11/01/2022
অনেক দিন ধরেই ভাবছিলাম লিখব।
প্রথমেই Sorry
এতো দেরি করে পোস্ট দিচ্ছি।
গত নভেম্বর মাসে আমি UK তে শিফট হয়ে যাই।
যদি-ও October মাস থেকেই আমি চেম্বারে অনিয়মিত যেতে থাকি।
দেশ ছাড়ার আগে এতই ব্যস্ত হয়ে যাই যে আমার কোন পেশেন্ট কে জানানো হয় নাই তেমন ভাবে।অনেকে ই আমার এসিস্ট্যান্ট এর কাছ থেকে জানতে পেরেছেন আমার কথা।
Uk আসার পরে ভেবেছিলাম অনলাইনে আবার কাজ শুরু করবো। কিন্তু সময় মিলে না তারপর নতুন দেশে নতুন কাজ।
সব মিলিয়ে আপাতত আমার ডায়েট কাউন্সিলিং বন্ধ রাখছি। তার জন্য আমি আন্তরিক ভাবে দুখিত।
খুব তাড়াতাড়ি হয়তো ফিরবো নিজের দক্ষতা বাড়িয়ে।
অনেক অনেক মেসেজ পাই আমার নতুন পুরাতন পেশেন্টদের।সব সময় সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয় না।অনেকের Follow up date ছিল সব ঘেটে গিয়েছে আমার জন্য।
অনেকে আমাকে বলছেন আমি যেহেতু নাই তাই অন্য আর একজন সাজেস্ট করতে এ ব্যাপারে আমি বলব আসলে নিজেরাই একটু ইন্টারনেট দেখে খুজে নিন। কারন আমার সাজেস্ট করা কাউকে হয়তো আপনার না ও ভালো লাগতে পারে।
ভেবেছিলাম পুস্টিতথ্য ভিত্তিক পোস্ট দিব সময়ের অভাবে নিয়মিত পোস্ট দেওয়া হয় না।
সবাই ভালো থাকবেন আমার জন্য আশিরবাদ রাখবেন।
খুব জলদি আবার ফিরছি নিজের কাজ নিয়ে।
কথা দিচ্ছি সময় পেলেই আপনাদের জন্য ভাল লিখা নিয়ে আসব।