Freedom General Hospital

Freedom General Hospital সিলেটের প্রাণকেন্দ্র আম্বরখানাতে অবস্থিত 🏥

পৌষের কুয়াশা মুড়ানো দিনে তখন আমাদের হসপিটালের অর্থোপেডিক্স ও ট্রমা সার্জান ডাঃ জাবের আহমেদ স্যার অপারেশন থিয়েটারে রোগির ...
05/01/2026

পৌষের কুয়াশা মুড়ানো দিনে তখন আমাদের হসপিটালের অর্থোপেডিক্স ও ট্রমা সার্জান ডাঃ জাবের আহমেদ স্যার অপারেশন থিয়েটারে রোগির অপারেশন শুরু করেন। দুপুর গড়িয়ে বিকেল গৌধুলী শেষ হতে চলছে। সন্ধ্যা হতেই হসিপটালের চেম্বার সময় হয়ে যায়। এদিকে সিলেট শহরের দুর দুরান্ত থেকে অর্থোপেডিক্স আউটডোরে রোগিরা এসে অপেক্ষা করছেন। আমাদের সার্জনটিম কাজ করছেন। কখনো কখনো দীর্ঘসময়ে অপারেশন করতে হয়। রোগিদের সেবায় সার্জনটিন সবর্দা আন্তরিকতা আর ভালোবাসােএতটাই নিবেদিত হন যে তাদের দুপুরের খাবারও খাওয়া হয় না। ফ্রিডম হসপিটালের সার্জনটিমের রোগিদের প্রতি ভালোবাসা তখন আমাদের আপ্লুত করে। রোগিরা কখনো বুঝতেই পারবে না তাদের সেবায় সার্জনরা ঘন্টা পর ঘন্টা ওটিতে কাজ করেন।

2.অর্থোপেডিক্স চেম্বার শুরু হয় প্রতিদিন সন্ধ্যায় 7টা থেকে । শুধু মাত্র রোববার ও শুক্রবার ছাড়া। যাদের ভাঙ্গা হাড়, জোড়া, বাত রোগ ও পঙ্গু চিকিৎসা সেবা নিতে চান নিশ্চিন্তে মনে চলে আসতে পারেন। এখানে নিয়মিত রোগী দেখছেন অর্থোপেডিক্স সার্জান ডাঃ জাবের আহমেদ।
24 ঘন্টা আপনাদের সেবায় ঘরের পাশেই ফ্রিডম জেনারেল হসপিটাল।

তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হাসপাতাল
এয়ারর্পোট রোড আম্বরখানা সিলেট
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২
5.01.2026

04/01/2026

প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ ফাতেমাতুজ জোহরা ম্যাডাম প্রতি শনিবার ও সোমবার রোগী দেখছেন।
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২

মেডিসিন, ডায়াবেটিস, নিউরোলজি, কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাঃ মামুন মিজানুর রহমান স্যার নিয়মিত রোগি দেখছেন। সিরিয়েল নিতে কল করুন...
03/01/2026

মেডিসিন, ডায়াবেটিস, নিউরোলজি, কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাঃ মামুন মিজানুর রহমান স্যার নিয়মিত রোগি দেখছেন। সিরিয়েল নিতে কল করুন ০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২

ফ্রিডম জেনারেল হাসপাতাল রয়েছে জেনারেল সার্জারি ও নরমাল ডেলিভারিতে শতভাগ প্রচেষ্টা সহ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অর্থোপেডিক্স সার্জারি, কিডনি, লিভার, গাইনী, ডায়বেটিস, মেডিসিন, ইএনটি, শিশু, নিউরোসার্জারি, ইউরোলজি, ক্যান্সার সহ সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়।

2.গর্ভবতী মহিলার আল্ট্রাসনোগ্রাফিসহ সব ধরনের রোগের পরিক্ষা নিরিক্ষা হয়। আউডডোর 24 ঘন্টা (মেডিকেল অফিসার )। 24 ঘন্টা জরুরী বিভাগ খোলা। ঘরের পাশেই চিকিৎসা সেবা নিয়োজিত আম্বরখানায় ফ্রিডম জেনারেল হাসপাতাল। সিরিয়েল নিতে কল করুন ০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২

তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হাসপাতাল
এয়ারর্পোট রোড আম্বরখানা সিলেট
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২
3.01.2026

মেডিসিন, রক্তরোগ ও রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ নবেন্দু চৌধুরী স্যার আজ চেম্বার করবেন2. গর্ভবতী মহিলার আল্ট্রাসনোগ্রাফিসহ...
03/01/2026

মেডিসিন, রক্তরোগ ও রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ নবেন্দু চৌধুরী স্যার আজ চেম্বার করবেন

2. গর্ভবতী মহিলার আল্ট্রাসনোগ্রাফিসহ সব ধরনের রোগের পরিক্ষা নিরিক্ষা হয় এবং নরমাল ডেলিভারিসহ সব ধরনের রোগের অপারেশন করা হয়। আউডডোর 24 ঘন্টা (মেডিকেল অফিসার )। 24 ঘন্টা জরুরী বিভাগ খোলা। ঘরের পাশেই চিকিৎসা সেবা নিয়োজিত আম্বরখানায় ফ্রিডম জেনারেল হাসপাতাল। সিরিয়েল নিতে কল করুন ০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২

তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হাসপাতাল
এয়ারর্পোট রোড আম্বরখানা সিলেট
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২

প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ ফাতেমাতুজ জোহরা ম্যাডাম প্রতি শনিবার ও সোমবার নিয়মিত রোগী দেখছেন। চেম্বার শুরু 4...
02/01/2026

প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ ফাতেমাতুজ জোহরা ম্যাডাম প্রতি শনিবার ও সোমবার নিয়মিত রোগী দেখছেন। চেম্বার শুরু 4টা থেকে 6টা পর্যন্ত। সিরিয়েল নিতে কল করুন ০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২

2. গর্ভবতী মহিলার আল্ট্রাসনোগ্রাফিসহ সব ধরনের রোগের পরিক্ষা নিরিক্ষা হয় এবং নরমাল ডেলিভারিসহ সব ধরনের রোগের অপারেশন করা হয়। আউডডোর 24 ঘন্টা (মেডিকেল অফিসার )। 24 ঘন্টা জরুরী বিভাগ খোলা। ঘরের পাশেই চিকিৎসা সেবা নিয়োজিত আম্বরখানায় ফ্রিডম জেনারেল হাসপাতাল।

তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হাসপাতাল
এয়ারর্পোট রোড আম্বরখানা সিলেট
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২

ডা. আজিজুর রহমান স্যার হসপিটালে রোগী দেখতে রাউন্ডে ছিলেন। গতকাল স্যারকে অভিনন্দন জানাতে পারিনি তাই দেখা হতেই স্যারকে শুভ...
29/12/2025

ডা. আজিজুর রহমান স্যার হসপিটালে রোগী দেখতে রাউন্ডে ছিলেন। গতকাল স্যারকে অভিনন্দন জানাতে পারিনি তাই দেখা হতেই স্যারকে শুভেচ্ছা জানাই। সত্যি এটি ভীষণ আনন্দের শ্রদ্ধেয় ডা. আজিজুর রহমান স্যার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের জেনারেল সার্জারী বিভাগে অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া আমাদের হসপিটালের পুরোটিম ভীষণ খুশি। তিনি রোগিদের প্রতি যেমন আন্তরিক তেমনি আমাদের প্রত্যেকেই স্নেহ করেন। শ্রদ্ধেয় ডা. আজিজুর রহমান স্যারের প্রতি অনেক শ্রদ্ধা ও শুভ কামনা।

তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হসপিটাল
এয়ারপোর্ট রোড, আম্বরখানা, সিলেট।
29.12.2025

ডা. আজিজুর রহমান স্যার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের  (জেনারেল সার্জারী বিভাগে অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া...
29/12/2025

ডা. আজিজুর রহমান স্যার
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের (জেনারেল সার্জারী বিভাগে অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া ফ্রিডম জেনারেল হসপিটালের পরিবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হসপিটাল
এয়ারপোর্ট রোড, আম্বরখানা, সিলেট।

27/12/2025

মেডিসিন, রক্তরোগ ও রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ নবেন্দু চৌধুরী স্যার আজ চেম্বার করবেন
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২

ফ্রিডমটিমের রোমাঞ্চকর ভ্রমনতাসলিমা খানম বীথি1.পৌষের শীতের সকালটি বেশ চমৎকার ছিলো। যারা ভ্রমনে যাবো সবাই হসপিটালে এসে জড়...
26/12/2025

ফ্রিডমটিমের রোমাঞ্চকর ভ্রমন
তাসলিমা খানম বীথি
1.পৌষের শীতের সকালটি বেশ চমৎকার ছিলো। যারা ভ্রমনে যাবো সবাই হসপিটালে এসে জড়ো হই। গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ ফাতেমাতুজ জোহরা ম্যাডামের অপেক্ষা করছি। কিছুক্ষর পর এক ইমাজের্ন্সী রোগি আসে। ম্যাডামও তখন চলে আসেন। এসেই ওটিতে প্রবেশ করে কারন সবার আগে আমাদের রোগির সেবা। অপারেশন শেষ হলে আমরা বাসে ওঠে বসি। সকাল 11টা বাস ছুটছে চুনারুঘাটে। গানে গানে ফ্রিডমটিম জমেপস হই-চৈ, হইহল্লুর মধ্যে দিয়ে বাস এসে থামে সাতছড়ির গেইটের সামনে। গরুর দুধ আর সর দিয়ে তখন চা তৃষ্ণত গলায় চায়ের চুমুক শেষে হেঁটে ছুটি প্রকৃতিঘেরা নয়নাভিরামে সবুজ অরন্যে ভেতরে দিয়ে সিঁড়ি মাড়িয়ে উপরে ওঠে সেখানে গিয়ে কিচুক্ষণ ওটি বয় হান্নানের সিলেটি নাটক পর আবার আমরা সাতছড়ির গাইডের পিছনে গভীর অরন্যের ভেতরে দিয়ে সবুজ গাছগাছালি ছোট বড় উঁচু নিচু টিলাপাহাড়। কখনো শক্ত কখনো তুলতুলে বালির উপর দিয়ে বনের গাইডের পিছনে আমাদের গাইনি ম্যাডাম তার পিছনে আমরা। আমাদেরকে আলো দেন, সাহস আর প্রেরণা দেন এমন গাইনি ম্যাডাম পেয়েছি সত্যি সৌভাগ্য। ভয়হীন ফ্রিডমটিমের প্রত্যেকের চোখেমুখে রোমাঞ্চকর টানটান উত্তেজনা বিরাজ করছে। যেনো এমন মুহুর্তের জন্য অনেকদিনের অপেক্ষায় ছিলাম। আমাদের টিমের দুইদলের বিভক্ত হয়ে পড়ে তখনো আমরা জানি না ডাঃমামুন স্যার হারিয়ে গেছেন। যখন মেইন গেইটে এসে সবাই একত্রে হলাম তখনি জানলাম হসিপটালের এ্যানেস্থেস্থিয়া ডাঃ মামুন মিজানুর রহমান স্যার সাতছড়ির অরণ্যের ভেতরে হারিয়ে যান। নেটওয়ার্কের বাইরে মোবাইলের নের্ট ও ফোন চার্জ নেই। অনেক টেনশন হচ্ছে। অনেকক্ষণ অপক্ষার পর ফ্রিডমটিম অবশেষে ডাঃমামুন স্যারকে খোঁজে পায়। যাক এই মুহুর্ত সত্যি ভয়ে ভরা রোমঞ্চকর কাটছিলো। ঠিক যেনো মুভি দেখার মত কোন দৃ্শ্য।

2.গৌধুলি শেষে বাস ছুটে আসে ডাঃ হাসিব ভাইয়ের বাড়িতে। বিদায় নিতে ডাঃ হাসিব ভাই মামা একজন লেখক তিনি ম্যাডামের হাতে তার কবিতা বইটি তুলে দেন। মুরগি মাংস, রুস্ট, গরুর মাংস, মাছ ভোনা, মাছ ভর্তা আচার, দই, সালাদ ফোলাও সাদা ভাত হাসের মাংস ড্রিংকস আর চা খাওয়া আড্ডা শেষে। বাস ছাড়ে। চলন্ত বাসে তুমুল আড্ডা গানে নাচে মাতিয়ে তুলে টিম।

3. আমাদের ভ্রমনটি ছিলো মুগ্ধকর রোমাঞ্চকর। হবিগঞ্জ জেলা অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানে সবুজ সমারোহ প্রাকৃতিক বনটিতে ফ্রিডমটিম চমৎকার ভ্রমনের যাওয়ার জন্য যিনি আমাদেরকে ট্রিট দিলেন গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ ফাতেমাতুজ জোহরা ম্যাডামের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং মজাদার খাবারের আয়োজন করেন আমাদের হসপিটালের আরএমও ডাঃ হাসিব চৌধুরী ভাইয়ের বাড়িতে পৌষের সন্ধাকালিন রাতের ডিনার করানো হয়। এমন মজাদার খাবারের জন্য ডাঃহাসিব ভাইয়ের পরিবারসহ তাকে আন্তরিক ধন্যবাদ। কুয়াশা মোড়ানো রাতে ভ্রমণ আনন্দ মুহুর্ত নিয়ে আমরা নীড়ে ফিরি।

তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হসপিটাল
এয়ারপোর্ট রোড, আম্বরখানা, সিলেট।

বিয়ের ১২ বছর পর প্রথম সন্তানের মুখ দেখেন আমাদের হসপিটালের ডেলিভারি রোগী।  মানুষ কত সহজে হতাশ হয়ে যায় অথচ মহান রাব্বাুল আ...
23/12/2025

বিয়ের ১২ বছর পর প্রথম সন্তানের মুখ দেখেন আমাদের হসপিটালের ডেলিভারি রোগী। মানুষ কত সহজে হতাশ হয়ে যায় অথচ মহান রাব্বাুল আলামিন বান্দাকে কখনো নিরাশ করেন না। তিনি র্ধৈয্যশীলদের সাথেই থাকেন। যাই হোক, বিয়ের এত বছর পর সন্তান পেয়ে রোগি পরিবার ভীষণ খুশি। আমাদের ভালো লাগে যখন হসপিটালে এমন রোগিদের সেবায় দিতে পেরে। যাই হোক, নরমাল ডেলিভারি ধারাবাহিকতায় ফ্রিডমে যারা মা হয়েছেন তাদের জন্য শুভ কামনা ও ভালোবাসা।

2. গর্ভবতী মহিলার আল্ট্রাসনোগ্রাফিসহ সব ধরনের রোগের পরিক্ষা নিরিক্ষা হয় এবং নরমাল ডেলিভারিসহ সব ধরনের রোগের অপারেশন করা হয়। আউডডোর 24 ঘন্টা (মেডিকেল অফিসার )। 24 ঘন্টা জরুরী বিভাগ খোলা। ঘরের পাশেই চিকিৎসা সেবা নিয়োজিত আম্বরখানায় ফ্রিডম জেনারেল হাসপাতাল। সিরিয়েল নিতে কল করুন ০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২

তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হাসপাতাল
এয়ারর্পোট রোড আম্বরখানা সিলেট
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২
23.12.2025

ফ্রিডম জেনারেল হাসপাতাল রয়েছে জেনারেল সার্জারি ও নরমাল ডেলিভারিতে শতভাগ প্রচেষ্টা সহ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অর্থোপেড...
22/12/2025

ফ্রিডম জেনারেল হাসপাতাল রয়েছে জেনারেল সার্জারি ও নরমাল ডেলিভারিতে শতভাগ প্রচেষ্টা সহ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অর্থোপেডিক্স সার্জারি, কিডনি, লিভার, গাইনী, ডায়বেটিস, মেডিসিন, ইএনটি, শিশু, নিউরোসার্জারি, ইউরোলজি, ক্যান্সার সহ সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়।

2.গর্ভবতী মহিলার আল্ট্রাসনোগ্রাফিসহ সব ধরনের রোগের পরিক্ষা নিরিক্ষা হয়। আউডডোর 24 ঘন্টা (মেডিকেল অফিসার )। 24 ঘন্টা জরুরী বিভাগ খোলা। ঘরের পাশেই চিকিৎসা সেবা নিয়োজিত আম্বরখানায় ফ্রিডম জেনারেল হাসপাতাল। সিরিয়েল নিতে কল করুন ০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২

তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হাসপাতাল
এয়ারর্পোট রোড আম্বরখানা সিলেট
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২

Address

Airport Road, Amberkhana
Sylhet
3100

Telephone

01730582089

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freedom General Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Freedom General Hospital

সিলেটের প্রাণ কেন্দ্র আম্বরখানাতে নতুন হাসপাতাল ফ্রিডম,সকল চিকিৎসায় খরচ কম। ২৪ ঘন্টা বহি:বিভাগে অভিজ্ঞ ডাক্তারগণ মাত্র ৫০ টাকায় সেবা দিচ্ছেন এবং নিয়মিত রুগী দেখছেন ও বিশ্বমানের চিকিৎসা দিচ্ছেন মেডিসিন, গাইনী, সার্জারী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। এছাড়া রয়ছেে নরমাল ডেলিভারীসহ সব ধরনের অপারেশনের ব্যবস্থা । আরো আছে ঠোঁট কাটা তালু কাটা রুগীদের অপারেশনসহ ফ্রি চিকিৎসা ব্যবস্থা ।

ইনশাহআল্লাহ সঠিক সেবা স্বল্পমূল্যে দেয়াই আমাদের প্রচেষ্টা ।