24/11/2025
হার্ট অ্যাটাক হলে প্রতিটি সেকেন্ড মূল্যবান। দ্রুত সিদ্ধান্ত আর সঠিক পদক্ষেপই একজনের জীবন বাঁচাতে পারে। সমস্যা হলো—অনেকেই এর লক্ষণগুলো ঠিকমতো চেনেন না। ফলে দেরি হয়ে যায়। তাই লক্ষণগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।
হার্ট অ্যাটাকের সাধারণ কিছু লক্ষণ:
• বুকে তীব্র ব্যথা বা চাপ, যা চোয়াল, কাঁধ বা হাতে ছড়িয়ে যেতে পারে
• শ্বাস নিতে কষ্ট
• হঠাৎ প্রচুর ঘাম ঝরা
• মাথা ঘোরা, অজ্ঞান হওয়া বা দুর্বল লাগা
• বমি বমি ভাব বা বমি
• বুক ভারী লাগা এবং অস্বাভাবিক ক্লান্তি
এই লক্ষণগুলো দেখা দিলে এক মুহূর্তও দেরি করবেন না। বিশেষ করে বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা ঘাম হলে দ্রুত চিকিৎসা নিতে হবে। সময়মতো চিকিৎসাই হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমিয়ে দেয়।
লক্ষণ চিহ্নিত করুন, দ্রুত সিদ্ধান্ত নিন—
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, সিলেটের জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকে। হার্টের যেকোনো জরুরি সমস্যায় সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন।
যোগাযোগ করুন
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, সিলেট
পূর্ব শাহী ঈদগাহ, সিলেট
মোবাইল: ০১৭৮৭-৪৮৭১১৭, ০১৩১৮-৭৭১১৭৭