সরলা হোমিও চিকিৎসা ও গবেষণা কেন্দ্র

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • সরলা হোমিও চিকিৎসা ও গবেষণা কেন্দ্র

সরলা হোমিও চিকিৎসা ও গবেষণা কেন্দ্র Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সরলা হোমিও চিকিৎসা ও গবেষণা কেন্দ্র, Medical and health, Sylhet.

25/08/2025

Sepia🧕

♦️মৃনালিনী পিয়া,বয়স-৪০

সংসারী অথচ অনাসক্ত নারী,
"আমার বাঁচার কোন ইচ্ছে নেই,শুধু বাচতে হয় বলে বেঁচে আছি''
একজন সভ্রান্ত গৃহিণী।তিনি সংসারের সব দায়িত্ব পালন করেন-স্বামী,সন্তান, রান্না বান্না ধরে সবকাজ করেন।মনেহয় কাজ করছেন কেবল শুধুই কর্তব্যেবোধে।
কোন আনন্দ নেই,কোনো আগ্রহ নেই।
সন্তান বা স্বামী অসুস্থ হলেও মনের ভেতর টান অনুভব করেন না।স্বামী ডাকলে বিরক্ত লাগে।মাঝে মাঝে হঠাৎ কান্না আসে।একা ধাকতে চান।শরীর সবসময় ভারি ও দূর্বল। কোমড়ে পিঠে টান,যেন ভারী বোঝা চাপা আছে।
আমার চারপাশে সবাই আছে তবুও আমি একা সংসার আমাকে ধরে রাখতে পারছে না।
👉 এটাই ক্লাসিক্যাল রোগীচিত্র।

Lycopodium 🧑‍🏫

♦️সদানন্দগিরি,
অফিস কর্মকর্তা,বয়স-৪৫,

🔯ভদ্রলোক অফিসে খুব স্মার্ট, কিন্তু বাড়ি ফিরেই খিটখিটে ও বিরক্তিকর। বাড়ির ছেলে মেয়ারা ভয় পায়,প্রিয়তমা স্ত্রীও তার রাগ সহ্য করতে পারেন না।
খাবার খেলে গ্যাস হয়,পেট ফেঁপে যায়, সামান্য খাবার পরই বুক অব্দি ভরে যায়। কোষ্ঠকাঠিন্য আছে-
মল বের হতে চায় না,অর্ধেক ভের হয় আবার ভেতরে চলে যায়। ডান পাশে সমস্যা বেশী ( ডান হিপ,ডান কিডনি, ডান দিকের মাথা ব্যাথা।দক্ষিনি রোগ চারটা থেকে আটটায় বৃদ্ধি পায়।
👉 বাহিরের জগতে আত্মবিশ্বাসী অথচ ঘরের ভেতর খিটখিটে।

Natrum Muriticum 🤱

♦️ত্রিবেনী শান্তি,বয়স -৩০
ছোট বেলায় বাবাকে হারিয়েছেন,সেই দুঃখ কখনো কাটেনি।
সবাই ভাবে সে হাসিখুশি, কিন্তু ভেতরে অপরিসীম দুঃখ জমানো আছে। একাকী কাঁদতে ভালবাসে,কিন্তু কেউ শান্তনা দিতে এলে বিরক্ত হয় রাগ জমে,দুচার কথা শুনিয়ে দেয়। মন খারাপ হলে পুরোনো ছবি বের করে বসে থাকেন।শরীরে দূর্বলতা বুক ধরফর,মাথা ব্যাথা রোদে বেড়ে যায়,মল শক্ত হয়,মাঝে মাঝে পরিষ্কার হয় না।
👉 আবেগ প্রবন,দুঃখ জমিয়ে রাখেন,একা কাঁদতে ভালবাসেন।

Pulsatilla🫣

♦️পৌলোমী নদী,বয়স ২০
মিষ্টি স্বভাবের, সহজেই কেঁদে ফেলেন।
কারো সান্তনা বা স্নেহ পেলে খুশি হন,কাঁদতে কাঁদতে হাসতেও পারেন।সিদ্ধান্তহীন,সব বিষয়ে অন্যের উপর নির্ভরশীল। শরীরে অস্থিরতা,গরম সহ্য করতে পারেন না,খোলা ও ঠান্ডা বাতাসে স্বস্তি পান।
পেটের সমস্যা, ফ্যাটি খাবার সহ্য হয় না,দুধ খেলেই সমস্যা।
👉নরম স্বভাব,কান্না ও স্নেহ প্রবনতা,সান্তনা চায়।

✅Sepia -সংসার/স্বামী,সন্তান থেকে মানসিক বিচ্ছিন্নতা,অনাসক্তি।
✅Lycopodium -বাহিরে আত্মবিশ্বাসী, ঘরে খিটখিটে, গ্যাস ও কোষ্ঠকাঠিন্য।
✅Natrum Mur -একা কাঁদে,দুঃখ জমিয়ে রাখে,সান্তনা সহ্য হয় না।
✅Pulsatilla -স্নেহকাতর,সান্তানায় স্বস্তি,মিষ্টি ও মিশুক স্বভাব।

" মৃদু পথের মহাশক্তি "একদিন এক তরুন চিকিৎসক এক গ্রামে প্রবেশ করল।চারদিকে রোগীর আর্তনাদ, চিকিৎসার নামে মানুষকে বিষ খাওয়ান...
24/08/2025

" মৃদু পথের মহাশক্তি "

একদিন এক তরুন চিকিৎসক এক গ্রামে প্রবেশ করল।চারদিকে রোগীর আর্তনাদ, চিকিৎসার নামে মানুষকে বিষ খাওয়ানো,রক্ত ঝরনো,আর বেদনার চিৎকার।তরুনটি ভাবল,
"ঈশ্বর কি এমনই নিষ্টুর যে আরগ্যের জন্য এমন যন্ত্রণা দেন?"
তখনই গ্রামের এক প্রান্তে এক বৃদ্ধ ঋষিকে সে দেখল।
ঋষি শান্তভাবে বললেন,
"প্রকৃতি কাউকে আঘাত করতে আসেনি।মানুষ প্রকৃতির নিয়ম ভূলে গেছে।"
তরুণ চিকিৎসক জিজ্ঞেস করল,"তাহলে মানুষকে কিভাবে সুস্থ করব?"
ঋষি একটি ফুল হাতে দিলেন-
"যে ফুল বিষ দেয়, তারই এক বিন্দু রস যদি পবিত্র করে দাও,তবে তা আর বিষ থাকে না,মহা ঔষধ হয়ে যায়। মহান প্রকৃতিকে আঘাত করো না; তার শক্তিকে সম্মান দাও।"
তরুন চিকিৎসক সেই ফুলের ক্ষুদ্রতম রস পরীক্ষা করল।আশ্চর্যজনক ভাবে রোগীরা সুস্থ হতে লাগল।
কেউ যন্ত্রনা পেলনা বরং শরীরের ভেতরের প্রানশক্তি জেগে উঠল।
বছর কেটে গেল।তরুন চিকিৎসক মানুষ মানবতার সেবায় বার্ধক্যে পৌঁছাল।মৃত্যু শর্যায় তিনি শিশ্যদের উদ্দেশ্যে বললেন -
"রোগীকে ভালবাস,রোগকে নয়।প্রকৃতির ছোট ঈঙ্গিতকেই বড় শক্তি গন্য কর।ঔষধ ক্ষুদ্র হলেও তার শক্তি অসীম হয়।জীবনের ভেতরের ঈশ্বরীয় শক্তিকে জাগাও -তাহলেই নির্মল আরগ্য আসবে।"
সেই তরুন চিকিৎসকের নাম - মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান।
তার রেখে যাওয়া বার্তা -
"সমরূপ দ্বারা সমরূপ নিরাময়।
আরগ্য হবে মৃদু,দ্রুত আর স্থায়ী।"

19/08/2025
সালফার SULPHUR,
16/08/2025

সালফার SULPHUR,

08/08/2025

'সরলা হোমিওপ্যাথিক'
ডা.এসআরদাস টিপু
ডিএইচএমএস (ঢাকা)
দিরাই বাজার, ইউপি রোড,
দিরাই পৌরসভা, সুনামগঞ্জ।
মোবাইল নং ০১৬০৭৮৮৭১৪১

★হোমিওপ্যাথি-
প্রাকৃতিক ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন নিরাপদ চিকিৎসা পদ্ধতি।

★হোমিওপ্যাথির মূলনীতি-
"সদৃশে সদৃশং চিকিৎসেত" অর্থাৎ যে বস্তু একটি সুস্থদেহে নিদিষ্ট উপসর্গ সৃষ্টি করে, তাই রোগীকে প্রয়োগ করলে সেই উপসর্গ নিরাময় হয়।

★বিশেষত কার্যকর-
* সমগ্র মানব দেহে,
* সর্দি-জ্বর, টনসিল, কাশি(নতুন ও পুরাতন)
* গ্যাস্টিক,অ্যাসিডিটি,পেটের যাবতীয় সমস্যা।
* চর্মরোগ(চুলকানি, একজিমা, সোরিয়াসিস।
* নারীদের যাবতীয় সমস্যাবলী।
* শিশুদের যাবতীয় সমস্যাবলী।
* মানসিক চাপ ও দুঃসচিন্তা।
* বাত ব্যাথা,কোমড় ব্যাথা।
* প্রস্রাব ও পায়খানার সমস্যা, প্রস্রাবে জ্বালা পোড়া,মূত্র পাথর,কিডনি পাথর ও যৌন দূর্বলতা।
* নতুন পুরাতন ও জটিল সমস্যা।

★ আমাদের চিকিৎসা পদ্ধতি-
* রোগীর পূর্ণ জীবনচিত্র ও উপসর্গ বিশ্লেষণ,।
* সতন্ত্র ও ব্যাক্তিক উপায়ে ঔষধ নির্বাচন।
* দেশী ও বিদেশী নির্ভর যোগ্য কোম্পানির ঔষধ।
* বিশেষত কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই নিরাপদ।
* পথ্য ও বিধির নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।

★ রোগীকে যা মানতে হবে-
* ঔষধ খাওয়ার পরে ও পূর্বে কখনোই ব্রাশ করবেন না,ঔষধ খাওয়ার ৩০ মিনিট আগে পরে কিছু খাবেন না।
*ঔষধ সেবন কালীন,চা,কপি,পিয়াজ,রসুন,আদা,
অতিরিক্ত মসলা জাতীয় খাবার,পারফিউম,কড়া গন্ধযুক্ত জিনিস এড়িয়ে চলুন।
* হোমিওপ্যাথিক ঔষধ আঙ্গুল দিয়ে নয়,ঢেলে সেবন করুন।
* চিকিৎসকের অনুমতি ছাড়া ঔষধ সেবন পরিবর্তন ও বন্ধ করা উচিত নয়।

★চেম্বার খোলা থাকে,
শুক্রবার,শনিবার,রবিবার ও সোমবার।
সকাল ১০ থেকে বিকাল ৬টা পর্যন্ত।

★পরামর্শ নিতে যোগাযোগ-
ডা.এসআরদাস টিপু
০১৭২১০৪১১৩৫,০১৬০৭৮৮৭১৪১.
সরলা হোমিওপ্যাথিক,
দিরাই বাজার,ইউপি রোড,দিরাই সুনামগঞ্জ।

★হোমিওপ্যাথি-
বিশ্বাসে সেরে ওঠা নয়,ইহা প্রাকৃতিক দর্শন কলা ও বিজ্ঞান সম্মত উপায়ে সুস্থতা।

31/07/2025
★হোমিওপ্যাথিক চিকিৎসায় ছবিজ্ঞানের প্রয়োজনীয়তা বলতে গিয়ে, পিতাশ্রী বলতেন,মনেকর তোমাকে একজন লোক বাড়ি এসে তালাশ করে ফিরে গে...
25/07/2025

★হোমিওপ্যাথিক চিকিৎসায় ছবিজ্ঞানের প্রয়োজনীয়তা বলতে গিয়ে,

পিতাশ্রী বলতেন,
মনেকর তোমাকে একজন লোক বাড়ি এসে তালাশ করে ফিরে গেল।তুমি যখন বাড়ি আসিলে,জানিতে পারিলে, যে এসেছিল থাকে বাড়ির কেহই চিনে না,
তবে তার রং কালো,লোকটি বেটেপনা এবং মোটাসোটা ও ঢেবঢেবে প্রকৃতির বেশ ধীরে ধীরে কথা বলে,মুখে তাহার বয়োব্রণ এবং ভ্রুদয়ের মধ্যে একটা কাটা বর্ণের আঁচিল ইত্যাদি বর্ণনা শুনিয়া তুমি সহজেই নিশ্চীত হলে,হ্যা গনেশ এসেছিল।তেমনি আমাদের হোমিওপ্যাথিক ভেষজ ছবিও ঠিক সেই প্রকার।প্রত্যেক ভেষজেরই কিছু অদ্ভুত অসাধারণ লক্ষনাবলী রয়েছে।তাই প্রত্যেক ভেষজের ছবিজ্ঞান জানা অত্যান্ত আবশ্যক।এই ভেষজ ছবিজ্ঞান জানা থাকলে সুনির্দিষ্ট সুনির্বাচিত ঔষধ প্রয়োগ করা সহজ হয়ে যায়।দেখবে হোমিওপ্যাথিক ছবিজ্ঞানের সাথে রোগীর কষ্টকর যন্ত্রনাময় লক্ষনাবলী বর্ণিত হওয়ায় সঙ্গে সঙ্গে দুই তিনটি ভেষজের ছবি অবশ্যই তোমার মানসপটে উদিত হবে বা ভেসে উঠবে আর তখনই তুলনামূলক পার্থক্য বিচার পূর্বক একটি মাত্র সুনির্বাচিত ভেষজ খুজে নেওয়া সহজ ও সম্ভব হবে।

হোমিওপ্যাথিক ছবিজ্ঞান- চিকিৎসা ক্ষেত্রে অনেক রোগীর শেষ অবস্থায় রোগী লিপির সাথে আরগ্যকর ভেষজ ছবির ঠিক মেলে না।তখন বুঝিতে ...
24/07/2025

হোমিওপ্যাথিক ছবিজ্ঞান-
চিকিৎসা ক্ষেত্রে অনেক রোগীর শেষ অবস্থায় রোগী লিপির সাথে আরগ্যকর ভেষজ ছবির ঠিক মেলে না।তখন বুঝিতে হইবে রোগীর ক্ষীণ জীবনীশক্তি লক্ষণ প্রকাশের সামর্থ্য হারাইয়া ফেলিয়াছে এবং চিকিৎসককে ইশারা বা জানান দিচ্ছে আর চেষ্টা করা বৃথা।হোমিওপ্যাথিক ছবিজ্ঞান এ কথা-ই বলে,যখন ভেষজের উপযুক্ত বিশুদ্ধ ছবি পাওয়া যায়,তখনই ঔষধ প্রয়োগ করা উপযুক্ত ও যুক্তিযুক্ত। যতক্ষণ রোগচিত্রের সাথে ঔষধ চিত্রির পূর্ণাঙ্গ মিল পাওয়া না যায়, এবং ঔষধ প্রয়োগের উপযুক্ত সময় না আসে ততক্ষণ ঔষধ প্রয়োগ করা উচিত নয়,করিলে লক্ষ্মণ গুলি ওলট পালট হয়ে যায় এবং রোগ ও রোগী এক জটিল পরিস্থিতিতে পড়ে কষ্টভোগ করিতে থাকে,এমন কি মৃত্যু পর্যন্ত হতে দেখা যায়।
উপযুক্ত কথা হল " দেহ রোগাক্রান্ত হওয়ার পর জীবনিশক্তি যে নির্দিষ্ট ভাবটি প্রকাশ করে উহাই মূলত চিকিৎসার বিষয় তাই চিকিৎসক ধৈর্য ধরে গভীর মনোযোগ সহকারে রোগী পর্যবেক্ষণের পর উপযুক্ত ঔষধ প্রয়োগ করাই মহাত্মা হ্যানিমানের হোমিওপ্যাথি।

আজ ১০ই এপ্রিল ২০২৫ ইং বিশ্ব হোমিওপ্যাথিক দিবস মহাত্মা হ্যানিমানের ২৭০ তম জন্মদিন।              বিনম্র শ্রদ্ধা হে মহান, "...
10/04/2025

আজ ১০ই এপ্রিল ২০২৫ ইং বিশ্ব হোমিওপ্যাথিক দিবস মহাত্মা হ্যানিমানের ২৭০ তম জন্মদিন।
বিনম্র শ্রদ্ধা হে মহান,
"এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রান, মরনে তাহাই তুমি করে গেলে দান"।
হে অমৃতের সন্তান,
হোমিওপ্যাথিক অমৃতসিক্ত সুক্ষ্ম রসায়নে মানব জাতিকে করেছ ধন্য।সত্যিই তুমি মহান,তুমি জাতপাত
ধর্মা বেদ সকল কিছু ছাপিয়ে অনন্য উচ্চতায় নিজেকে করেছ উন্নীত।তুমি মানব জাতির সকলের,তোমার যথাযথ মূল্যায়ন আমরা দিতে পারি নাই,তবুও আমাদের অন্তরে কাজে কর্মে তুমিই শক্তি,প্রেরনা, তুমিই সুস্থতার দিক নির্দেশক।তোমাকে ঘিরেই সুস্থ আগামী নির্মানে আমাদের পথচলা,আগামী সুস্থ সুন্দর বিনির্মানে তোমার আর্শীবাদ যেন থাকে সদায়।

হোমিওপ্যাথিক ছবিজ্ঞান #★Aconite Nap-একোনাইট ন্যাপঃ★রোগান্তে বিশেষ পরিচয় -প্রত্যেক ঔষধের একটী গতি বা Velocity আছে।সবসময়ই ...
04/03/2025

হোমিওপ্যাথিক ছবিজ্ঞান #
★Aconite Nap-একোনাইট ন্যাপঃ
★রোগান্তে বিশেষ পরিচয় -
প্রত্যেক ঔষধের একটী গতি বা Velocity আছে।সবসময়ই মনেরাখা উচিত যে,একোনাইটের রোগগুলি কালবৈশাখী ঝরের ন্যায় হঠাৎ আসে,অতি অল্প সময়ের মধ্যে ভীষণ আকার ধারন করে এবং কয়েক ঘন্টার মধ্যে হয়তো রোগীকে শেষ করে নয়তো সে নিজেই শেষ হইয়া যায়।
★তুলনীয় - একোনাইট,বেলেডোনা,ব্যাপটেশিয়া,হিপার,ভেরেট্রাম প্রভৃতি ভেষজের রোগগুলি খুব ক্ষিপ্র গতিতে বৃদ্ধি পায় এবং রোগীকে শিগ্র শিগ্রই কালের কবলে ঠিলিয়া দিতে চায়।
"রোগ চিত্র এবং ঔষধ চিত্রের প্রকৃতিগত মিলনই হোমিওপ্যাথি "
★একোনাইটের অনুপূরক সালফার।
★হ্রাস -খোলা বাতাসে ও শয্যা হতে উঠিয়া বসিলে।
★বৃদ্ধি -সন্ধ্যায়,উষ্ণগৃহে,শায়িতবস্থায় ও আক্রান্ত পার্শ্বে শয়ন করিলে।
★শেষকথা - এসেটিক এসিড ও বেলেডোনা ইহার বিষক্রিয়া নাশক।
★আময়িক প্রয়োগ -
# সদ্দি -শুষ্ক ঠান্ডা হাওয়া গায়ে লাগার দরুন তরল সর্দ্দিস্রাব,বারংবার হাঁচি, জ্বর অনুভব, সন্ধ্যার পর হতে জ্বর ও অস্থিরতা পরিলক্ষিত হয় এবং বৃদ্ধি পায়।
# কলেরা -কলেরার প্রথম অবস্থায় তরমুজ ঘোলা জলের ন্যায় তরল মল,মৃত্যুভয়,অস্থিরতা,অনেক সময় মৃত্যুর সময় নিদিষ্ট করে বলে দেয়।
★ট্রামে বাসে ভ্রমনকালীন চোঁখে বালি বা কয়লার গুড়া পড়িলে একোনাইট প্রয়োগ করিতে হয়,ইহাতে প্রশমিত না হলে একমাত্রা সালফার 2c প্রযোজ্য।
# ক্রুপ - হঠাৎ তরর সর্দ্দিস্রাব বন্ধ হইয়া হাঁপানীর টানের ন্যায় হলে প্রথমেই একোনাইট প্রয়োগ করিতে হয় ইহাতে প্রশমিত না হলে স্পঞ্জিয়া প্রযোজ্য। রাতের শুষ্ক বাতাসে গা ঢালিয়া শুইবার দরুন অঙ্গ বিশেষ আড়ষ্ট হয়ে গেলে একোনাইট চিন্তনীয়।
# প্রস্রাব - ভূমিষ্ট হওয়ার ২/৩ ঘন্টার মধ্যে শিশুর প্রস্রাব না হলে একোনাইট ধনন্তরী রূপে কাজ করে।
# চক্ষু প্রদাহ -কোনরূপ ভয় পাওয়ার পর চোঁখে রক্ত উঠিলে একোনাইট প্রযোজ্য।
# গর্ভপাত -কোনরূপ ভয় পেয়ে গর্ভপাতের উপক্রম হলে একোনাইট গর্ভপাত রোধ করে মা ও ভ্রুনকে স্বীয় জীবন দান করে।
নিবেদনে - শ্রী নীরদ রঞ্জন দাস ব্রজবাসী গোস্বামী।

26/02/2025

ছবিজ্ঞান-
Coculus.ককুলাস-
নৌকা গাড়ি যাতায়াত কালে,
বমন উথলে মাথাধরে,
প্রশ্চাৎ মস্তক ব্যাথা মেরুদন্ড ধায়।
ঋতুকালে ব্যাথা তার উদর ও মাথায়।
দুই ঋতু মধ্যে কিংবা গর্ভের সময়,
ককোলাসের শ্বেত প্রদর হয় যে উদয়।।

"ছবিজ্ঞান-The knowledge of drug pictures.নিয়ে কিছু কথা বলতে ও লিখতে গিয়ে হৃদয় আজ খুব ভারাক্রান্ত।হোমিওপ্যাথিক জীবনের প্র...
22/02/2025

"ছবিজ্ঞান-
The knowledge of drug pictures.
নিয়ে কিছু কথা বলতে ও লিখতে গিয়ে হৃদয় আজ খুব ভারাক্রান্ত।হোমিওপ্যাথিক জীবনের প্রতিটি ক্ষনে ক্ষনে যার অবদান শিরায় উপশিরায় ধমনীতে উৎসারিত হয় সেই পরমাধ্য পিতৃদেবতা শ্রী নীরদ রঞ্জন দাস ব্রজবাসী গোস্বামী আর ইহধামে নেই কিন্তু উনার লেখা সংগ্রহিত বহু হোমিওপ্যাথিক তথ্য উপাত্ত আমার জীবনের বর্তমান চলার পথে খুবেই গুরুত্বপূর্ণ ও তাৎপর্য পূর্ণ অংশ হয়ে আজও আমাকে পথ দেখিয়ে যাচ্ছে। জানি সব মানুষকেই মরতে হবে,মানুষ মৃত্যুকে এড়িয়ে যেতে পারে না,কালের মহাশূন্যে সবাইকে মিলাতে হয় এবং হবে।সত্যি হল জীবন খুব স্বল্প সময়ের,আর এই স্বল্প সময়ের জীবনে কত স্বপ্ন,কত আশা,কত প্রত্যাশা সবটুকুই কিন্তু পূরন হবার নয়,আর পূরণ করাও সম্ভব নয়,তবুও এগিয়ে যেতে হয়,এই এগিয়ে চলা জীবন ব্যবস্থায় কিছু বাতিঘর থাকে প্রত্যেক জীবনে,যেখানে বসে পরম নিরাপদে নিঃশ্বাস ও দুদন্ড বিস্রাম নেওয়া যায়,প্রান খোলে সবকিছু ব্যক্ত করা যায়,যাকে বলা হয় ভূল ভ্রান্তির সংশোধনাগার। এই বাতিঘরের করুনানিধি
আজ নেই তবুও আলো বিকিরণ করে চলছে অলক্ষে অদৃশ্যে থেকে।এই বাতিঘর থেকে উৎসারিত আলোর একটি প্রদীপ হল The knowledge of drug pictures ছবিজ্ঞান বইটি।আজ ছবিজ্ঞানের কিছু কথা আপনাদের সামনে লিখার প্রয়াস করছি,তিনি লিখেছেন, প্রত্যেকটি হোমিওপ্যাথিক ঔষধের পরীক্ষাকালীন প্রুভারদের (Provers)মনোরাজ্য ও) দেহরাজ্যে ও দেহের বিভিন্ন অংশে কতকগুলি অসাধারন লক্ষন ও অস্বাভাবিক ইচ্ছা, অনিচ্ছা, স্বন্দেহ ভীতি ও রুচিবিকার ইত্যাদির প্রকাশ ঘটিয়েছেন
এই আদর্শ মেটেরিয়া মেডিকায়,প্রত্যেকটি ভেষজের একটি নিখূতচিত্র লিপিবদ্ধ করিয়াছেন। তা বলেই এই বইয়ের নামকরণ হয়েছে হোমিওপ্যাথিক ছবিজ্ঞান।
খুব শিগ্রই প্রকাশিত হবে হোমিওপ্যাথিক ছবিজ্ঞান-
চলবে,,,,,

Address

Sylhet
3100

Telephone

+8801721041135

Website

Alerts

Be the first to know and let us send you an email when সরলা হোমিও চিকিৎসা ও গবেষণা কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram