29/10/2025
আসসালামু আলাইকুম/আদাব,
আমাদের সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের ৬০ ব্যাচের শিক্ষার্থী Ashiful Alam Sharif [ 4th year, Session: 21-22, Roll-214] বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ।
আমাদের সিওমেক হাসপাতালের মেডিকেল বোর্ডের পরামর্শে গত ১২ অক্টোবর তার Budd-Chiari Syndrome প্রাথমিকভাবে ডায়াগনোসিস হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটে রেফার করা হয়।
ওখানে বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে ফাইনাল ডায়াগনোসিস পাওয়া যায় - [DCLD due to Chronic Budd–Chiari Syndrome]
Budd-Chiari Syndrome অত্যন্ত জটিল একটা রোগ যা আমাদের লিভারের hepatic vein এর মাঝে ব্লক তৈরি করে লিভারের venous outflow তে বাধা সৃষ্টি করে, যা লিভারের ক্ষতি করতে থাকে এবং এর কারণে পেটে পানি জমে যাওয়া, portal hypertension থেকে শুরু করে liver damage chronic হয়ে গেলে liver cirrhosis বা ফেইলিওর হতে পারে যার ট্রিটমেন্ট সময়ের মধ্যে না করলে লিভার ট্রান্সপ্ল্যান্ট ছাড়া উপায় থাকেনা।
গত ২৮ অক্টোবর সেখানে দায়িত্বরত চিকিৎসকরা শরীফকে দ্রুত বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন, কারণ তার Bleeding tendency বর্তমানে অত্যন্ত বেশি এবং যে কোনো সময় জটিলতা দেখা দিতে পারে। তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। ঠিকমতো হাঁটাচলা করতে পারছে না।
ডাক্তারদের পরামর্শ অনুযায়ী, শরীফকে চিকিৎসার জন্য ভারতের হায়দ্রাবাদে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
চিকিৎসার সম্ভাব্য ব্যয় প্রায় ১০–১২ লক্ষ টাকা, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।
এই কঠিন সময়ে আমরা, তার ব্যাচমেট, সিনিয়র, জুনিয়র, শিক্ষক এবং বাংলাদেশের সমগ্র মেডিকেল কমিউনিটি , শরীফের পাশে দাঁড়াতে চাই।
আপনার ছোট একটি সহযোগিতাই তার জীবনের আশার আলো হতে পারে।
সহায়তার মাধ্যম:
🏦 Bank: Dutch Bangla Bank
Account Name: Ashraful Alam
Account No: 7017334470838
Routing No: 090270545
Branch: New Market, Dhaka
📱 Mobile Banking:
bKash: 01768364439 (Personal)
Nagad: 01768364439 (Personal)
Rocket: 01568211110 (Personal)
শরীফ সবসময় আমাদের পাশে ছিল এবার আসুন, আমরা সবাই মিলে শরীফের পাশে দাঁড়াই- যেন সে আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে।
৫৭–৬৩ ব্যাচের সকল সিনিয়র-জুনিয়রদের কাছে রিকুয়েস্ট থাকবে:
উক্ত মাধ্যমে আপনার ফান্ড পাঠিয়ে আমাদের মেডিকেলের একজন স্টুডেন্টের পাশে থাকার জন্য। এছাড়াও নির্দিষ্ট দিনে লেকচার ক্লাস/ইনডিভিজুয়ালি ফান্ড সংগ্রহ করা হবে। তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে।
সকল ব্যাচের সিআরদের সহযোগিতা কামনা করছি।