01/04/2024
√√√ রেস্টলেস লেগ সিনড্রোম কি? √√√
রেস্টলেস লেগ সিনড্রোম বা RLS একটি স্নায়বিক ব্যাধি যার কারণে আপনার ক্রমাগত পা নাড়ানোর তাগদা অনুভূত হয়।
√√√ রেস্টলেস লেগ সিনড্রোমের কারণ √√√
ঠিক কী কারণে রেস্টলেস লেগস সিনড্রোম হয়, তার সঠিক কারণ জানা যায়নি। দীর্ঘ সময় ডেস্ক জব, কংক্রিটের মেঝেতে হাঁটা, কিডনি ফেইলিওর, ডায়াবেটিক নার্ভ ড্যামেজ, মিনারেলের ঘাটতি, রক্ত প্রবাহের সমস্যা ইত্যাদি কারণেও নাইট টাইম ক্র্যাম্প হতে পারে। তাছাড়া ভিটামিন বি, ভিটামিন ডি ও ভিটামিন ই এর অভাবে রেস্টলেস লেগ সিনড্রোমের ঝুঁকি বাড়ে।
√√√ রেস্টলেস লেগ সিনড্রোমের লক্ষণ √√√
➤ পায়ে ব্যথা, জ্বালা-পোড়া, চুলকানো, তীব্র যন্ত্রণা।
➤ এই সিনড্রোমে আক্রান্তদের মধ্যে প্রায়ই পা নাড়ার অভ্যাস দেখা যায়।
➤ পা স্থির রাখতে গেলেই অস্বস্তি হয় শরীরে।
➤ মূল সন্ধ্যের পর থেকে এই সমস্যা বাড়ে।
➤ রাতে ঘুমের মধ্যে পা নাড়ানো এমনকি লাথি মারার ভঙিতে পা ছোড়া এই রোগের অন্যতম লক্ষণ।
√√√ রেস্টলেস লেগ সিনড্রোমের ঘরোয়া সমাধান √√√
➤ কাজের চাপ বা স্ট্রেস কমাতে হবে যতটা সম্ভব।
➤ ঘড়ি ধরে নিয়ম করে পর্যাপ্ত ঘুম জরুরি।
➤ নিয়মিত শরীরচর্চা এই সমস্যা থেকে রেহাই দিতে পারে।
➤ কফিজাতীয় পানীয় কম পান করতে হবে।
➤ রোজ পা কিছুক্ষণ গরম জলে ডুবিয়ে রাখতে পারেন।
***♦****♦ ***
বিশেষজ্ঞ তত্ত্বাবধায়নে "রেস্টলেস লেগ সিনড্রোম"-এর চিকিৎসা নিতে আজই যোগাযোগ করুন সিলেটের প্রখ্যাত বাত, ব্যথা, প্যারালাইসিস, স্পাইন রিহ্যাব ও রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ফজলুল হক (সোহাইল) স্যারের সাথে।
√√চেম্বার-১ঃ (কক্ষ নং ৩১৯, ৩য় তলা)
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ সোবহানীঘাট, সিলেট।
সময় :
শনি, রবি, মঙ্গল ও বুধবার
বিকাল ৩টা – সন্ধ্যা ৬টা
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা – রাত ৯টা
সিরিয়ালের জন্যঃ
০১৬০১-৬৩১৭৩৬
০৯৬৩৬৩০০৩০০
(সোম ও শুক্রবার বন্ধ)
√√চেম্বার-২ঃ (কক্ষ নং ৪০৭, ৪র্থ তলা)
ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার,
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ রোড, রিকাবী বাজার, মধুশহীদ, সিলেট
সময় :
শনি, রবি, মঙ্গল ও বুধবার
সন্ধ্যা ৭টা – রাত ৮টা
সিরিয়ালের জন্যঃ
০১৮৪২-৪০৬০৬৮,
০১৭০৮-৩৯৯৩০৫
----------------------------------------