25/08/2025
Sepia🧕
♦️মৃনালিনী পিয়া,বয়স-৪০
সংসারী অথচ অনাসক্ত নারী,
"আমার বাঁচার কোন ইচ্ছে নেই,শুধু বাচতে হয় বলে বেঁচে আছি''
একজন সভ্রান্ত গৃহিণী।তিনি সংসারের সব দায়িত্ব পালন করেন-স্বামী,সন্তান, রান্না বান্না ধরে সবকাজ করেন।মনেহয় কাজ করছেন কেবল শুধুই কর্তব্যেবোধে।
কোন আনন্দ নেই,কোনো আগ্রহ নেই।
সন্তান বা স্বামী অসুস্থ হলেও মনের ভেতর টান অনুভব করেন না।স্বামী ডাকলে বিরক্ত লাগে।মাঝে মাঝে হঠাৎ কান্না আসে।একা ধাকতে চান।শরীর সবসময় ভারি ও দূর্বল। কোমড়ে পিঠে টান,যেন ভারী বোঝা চাপা আছে।
আমার চারপাশে সবাই আছে তবুও আমি একা সংসার আমাকে ধরে রাখতে পারছে না।
👉 এটাই ক্লাসিক্যাল রোগীচিত্র।
Lycopodium 🧑🏫
♦️সদানন্দগিরি,
অফিস কর্মকর্তা,বয়স-৪৫,
🔯ভদ্রলোক অফিসে খুব স্মার্ট, কিন্তু বাড়ি ফিরেই খিটখিটে ও বিরক্তিকর। বাড়ির ছেলে মেয়ারা ভয় পায়,প্রিয়তমা স্ত্রীও তার রাগ সহ্য করতে পারেন না।
খাবার খেলে গ্যাস হয়,পেট ফেঁপে যায়, সামান্য খাবার পরই বুক অব্দি ভরে যায়। কোষ্ঠকাঠিন্য আছে-
মল বের হতে চায় না,অর্ধেক ভের হয় আবার ভেতরে চলে যায়। ডান পাশে সমস্যা বেশী ( ডান হিপ,ডান কিডনি, ডান দিকের মাথা ব্যাথা।দক্ষিনি রোগ চারটা থেকে আটটায় বৃদ্ধি পায়।
👉 বাহিরের জগতে আত্মবিশ্বাসী অথচ ঘরের ভেতর খিটখিটে।
Natrum Muriticum 🤱
♦️ত্রিবেনী শান্তি,বয়স -৩০
ছোট বেলায় বাবাকে হারিয়েছেন,সেই দুঃখ কখনো কাটেনি।
সবাই ভাবে সে হাসিখুশি, কিন্তু ভেতরে অপরিসীম দুঃখ জমানো আছে। একাকী কাঁদতে ভালবাসে,কিন্তু কেউ শান্তনা দিতে এলে বিরক্ত হয় রাগ জমে,দুচার কথা শুনিয়ে দেয়। মন খারাপ হলে পুরোনো ছবি বের করে বসে থাকেন।শরীরে দূর্বলতা বুক ধরফর,মাথা ব্যাথা রোদে বেড়ে যায়,মল শক্ত হয়,মাঝে মাঝে পরিষ্কার হয় না।
👉 আবেগ প্রবন,দুঃখ জমিয়ে রাখেন,একা কাঁদতে ভালবাসেন।
Pulsatilla🫣
♦️পৌলোমী নদী,বয়স ২০
মিষ্টি স্বভাবের, সহজেই কেঁদে ফেলেন।
কারো সান্তনা বা স্নেহ পেলে খুশি হন,কাঁদতে কাঁদতে হাসতেও পারেন।সিদ্ধান্তহীন,সব বিষয়ে অন্যের উপর নির্ভরশীল। শরীরে অস্থিরতা,গরম সহ্য করতে পারেন না,খোলা ও ঠান্ডা বাতাসে স্বস্তি পান।
পেটের সমস্যা, ফ্যাটি খাবার সহ্য হয় না,দুধ খেলেই সমস্যা।
👉নরম স্বভাব,কান্না ও স্নেহ প্রবনতা,সান্তনা চায়।
✅Sepia -সংসার/স্বামী,সন্তান থেকে মানসিক বিচ্ছিন্নতা,অনাসক্তি।
✅Lycopodium -বাহিরে আত্মবিশ্বাসী, ঘরে খিটখিটে, গ্যাস ও কোষ্ঠকাঠিন্য।
✅Natrum Mur -একা কাঁদে,দুঃখ জমিয়ে রাখে,সান্তনা সহ্য হয় না।
✅Pulsatilla -স্নেহকাতর,সান্তানায় স্বস্তি,মিষ্টি ও মিশুক স্বভাব।