Veterinarian Dr. Abdul Majid Ujjal

Veterinarian Dr. Abdul Majid Ujjal Dr. Abdul Majid Ujjal
DVM; MS (Microbiology)
BCS (Livestock)
Veterinary Surgeon
Bishwanath, Sylhet.

বাছুরের ক্ষুরা রোগের ভয়াবহতা 🐄⚠️ক্ষুরা রোগ (Foot and Mouth Disease - FMD) গবাদি পশুর জন্য অত্যন্ত সংক্রামক ও অর্থনৈতিকভা...
22/10/2025

বাছুরের ক্ষুরা রোগের ভয়াবহতা 🐄⚠️

ক্ষুরা রোগ (Foot and Mouth Disease - FMD) গবাদি পশুর জন্য অত্যন্ত সংক্রামক ও অর্থনৈতিকভাবে ক্ষতিকর একটি রোগ। আক্রান্ত প্রাণীর মুখ, জিহ্বা ও ক্ষুরে ঘা সৃষ্টি হয়, যার ফলে খাওয়া কমে যায়, দুধ উৎপাদন কমে এবং চলাফেরায় কষ্ট হয়। বড় গরুর থেকে বাছুরের ক্ষেত্রে এই রোগের ভয়াবহতা অনেক বেশি থাকে এবং অনেক সময় ছোট বাছুর মৃত্যুবরণও করে।

👉 তাই খামারিদের প্রতি অনুরোধ—
🔹 নিয়মিত ক্ষুরা রোগের টিকা দিন।
🔹 নতুন প্রাণী আনার পর অন্তত ১৪ দিন আলাদা রাখুন।
🔹 আক্রান্ত প্রাণীকে অবিলম্বে আলাদা করুন এবং নিকটস্থ ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিন।

(বি:দ্র: ছবির প্রত্যেকটি বাছুর শ্রীমঙ্গলের একটি খামারে FMD তে আক্রান্ত হয়ে মারা গেছে।)

প্রাণিসম্পদ বাঁচুক, খামারিরা হোক সচেতন।
------------------------------------------------------------------------
ডা: আব্দুল মজিদ উজ্জল
ভেটেরিনারি সার্জন
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বিশ্বনাথ।

কতটা আন্তরিকতার সাথে এই খামারি ভাই উনার পোষা পাখি নিয়ে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে এসেছেন। প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্য...
20/10/2025

কতটা আন্তরিকতার সাথে এই খামারি ভাই উনার পোষা পাখি নিয়ে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে এসেছেন।

প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে উনার সেই আন্তরিকতার সর্বোচ্চ সম্মান দেয়ার চেষ্টা করেছি।

18/10/2025

সিলেটে অনুষ্ঠিত হলো-
Regional Workshop on AMR Awareness & Veterinary Antimicrobial Stewdship Program.

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু তাহের মোহাম্মদ জাবের, মাননীয় সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক ড. আলিমুল ইসলাম, মাননীয় ভাইস চ্যান্সেলর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জনাব ড. মো. আবু সুফিয়ান, সম্মানিত মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা।

এছাড়াও উপস্থিত ছিলেন দেশ বরেণ্য বিজ্ঞানী, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগে কর্মরত বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত প্রায় দেড় শতাধিক অংশীজন।

16/10/2025

বিশ্বনাথ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কিছুটা হলেও জনগণের আস্থার প্রতিদান রাখতে পেরেছে, তার প্রমাণ এই ষাঁড়টির চিকিৎসা ও পরামর্শ প্রদান।

খামারি প্রায় দুই লক্ষ টাকা খরচ করে কিনেছেন। কেনার পর বাড়িতে নেয়ার আগেই সরাসরি চলে এসেছেন উনাদের ভরসাস্থল ভেটেরিনারি হাসপাতালে। হাসপাতালে এসে ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিয়ে চিন্তামুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন।

আমি যতদিন বিশ্বনাথ উপজেলায় আছি, আমি চেষ্টা করবো ভেটেরিনারি হাসপাতালকে আরও বেশি জনবান্ধন করতে। খামারিদের প্রতি অনুরোধ থাকবে যেকোনো সমস্যায় বিকল্প কিছু চিন্তা না করে প্রথমেই হাসপাতালে চলে আসবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে সর্বোত্তম সেবা গ্রহণ করবেন।

'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫' উপলক্ষে জাতীয় পর্যায়ে ৫ টি ক্যাটাগরিতে প্রাণিসম্পদ পদক প্রদানের সিদ্ধান্ত।
16/10/2025

'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫' উপলক্ষে জাতীয় পর্যায়ে ৫ টি ক্যাটাগরিতে প্রাণিসম্পদ পদক প্রদানের সিদ্ধান্ত।

অসুস্থ মানসিকতা -----------------------------------------------------------------------মানুষের মধ্যে মানবিকতা কোন পর্যায়...
15/10/2025

অসুস্থ মানসিকতা
-----------------------------------------------------------------------মানুষের মধ্যে মানবিকতা কোন পর্যায়ে থাকলে আট মাসের একটা গর্ভবতী গাভীকে লাঠি দিয়ে আঘাত করে লেজ তিন টুকরো করে দিতে পারে। শেষ পর্যন্ত গাভীটির জীবন রক্ষা করার জন্য অপারেশন এর মাধ্যমে লেজের ভাঙ্গা অংশ কেটে দিতে হয়েছে। গাভীটি এখন অনেকটা সুস্থ শরীরে 'মা' হওয়ার প্রহর গুনছে।



বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন। বাড়ির আশেপাশে এখনও পানি জমে আছে। কাঁদা পানিতে বাড়ির সামনের রাস্তা প্রায় চলাচলের অযোগ্য।  ...
13/10/2025

বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন। বাড়ির আশেপাশে এখনও পানি জমে আছে। কাঁদা পানিতে বাড়ির সামনের রাস্তা প্রায় চলাচলের অযোগ্য। সবকিছু উপেক্ষা করে ভেটেরিনারি হাসপাতালে চলে এসেছেন অসুস্থ ছাগলের চিকিৎসার জন্য। এই বৃদ্ধ বয়সে আর্থিক ভরসার জায়গা একমাত্র এই কয়েকটি ছাগল। তাই ওদের অসুস্থতায় তিনি নিজেকে ধরে রাখতে পারেন নাই। সমস্যাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পরেছেন। যাইহোক উনার সকল সমস্যা শুনে সেটা যথাযথ সমাধান করা চেষ্টা করেছি। আশাকরি উনার ছাগলগুলো খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।

বোবা প্রাণীর পাশাপাশি এরকম মানুষগুলোর সেবা করা সম্ভব বলেই এই সেক্টরের প্রতি একটা ভালোলাগা কাজ করে।

খামার ভিজিট ও প্রশিক্ষণ কার্যক্রম খামারিদের দক্ষতা উন্নয়ন ও উদ্ভুদ্ধকরণের কার্যকর মাধ্যম। মাঠ পর্যায়ে সফল খামারিদের উদাহ...
12/10/2025

খামার ভিজিট ও প্রশিক্ষণ কার্যক্রম খামারিদের দক্ষতা উন্নয়ন ও উদ্ভুদ্ধকরণের কার্যকর মাধ্যম। মাঠ পর্যায়ে সফল খামারিদের উদাহরণ প্রদর্শন, বাস্তব সমস্যার সমাধান প্রদান এবং অংশগ্রহণমূলক প্রশিক্ষণ তাদের মধ্যে নতুন প্রযুক্তি গ্রহণের আগ্রহ সৃষ্টি করে। নিয়মিত পরামর্শ, মূল্যায়ন ও ফলোআপ কার্যক্রমের মাধ্যমে খামারিরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং প্রাণিসম্পদ উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে অনুপ্রাণিত হয়।

09/10/2025

Ducks can be a source of healthy, organic meat and eggs, meeting the demand for healthier protein sources.

08/10/2025

আমার প্রথম কর্মস্থল। জেলা দুগ্ধ খামার, সিলেট। গাবাদিপশুর জাত উন্নয়নে দুই বছর এই খামারে ভেটেরিনারি সার্জন হিসেবে কাজ করেছি।

07/10/2025

হাঁসের রাজ্যে একদিন....
হাঁস পালনের অন্যতম পূর্বশর্ত হচ্ছে নিয়মিত টিকা প্রদান ও কৃমিমুক্তকরণ। এই দুইটি কাজ নিয়ম অনুযায়ী করতে পারলে, হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব।

Address

Sylhet
3100

Telephone

+8801521235795

Website

Alerts

Be the first to know and let us send you an email when Veterinarian Dr. Abdul Majid Ujjal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Veterinarian Dr. Abdul Majid Ujjal:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram