Ash-Shafee Hijama Point Sreemangal

Ash-Shafee Hijama Point Sreemangal An Alternative Sunnah Treatment.

05/02/2022
An enormous number of people are suffering from the sedentary lifestyle in this chaotic world. Everybody is busy in thei...
08/11/2021

An enormous number of people are suffering from the sedentary lifestyle in this chaotic world. Everybody is busy in their daily schedule and nobody has time to look at their own health condition. They do not have time even to relax their body. This sluggish leads them to have stress, anxiety, chronic depression and a host of health conditions. Thus, people often prefer to have cupping therapy that delivers them wonderful and immense relaxing relief. The soothing nature of cupping therapy removes the pressure from the tense muscles too.

You just need to give at least a half an hour to experience the cupping therapy. It makes you feel comfortable and relaxing by sedating the central nervous system.

Ash-Shafee Hijama Point Sreemangal
Call us for an appointment: 01754667871.

Infertility (বন্ধ্যাত্ব) / Golden Cupping .*** বন্ধ্যাত্ব সমস্যায় হিজামার উপকারিতা ***হিজামা কাপিং শরীরকে টক্সিন মুক্ত ক...
04/11/2021

Infertility (বন্ধ্যাত্ব) / Golden Cupping .

*** বন্ধ্যাত্ব সমস্যায় হিজামার উপকারিতা ***

হিজামা কাপিং শরীরকে টক্সিন মুক্ত করতে সাহায্য করে, রিপ্রডাক্টিব অর্গান সমূহের মধ্যে রক্তের স্বভাবিক প্রবাহ বৃদ্ধি করে এবং সেই অর্গান সমূহের মধ্যে সব ধরনের পুষ্টির যোগান দেয়। যেমন অক্সিজেন, ভিটামিন এবং খনিজ পদার্থ। এই উপাদান গুলো সুস্থ শুক্রাণু এবং ডিম্বাণু তৈরিতে প্রয়োজন পরে।
সুস্থ এনডোমেট্রিয়াম গঠন করে গর্ভাবস্থায় পুষ্টির যোগান বজায় রাখে।

রিপ্রডাক্টিভ সিস্টেম-এ সমস্যা থাকা যেটা বন্ধ্যাত্ব হওয়ার অন্যতম কারণ, হিজামার মাধ্যমে এটার উত্তম সমাধান হতে পারে।

For... Fertility / Erectile / Disfunction / Menstrual Problems / Hormonal Imbalance / Reproductive Disorders / Polysystic O***y Syndrome (PCOS)

এই হিজামা সেশন এর প্রক্রিয়াটা হবে ৪ টি ধাপে।
৪ থেকে ৫ সপ্তাহ পর পর ১টি সেশন করে মিনিমাম ৪টি সেশন নিতে হবে।

২টা সেশন হবে Vital Organ Detox (V O D)
২টা সেশন হবে Golden Cupping.

For an appointment,
Call us: 01754667871

Ash-Shafee Hijama Point Sreemangal.

30/10/2021

and

Cupping improves your metabolism by removing stagnation in your blood.

As we age, our circulatory system weakens, which interferes with the movement of blood. In traditional Chinese terms, we refer to this as blood stasis or “dampness”.

Stagnating blood interferes with the delivery of fresh blood to cells, tissues and organs. Over time, this causes them to become metabolically more inefficient.

Cupping therapy loosens up connective tissue and opens up capillaries, allowing newly oxygenated blood to pour into the area of application. This helps your cells grow, repair and in the process accelerate your metabolism.

At the same time, this process flushes out the stagnated blood through the lymphatic system, carrying waste and ruptured fat cells along with it.

What makes cupping so special is that it can affect tissues up to four inches beneath the skin. This makes it one of the best deep-tissue therapies available, since it can even remove visceral fat nestled around your internal organs.

For an Appointment, Call Us : 01754667871
Ash-Shafee Hijama Point Sreemangal.

রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকলে - তাকে anemia বা  রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা বলা হয়ে থাকে। বাংলা...
30/09/2021

রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকলে - তাকে anemia বা রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা বলা হয়ে থাকে। বাংলাদেশে অনেক মানুষ রক্তশূন্যতায় ভোগে। বিশেষ করে যারা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত তাদের রক্তশূন্যতার প্রবণতা বেশি হয়।

এ রোগ হলে শরীর নিস্তেজ হয়ে আসে, কর্মক্ষমতা লোপ পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা
কমে যায়।

রক্তশূন্যতা রোগের চিকিৎসার জন্য প্রথমে পরিবর্তন আনতে হবে আমাদের খাদ্য তালিকায়। যেসব খাবারের রক্তস্বল্পতা দূর করার ক্ষমতা রয়েছে সেসব খাবার খেতে হবে নিয়মিত।

রক্তশূন্যতা দূর করে এমন কিছু পুষ্টিকর খাবার:

শাক সবজি: শাক সবজিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। বিভিন্ন রকম সবজি, যেমন লাল শাক, কচু শাক, কচুর লতি, কচু, পালং শাক, বিট, লেটুস, ব্রকোলি, ধনিয়া পাতা এবং পুদিনা পাতা নিয়মিত খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কারণ এই শাক সবজিগুলোতে আয়রনের পাশাপাশি ফলিক এসিড আছে যেগুলো রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সহায়তা করে।

কলিজা: কলিজায় প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন বি আছে। রক্তস্বল্পতা রোগের প্রধান কারণ দেহে আয়রনের ঘাটতি। তাই রক্তশূন্যতায় ভুগছেন যারা তাদের নিয়মিত খাবার তালিকায় সম্ভব হলে কলিজা রাখা উচিত।

দুধ, ডিম: দুধ শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও প্রোটিন যোগাতে সাহায্য করে। দুধে আছে পটাশিয়াম ও ক্যালসিয়াম। আবার, ডিমের মধ্যেও রয়েছে প্রোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট। ডিমের কুসুমের মধ্যে রয়েছে আয়রন। এটি শরীরে লোহিত রক্তের কণিকার পরিমাণ বাড়ায়।

মাছ: আয়রনের ভাল উৎস হল মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ। তাছাড়া ছোট মাছ যেমন-শিং মাছ, টেংরা মাছ ইত্যাদি সব মাছেই রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তাই রক্তস্বল্পতা রোগ থেকে দেহকে মুক্ত রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ রাখতে পারেন।

ফলমূল: ফলমূলে প্রচুর পরিমাণে আয়রন থাকে। প্রতিদিন আয়রনযুক্ত ফল যেমন বেদানা, কলা, ড্রাগন ফল ইত্যাদি খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া যায়।

ভিটামিন সি জাতীয় ফল: আমাদের দেহে রক্তকোষ তৈরিতে ভিটামিন সি জাতীয় যে কোন ফল এর উপকারিতা অনেক বেশি। তাই প্রতিদিন ভিটামিন সি জাতীয় ফল খাওয়া উচিত দেহের রক্তশূন্যতা দূর করার জন্য।

মধু: মধু আয়রনের একটি ভালো উৎস। আয়রন ছাড়াও মধুতে কপার ও ম্যাঙ্গানিজ আছে। এই উপাদানগুলো শরীরে হিমোগ্লোবিন প্রস্তুত করতে সহায়তা করে। তাই রক্তশূন্যতা দূর করতে প্রতিদিন ১ চামচ মধুর সাথে পরিমাণগত লেবুর রস মিশিয়ে পান করুন।

সাধারণত মেয়েরা রক্তস্বল্পতার সমস্যায় বেশি ভোগেন। পুষ্টিকর খাবারের মাধ্যমে রক্তশুন্যতা নিয়ন্ত্রণ করা না গেলে পরবর্তীতে আয়রন ইঞ্জেকশন এবং ব্লাড ট্রান্সফিউশনের দরকার পড়তে পারে। তাই খাবার তালিকায় আয়রন সমৃদ্ধ পুষ্টিকর খাবার রাখুন, সুস্থ থাকুন।

হার্ট সুস্থ রাখার উপায়সুস্থ, স্বাভাবিক ও আনন্দপূর্ণ জীবনের জন্য দরকার একটি সুস্থ হৃদযন্ত্র। কিন্তু এ যন্ত্রটিকে সুস্থ রা...
30/09/2021

হার্ট সুস্থ রাখার উপায়

সুস্থ, স্বাভাবিক ও আনন্দপূর্ণ জীবনের জন্য দরকার একটি সুস্থ হৃদযন্ত্র। কিন্তু এ যন্ত্রটিকে সুস্থ রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ। আধুনিক বিশ্বে জীবনযাত্রার নানামুখী পরিবর্তন, কাজের পরিবেশ সব কিছুই যেন প্রতিনিয়ত হৃদযন্ত্রকে প্রতিকূলতার মধ্যে ঠেলে দিচ্ছে। তার পরও হৃদযন্ত্র ভাল রাখতেই হবে। আর তাই সুশৃঙ্খল জীবন যাপনের কোনো বিকল্প নেই। নিম্নে মোটাদাগে হার্ট সুস্থ রাখার ১০ টি টিপস দেওয়া হলো-

* ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ডায়াবেটিস রোগীদের এ্যাথারোস্কে¬রোসিস বেশি হয়। ফলে বয়সের সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ দেখা দেয়। তাই রোগীদের অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।

* উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: জীবন যাত্রায় পরিবর্তন এনে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমানো সম্ভব। নিয়মিত চিকিৎসকের কাছে গিয়ে রক্তচাপ পরীক্ষা করানো উচিত। যত আগে উচ্চ রক্তচাপ ধরা পড়ে, তত আগে নিয়ন্ত্রণ করা যায় এবং জটিল রোগ বা প্রতিক্রিয়া হতে রক্ষা পাওয়া যায়।

* ধূমপান বর্জন: হৃদযন্ত্রের অন্যতম প্রধান শত্রু ধূমপান। ধুমপায়ীদের শরীরে তামাকের নানা রকম বিষাক্ত পদার্থের প্রতিক্রিয়ায় উচ্চ রক্তচাপসহ ধমনী, শিরার নানা রকম রোগ ও হৃদরোগ দেখা দিতে পারে। ধূমপান অবশ্যই বর্জনীয়। ধূমপায়ীর সংস্পর্শ থেকে দূরে থাকুন। তামাক পাতা, জর্র্দা, গুল লাগানো ইত্যাদিও পরিহার করতে হবে।

* অতিরিক্ত ওজন বা স্থূলতা হ্রাস: যথেষ্ট পরিমাণে ব্যায়াম ও শারীরিক পরিশ্রম না করলে শরীরে ওজন বেড়ে যেতে পারে। এতে হৃদযন্ত্রকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, ফলে অধিক ওজন সম্পন্ন লোকদের উচ্চ রক্তচাপসহ ধমনী, শিরার নানা রকম রোগ ও হৃদরোগ দেখা দিতে পারে। খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে ও নিয়মিত ব্যায়াম করতে হবে।

* ভারসাম্যপূর্ণ ওজন: ওষুধ খেয়ে ওজন কমানো বিপজ্জনক। ডাক্তারের পরামর্শ ছাড়া ওজন কমানোর ওষুধ না খাওয়াই ভালো। স্থূলতায় হৃদরোগ থেকে শুরু করে নানা সমস্যা হতে পারে। ফলে ভারসাম্যপূর্ণ ও সঠিক ওজন বজায় রাখতে মনোযোগী হতে হবে।

* নিয়মিত ব্যায়াম: হৃদযন্ত্রকে সুস্থ রাখার জন্য ব্যায়ামের মতো কার্যকর অন্য কোনো পথ নেই। সকাল-সন্ধ্যা হাঁটা চলা, সম্ভব হলে দৌড়ানো, হালকা ব্যায়াম, লিফটে না চড়ে সিঁড়ি ব্যবহার ইত্যাদি। জিমে যেতে হবে এমন নয়। ঘরেই ব্যয়াম করা যায়। তাও না করতে পারলে প্রতিদিন অবশ্যই হাঁটতে হবে।

* অতিরিক্ত লবণ নিয়ন্ত্রণ : খাবার লবণে সোডিয়াম থাকে, যা রক্তের জলীয় অংশ বাড়িয়ে দেয়। ফলে রক্তের আয়তন বেড়ে যায় এবং রক্তচাপও বেড়ে যায়, ফলে হৃদরোগ দেখা দিতে পারে। তরকারিতে প্রয়োজনীয় লবণের বাইরে অতিরিক্ত লবণ পরিহার করতে হবে। অনেকেই খাবারের সঙ্গে কাঁচা লবণ খান। এটা অবশ্যই বর্জন করতে হবে। বেশি লবণ রক্তচাপ বাড়িয়ে দেয়। এ থেকে হৃদযন্ত্রে সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।

* চর্বিযুক্ত খাবার বর্জন : রক্তে উচ্চ চর্বি, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, রক্তে অতিরিক্ত কোলেস্টেরল হলে রক্তনালীর দেয়াল মোটা ও শক্ত হয়ে যায়। এর ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে এবং হৃদরোগ দেখা দিতে পারে।

কম চর্বি ও কম কোলেষ্টেরল যুক্ত খাবার গ্রহণ করতে হবে। যেমন খাশি বা গরুর গোসত, কলিজা, মগজ, গিলা, গুর্দা, কম খেতে হবে। কম তেলে রান্না করা খাবার এবং ননী তোলা দুধ, অসম্পৃক্ত চর্বি যেমন সয়াবিন, ক্যানোলা, ভুট্টার তেল অথবা সূর্য্যমুখীর তেল খাওয়া যাবে।

* মানসিক ও শারীরিক চাপ সামলাতে হবে : অতিরিক্ত রাগ, উত্তেজনা, ভীতি এবং মানসিক চাপের কারণেও রক্তচাপ ও হৃদরোগ দেখা দিতে পারে। নিয়মিত বিশ্রাম, সময় মতো ঘুমানো, শরীরকে অতিরিক্ত ক্লান্তি থেকে বিশ্রাম দিতে হবে।

নিজের শখের কাজ করা, নিজ ধর্মের চর্চা করা ইত্যাদির মাধ্যমে মানসিক শান্তি বেশি হবে। অতিরিক্ত মানাসিক চাপ স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর। এজন্য খেলাধুলা, আড্ডা, বইপড়া, যোগব্যায়াম ও ধ্যান হতে পারে চাপ মুক্তির উত্তম দাওয়াই। প্রতি রাতে ভাল ঘুম স্বাস্থ্যের জন্য ভাল।

* মদ্যপান পরিহার : অতিরিক্ত মদ্যপান পরিহার করতে হবে। বেশি এ্যালকোহল গ্রহণ মানে রক্তচাপ বাড়িয়ে দেয়া। এতে হৃদস্পন্দনেও প্রভাব পড়ে। সুস্বাস্থ্য ও সবল হৃদযন্ত্রের জন্য ধূমপানের মতো মদ্যপানও ছাড়তে হবে।

সুন্দর জীবনের জন্য সুস্থতা প্রয়োজন। সুস্থতার জন্য সুস্থ হার্টের বিকল্প নেই। আমরা যদি কিছু নিয়ম মেনে চলি তাহলে কঠিন অসুখ হৃদরোগ থেকে অনেকাংশে মুক্তি পেতে পারি।

[সংগৃহীত]

★হিজামা'র বিশেষ কিছু উপকারিতা:★(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।(২) মাথা ব্য...
24/09/2021

★হিজামা'র বিশেষ কিছু উপকারিতা:★

(১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড়, হাটু এবং কোমর ব্যথা দূর করতে সাহায্য করে।
(২) মাথা ব্যথার জন্য বিশেষ উপকারী।
(৩) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(৪) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৫) ত্বক পরিষ্কার করে।
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) ঘুমের উন্নতি করে
(৮) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৯) কিডনি ও লিভারকে পরিস্কার করে ,
(১০) হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে,
(১১) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১২) গ্যাস্ট্রিক সমস্যা দূর করে।
(১৩) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

call us: 01754667871.

Address

Bondor Bazar, Hotel Oriental
Sylhet
3100

Telephone

+8801754667871

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ash-Shafee Hijama Point Sreemangal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ash-Shafee Hijama Point Sreemangal:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram