22/10/2025
বাছুরের ক্ষুরা রোগের ভয়াবহতা 🐄⚠️
ক্ষুরা রোগ (Foot and Mouth Disease - FMD) গবাদি পশুর জন্য অত্যন্ত সংক্রামক ও অর্থনৈতিকভাবে ক্ষতিকর একটি রোগ। আক্রান্ত প্রাণীর মুখ, জিহ্বা ও ক্ষুরে ঘা সৃষ্টি হয়, যার ফলে খাওয়া কমে যায়, দুধ উৎপাদন কমে এবং চলাফেরায় কষ্ট হয়। বড় গরুর থেকে বাছুরের ক্ষেত্রে এই রোগের ভয়াবহতা অনেক বেশি থাকে এবং অনেক সময় ছোট বাছুর মৃত্যুবরণও করে।
👉 তাই খামারিদের প্রতি অনুরোধ—
🔹 নিয়মিত ক্ষুরা রোগের টিকা দিন।
🔹 নতুন প্রাণী আনার পর অন্তত ১৪ দিন আলাদা রাখুন।
🔹 আক্রান্ত প্রাণীকে অবিলম্বে আলাদা করুন এবং নিকটস্থ ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিন।
(বি:দ্র: ছবির প্রত্যেকটি বাছুর শ্রীমঙ্গলের একটি খামারে FMD তে আক্রান্ত হয়ে মারা গেছে।)
প্রাণিসম্পদ বাঁচুক, খামারিরা হোক সচেতন।
------------------------------------------------------------------------
ডা: আব্দুল মজিদ উজ্জল
ভেটেরিনারি সার্জন
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বিশ্বনাথ।