26/02/2025
কেমন অদ্ভুত দেশে আমরা বাস করি!
এই বিষয়টা নিয়েও আন্দোলন করতে হয়?
কিন্তু কেন?
প্রত্যেকের পেশাগত বিবরণ নির্দিষ্ট করা আছে।
প্রত্যেকের পদবীয় নির্দিষ্ট করা আছে।
আমাদের দেশের স্ট্যান্ডার্ড বাদ দিলাম, বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) দাঁড়াও প্রত্যেকের কার্য পরিধি নির্ধারণ করা আছে।
তাহলে এই বিষয় নিয়ে এত জল ঘোলা করা হচ্ছে কেন?
এখানে স্বার্থটা কাদের??
আর যারা সহকারীদের ডাক্তার বানাতে চাচ্ছেন, উনারা কি উনাদের পরিবার স্বজনদের ডাক্তারের সহকারীর কাছে চিকিৎসার জন্য পাঠাবেন?
আপনার জন্য যা হারাম, অন্যের জন্য আরাম বানাতে চাচ্ছেন কেন??
নিজের বিবেক বুদ্ধিকে গাধার পর্যায়ে নিয়ে আসবেন না।
কথা স্পষ্ট, MBBS, BDS ডিগ্রিধারী ছাড়া কেউ ডাক্তার নয়।