OCD Clinic SOMCH

OCD Clinic SOMCH You will get counselling about ocd as well as treatment..

14/11/2024

অব্‌সেসিভ কম্পালসিভ ডিস্‌অর্ডার (ওসিডি)বা চিন্তাবাতিক ও বাধ্যতাধর্মী আচরণ একটি উদ্বেগ জনিত রোগ। সারাবিশ্বে প্রতি ১০০ জনের ১ জনের এ রোগটি হয়। পুরুষ ও নারী উভয়েই এ রোগে সমান হারে ভোগে। সাধারণত ১৮-২৯ বছরের মানুষেরা রোগটিতে ভুগে থাকেন। তবে শিশু ও বয়স্কদের মাঝেও এ রোগটি বিদ্যমান। বাংলাদেশে প্রতি ১০০০ জনে ৪ জনের মাঝে রোগটি বিদ্যমান। তবে সম্প্রতি শিক্ষার্থীদের উপর একটি জরিপে প্রতি ২ জনের ১ জনের মধ্যে রোগটির উপসর্গ এবং প্রতি ৭ জনের ১ জনে ওসিডি পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে ক্রমবর্ধমান মানসিক চাপ এবং করোনাকালীন মানসিক চাপের প্রভাবে এ রোগের আধিক্য বৃদ্ধি পেয়েছে ভয়ংকর হারে!

***ওসিডি কি?

এটা এমন ধরণের রোগ, যাতে অবসেশন অথবা কমপালশন বা উভয়টিই থাকতে পারে।

অবসেশন কি?-এটা এক ধরনের মর্মপীড়াদায়ক চিন্তা, দৃশ্য কল্পনা যা মনের ইচ্ছার বিরুদ্ধে মাথায় আসে।

কমপালশন কি?-অবসেশন দ্বারা তাড়িত/বাধ্য হয়ে এবং অস্বস্তি ও উদ্বেগ কমানোর জন্য যে কাজ করা হয় তাকে কমপালশন বলে,যেমন-বারবার হাত ধোয়া, গণনা করা,বারবার যাছাই করা,গুছিয়ে রাখা এবং একি কথা বারবার বলা,ইত্যাদি।

*** উপসর্গ:

১) শরীর , কাপড়চোপড় বা আসবাবপত্রে জীবাণু বা ময়লা লেগে আছে এমন চিন্তা বারবার আসা ও
অতিরিক্ত ধোয়া মোছা করা
২) অনাকাঙ্খিত, নিষিদ্ধ বা বিকৃত যৌন চিন্তা, দৃশ্য কল্পনা বা আবেগ, সৃষ্টিকর্তা বা ধর্মগ্রন্থ নিয়ে অবিশ্বাস, দ্বিধা ও নেতিবাচক চিন্ত এবং বারবার ক্ষমা চাওয়া, তওবা করা, এমনকি ভয়ে ধর্মীয় কর্মকান্ড থেকে নিজেকে বিরত রাখা।
৩) আসবাব পত্র, বইখাতা, কাপোড়চোপড় অথবা যে কোন জিনিস নির্দিষ্ট ছকে গুছিয়ে রাখাএ প্রবণতা।
৪) কোন কাজ বুঝি ঠিক মত হয়নি মনে করে বার বার চেক করা, অপ্রয়োজনীয় জিনিস জমা করা, নির্দিষ্ট ছকে বারবার গণনা করা, ইত্যাদি

*** প্রকারভেদ :

অবসেশনের প্রকার:
১) সংক্রমণ জনিত অবসেশন
২) ধর্মীয় অবসেশন
৩) যৌনচিন্তা বিষয়ক অবসেশন
৪) অবসেশনাল দ্বিধা
৫) আগ্রাসী অবসেশন
৬) অন্যান্য

কমপালশনের প্রকারঃ
১) পরিষ্কার পরিচ্ছন্ন/ধোয়া বিষয়ক কমপালশন
২) পরীক্ষা বা চেক করা বিষয়ক কমপালশন
৩) চিন্তা আসলে বার বার তওবা করা, মাফ চাওয়া
৪) ধর্মীয় কমপালশন
৫) নির্দিষ্ট নিয়মে গুছিয়ে রাখা, গোনা
৬) অন্যান্য

*** চিকিৎসা :
অন্যান্য শারীরিক রোগ যেমন – ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ যেমন নিয়ন্ত্রণে রাখা যায় তেমনি রুটিন মাফিক জীবন যাপন, নিয়মিত ওষুধ সেবন এবং সাইকোথেরাপীতে শিখিয়ে দেয়া পদ্ধতির সমন্বয়ে ওসিডি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক কর্ম ও ব্যক্তিজীবনে ফেরা সম্ভব ।

১।ওষুধ ঃ
এস এস আর আই, টিসিএ ও অন্যান্য

২) সাইকোএডুকেশন ঃ
রোগী ও পরিবারকে রোগ সম্পর্কে জানানো ও চিকিৎসা নিতে উদ্বুদ্ধ করা

৩) সাইকোথেরাপীঃ
এক্সপোজার এন্ড রেসপন্স প্রিভেনশন থেরাপী
রিলাক্সেশন, মাইন্ডফুলনেস মেডিটেশন
কগনিটিভ বিহেভিয়ার থেরাপী, গ্রুপ থেরাপী ইত্যাদি

৪) রুটিন, নিয়ম মাফিক জীবন যাপন ও খাদ্যাভ্যাসে সুষম খাবার খাওয়া ও ফাস্ট ফুড, প্রিজার্ভেটিভ দেয়া খাবার ও ধূমপান মদ্যপান ত্যাগ

**** আপনি কি অবসেসিভ কমপালসিভ ডিজর্ডারে ভুগছেন???

১)আপনি কি অতিরিক্ত ধোয়া-মোছা করেন অথবা পরিস্কার পরিচ্ছন্ন থাকেন?
২)আপনি কি কোন কিছু অতিরিক্ত চেক/ যাচাই-বাছাই করন?
৩)আপনার মধ্যে কি আসবাবপত্র,বই-খাতা, কাপড়-চোপড় অথবা যে কোনো জিনিস নির্দিষ্ট ছকে গুছিয়ে রাখার প্রবণতা আছে?
৪)আপনার মাথায় কি অযাচিত ভাবে এমন কোনো চিন্তা,কল্পনা বা ছবি আসে যা আপনি চাইলেও মাথা থেকে সহজে বের করতে পারেন না?
৫)আপনার দৈনন্দিন কাজ শেষ করতে কি অতিরিক্ত সময় ব্যয় হয়?

একটি প্রশ্নের উত্তর হ্যা হলে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞ (সাইকিয়াট্রিস্ট) এর শরণাপন্ন হোন..

Dr Imdadul Magfur
Psychiatrist & Psychotherapist

Please Consult us in- Department of psychiatry, 2 nd floor ; Outdoor building,  Sylhet M.A.G Osmani medical college Ever...
12/03/2023

Please Consult us in-

Department of psychiatry, 2 nd floor ; Outdoor building, Sylhet M.A.G Osmani medical college

Every sunday at 9.30 A.M
( except any govt holiday)

ধূমপান বাংলাদেশের অতি পরিচিত এক অভ্যাস (বদ অভ্যাস)। দেখতে দেখতে অনেকের কাছেই তা স্বাভাবিক মনে হলেও ধূমপান করা একধরনের মা...
25/01/2023

ধূমপান বাংলাদেশের অতি পরিচিত এক অভ্যাস (বদ অভ্যাস)। দেখতে দেখতে অনেকের কাছেই তা স্বাভাবিক মনে হলেও ধূমপান করা একধরনের মাদক সেবন। ধূমপানের ক্ষতির কথা জানেন না এমন কেউ আছে বলে জানা নেই তবুও অনেকে অভ্যাসবশত ধূমপান করে থাকেন। যারা ধূমপান ছাড়তে চানঃ

১) ধূমপান ছাড়তে প্রথমে Quit date (এ দিনের পর আর ধূমপান করবোনা) ঠিক করা দরকার। দরকার হলে পরিবারের লোকদের এ সিদ্ধান্তের কথা জানান ও সাহায্য নিন।ধীরে ধীরে প্রতি দিনের সিগারেটের সংখ্যা কমানো শুরু করুন।

২) কোন কোন পরিস্থিতিতে বেশি ধূমপান করা হচ্ছে তা নির্ণয় করুন। খাতায় লিখে প্রতিটা পরিস্থিতি লিখা আর ওই পরিস্থিতিতে ধূমপান ভিন্ন আর কি করা যেতো তা বের করা। (দুশ্চিন্তায় পড়লে ধূমপান না করে সমস্যা সমাধান বা বাস্তব সম্মত চিন্তা বা রিলাক্সেশন করা ইত্যাদি)

৩) আচরণগত কিছু ব্যাপার ধূমপানে থাকে, যেমন হাতে সিগারেট থাকলে পড়ায় মন বসা,চিন্তা করতে পারা ইত্যাদি। তখন হাতে সিগারেটের বদলে কলম বা সিগারেট না জালিয়ে হাতে রাখা এমন অনেক পদ্ধতি অবলম্বন করা যায়।

৪) অনেক পরিমাণে এবং নিয়মিত যারা ধূমপান করেন তাদের ধূমপান হঠাৎ বন্ধ করে দিলে কিছু শারীরিক অস্থিরতা হতে পারে যা আবার ধূমপান বাড়িয়ে দেয়। তা প্রতিরোধে - নিকোটিন গাম,নিকোটিন প্যাচ কার্যকর

৫) এছাড়াও বিভিন্ন ঔষধ আছে যেগুলো এ শারীরিক সমস্যা প্রতিরোধে সহায়তা করে।

*** সরকারি/ বেসরকারি মেডিকেল কলেজগুলোতে মনোরোগবিদ্যা বিভাগে ধূমপান সহ মাদকাসক্তি নিরাময়,দুশ্চিন্তা গ্রস্ততা, হতাশা,ওসিডি,সেক্সুয়াল ডিসওর্ডার সহ সব ধরনের রোগের মানসিক রোগের চিকিৎসা বিদ্যমান ***

***দিন শেষে ধূমপান ছাড়তে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা, নিজের পরিবর্তন হতে চাওয়ার আকাঙ্ক্ষা ও পরিবার/প্রিয়জনের সহায়তা ও ভালোবাসা ***

16/01/2023

আপনার কি মনে একই চিন্তা বারবার আসে?
আপনি কি অতিরিক্ত ধোয়ামোছা করেন?
আপনি কি অতিরিক্ত চেক বা যাচাই-বাছাই করেন?
সব কিছু কি একই ভাবে নির্দিষ্ট ভাবে না গুছানো থাকলে আপনার অস্বস্তি হয়?
কাজ করার সময় নির্দিষ্ট নিয়মে গুণে গুণে কাজ করতে হয়?

এর একটি প্রশ্নের উত্তর যদি হ্যা হয়, দেরি না করে দেখা করুন মানসিক রোগ বিভাগে- হতে পারে তা ওসিডি....

13/11/2022

প্রশাসনিক ও একাডেমিক ব্যস্ততার জন্য আজকের ওসিডি ক্লিনিকের সেশন (৪র্থ ও ১ম) সকাল ১০ টার পরিবর্তে ১১ টায় শুরু হবে

01/11/2022

3rd Psychotherapy session of OCD patients will be on Sunday ( 6/11/2022) at 10 A.M....please consult our OPD service first for referral to OCD clinic.....

28/06/2020
https://forms.gle/bX9Fh9LjgnBhmCX86
18/06/2020

https://forms.gle/bX9Fh9LjgnBhmCX86

করোনা সংক্রমন এবং লকডাউনের কারনে পরিবর্তিত পরিস্থিতিতে অন্যদের মতো শিশু-কিশোরদের ওপরও এর খারাপ প্রভাব পড়ে। বাং.....

18/06/2020

সবাই কেমন আছেন???

https://www.monerkhabor.com/news/2019/10/19/19626/
19/10/2019

https://www.monerkhabor.com/news/2019/10/19/19626/

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ওসিডি সপ্তাহ (১৩-১৯ অক্টোবর) পালিত হচ্ছে।এ উপলক্ষ্যে গত ১৩ অক্টোবর ও...

Address

Sylhet MAG Osmani Medical College
Sylhet
3100

Telephone

01303550202

Website

Alerts

Be the first to know and let us send you an email when OCD Clinic SOMCH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to OCD Clinic SOMCH:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram