছে, বিরক্তি মেজাজ চড়ে যাচ্ছে। যেখানে যা আচরণ করা দরকার, যে ধরনের লীডারশীপ আচরণ ও প্রডাক্টিভিটি দরকার তা আসছে না। নিজের প্ল্যানের সাথে হাত, পা, শরীর, মন সব বিদ্রোহ করে বসেছে।

এতোকিছুর সাথে যুদ্ধ করে ব্যবসায়ী যখন কাজ এগিয়ে নিতে যাবেন তখন শরীর অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবে।

আর এ—সবের পেছনে কাজ করবে শরীরের ভেতরে থাকা যাদুর খাদেম জ্বীন।

এই একই জিনিস ঘটে বিচ্ছেদের যাদু, মেরে ফেলার যাদুসহ বড় বড় ক্যাটাগরির যাদুগুলোর ক্ষেত্রে। রোগী টের পাওয়ার আগেই পরিণতির দিকে এগিয়ে যায়।

প্রোপার কাউন্সেলিং, রুকইয়াহ ও মোটিভেশন ছাড়া যাদুর শেকল ভেঙে মুক্ত হয়ে আসা আসলেই কঠিন।

Prophetic Cure এর পুরো রুকইয়াহ সেবাকে রিশেইপ করার প্ল্যান করছি। আল্লাহ যাতে আমাদের জন্য পথকে সহজ করেন।

✍️উস্তাদ আব্দুল্লাহ ফাহাদ..

Address

Sylhet

Telephone

+8801316475820

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi johirul islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi johirul islam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram