Hijama Therapy and Ruqyah Center Sylhet. হিজামা এন্ড রুকিয়াহ সেন্টার

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • Hijama Therapy and Ruqyah Center Sylhet. হিজামা এন্ড রুকিয়াহ সেন্টার

Hijama Therapy and Ruqyah Center Sylhet. হিজামা এন্ড রুকিয়াহ সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hijama Therapy and Ruqyah Center Sylhet. হিজামা এন্ড রুকিয়াহ সেন্টার, Alternative & holistic health service, Sylhet.

রুকিয়াহ চিকিৎসা নিলেন সেবা নিলেন সিলেট শহর ও শ্রীমঙ্গল থেকে আসা একাধিক রোগী।জিন যাদু নজর প‍্যরানরমাল রোগে আক্রান্ত ।ঝাড়...
03/12/2025

রুকিয়াহ চিকিৎসা নিলেন সেবা নিলেন সিলেট শহর ও শ্রীমঙ্গল থেকে আসা একাধিক রোগী।

জিন যাদু নজর প‍্যরানরমাল রোগে আক্রান্ত ।ঝাড়ুফুক করে করনীয় ও বর্জনীয় পরামর্শ দেওয়া হয়েছে ।আল্লাহ দয়াময় রহমান সবাইকে সুস্থতা দান করুন আমীন।

আমরা ২০১৩ সাল থেকে হিজামা ও রুকিয়াহ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ ।

Ruqyah Shariyah( বৈধ ঝাড়ফুক)।
#জ্বিন_যাদু_নজর_হিংসা ইত্যাদি প‍্যরানরমাল রোগ আক্রান্ত হলে সুস্থ হওয়ার জন্য কোর’আনিক বৈধ চিকিৎসা পদ্ধতি।

কিভাবে বুঝবেন আপনি আক্রান্ত কিনা?
স্বপ্নে দেখা—
সাপ, কুকুর বিভিন্ন প্রাণী দেখা,
ময়লা দেখা,
ঘুমের মধ্যে বোবায় ধরা,
খাবার খাওয়া,
ভয়ানক স্বপ্ন দেখা,
মাছ দেখা, পানি দেখা, বাচ্চা দেখা,
বিয়ে হচ্ছে দেখা, মরা মানুষ বা কবর দেখা ইত্যাদি।

শারীরিক অসুস্থতা—
শরীরের ব‍্যাথা, হঠাৎ মাথা ব্যথা, পেটে ব্যথা,
হাত পা শরীর জালাপোড়া করে,
শরীর ভার অনুভব করা,অতিরিক্ত রাগ করা,
শারীরিক অসুস্থতা কোন রোগ ধরা পড়ে না,
হঠাৎ অসুস্থ হওয়া ইত্যাদি ।

মানসিক অবস্থা—
একা থাকতে ইচ্ছে করে, ইবাদাতে মন বসে না, এলোমেলো চিন্তা কবা, আচার আচরণে পরিবর্তন আসা, গান শুনা,
নামাজ পড়তে/ কুরআন পড়তে অলসতা/অনিহা,
খারাপ কাজ করতে ভালো লাগা,
অজু গোসলে পানি বেশি ব্যবহার করা,
ঈমান নষ্ট কারী চিন্তা আসা,
মাথায় অশান্তি ইত্যাদি সহ
এইসব সমস‍্যাগুলো যদি থাকে তাহলে বুঝবেন আপনি আক্রান্ত ।

আমাদের সেন্টারে রোগীদের কে ১ বা ২ সেশনের বেশি রুকিয়াহ সেশন দেওয়া হয় না।

হিজামা থেরাপি এন্ড রুকিয়াহ সেন্টার
এম আর এ কমপ্লেক্স(২য় তলা),
সদর উপজেলার বিপরীতে, শাহপরান, সিলেট ।
+88 01715 525747

শিবগঞ্জ থেকে এসে  Husband wife এক সাথে হিজামা নিলেন এলার্জি ও ব‍্যথা মুক্ত হওয়ার জন্য।রাসুল (সঃ) বলেছেন-জিবরীল (আঃ) আমাক...
29/11/2025

শিবগঞ্জ থেকে এসে Husband wife এক সাথে হিজামা নিলেন এলার্জি ও ব‍্যথা মুক্ত হওয়ার জন্য।

রাসুল (সঃ) বলেছেন-জিবরীল (আঃ) আমাকে জানিয়েছেন
“মানুষ চিকিৎসার যতসব উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম চিকিৎসা,,।
আল হাকীম হা/৭৪৭০।






Treatment of jinn, Evil eye, Black magic &
Hasad and More in light of Q’auran & Sunnah

(মহিলাদের জন্য পৃথক ব্যাবস্তা এবং মহিলা অভিজ্ঞ থেরাপিষ্ট রয়েছেন)

হিজামার উপকারিতা —-
*হিজামা শরীরকে ব‍্যথা মুক্ত করে
* হিজামা লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে
* হিজামা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
* রক্তনালী পরিষ্কার করে রক্ত সঞ্চালন সক্রিয় করে
* শরীরের জ্বালাপোড়া হৃাস করে ও শারীরিক শক্তি বৃদ্ধি করে
* ফুসফুস, কিডনি ও লিভারকে পরিস্কার রাখে।
* হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে।

হিজামা এন্ড রুকইয়া সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে:
www.hijamaruqyahbd.com
.
wwwfacebook.com/RHSylhet

https://www.facebook.com/share/1BFJc6gQEJ/?mibextid=wwXIfr

Md.Naimul Islam Naim
DAMS.LDMS.Pharmacist
Registered Ayurvedic physician
Hijama Practitioner &
Ruqyah Consultant

হিজামা থেরাপি এন্ড রুকিয়াহ সেন্টার
এম আর কমপ্লেক্স, (২য় তলা)
শাহপরান(সদর উপজেলা বিপরীতে).সিলেট।
+88 01715 525 747.

27/11/2025

❖ ১. “রুকইয়াহ ডায়াগনোসিস” কি?

বর্তমান সময়ে অনেক রুকইয়া-প্র্যাকটিশনার যে জিনিসটি করেন—
রোগীকে কিছু দুআ/আয়াত শোনানো বা কিছু শারীরিক পরীক্ষা করা—এর মাধ্যমে জ্বীন, যাদু, নজর লাগা ইত্যাদি নির্ণয় করাকে “রুকইয়াহ ডায়াগনোসিস” বলা হচ্ছে।

অর্থাৎ তারা দাবি করেন—
• “যদি এই আয়াত শুনে তোমার হাত কাঁপে → জ্বীন আছে”
• “যদি বুকে চাপ লাগে → ম্যাজিক করা”
• “যদি মাথা ব্যথা বেড়ে যায় → নজর লাগা”
ইত্যাদি।

এটি আধুনিক যুগেই জনপ্রিয় হয়েছে—আরব ও দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ১৯৮০’র পর থেকে।


❖ ২. এই রুকইয়াহ ডায়াগনোসিসের কোনো শারঈ ভিত্তি আছে কি?

✘ স্পষ্ট উত্তর: না, এই পদ্ধতির কোনো সরাসরি শারঈ ভিত্তি নেই।

➤ প্রমাণ:

(১) নবী ﷺ, সাহাবা, ইমামগণ—কেউ জ্বীন বা যাদু নির্ণয়ের জন্য কোনো পদ্ধতি চালু করেননি।

তারা শুধুমাত্র চিকিৎসা (রুকইয়া) করেছেন, কিন্তু—
• “এক্স-রে স্টাইলে” শনাক্ত করা
• “পরীক্ষা করে নিশ্চিত করা”
—এ জাতীয় কিছু কখনো করেননি।

(২) শায়েখ বিনবাজ, উছাইমিন, সালিহ আল-ফাওজান, ইরাকী—সবাই বলেছেন:

রুকইয়ার উদ্দেশ্য চিকিৎসা, নির্ণয় নয়।
জ্বীন-নির্ণয়ের দাবিগুলো গায়েব সম্পর্কে কথা বলা, আর গায়েব জানা কেবল আল্লাহর জন্য।

➡ ফতোয়া:
“রুকইয়াহ দ্বারা রোগ নির্ণয়—এটি শরিয়তে প্রতিষ্ঠিত নয়। এটি অনেক সময় প্রতারণার দরজা খুলে দেয়।”
—শাইখ ইবন উথাইমিন (রাহি.)


❖ ৩. তাহলে রুকইয়া ডায়াগনোসিস আদৌ প্রয়োজন আছে কি?

✘ না, প্রয়োজন নেই — বরং ক্ষতিকর হতে পারে।

কারণ:
1. এতে গায়েব নিয়ে অনুমান করা হয়।
2. অনেক রুকইয়া-কারক ব্যবসায়িক কারণে ভয় দেখায় (“তোমার ওপর ম্যাজিক আছে”)।3. ভুল ডায়াগনোসিসে প্রকৃত চিকিৎসা দেরি হয় (যদি আসলে মানসিক/চিকিৎসাজনিত রোগ হয়)।
4. মানুষ নির্ভরশীল ও ভীত হয়ে যায়।


❖ ৪. তাহলে রোগ কিভাবে চেনা যাবে? (সঠিক ইসলামি পদ্ধতি)

✔ পদ্ধতি–১: লক্ষণসমূহ দেখে ‘সম্ভাবনা’ বোঝা

নবিজি ﷺ কোনো নির্ণয় পদ্ধতি দেননি, তবে কিছু হাদীসে যাদু বা নজরের প্রভাবের লক্ষণ পাওয়া যায়।

➤ যাদুর সম্ভাব্য লক্ষণ:
• আচমকা ভীষণ দাম্পত্য দ্বন্দ্ব
• অকারণে ভয়/বিভ্রান্তি
• বারবার একই রোগ হওয়া
• অতিরিক্ত ভুলে যাওয়া (যেমন নবী ﷺ-এর ঘটনা।
এগুলো কেবল সম্ভাব্য, চূড়ান্ত প্রমাণ নয়।

➤ নজর/হাসাদের লক্ষণ:
• কারণ ছাড়া অসুস্থতা
• হঠাৎ দুর্বলতা
• নবজাতকের ক্ষেত্রে হঠাৎ কান্না, দুধ না খাওয়া
(ইমাম ইবনুল কাইয়্যিম উল্লেখ করেছেন)

আবারও বলছি—এটি নিশ্চিত প্রমাণ নয়।


✔ পদ্ধতি–২: রুকইয়া করা – তারপর উন্নতি বা পরিবর্তন পর্যবেক্ষণ করা

এটাই সালাফদের পদ্ধতি।

যদি লক্ষণ কমে যায় →

জ্বীন/যাদু/নজর-এর সম্ভাবনা বাড়ে।

যদি কোনো পরিবর্তন না হয় →

সম্ভাবনা কমে যায়।
এ ক্ষেত্রে হয়তো শারীরিক, মানসিক বা অন্য চিকিৎসা প্রয়োজন।

এতে গায়েব দাবি করা লাগছে না।


✔ পদ্ধতি–৩: শারীরিক/মেডিক্যাল পরীক্ষা করা

নবী ﷺ নিজেও চিকিৎসা করতেন এবং চিকিৎসার অনুমতি দিয়েছেন।

যদি—
• হার্ট
• থাইরয়েড
• ভিটামিন
• ডিপ্রেশন/anxiety
ইত্যাদির সমস্যা থাকে—তাহলে তা আগে চিকিৎসা করতে হবে।


❖ ৫. কিভাবে “নিশ্চিত হওয়া যাবে”?

✘ “১০০% নিশ্চিত হওয়া” সম্ভব নয়—গায়েব হওয়ায়।

✔ তবে যা করা যায়:

১) লক্ষণ পর্যবেক্ষণ

২) নিয়মিত রুকইয়া করলে অগ্রগতি দেখা

৩) দোয়া, যিকর, তিলাওয়াত নিয়মিত বজায় রাখা

৪) চিকিৎসা পরীক্ষাও করা

রোগীর অবস্থা সমষ্টিগতভাবে বিবেচনা করাই ইসলামি পদ্ধতি।


❖ সংক্ষেপ:

✔ রুকইয়া ডায়াগনোসিস = আধুনিক উদ্ভাবন

✔ শরিয়িতে কোনো ভিত্তি নেই

✔ ভুল নির্ণয়ের ঝুঁকি বেশি

✔ রুকইয়া চিকিৎসা হিসেবে বৈধ, কিন্তু নির্ণয় পদ্ধতি নয়

✔ নিশ্চিত জ্ঞান → কেবল আল্লাহর কাছে

✔ লক্ষণ + রুকইয়া প্রতিক্রিয়া + মেডিকেল চেক মিলিয়ে ধারণা করা যায়

ASC
01972668345

জাতীয় বডি বিল্ডার সিলেটের ভাই শরীরকে  টক্সিন মুক্ত করতে হিজামা নিলেন।রাসুল (সঃ) বলেছেন-জিবরীল (আঃ) আমাকে জানিয়েছেন “মা...
24/11/2025

জাতীয় বডি বিল্ডার সিলেটের ভাই শরীরকে টক্সিন মুক্ত করতে হিজামা নিলেন।

রাসুল (সঃ) বলেছেন-জিবরীল (আঃ) আমাকে জানিয়েছেন
“মানুষ চিকিৎসার যতসব উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম চিকিৎসা,,।
আল হাকীম হা/৭৪৭০।






Treatment of jinn, Evil eye, Black magic &
Hasad and More in light of Q’auran & Sunnah

(মহিলাদের জন্য পৃথক ব্যাবস্তা এবং মহিলা অভিজ্ঞ থেরাপিষ্ট রয়েছেন)

হিজামার উপকারিতা —-
*হিজামা শরীরকে ব‍্যথা মুক্ত করে
* হিজামা লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে
* হিজামা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
* রক্তনালী পরিষ্কার করে রক্ত সঞ্চালন সক্রিয় করে
* শরীরের জ্বালাপোড়া হৃাস করে ও শারীরিক শক্তি বৃদ্ধি করে
* ফুসফুস, কিডনি ও লিভারকে পরিস্কার রাখে।
* হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে।

হিজামা এন্ড রুকইয়া সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে:
www.hijamaruqyahbd.com
.
wwwfacebook.com/RHSylhet

https://www.facebook.com/share/1BFJc6gQEJ/?mibextid=wwXIfr

Md.Naimul Islam Naim
DAMS.LDMS.Pharmacist
Registered Ayurvedic physician
Hijama Practitioner &
Ruqyah Consultant

হিজামা থেরাপি এন্ড রুকিয়াহ সেন্টার
এম আর কমপ্লেক্স, (২য় তলা)
শাহপরান(সদর উপজেলা বিপরীতে).সিলেট।
+88 01715 525 747.

UK প্রবাসী ভাই শরীরকে  টক্সিন ও ব‍্যথা মুক্ত করতে হিজামা নিলেন।রাসুল (সঃ) বলেছেন-জিবরীল (আঃ) আমাকে জানিয়েছেন “মানুষ চিক...
22/11/2025

UK প্রবাসী ভাই শরীরকে টক্সিন ও ব‍্যথা মুক্ত করতে হিজামা নিলেন।

রাসুল (সঃ) বলেছেন-জিবরীল (আঃ) আমাকে জানিয়েছেন
“মানুষ চিকিৎসার যতসব উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম চিকিৎসা,,।
আল হাকীম হা/৭৪৭০।






Treatment of jinn, Evil eye, Black magic &
Hasad and More in light of Q’auran & Sunnah

(মহিলাদের জন্য পৃথক ব্যাবস্তা এবং মহিলা অভিজ্ঞ থেরাপিষ্ট রয়েছেন)

হিজামার উপকারিতা —-
*হিজামা শরীরকে ব‍্যথা মুক্ত করে
* হিজামা লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে
* হিজামা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
* রক্তনালী পরিষ্কার করে রক্ত সঞ্চালন সক্রিয় করে
* শরীরের জ্বালাপোড়া হৃাস করে ও শারীরিক শক্তি বৃদ্ধি করে
* ফুসফুস, কিডনি ও লিভারকে পরিস্কার রাখে।
* হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে।

হিজামা এন্ড রুকইয়া সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে:
www.hijamaruqyahbd.com
.
wwwfacebook.com/RHSylhet

https://www.facebook.com/share/1BFJc6gQEJ/?mibextid=wwXIfr

Md.Naimul Islam Naim
DAMS.LDMS.Pharmacist
Registered Ayurvedic physician
Hijama Practitioner &
Ruqyah Consultant

হিজামা থেরাপি এন্ড রুকিয়াহ সেন্টার
এম আর কমপ্লেক্স, (২য় তলা)
শাহপরান(সদর উপজেলা বিপরীতে).সিলেট।
+88 01715 525 747.

রুকিয়ার জন‍্য এসেছেন উপশহর, লামাবাজার ও জগন্নাথপুর থেকে। জিন যাদু নজর প‍্যরানরমাল রোগে আক্রান্ত ।ঝাড়ুফুক করে করনীয় ও ব...
21/11/2025

রুকিয়ার জন‍্য এসেছেন উপশহর, লামাবাজার ও জগন্নাথপুর থেকে।
জিন যাদু নজর প‍্যরানরমাল রোগে আক্রান্ত ।ঝাড়ুফুক করে করনীয় ও বর্জনীয় পরামর্শ দেওয়া হয়েছে ।আল্লাহ দয়াময় রহমান সবাইকে সুস্থতা দান করুন আমীন।

আমরা ২০১৩ সাল থেকে হিজামা ও রুকিয়াহ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ ।

Ruqyah Shariyah( বৈধ ঝাড়ফুক)।
#জ্বিন_যাদু_নজর_হিংসা এগুলোতে আক্রান্ত হলে সুস্থ হওয়ার জন্য কোর’আনিক বৈধ চিকিৎসা পদ্ধতি।

কিভাবে বুঝবেন আপনি আক্রান্ত কিনা?
স্বপ্নে দেখা—
সাপ, কুকুর বিভিন্ন প্রাণী দেখা,
ময়লা দেখা,
ঘুমের মধ্যে বোবায় ধরা,
খাবার খাওয়া,
ভয়ানক স্বপ্ন দেখা,
মাছ দেখা, পানি দেখা, বাচ্চা দেখা,
বিয়ে হচ্ছে দেখা, মরা মানুষ বা কবর দেখা ইত্যাদি।

শারীরিক অসুস্থতা—
শরীরের ব‍্যাথা, হঠাৎ মাথা ব্যথা, পেটে ব্যথা,
হাত পা শরীর জালাপোড়া করে,
শরীর ভার অনুভব করা,অতিরিক্ত রাগ করা,
শারীরিক অসুস্থতা কোন রোগ ধরা পড়ে না,
হঠাৎ অসুস্থ হওয়া ইত্যাদি ।

মানসিক অবস্থা—
একা থাকতে ইচ্ছে করে, ইবাদাতে মন বসে না, এলোমেলো চিন্তা কবা, আচার আচরণে পরিবর্তন আসা, গান শুনা,
নামাজ পড়তে/ কুরআন পড়তে অলসতা/অনিহা,
খারাপ কাজ করতে ভালো লাগা,
অজু গোসলে পানি বেশি ব্যবহার করা,
ঈমান নষ্ট কারী চিন্তা আসা,
মাথায় অশান্তি ইত্যাদি সহ
এইসব সমস‍্যাগুলো যদি থাকে তাহলে বুঝবেন আপনি আক্রান্ত ।

আমাদের সেন্টারে রোগীদের কে ১ বা ২ সেশনের বেশি রুকিয়াহ সেশন দেওয়া হয় না।

হিজামা থেরাপি এন্ড রুকিয়াহ সেন্টার
এম আর এ কমপ্লেক্স(২য় তলা),
সদর উপজেলার বিপরীতে, শাহপরান, সিলেট ।
+88 01715 525747

18/11/2025
16/11/2025

মাজমু’ আল-ফাতাওয়া ১৯/৪৮–এ ইবন তায়মিয়া বলেন:

“وَالتَّمْيِيزُ بَيْنَ هَذَا وَهَذَا إِنَّمَا يُعْرَفُ بِالْأَمَارَاتِ وَالْقَرَائِنِ فَإِنَّ الْأَمْرَاضَ ثَلَاثَةٌ…”

অর্থাৎ:

“জাদু, জ্বিন ও শারীরিক রোগ—এ তিনটির পার্থক্য করা হয়
লক্ষণ (أمارات) ও প্রমাণনির্ভর চিহ্ন (قرائن) দেখে,
এটি চূড়ান্ত নিশ্চিত জ্ঞান নয়, বরং অনুমানভিত্তিক।”

এটি থেকে স্পষ্ট যে—

✔ রুকইয়ার ক্ষেত্রে লক্ষণ দেখে ধারণা নেওয়া যায়

❌ কিন্তু এটিকে শতভাগ নিশ্চিত রোগ নির্ণয় বলা যাবে না

এটাই আপনার উল্লেখিত মর্মার্থ।



🔍 কেন এটি গুরুত্বপূর্ণ?

কারণ অনেক রাকি বা রুকইয়া-কর্মী দাবি করেন:
• “এটা নিশ্চিত জ্বিন”
• “এটা ১০০% জাদু”
• “এটা না হলে রুকইয়া চলবে না”

এটি ইবন তায়মিয়ার বক্তব্যের সরাসরি বিরোধী।

ইবন তায়মিয়ার মতে—

✔ সঠিক নির্ণয় = ধারণা ও সম্ভাবনা

❌ নিশ্চিত ঘোষণা নয়

❌ জ্বিনের কথায় রোগ নির্ণয় তো আরও হারাম

আরবি সুন্নাহ তারিখে একাধিক পেশেন্ট (পুরুষ ও মহিলা)বিভিন্ন শারীরিক সমস্যা থেকে সুস্থতার জন্য হিজামা নিলেন।আল্লাহ সবাইকে স...
14/11/2025

আরবি সুন্নাহ তারিখে একাধিক পেশেন্ট (পুরুষ ও মহিলা)বিভিন্ন শারীরিক সমস্যা থেকে সুস্থতার জন্য হিজামা নিলেন।আল্লাহ সবাইকে সুস্হতা দান করুন, আমীন।

আমরা ২০১৩ সাল থেকে হিজামা ও রুকিয়াহ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ।

(মহিলাদের জন্য অভিজ্ঞ মহিলা থেরাপিস্ট আছেন)

Md. Naimul Islam Naim
DAMS.Pharmacist.LDMS
Ayurvedic physician (gov reg BUASM 1686)
Senior Hijama Practitioner &
Ruqyah expert.









Treatment of Jinn application
Black Magic,Evil eye ,
Saher,Hasad & more in the
light of Qura’n and Sunnah.

Hijama Therapy and Ruqyah Center
MRA Complex Building 1st floor
(Opposite sadar upojela)
Shahporan, Sylhet.
+88 01715 525747

হিজামা থেরাপি এন্ড রুকিয়া সেন্টার
Hijama Therapy and Ruqyah Center Sylhet..
Since 2013

USA  প্রবাসী ভাই এসেছেন বিয়ানীবাজার থেকে, শরীরকে  টক্সিন ও ব‍্যথা মুক্ত করতে হিজামা নিলেন।রাসুল (সঃ) বলেছেন-জিবরীল (আঃ) ...
12/11/2025

USA প্রবাসী ভাই এসেছেন বিয়ানীবাজার থেকে, শরীরকে টক্সিন ও ব‍্যথা মুক্ত করতে হিজামা নিলেন।

রাসুল (সঃ) বলেছেন-জিবরীল (আঃ) আমাকে জানিয়েছেন
“মানুষ চিকিৎসার যতসব উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম চিকিৎসা,,।
আল হাকীম হা/৭৪৭০।






Treatment of jinn, Evil eye, Black magic &
Hasad and More in light of Q’auran & Sunnah

(মহিলাদের জন্য পৃথক ব্যাবস্তা এবং মহিলা অভিজ্ঞ থেরাপিষ্ট রয়েছেন)

হিজামার উপকারিতা —-
*শরীরকে ব‍্যথা মুক্ত করে।
* হিজামা লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় করে।
* হিজামা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
* রক্তনালী পরিষ্কার করে রক্ত সঞ্চালন সক্রিয় করে।
* শরীরের জ্বালাপোড়া হৃাস করে শারীরিক শক্তি বৃদ্ধি করে
* ফুসফুস, কিডনি ও লিভারকে পরিস্কার রাখে।
* হৃদ রোগের ঝুকি কমায় এবং হার্ট সুস্থ রাখে।

হিজামা থেরাপি এন্ড রুকিয়াহ সেন্টার
এম আর কমপ্লেক্স, (২য় তলা)
শাহপরান(সদর উপজেলা বিপরীতে).সিলেট।
+88 01715 525 747.

হিজামা এন্ড রুকইয়া সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে:
www.hijamaruqyahbd.com
.
wwwfacebook.com/RHSylhet

https://www.facebook.com/share/1BFJc6gQEJ/?mibextid=wwXIfr

Md.Naimul Islam Naim
DAMS.LDMS.Pharmacist
Registered Ayurvedic physician
Hijama & Ruqyah Consultant

হিজামা থেরাপি এন্ড রুকিয়াহ সেন্টার

আরবি তারিখে হিজামা করুন সুস্থ থাকুন।রাসুল(স:) বলেছেন-"যে আরবী চন্দ্র মাসের  ১৭  ১৯  ও  ২১  তারিখে হিজামা করাবে, সে সমস্ত...
08/11/2025

আরবি তারিখে হিজামা করুন সুস্থ থাকুন।
রাসুল(স:) বলেছেন-
"যে আরবী চন্দ্র মাসের ১৭ ১৯ ও ২১ তারিখে হিজামা করাবে, সে সমস্ত রোগ থেকে আরোগ্য লাভ করবে।" আবু দাউদ হা/৩৮২১ ই:ফা:

আরবী জমাদিউল আউয়াল (جمادى الأولى)
মাসের ১৭, ১৯ ও ২১ তারিখগুলো হল-
০৯ নভেম্বর #রবিবার
১১ নভেম্বর #মজ্ঞলবার
১৩ নভেম্বর #বৃহস্পতিবার








“Whoever performs cupping (Hijama) on the seventeenth, nineteenth, or twenty-first day (of the lunar month) will be cured of every disease.”
— (Sunan Abu Dawood, 3861

আমরা ২০১৩ সাল থেকে হিজামা ও রুকিয়াহ চিকিৎসা সেবা দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ।

হিজামা থেরাপি এন্ড রুকিয়াহ সেন্টার
এম আর কমপ্লেক্স(সদর উপজেলা বিপরীতে)
শাহপরাণ, সিলেট ।
+88 01715 525747

হিজামা এন্ড রুকিয়া সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে:
www.hijamaruqyahbd.com

page https://www.facebook.com/RHSylhet?mibextid=LQQJ4d
Hijamasylhet

07/11/2025

এক সেশন হিজামা নিয়েই মাইগ্রেন মাথা ব্যথা থেকে মুক্ত আলহামদুলিল্লাহ ।
হিজামা থেরাপি এন্ড রুকিয়াহ সেন্টার
শাহপরান (উপজেলার বিপরীত), সিলেট ।
01715 525747

Address

Sylhet

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801715525747

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Therapy and Ruqyah Center Sylhet. হিজামা এন্ড রুকিয়াহ সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Therapy and Ruqyah Center Sylhet. হিজামা এন্ড রুকিয়াহ সেন্টার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram