Crescent Medical Service

Crescent Medical Service Welcome to our medical service. Crescent Medical Service is concern of Crescent Group. Here we offer The service is our religion

স্বাধীনতার 🇧🇩 সুবর্ণ জয়ন্তী ও  ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের দুই যুগ পূর্তি উপলক্ষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়...
25/03/2021

স্বাধীনতার 🇧🇩 সুবর্ণ জয়ন্তী ও ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের দুই যুগ পূর্তি উপলক্ষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাসব্যাপী সেবামূলক ফ্রী কর্মসূচি।

12/02/2021

নিয়োগ বিজ্ঞপ্তি
ক্রিসেন্ট ব্লাড ব্যাংক, দরগা মহল্লা, সিলেট এর জন্য দুই জন হিন্দু মেয়ে রিসিপশনিস্ট আবশ্যক। কম্পিউটার জানাদের অগ্রাধিকার দেওয়া হইবে। যোগাযোগঃ ০১৭১১৩৭৬৭৬৬।

02/06/2020
13/08/2019

নিয়োগ বিজ্ঞপ্তি ঃ
ড্রাইভার প্রয়োজন
প্রাইভেট কার চালানোর জন্য লাইসেন্সদারি একজন ড্রাইভার আবশ্যক। পরিবার নিয়ে থাকার ব্যবস্তা রয়েছে।
বেতন আলোচনা সাপেক্ষে।
যোগাযোগের ঠিকানা: বড়শলা ৭১, ক্যাডেট কলেজ, এয়ারপোর্ট, সিলেট।
মোবাইল:-০১৭১১৩৭৬৭৬৬

নিয়োগ বিজ্ঞপ্তি ঃ
ইমাম ও মুয়াজ্জিন আবশ্যক।
১. সিলেট শহরতলীর আঃ হাফিজ-খানম জামে মসজিদ, মঃলিপার, বড়শলা , ক্যাডেট কলেজ, এয়ারপোর্ট, সিলেট, এর জন্য ১জন ইমাম ও ১জন মুওয়াজ্জিন আবশ্যক।
শর্তাবলীঃ ইমাম হাফেজ ও মাওলানা (দাওরা‌ পাশ) হতে হবে।
২. মুওয়াজ্জিন হাফিজ ও কাফিয়া জামাত পাশ হতে হবে।
মসজিদ কোয়ার্টারে থাকা খাওয়ার সু-ব্যবস্থা আছে।
বেতন আলোচনা সাপেক্ষে।
আগামী ২০ আগষ্ট ২০১৯ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা যাচ্ছে।
----------
ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস,
ওসমানী মেডিকেল রোড ,কাজল শাহ, সিলেট।
যোগাযোগ-০১৭১১৩৭৬৭৬৬

নিয়োগ বিজ্ঞপ্তি ঃ
"ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস" ওসমানী হাসপাতাল রোড, কাজলশাহ, সিলেটের জন্য ১ জন ম্যানেজার, ১জন রিসিপশনিস্ট,১জন কম্পিউটার অপারেটর,২ জন ল্যাব টেকনিশিয়ান,২ জন এক্স-রে টেকনিশিয়ান আবশ্যক ।
আগ্রহীদের অতি সত্বর বায়োডাটাসহ সরাসরি যোগাযোগ করুন।
যোগাযোগঃ -০১৭১১৩৭৬৭৬৬

26/07/2019

নিয়োগ বিজ্ঞপ্তি ঃ
"ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস" ওসমানী হাসপাতাল রোড, কাজলশাহ, সিলেটের জন্য ১ জন ম্যানেজার, ১জন রিসিপশনিস্ট,১জন কম্পিউটার অপারেটর,২ জন ল্যাব টেকনিশিয়ান,২ জন এক্স-রে টেকনিশিয়ান আবশ্যক ।
আগ্রহীদের অতি সত্বর বায়োডাটাসহ সরাসরি যোগাযোগ করুন।
যোগাযোগঃ ০১৭০৫৪৭৭১৫০

01/03/2019

#নিয়োগ_বিজ্ঞপ্তি
"ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস" ওসমানী হাসপাতাল রোড, কাজলশাহ, সিলেট।

ম্যানেজার, মার্কেটিং, রিসিপশনিস্ট, কম্পিউটার অপারেটর, প্যাথলজি টেকনিশিয়ান, এক্স-রে টেকনিশিয়ান আবশ্যক ।
আগ্রহীদের অতি সত্বর বায়োডাটা ও সদ্য তোলা ২ কপি ছবি সহ সরাসরি যোগাযোগ করুন।

যোগাযোগঃ 01711376766

দেশকে শত্রুমুক্ত করতে অসংখ্য বীর যোদ্ধা ও বীরশ্রেষ্ঠগণ নিজেদের প্রাণকে তুচ্ছ করে লড়েছিলেন বলেই আমরা আজ অশ্রু মুছে হাসিমু...
16/12/2017

দেশকে শত্রুমুক্ত করতে অসংখ্য বীর যোদ্ধা ও বীরশ্রেষ্ঠগণ নিজেদের প্রাণকে তুচ্ছ করে লড়েছিলেন বলেই আমরা আজ অশ্রু মুছে হাসিমুখে বিজয় দিবস উদযাপন করতে পারছি। আমরা তাঁদের অবদান ভুলবো না। একাত্তরের স্বাধীনতা সংগ্রামের সকল বীর যোদ্ধার প্রতি রইলো ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস পরিবারের পরম শ্রদ্ধা ও ভালোবাসা।

চিকিৎসার জগতে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে  “ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস”। তারই ধারবাহিকতায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি...
25/10/2017

চিকিৎসার জগতে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে “ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস”। তারই ধারবাহিকতায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আপনাদের জন্য আধুনিক ও উন্নততর স্বস্থ্য সেবার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় "ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস”।

#আমাদের সার্ভিস সমুহ হলঃ-

#ডায়াগনোস্টিক সার্ভিসঃ- ডিজিটাল এক্স-রে, আলট্রাসনোগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, ই.সি.জি, হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, সেরোলজি, ভাইরোলজি, হরমোন, ড্রাগ টেস্ট, ক্যান্সার মার্কার, ইমিউনোলজি, হিস্টোপ্যাথলজি,সাইটোপ্যাথলজি ও ক্লিনিক্যাল প্যাথলজি সহ প্রায় সব ধরনের ডায়াগসস্টিক সেবা প্রাদান করা হয়।

#কনসালটেন্ট সার্ভিসঃ- বিশেষজ্ঞ চিকিৎসকদেও দ্বারা মেডিসিন, হৃদরোগ, প্রসূতি-স্ত্রীরোগ, বাত, ব্যাথা, প্যারালাইসিস, কিডনী (নেফ্রোলজি), ইউরোলজি, লিভার, বক্ষব্যাধি, এ্যাজমা, টি.বি, চক্ষু, নাক-কান-গলা, অর্থোপেডিক, সার্জারি, শিশুরোগ, ডায়বেটিস, হরমোন, চর্ম-যৌন-এলার্জি রোগ, ক্যান্সার রোগ, মনোরোগ, দন্তরোগ সহ অন্যান্য সকল রোগের চিকিৎসা ও পরামর্শ সেবা প্রধান করা হয়।

#এ ছাড়া রয়েছে আপনাদের জন্য বিশেষ প্যাকেজ রেটে হেলথ্ চেক-আপ সুবিধা।

#যেমনঃ জেনারেল হেলথ্ চেক-আপ, ডায়বেটিক হেলথ্ চেক-আপ, এক্সিকিউটিভ হেলথ্ চেক-আপ, প্রি- এমপ্লয়মেন্ট হেলথ্ চেক-আপ, বিদেশগামীদেও প্রি- মেডিকেল হেলথ্ চেক-আপ ও গাইনী হেলথ্ চেক-আপ।

#আজই যোগাযোগ করুন “ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস” ওসমানি মেডিকেল রোড, কাজলশাহ্, সিলেট। ফোনঃ- ০৮২১-৭১১০৯০, মোবাইলঃ- ০১৭৬৬-৮৭৮৭৮৭।

http://www.bdmorning.com/desh/233934
21/10/2017

http://www.bdmorning.com/desh/233934

ক্রাইম ডেস্ক স্পেশাল।। গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীমকে দুদকের জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে বেড়িয়ে আসছে একের পর এক অপকর্মের দলিল। ভুয়া চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে বিভিন্ন পদ্ধতিতে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।…

Address

MAG Osmani Medical Road
Sylhet
3100

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801766878787

Alerts

Be the first to know and let us send you an email when Crescent Medical Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Crescent Medical Service:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram