SYLBD Natural Health

SYLBD Natural Health আমরা ১২বছর থেকে প্রাকৃতি নির্ভর

17/09/2021
24/07/2021

আপনারা জানেন সিলেটের চায়ের সুনাম দেশজুড়ে। মেডিসিন ও কেমিক্যাল বিহীন সিলেটের বাগানের চা সংগ্রহ করে থাকি এবং সরাসরি গ্রাহকদের হাতে পৌছে দেয়ার চেষ্টা অব্যাহত আছে, আপনি ও নিয়ে দেখতে পারেন। আধা কেজি ৩০০/= টাকা এক কেজি ৬০০/= টাকা।
যোগাযোগ: 01720400305
এই চা তৈরীর নিয়ম= আপনি এক কাপ চা তৈরীতে যে পরিমান চাপাতা ব্যবহার করেন, এই চা পাতা তার অর্ধেক বা অর্ধেকের একটু বেশী ব্যবহার করবেন। এবং পানি অবশ্যই আগে ফুটিয়ে নিবেন।

Pure Organic ডায়াবেটিস মিক্স পাউডার  এখন থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন খুব সহজে..যোগাযোগ : 0172040030501763696073কালে...
01/12/2020

Pure Organic ডায়াবেটিস মিক্স পাউডার
এখন থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন খুব সহজে..
যোগাযোগ :
01720400305
01763696073

কালের কন্ঠ" পত্রিকায় গত ২০শে নভেম্বর আমাদের "পিউর অর্গানিক ডায়াবেটিস মিক্স
ফুড সাপ্লিমেন্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদন।
পুরো প্রতিবেদনটি পড়তে লিংকে ক্লিক করুন:
https://www.kalerkantho.com/…/industry-bu…/2020/11/20/977495

**নতুন Pure Organic Diabetes Mix (ফুড সাপ্লিমেন্ট) এখন ১৮ টিরও বেশি প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ, আরও বেশি কার্যকরি।
বিসিক নাটোরের অধীনে নিবন্ধিত কৃষি ভিত্তিক খাদ্য ও খাদ্য শিল্পজাত প্রতিষ্ঠান
Paul & Paul Agro Products এর উৎপাদিত পণ্য এবং Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR) কর্তৃক ল্যাবরেটরিতে পরীক্ষিত এবং সরকার অনুমোদিত। ল‍্যাব টেস্ট রিপোর্ট দেখতে প‍্যাকেটের গায়ে থাকা QR কোডটি স্ক‍্যান করুন।

** বাংলাদেশে আমরাই প্রথম ১৮ টিরও বেশি ভিন্ন ভিন্ন ভেষজ কোন প্রকার কেমিক্যাল ছাড়া শতভাগ প্রাকৃতিক উপায়ে পরিমাণ মত মিশ্রণ করে তৈরি করেছি।
এটি ১০০% প্রাকৃতিক উপাদানে তৈরি "ফুড সাপ্লিমেন্ট", যা নিয়মিত মাত্র ১ থেকে ৩ মাস সেবন করলে অন্য কোন ঔষধ ছাড়াই খুব সহজে ও দ্রুত সুগার নিয়ন্ত্রিত হয়। এটি শতভাগ প্রাকৃতিক ভেষজ দিয়ে তৈরি, তাই ইহার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

***উপাদানসমূহঃ করলা, আদা, রসুন, জামবীজ, অশ্বগন্ধা, গুলঞ্চলতা, মেথি, কালোজিরা, ত্রিফলা, আমলকী, দারুচিনি, ইসবগুল ভুসি, কালোমেঘ, চিনাবাদাম, যব, কিসমিস, বিটলবণ ও অন্যান্য।

***ডায়াবেটিস মিক্স পাউডারের উপকারিতাঃ
১. রক্তে গ্লুকোজের মাত্রা কমায়।
২. ইনসুলিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে।
৩. অ্যাসিডিটি ও বদ হজমের ক্ষেত্রে দারুণ কাজ দেয়।
৪. শরীরের বাড়তি ওজন নিয়ন্ত্রণ করে।
৫. মস্তিষ্কের কর্ম ক্ষমতা বৃদ্ধি করে।
৬. হার্ট ও ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করে।
৭. ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে।
৮. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
৯. কোলেস্টেরল লেভেল কম রাখতে সাহায্য করে।
১০. শরীরে পুষ্টি ও ভিটামিন এর ঘাটতি পূরণ করে।
১১. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
১২. ডায়াবেটিস সংক্রান্ত দুর্বলতা সাড়িয়ে তুলতে সাহায্য করে।
১৩. ঘন ঘন প্রস্রাব নিয়ন্ত্রণ করে।

**খাবার নিয়মঃ লেভেল দেড় বা দুই চা চামচ পাউডার আধা গ্লাস পানিতে রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে নাস্তার ৩০ মিনিট আগে খেতে হবে। আবার দেড় বা দুই চা চামচ পাউডার আধা গ্লাস পানিতে সকালে বা দুপুরে ভিজিয়ে রেখে রাতে খাবার ৩০ মিনিট আগে খেতে হবে। খাবার সময় সাথে সাথে মিশিয়েও খাওয়া যায়, তবে ভিজিয়ে রেখে খেলে ভালো হয়।

Helps to control diabetes mellitus. Blood Sugar. Insulin. Diabetes Treatment.
Type 1 Diabetes.
Type 2 Diabetes.
Drive to stop diabetes 540
Diabetes Diet.

27/07/2020

এখনই অর্ডার করুন আপনার পছন্দের সেরা গ্রীণ টি।

11/07/2020

SYLBD HEALTH

অনেক চেষ্টা করে, অনেক ওষধ খেয়েও আপনি কি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছেন না ???⚫️বর্তমানে করোনা ভাইরাস ডায়াবেটিস রো...
19/06/2020

অনেক চেষ্টা করে, অনেক ওষধ খেয়েও আপনি কি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছেন না ???
⚫️বর্তমানে করোনা ভাইরাস ডায়াবেটিস রোগীর জন্য ভয়াবহ একটি চিন্তার ব্যাপার, তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অন্ধত্ব, কিডনি নষ্ট হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদির পেছনে একটি বড় কারণ ডায়াবেটিস।
🔶তাই আপনার অবশ্যই উচিত ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা ।
"Pure Organic Diabetes Mix" নিবন্ধিত কৃষি ভিত্তিক খাদ্য ও খাদ্য শিল্পজাত প্রতিষ্ঠান "Paul & Paul Agro Products" এর উৎপাদিত পণ্য এবং Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR) কর্তৃক ল্যাবরেটরিতে পরীক্ষিত।
✅✅ বাংলাদেশে আমরাই প্রথম ১৮ টিরও বেশি ভিন্ন ভিন্ন ভেষজ কোন প্রকার কেমিক্যাল ছাড়া শতভাগ প্রাকৃতিক উপায়ে পরিমাণ মত মিশ্রণ করে তৈরি করেছি "Pure Organic Diabetes Mix"।
এটি ১০০% প্রাকৃতিক উপাদানে তৈরি "ফুড সাপ্লিমেন্ট", যা নিয়মিত মাত্র ১৫ দিন থেকে ১ মাস সেবন করলে অন্য কোন ঔষধ ছাড়াই খুব সহজে ও দ্রুত সুগার নিয়ন্ত্রিত হয় এবং সুস্থতা অর্জিত হতে থাকে। এটি শতভাগ প্রাকৃতিক ভেষজ দিয়ে তৈরি, তাই ইহার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

উপাদানসমূহঃ করলা, আদা, রসুন, জামবীজ, অশ্বগন্ধা, গুলঞ্চলতা, মেথি, কালোজিরা, ত্রিফলা, আমলকী, দারুচিনি, ইসবগুল ভুসি, কালোমেঘ, চিনাবাদাম, যব, কিসমিস, বিটলবণ ও অন্যান্য।
খাবার নিয়ম
রাতে দুই চা চামচ আধা গ্লাস বা এক গ্লাস পানি তে ভিজিয়ে রেখে সকালে নাস্তার ৪৫ মিনিট আগে খালি পেটে খেতে হবে। একই ভাবে সকালে ভিজিয়ে রেখে রাতে খেতে হবে।
সতর্কতা:
অন্যান ঔষধের সাথে কমপক্ষে ৪৫ মিনিট সময়ের ব্যবধান রেখে খেতে হবে। মাত্রাতিরিক্ত বা অন্য ঔষধের সাখে খেলে রক্তেগ্লোকুজের মাত্রা অতিরিক্ত কমে হাইপ্লোইসেমিয়া হতেপারে। তাই এই বিষয়ে বাড়তি শর্তকতা ও ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে।

19/05/2020

আজকের পরামর্শ
প্রচণ্ড গরমে ত্বকের যত্নঃ by - S P. Juthi ( Beauty expert)

অতিরিক্ত গরমে ত্বক আর্দ্রতা হারায় এবং শুষ্ক হয়ে পড়ে। জন্মগতভাবে ত্বক তিন ধরনের হয়ে থাকে। স্বাভাবিক ত্বক, শুষ্ক ত্বক ও তৈলাক্ত ত্বক। রোদ এবং ধূলোবালি স্নিগ্ধ ও সতেজ ত্বকের বড় শত্রু। রোদের পোড়াভাব ত্বকে খুব তাড়াতাড়ি বসে যায়। লোমকূপে ময়লা জমে মুখে ব্রণ হয় এবং রোদের ছোপ ছোপ দাগ পড়ে ত্বক রুক্ষ হয়ে যায়। শুধু তাই নয়, ঘাম থেকে ঘামাচিসহ নানা সমস্যা দেখা দিতে পারে। আবার কখনও কখনও র‌্যাশ হতেও দেখা যায়। ত্বক শুষ্ক হলে ত্বকের নমণীয়তা কমে যায়, আর নমণীয়তা কমে গেলে ত্বকে ফাটল ধরে এবং বার্ধক্যের ছাপ ফুটে উঠে চেহারায়।



ফেসওয়াশ ব্যবহার করুন

গরমের দিনে ত্বকের পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে বেশি যত্নশীল হতে হয়। এজন্য আপনি ব্যবহার করতে পারেন গ্লিসারিন-সমৃদ্ধ সাবান অথবা ক্লিনজার বা ফেসওয়াশ। তবে গরমে সবচেয়ে ভালো হচ্ছে ময়েশ্চারাইজিং ক্লিনজার। তৈলাক্ত ত্বকের অধিকারীদের গরমকালে কষ্ট হয় বেশি। তেলগ্রন্থিগুলো এ সময় সক্রিয় হয়ে উঠার কারণে তেল বের হয় বেশি, তারা মেডিকেটেড ফেইস ওয়াশ ব্যবহার করলে ভালো ফল পেতে পারেন।



রোদ থেকে সুরক্ষা পেতে সানস্ক্রিন

গরমের দিনে সবচেয়ে প্রয়োজন হচ্ছে সানস্ক্রিন। রোদ থেকে রক্ষা পেতে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন, বিশেষ করে চোখের নীচের নমনীয় ত্বকের জন্য মেডিকেটেড সানস্ক্রিন এবং তৈলাক্ত ত্বকের জন্য তেলবিহীন সানস্ক্রিনই ব্যবহার করতে হবে। রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন। সানস্ক্রিন লোশন ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন তাতে যেন সান প্রোটেকশন ফ্যাক্টর এসপিএফ অন্তত ১৫ হয়। ওয়াটার প্রুফ সানস্ক্রিনও ব্যবহার করতে পারেন।



সাথে রাখুন ক্রিম বা বেবি লোশন

শুষ্ক ত্বকের খসখসে ভাব দূর করার জন্য এবং বলিরেখা পড়ার হাত থেকে রেহাই পাওয়ার জন্য সবসময় ক্রিম ব্যবহার করা উচিত। অবশ্য ক্রিমের বদলে বেবি লোশনও ব্যবহার করতে পারেন। তবে গরমের দিনে ক্রিম হতে হবে তেলবিহীন। নতুবা ক্রিমের অতিরিক্ত তেল গরমে আরো বেশি সমস্যা তৈরি করবে।



ত্বকের যত্ন নিয়ে আরো কিছু জরুরি পরামর্শ



>>> গরমে যাদের ত্বকে ঘামাচি হয়, তারা নিমপাতার রস লাগালে উপকার পাবেন। তেঁতো জাতীয় খাবার খান। ঘাম বেশি হলে ট্যালকম পাউডারের সাথে এক চিমটি খাবার সোডা ব্যবহার করুন।



>>> গরমে ত্বক শুষ্ক হয়ে পড়ে। তাই রূপচর্চা করা জরুরী। ত্বক তৈলাক্ত হলে বার বার মুখ পরিষ্কার করতে হবে। শশা বাটা এবং মুশুরি ডাল বাটা দুটো পেস্ট করে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। আপনার মুখের তেলতেলে ভাব কেটে যাবে।



>>> লাউয়ের রস, তরমুজের জুস বরফ করে মুখে ঘষুন। এতে রোদে পোড়াভাব দূর হয়ে সাথে সাথে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল মোলায়েম।



>>> গরমে তৈলাক্ত ত্বক দ্রুত ঘেমে যায় ও ময়লা দ্রুত শুষে নেয়। এ সমস্যা থেকে মুক্তি পেতে আপনি শশার রস পরিমাণমতো, আধা চা চামচ লেবুর রস, আধা চামচ গোলাপ জলে মিশিয়ে লোশনের মতো মুখে লাগিয়ে আধাঘণ্টা পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত চার-পাঁচ দিন করুন।



>>> গরমে ব্রনের মাত্রা বেড়ে যায়। ব্রন এড়াতে সপ্তাহে তিন, চার বার চিরতার পানি এবং দুই-তিনটি কাঁচা হলুদ ও আখের গুঁড় খেতে পারেন। সব সময় মুখ পরিষ্কার রাখবেন। নিমপাতা, হলুদ, চিরতা ও মুলতানি মাটি এক সঙ্গে মিলিয়ে পেস্ট বানিয়ে ব্যবহার করলেও উপকার পাবেন।



>>> রোদের প্রচন্ড তাপের কারণে ত্বকের ছোপ ছোপ দাগ দূর করার জন্য টমেটোর রস, কাঁচা হলুদের রস, ভুসিওয়ালা আটা মিশিয়ে মুখ, গলা ও ঘাড়ে লাগান। গোলাপজল দিয়ে মুছে ধুয়ে ফেলুন। কাঁচা দুধ, লেবুর রস, পাকা পেঁপে, চন্দন, গোলাপের পাপড়ি একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিয়ে পুরো ত্বকে লাগান, হালকা ম্যাসাজ করুন। ভালো ফল পাবেন।



পরিশেষে ত্বক রক্ষায় প্রসাধনীর দিকে নজর না দিয়ে নজর দিন ত্বকের জন্য প্রয়োজনীয় পুষ্টির দিকে, যা ছড়ানো আছে প্রকৃতি-প্রদত্ত খাদ্য উপাদান আর ফলমূলে। মনে রাখবেন ফর্সা ত্বক মানেই সুন্দর ত্বক নয়, সুস্থ ত্বক মানেই সুন্দর ত্বক।

আমাদের পণ্য পেতে ক্লিক করুনঃ
https://m.facebook.com/story.php?story_fbid=696123120982745&id=105841337731465

করোনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন।জীবন যতোদিন সুস্থতা ততোদিন। ডায়াবেটিস মিক্স পাউডারের উপকারিতাঃএই পাউডার নিয়মিত ১ ম...
19/04/2020

করোনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন।
জীবন যতোদিন সুস্থতা ততোদিন।

ডায়াবেটিস মিক্স পাউডারের উপকারিতাঃ

এই পাউডার নিয়মিত ১ মাস ব্যবহার করলে আপনার আর ইনসুলিন নেয়া লাগবেনা। এটা ১৮ টি প্রাকৃতিক উপাদানে তৈরী। অ্যাসিডিটি ও গ্যাষ্টিকের ক্ষেত্রে দারুণ কাজ দেয়।

রক্তে গ্লুকোজের মাত্রা কমায়।
➡অ্যাসিডিটি ও বদ হজমের ক্ষেত্রে দারুণ কাজ দেয়।
➡শরীরের বাড়তি ওজন নিয়ন্ত্রণ করে।
➡মস্তিষ্কের কর্ম ক্ষমতা বৃদ্ধি করে।
➡হার্ট ও ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করে।
➡ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে।
➡উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
➡কোলেস্টেরল লেভেল কম রাখতে সাহায্য করে।
➡শরীরে পুষ্টি ও ভিটামিন এর ঘাটতি পূরণ করে।
➡শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
➡ইনসুলিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে।
➡ডায়াবেটিস সংক্রান্ত দুর্বলতা সাড়িয়ে তুলতে সাহায্য করে।
➡ঘন ঘন প্রস্রাব নিয়ন্ত্রণ করে।

Address

South Surma Sylhet
Sylhet
3100

Telephone

+8801720400305

Website

Alerts

Be the first to know and let us send you an email when SYLBD Natural Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SYLBD Natural Health:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram