09/10/2025
💔 “বিপদের সময় মানুষকে সাহায্য করার কথা, সুযোগ নেওয়ার নয়”
ঢাকা–সিলেট মহাসড়কে চলছে উন্নয়নের কাজ। কিন্তু উন্নয়নের এই পথে মানুষ এখন ভয়ংকর দুর্ভোগে!
যে পথ ৬ ঘণ্টায় শেষ হতো, সেখানে এখন ১৫–২০ ঘণ্টা লেগে যাচ্ছে।
রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা অসুস্থ রোগী, শিশু, নারী, প্রবীণ— সবাই আজ ভোগান্তির শিকার।
এই পরিস্থিতিতে মানুষ ট্রেন বা বিমানে ভরসা করছে।
কিন্তু দুঃখের বিষয় — বিপদের এই সময়েই বিমানের ভাড়া আরও বাড়িয়ে দেওয়া হয়েছে!
এটা কি মানবিক? এটা কি ন্যায্য?
বিপদের সময় তো সহানুভূতি দেখানোর কথা, সাহায্যের হাত বাড়ানোর কথা।
এমন সময়েও যদি কেউ মুনাফা দেখে, তবে আমরা কেমন সমাজ গড়ছি?
আসুন, অন্তত কথা বলি মানবতার পক্ষে।
লাভ নয়, মানুষই হোক আমাদের প্রথম অগ্রাধিকার ❤️
#ঢাকা_সিলেট_হাইওয়ে #জনদুর্ভোগ #বিমানভাড়া #মানবতা_সর্বপ্রথম
Bangladesh Biman