05/01/2026
পৌষের কুয়াশা মুড়ানো দিনে তখন আমাদের হসপিটালের অর্থোপেডিক্স ও ট্রমা সার্জান ডাঃ জাবের আহমেদ স্যার অপারেশন থিয়েটারে রোগির অপারেশন শুরু করেন। দুপুর গড়িয়ে বিকেল গৌধুলী শেষ হতে চলছে। সন্ধ্যা হতেই হসিপটালের চেম্বার সময় হয়ে যায়। এদিকে সিলেট শহরের দুর দুরান্ত থেকে অর্থোপেডিক্স আউটডোরে রোগিরা এসে অপেক্ষা করছেন। আমাদের সার্জনটিম কাজ করছেন। কখনো কখনো দীর্ঘসময়ে অপারেশন করতে হয়। রোগিদের সেবায় সার্জনটিন সবর্দা আন্তরিকতা আর ভালোবাসােএতটাই নিবেদিত হন যে তাদের দুপুরের খাবারও খাওয়া হয় না। ফ্রিডম হসপিটালের সার্জনটিমের রোগিদের প্রতি ভালোবাসা তখন আমাদের আপ্লুত করে। রোগিরা কখনো বুঝতেই পারবে না তাদের সেবায় সার্জনরা ঘন্টা পর ঘন্টা ওটিতে কাজ করেন।
2.অর্থোপেডিক্স চেম্বার শুরু হয় প্রতিদিন সন্ধ্যায় 7টা থেকে । শুধু মাত্র রোববার ও শুক্রবার ছাড়া। যাদের ভাঙ্গা হাড়, জোড়া, বাত রোগ ও পঙ্গু চিকিৎসা সেবা নিতে চান নিশ্চিন্তে মনে চলে আসতে পারেন। এখানে নিয়মিত রোগী দেখছেন অর্থোপেডিক্স সার্জান ডাঃ জাবের আহমেদ।
24 ঘন্টা আপনাদের সেবায় ঘরের পাশেই ফ্রিডম জেনারেল হসপিটাল।
তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হাসপাতাল
এয়ারর্পোট রোড আম্বরখানা সিলেট
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২
5.01.2026