03/10/2021
✅এই পেইজ করার উদ্দেশ্য কি?
➡️আমাদের দেশের বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য এটা একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই পেইজ টা খোলা হয়েছে। আমাদের বৃদ্ধ পিতা-মাতা বা আমাদের চাচা-চাচী, দাদা-দাদী, নানা-নানি তারা যখন রোগে আক্রান্ত হন বা বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী হন আমরা তাদেরকে কেয়ারিং এর জন্য অনেক কিছুই দিতে পারিনা। কারণ আমাদের দেশে ঐ প্রোডাক্ট গুলো পাওয়া যায় না যেগুলা বিদেশ এ অ্যাভেলেবল শুধু মাত্র বয়স্ক লোকদের জন্যেই তৈরি করা হয়। আমাদের টাকা পয়সা আছে কিন্তু আমরা সময়মতো অনেক জিনিস পাই না বলে কষ্টে পড়তে হয়। তাই আমাদের বৃদ্ধ পিতা-মাতা আত্মীয়-স্বজন তাদের কষ্ট লাঘবের কিছু প্রোডাক্ট যেগুলো বিদেশে পাওয়া যায় এগুলো আমাদের দেশে পাওয়া যায় না বলে উদ্যোগী হয়েছি বিদেশ থেকে এনে আমরা এগুলা দেশে সার্ভিস দিব। যাতে সবাই বয়স্কদের জন্য তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সহজে হাতের নাগালে পায়।
➡️বাস্তবতা থেকে বলছিঃ
আমার বাবা যখন অসুস্থ হন তখন মুখে পানি পান করতে পারতেন না। পানি পান করলে সেটা সরাসরি শ্বাসনালীতে চলে যেত । মাসে পাঁচবার/ছয়বার আই.সি.ইউতে যেতে হতো। অনেক টিটমেন্ট করানো লাগতো। কিন্তু আমাদের ভাই বোন বিদেশে থাকাতে তারা একটা প্রোডাক্ট এর সন্ধান দেয় "THICK & EASY" Instant food & Beverage Thickener এটার কাজ হচ্ছে যারা বৃদ্ধ পানি পান করতে পারেনা তাদের এই পানিকে পুডিং বা জেলির মত করে ফেলে। এই প্রোডাক্টের পাউডারটা যখন পানিতে দেওয়া হয় তখন পানিটা অনেকটা পুডিং বা জেলির মত হয়ে যায় এতে করে পানিটা সহজে পান করা যায়।এটা বিদেশে বয়স্কদের জন্য হসপিটালে ব্যবহার করা হয়। তখন আমার বাবার জন্য এই প্রোডাক্টটা আনা হয় আর আমার বাবাকে এইটা দিয়ে পানিকে জেলিতে কনভার্ট করে ঐ পানি আমরা আব্বাকে দিতাম। এইটা পাওয়ার পর আলহামদুলিল্লাহ আমার বাবা পাঁচ বছরের মধ্যে হসপিটাল যেতে হয়নি।
শুধু এটা না, এটা একটা উদাহরণ স্বরূপ বলা হয়েছে । আরও যা শুধু তাদের জন্য দরকার ওইগুলা আমরা আনার চেষ্টা করব।আশাকরি আপনারাও আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন।
✅সতর্কতাঃ এই প্রোডাক্ট গুলা ব্যবহারের জন্য ডাক্তারের পরামর্শ লাগেনা।তবে চাইলে আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন।