Central Medicare Services - CMS

Central Medicare Services - CMS আস্থা- মমতা- উন্নত সেবা Mojumdar Complex, Hospital Road, Beanibazar, Sylhet.

08/11/2025

ত্বকের খাজলি, স্কেবিস, চর্মরোগ বা অ্যালার্জি বা ঘামাচীর মত চর্মরোগ দূর করার কার্যকরী নিয়ম



This video is created for educational and awareness purposes only. It is not a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always consult your doctor or a qualified healthcare provider before trying any remedies or medications mentioned in this video.

🌿 CMS Group Family — আমরা একসাথে, আমরা এক পরিবার! 🌿CMS Group সবসময় তার প্রতিটি স্টাফ ও টিম মেম্বারদের প্রতি আন্তরিক ও যত...
04/11/2025

🌿 CMS Group Family — আমরা একসাথে, আমরা এক পরিবার! 🌿

CMS Group সবসময় তার প্রতিটি স্টাফ ও টিম মেম্বারদের প্রতি আন্তরিক ও যত্নশীল।
শুধু কর্মক্ষেত্রেই নয়, আমরা বিশ্বাস করি — আনন্দ, বন্ধুত্ব, আর পারস্পরিক ভালোবাসাও একটি সফল টিমের আসল শক্তি। 💪

প্রতি বছরই CMS পরিবার আয়োজন করে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পিকনিক,
যেখানে কাজের ব্যস্ততার ভেতর একটু মুক্তি, হাসি আর একসাথে সময় কাটানোর সুযোগ তৈরি হয়।

🏞️ ভোলাগঞ্জের সাদা পাথরের সৌন্দর্য,
🌿 জাফলংয়ের সবুজ পাহাড়,
🌊 কক্সবাজারের অনন্ত সমুদ্রতট,
🚤 আর সেন্ট মার্টিনের নীল জলের টানে আমরা সবাই একসাথে ছিলাম, একসাথে থেকেছি।

এই বছরও ইনশাআল্লাহ CMS Group আয়োজন করবে বার্ষিক পিকনিক ও খেলাধুলা অনুষ্ঠান —
আরও প্রাণবন্ত, আরও রঙিন, আরও পরিবারমুখী পরিবেশে! ✨

একসাথে কাজের পাশাপাশি একসাথে হাসি, আনন্দ আর ভালোবাসার এই বন্ধনই আমাদের সবচেয়ে বড় শক্তি ❤️

---

📢

CMH- Charkhai Multicare Hospital AHH - Ayesha Haque Hospital

🌙 ২৪ ঘণ্টা আপনার পাশে – সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস!রাত হোক বা দিন – স্বাস্থ্যসেবা এখন আর থেমে নেই।সেন্ট্রাল মেডিকেয়ার...
31/10/2025

🌙 ২৪ ঘণ্টা আপনার পাশে – সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস!

রাত হোক বা দিন – স্বাস্থ্যসেবা এখন আর থেমে নেই।

সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস আপনাকে দিচ্ছে নিরবচ্ছিন্ন ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবা।

🏥
আমাদের সেবাসমূহঃ

🩸 প্যাথলজি

🩻 এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম

🫀 ইসিজি

🫀 ইকোকার্ডিওগ্রাম

👩‍⚕️ বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ

💊 ২৪ ঘন্টা সার্ভিস (ডে & নাইট)

📍 ঠিকানা: মজুমদার কমপ্লেক্স,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পার্শ্বে,
হাসপাতাল রোড, বিয়ানীবাজার

📞 যোগাযোগ:01321-141518

আপনার প্রয়োজনে, সবসময় — ২৪ ঘণ্টা নির্ভরযোগ্য সেবা নিয়ে সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস পাশে আছে। 💚

25/10/2025

বাড়িতে ডেলিভারি কখনোই নিরাপদ নয়!

আয়েশা হক হাসপাতালে চিকিৎসক দলের দ্রুত উদ্যোগে আজ একটি নবজাতক নতুন জীবন পেয়েছে, আলহামদুলিল্লাহ 🤍

আমাদের CMS পরিবারের লক্ষ্য
“মা ও নবজাতকের নিরাপদ প্রসব সেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী, প্রসূতি, স্ত্রীরোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ সার্জন এবং বিয়ানীবাজারের গর...
22/10/2025

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী, প্রসূতি, স্ত্রীরোগ ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ সার্জন এবং বিয়ানীবাজারের গর্ব ডা. শর্মীলা চক্রবর্তী ম্যাডাম "সহকারী অধ্যাপক" পদে পদোন্নতি হওয়ায় সিএমএস পরিবারের পক্ষ হইতে ম্যাডামকে শুভেচ্ছা জানানো হয়।
ডা. শর্মীলা চক্রবর্তী ম্যাডাম প্রতি সোম ও বুধবার বিকাল ৪ টা হইতে রাত ৯টা এবং শুক্রবার সকাল ১১ টা হইতে রাত ৮ টা পর্যন্ত সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস এ চেম্বার করেন।
সিরিয়াল এর জন্য - ০১৩২১১৪১৫৩১

-হঠাৎ কেউ স্ট্রো'ক  করলে আপনার করণীয়।----------------------------------------------------------------♦ প্রথম কাজ হবে ওই ...
21/10/2025

-হঠাৎ কেউ স্ট্রো'ক করলে আপনার করণীয়।
----------------------------------------------------------------
♦ প্রথম কাজ হবে ওই ব্যক্তির বিশ্রামের ব্যবস্থা করা।
♦ রো'গীকে নড়াচড়া করা যাবে না। কারণ, ম'স্তিষ্কে র'ক্তক্ষরণ বি'স্ফোরিত হতে পারে।
♦ যদি আ'ক্রান্ত ব্যক্তির মুখ বি'কৃত হয় তাহলে তার কানে ম্যাসেজ করতে হবে। এমনভাবে ম্যাসেজ করতে হবে যাতে রো'গীর কান লাল হয়ে যায়। লাল হলে বুঝতে হবে কানে র'ক্ত পৌঁছেছে।
♦ এরপর দুই কান থেকে দুই ফোঁটা র'ক্ত পড়ার জন্য কানের নরম অংশে সু'চ ফুটাতে হবে। কয়েক মিনিট পর দেখবেন মুখ আর বি'কৃত হবে না।
♦ সবাইকে জানাবেন।হয়তো আপনার জানানো টাই পৃথিবীতে আরেকটা মানুষকে বাঁ'চিয়ে তুলতে পারে।
♦ এরপর অবশ্যই নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে বা হসপিটালে বা কোনো নিকটবর্তী ডাক্তারের কাছে অবশ্যই নিয়ে যাবেন।
♦ আমি আপনার কাছে পৌঁছে দিয়েছি, আপনি আরও একজন সচেতন মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে সহায়তা করুন।

আস্থা, মমতা ও উন্নত সেবা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের ট্রেনিং নিয়মিত চলমান রোগীর প্রতি আস্থা, যত্ন ও মমতা—এই তিনটি মূল্যবো...
20/10/2025

আস্থা, মমতা ও উন্নত সেবা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের ট্রেনিং নিয়মিত চলমান

রোগীর প্রতি আস্থা, যত্ন ও মমতা—এই তিনটি মূল্যবোধের উপর দাঁড়িয়ে আমরা গড়ে তুলছি এক উন্নত স্বাস্থ্যসেবা পরিবেশ।
এই লক্ষ্যকে বাস্তবায়ন করতে আমাদের হাসপাতালে নিয়মিত কর্মীদের ট্রেনিং ও পারফরম্যান্স মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিটি কর্মী তাদের দায়িত্ব আরও দক্ষভাবে ও আন্তরিকতার সাথে পালনের জন্য নিরন্তর শিখছেন এবং নিজেদের উন্নত করছেন।
আমরা বিশ্বাস করি—আচরণে পেশাদারিত্ব আর সেবায় আন্তরিকতাই রোগীর আস্থার আসল ভিত্তি।

19/10/2025

বিয়ানীবাজারে প্রথমবারের মতো Merosil ব্যবহার করে Deviated Nasal Septum Surgery সম্পন্ন হলো সফলভাবে।
অপারেশনের পর রোগী এখন নাকে সহজে শ্বাস নিতে পারছেন —
আগের মতো কোনো কষ্ট নেই, আর শ্বাসকষ্টের যন্ত্রণা থেকেও মুক্তি পেয়েছেন। 🌬

সার্জন:
ডা. মোঃ আজহারুল ইসলাম রানা
এমবিবিএস (শাবিপ্রবি), ডিএলও (ইএনটি)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)
সহকারী অধ্যাপক (নাক, কান, গলা বিভাগ)
নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট।

অ্যানেস্থেসিয়া:
ডা.মোঃ মেহেদী আহমেদ মুন্না

এই সফল অস্ত্রোপচারের মাধ্যমে বিয়ানীবাজারে আধুনিক নাক-কান-গলা সার্জারির এক নতুন অধ্যায় শুরু হলো।
রোগীর দ্রুত সুস্থতা কামনা করছি।



🌐 CMS Group Official Website  https://cmsgroupsylhet.comআমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখন থেকে আপনি এখানেই পাবেন সকল তথ্য এ...
15/10/2025

🌐 CMS Group Official Website
https://cmsgroupsylhet.com

আমাদের অফিসিয়াল ওয়েবসাইট
এখন থেকে আপনি এখানেই পাবেন সকল তথ্য এক জায়গায়
✅ হাসপাতালের সেবা ও টেস্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য
✅ চিকিৎসকদের তালিকা ও সময়সূচি
✅ সহজে অনলাইনে ডাক্তার সিরিয়াল দেওয়ার সুবিধা
✅ এবং সর্বশেষ খবর ও সাফল্যের গল্প

আপনার আস্থার প্রতীক
Central Medicare Services

Central Medicare Services . আস্থা ⚪ মমতা ⚪ উন্নত সেবা। অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাবরেটরি ও ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা সুবিধা।

সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস- সঠিক পরীক্ষা ও নির্ভুল রিপোর্টের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান!  হাসপাতাল রোড,বিয়ানীবাজার,সিল...
14/10/2025

সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস- সঠিক পরীক্ষা ও নির্ভুল রিপোর্টের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান! হাসপাতাল রোড,বিয়ানীবাজার,সিলেট।

14/10/2025

"৫ ধরণের ইকো কার্ডিওগ্রাম বুঝে নিন
সেন্ট্রাল মেডিকেয়ার সার্ভিসেস- সঠিক পরীক্ষা ও নির্ভুল রিপোর্টের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান! হাসপাতাল রোড,বিয়ানীবাজার,সিলেট।

Address

Mojumdar Complex, Hospital Road, Beanibazar
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Central Medicare Services - CMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Central Medicare Services - CMS:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram