Medico Sylhet Branch

Medico Sylhet Branch MEDICO- মেডিকেল ভর্তির প্রস্তুতি প্রোগ্রাম
মেডিকেল+ভার্সিটি= সম্মিলিত ভর্তি প্রস্তুতি

CEO’s Special LIVEভর্তি যুদ্ধের শেষ মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন, রিভিশন স্ট্র্যাটেজি এবং এক্সাম সাকসেস সিক্রে...
03/12/2025

CEO’s Special LIVE
ভর্তি যুদ্ধের শেষ মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন, রিভিশন স্ট্র্যাটেজি এবং এক্সাম সাকসেস সিক্রেটস—সবকিছু এবার এক জায়গায়!
সময় মনে রেখো-
৩–৫ ডিসেম্বর, রাত ৯টা
লাইভ লিংক টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হবে। লাইভে যুক্ত থাকার জন্য মেডিকোর সকল শিক্ষার্থীদের আন্তরিক আমন্ত্রণ।

CEO’s Special LIVE

ভর্তি যুদ্ধের শেষ মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন, রিভিশন স্ট্র্যাটেজি এবং এক্সাম সাকসেস সিক্রেটস—সবকিছু এবার এক জায়গায়!

সময় মনে রেখো-
৩–৫ ডিসেম্বর, রাত ৯টা

লাইভ লিংক টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হবে। লাইভে যুক্ত থাকার জন্য মেডিকোর সকল শিক্ষার্থীদের আন্তরিক আমন্ত্রণ।

01/12/2025

মেডিকো মেগা এক্সাম ২০২৫
ফলাফল এবং বিশ্লেষণ

29/11/2025

ফ্রি ট্রায়াল ক্লাস টপিক । উদ্ভিদবিজ্ঞান । অধ্যায় - ২ কোষ বিভাজন (মায়োসিস থেকে শেষ পর্যন্ত)

🚨 মেডিকো মেগা এক্সাম এডমিট কার্ড ডাউনলোড বিষয়ক নির্দেশনা! ২০২৫-২৬ সেশনের মেডিকেল/ডেন্টাল ভর্তিচ্ছুদের জন্য আয়োজিত "মেডি...
28/11/2025

🚨 মেডিকো মেগা এক্সাম এডমিট কার্ড ডাউনলোড বিষয়ক নির্দেশনা!
২০২৫-২৬ সেশনের মেডিকেল/ডেন্টাল ভর্তিচ্ছুদের জন্য আয়োজিত "মেডিকো মেগা এক্সাম"-এ অংশগ্রহণ করতে এডমিট কার্ড ডাউনলোড করো।
📅 পরীক্ষার তারিখ: ২৯ নভেম্বর, শনিবার, বিকাল ৩টা
🎯 অত্যন্ত গুরুত্বপূর্ণ:
[১] পরীক্ষায় অংশগ্রহণের জন্য মেডিকো সার্ভার থেকে এডমিট কার্ডটি এখনি ডাউনলোড করে প্রিন্ট করো।
👇 ডাউনলোড লিঙ্ক ও টিউটোরিয়াল ভিডিও কমেন্ট বক্সে দেওয়া হলো। দ্রুত ডাউনলোড করো এবং পরীক্ষার জন্য প্রস্তুত হও!
#মেডিকেলভর্তি

🚨 মেডিকো মেগা এক্সাম এডমিট কার্ড ডাউনলোড বিষয়ক নির্দেশনা!

২০২৫-২৬ সেশনের মেডিকেল/ডেন্টাল ভর্তিচ্ছুদের জন্য আয়োজিত "মেডিকো মেগা এক্সাম"-এ অংশগ্রহণ করতে এডমিট কার্ড ডাউনলোড করো।

📅 পরীক্ষার তারিখ: ২৯ নভেম্বর, শনিবার, বিকাল ৩টা

🎯 অত্যন্ত গুরুত্বপূর্ণ:
[১] পরীক্ষায় অংশগ্রহণের জন্য মেডিকো সার্ভার থেকে এডমিট কার্ডটি এখনি ডাউনলোড করে প্রিন্ট করো।

👇 ডাউনলোড লিঙ্ক ও টিউটোরিয়াল ভিডিও কমেন্ট বক্সে দেওয়া হলো। দ্রুত ডাউনলোড করো এবং পরীক্ষার জন্য প্রস্তুত হও!

#মেডিকেলভর্তি

27/11/2025

মেডিকো স্পেশাল GK মেগা ক্লাস 🔥
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫–২৬ প্রস্তুতির গেম-চেঞ্জার!

📢 মেডিকো একাডেমিক নোটিশ | মেগা এক্সাম সংক্রান্ত আপডেটশিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য ...
25/11/2025

📢 মেডিকো একাডেমিক নোটিশ | মেগা এক্সাম সংক্রান্ত আপডেট
শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য মেগা এক্সামের জন্য ২৮ নভেম্বরের অফলাইন এক্সাম বন্ধ থাকবে। তবে অনলাইন স্পেশাল এক্সাম যথা সময়ে অনুষ্ঠিত হবে।
সকলকে অনুরোধ করা হচ্ছে নোটিশটি ভালোভাবে পড়ার ও তা অনুসরণ করার।
বিজয়ের পথে সেরা প্রস্তুতিতে সবার জন্য শুভকামনা🩺

📢 মেডিকো একাডেমিক নোটিশ | মেগা এক্সাম সংক্রান্ত আপডেট

শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য মেগা এক্সামের জন্য ২৮ নভেম্বরের অফলাইন এক্সাম বন্ধ থাকবে। তবে অনলাইন স্পেশাল এক্সাম যথা সময়ে অনুষ্ঠিত হবে।
সকলকে অনুরোধ করা হচ্ছে নোটিশটি ভালোভাবে পড়ার ও তা অনুসরণ করার।
বিজয়ের পথে সেরা প্রস্তুতিতে সবার জন্য শুভকামনা🩺

21/11/2025

ফ্রি ট্রায়াল ক্লাস টপিক ।। উদ্ভিদবিজ্ঞান । অধ্যায় - ২ কোষ বিভাজন (শুরু থেকে মায়োসিসের পূর্ব পর্যন্ত)

ফ্রি ট্রায়াল ক্লাস | এইচএসসি ব্যাচ ২৬ | প্রি মেডিকেল কোর্স ২০২৬সবাইকে মেডিকোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।  আজকের ক্লাসটি...
21/11/2025

ফ্রি ট্রায়াল ক্লাস | এইচএসসি ব্যাচ ২৬ | প্রি মেডিকেল কোর্স ২০২৬
সবাইকে মেডিকোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ক্লাসটি ট্রায়াল ক্লাস হিসেবে সবার জন্যে উন্মুক্ত থাকছে। আজ সন্ধ্যা ৬ টায় উদ্ভিদবিজ্ঞান অধ্যায় - ২ কোষ বিভাজন (শুরু থেকে মায়োসিসের পূর্ব পর্যন্ত) ক্লাসটি লাইভ অনুষ্ঠিত হবে MEDICO পেইজে। টিচার হিসেবে থাকছেন মেডিকোর সিনিয়র টিচার ডা. রেহনুমা তারান্নুম নিশি। সকলকে ক্লাসটি করার জন্য আমন্ত্রণ জানানো হল। ধন্যবাদ।
প্রি-মেডিকেল অনলাইন কোর্সে ভর্তি চলছে!

ফ্রি ট্রায়াল ক্লাস | এইচএসসি ব্যাচ ২৬ | প্রি মেডিকেল কোর্স ২০২৬

সবাইকে মেডিকোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ক্লাসটি ট্রায়াল ক্লাস হিসেবে সবার জন্যে উন্মুক্ত থাকছে। আজ সন্ধ্যা ৬ টায় উদ্ভিদবিজ্ঞান অধ্যায় - ২ কোষ বিভাজন (শুরু থেকে মায়োসিসের পূর্ব পর্যন্ত) ক্লাসটি লাইভ অনুষ্ঠিত হবে MEDICO পেইজে। টিচার হিসেবে থাকছেন মেডিকোর সিনিয়র টিচার ডা. রেহনুমা তারান্নুম নিশি। সকলকে ক্লাসটি করার জন্য আমন্ত্রণ জানানো হল। ধন্যবাদ।

প্রি-মেডিকেল অনলাইন কোর্সে ভর্তি চলছে!

MEDICO-Champ 2026 > PRIZE LIST 💻📱সবাইকে আন্তরিক শুভেচ্ছা।এইচএসসি ২০২৬ ব্যাচের বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদের নিয়ে আগামী...
19/11/2025

MEDICO-Champ 2026 > PRIZE LIST 💻📱
সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
এইচএসসি ২০২৬ ব্যাচের বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদের নিয়ে আগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য মেডিকো আয়োজিত অফলাইন প্রতিযোগিতামূলক পরীক্ষা "মেডিকো-চ্যাম্প ২০২৬" এর পুরস্কারের তালিকা চূড়ান্ত করা হল। উল্লেখ্য; ১০০ নম্বরের পরীক্ষায় ৪০ এর কম পেলে কেউ পুরস্কারের জন্য বিবেচিত হবে না।
📌ফ্রি রেজিস্ট্রেশন চলছে! রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ৫ জানুয়ারি রাত ১০টা।
এখন তুমি প্রস্তুত হও। মেডিকো-চ্যাম্প পরীক্ষার মাধ্যমে দেশব্যাপী প্রতিযোগিতার মাঠে তোমার পথচলা শুরু হোক।
সংযুক্তি :
১ম কমেন্ট: মেডিকোর ওয়েবসাইট লিংক
২য় কমেন্ট: রেজিস্ট্রেশন ভিডিও টিউটোরিয়াল
৩য় কমেন্ট: পরীক্ষার অঞ্চল ও কেন্দ্রসমূহের তালিকা
৪র্থ কমেন্ট: মেডিকোর অফিসিয়াল ফেসবুক গ্রুপ

MEDICO-Champ 2026 > PRIZE LIST 💻📱

সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
এইচএসসি ২০২৬ ব্যাচের বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদের নিয়ে আগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য মেডিকো আয়োজিত অফলাইন প্রতিযোগিতামূলক পরীক্ষা "মেডিকো-চ্যাম্প ২০২৬" এর পুরস্কারের তালিকা চূড়ান্ত করা হল। উল্লেখ্য; ১০০ নম্বরের পরীক্ষায় ৪০ এর কম পেলে কেউ পুরস্কারের জন্য বিবেচিত হবে না।

📌ফ্রি রেজিস্ট্রেশন চলছে! রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ৫ জানুয়ারি রাত ১০টা।

এখন তুমি প্রস্তুত হও। মেডিকো-চ্যাম্প পরীক্ষার মাধ্যমে দেশব্যাপী প্রতিযোগিতার মাঠে তোমার পথচলা শুরু হোক।

সংযুক্তি :
১ম কমেন্ট: মেডিকোর ওয়েবসাইট লিংক
২য় কমেন্ট: রেজিস্ট্রেশন ভিডিও টিউটোরিয়াল
৩য় কমেন্ট: পরীক্ষার অঞ্চল ও কেন্দ্রসমূহের তালিকা
৪র্থ কমেন্ট: মেডিকোর অফিসিয়াল ফেসবুক গ্রুপ

কলেজ বায়োলজি অলিম্পিয়াড – এমসি কলেজ, সিলেটএমসি কলেজ, সিলেট-এর এইচএসসি ২০২৬ ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য গত...
16/11/2025

কলেজ বায়োলজি অলিম্পিয়াড – এমসি কলেজ, সিলেট

এমসি কলেজ, সিলেট-এর এইচএসসি ২০২৬ ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য গত ১৪ নভেম্বর ২০২৫ মেডিকো আয়োজন করেছিলো “কলেজ বায়োলজি অলিম্পিয়াড”।
অংশগ্রহণ করে বিপুল সংখ্যক শিক্ষার্থী, উচ্ছ্বাস ছিলো চোখে পড়ার মতো!

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো শিক্ষার্থীদের জীববিজ্ঞানের প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধি করা।
শিক্ষার অনুপ্রেরণা শুরু হোক আগ্রহ থেকেই।

মডেল টেস্ট [ফুল সিলেবাস প্যাকেজ]  মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫-২৬📅 পরীক্ষা শুরু ২৪ নভেম্বর ২০২৫মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে ...
16/11/2025

মডেল টেস্ট [ফুল সিলেবাস প্যাকেজ] মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
📅 পরীক্ষা শুরু ২৪ নভেম্বর ২০২৫
মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি মূল বই সঠিকভাবে পড়ে নিজের প্রস্তুতি অনেকটাই গুছিয়ে নিয়েছ । মেডিকেল ভর্তি পরীক্ষার বেস্ট প্রিপারেশনের জন্য মেডিকোর পক্ষ থেকে ফুল সিলেবাসে মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। মেডিকোর সুপরিকল্পিত এই কার্যক্রমে অংশগ্রহণ করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হোক, এই শুভকামনা রইল।
🎯এক্সাম প্ল্যান :
[১] ফুল সিলেবাস (100 MCQ) -১৬টি
[২] অ্যাসেসমেন্ট এক্সাম (100 MCQ) - ৫টি
[৩] স্পেশাল এক্সাম (50 MCQ) -৪২টি
📌প্রতিটি পরীক্ষার প্রশ্নের মান মেডিকেল ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ড বজায় রাখতে সরাসরি তত্ত্বাবধানে থাকবেন মেডিকোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক ডা. জোবায়দুর রহমান জনি।
🎯অন্যান্য আয়োজন :
[১] ইংরেজি ও সাধারণ জ্ঞানের কুইক রিভিশন বই
[২] সাধারণ জ্ঞান সাম্প্রতিক তথ্য শীট
[৩] হোম এক্সাম প্রিন্টেড প্রশ্ন : বাসায় পরীক্ষা দেওয়ার জন্য “হোম এক্সাম প্রিন্টেড প্রশ্ন” দেওয়া হবে যা তোমার প্র্যাকটিস আরও সুদৃঢ় করবে।
[৩] স্টাডি প্ল্যান ও ফাইনাল সাজেশন।
🎯কোর্স ফি (বাংলা ও ইংরেজি ভার্সন):
অফলাইন ব্যাচ ১,৫০০/-, অনলাইন ব্যাচ ১,০০০/- [৫০০/- ছাড়ে ভর্তি চলছে!]
🎯 ভর্তি প্রক্রিয়া : মেডিকোর যে কোন ব্রাঞ্চে সরাসরি অথবা bKash এর মাধ্যমে সহজেই ভর্তি হওয়া যাবে। বিকাশ নাম্বার (মার্চেন্ট একাউন্ট) : 01799202040
📞 মেডিকোর হটলাইন নাম্বার : 09666747475
Let your DREAMS be your WINGS. ✨

মডেল টেস্ট [ফুল সিলেবাস প্যাকেজ] মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
📅 পরীক্ষা শুরু ২৪ নভেম্বর ২০২৫

মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি মূল বই সঠিকভাবে পড়ে নিজের প্রস্তুতি অনেকটাই গুছিয়ে নিয়েছ । মেডিকেল ভর্তি পরীক্ষার বেস্ট প্রিপারেশনের জন্য মেডিকোর পক্ষ থেকে ফুল সিলেবাসে মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। মেডিকোর সুপরিকল্পিত এই কার্যক্রমে অংশগ্রহণ করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হোক, এই শুভকামনা রইল।

🎯এক্সাম প্ল্যান :
[১] ফুল সিলেবাস (100 MCQ) -১৬টি
[২] অ্যাসেসমেন্ট এক্সাম (100 MCQ) - ৫টি
[৩] স্পেশাল এক্সাম (50 MCQ) -৪২টি

📌প্রতিটি পরীক্ষার প্রশ্নের মান মেডিকেল ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ড বজায় রাখতে সরাসরি তত্ত্বাবধানে থাকবেন মেডিকোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক ডা. জোবায়দুর রহমান জনি।

🎯অন্যান্য আয়োজন :
[১] ইংরেজি ও সাধারণ জ্ঞানের কুইক রিভিশন বই
[২] সাধারণ জ্ঞান সাম্প্রতিক তথ্য শীট
[৩] হোম এক্সাম প্রিন্টেড প্রশ্ন : বাসায় পরীক্ষা দেওয়ার জন্য “হোম এক্সাম প্রিন্টেড প্রশ্ন” দেওয়া হবে যা তোমার প্র্যাকটিস আরও সুদৃঢ় করবে।
[৩] স্টাডি প্ল্যান ও ফাইনাল সাজেশন।

🎯কোর্স ফি (বাংলা ও ইংরেজি ভার্সন):
অফলাইন ব্যাচ ১,৫০০/-, অনলাইন ব্যাচ ১,০০০/- [৫০০/- ছাড়ে ভর্তি চলছে!]

🎯 ভর্তি প্রক্রিয়া : মেডিকোর যে কোন ব্রাঞ্চে সরাসরি অথবা bKash এর মাধ্যমে সহজেই ভর্তি হওয়া যাবে। বিকাশ নাম্বার (মার্চেন্ট একাউন্ট) : 01799202040

📞 মেডিকোর হটলাইন নাম্বার : 09666747475

Let your DREAMS be your WINGS. ✨

MEDICO-CHAMP | HSC Batch 2026এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী অফলাইনে MEDICO-CHAMP প্রতিযোগিতা আয়োজন কর...
14/11/2025

MEDICO-CHAMP | HSC Batch 2026
এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী অফলাইনে MEDICO-CHAMP প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতাটি এইচএসসি জীববিজ্ঞান, রসায়ন ও পদার্থবিজ্ঞানের এইচএসসি সিলেবাসের ভিত্তিতে ১০০ নাম্বারের MCQ প্রশ্নে সারাদেশে একই সময়ে একযোগে অনুষ্ঠিত হবে।
🎯 অংশগ্রহণের নির্দেশনা:
[১] পরীক্ষার তারিখ: ৯ জানুয়ারি ২০২৬
[২] অবশ্যই মেডিকোর ওয়েবসাইটে তথ্য পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রোল ও সিরিয়াল সংগ্রহ করতে হবে। MCQ পরীক্ষার সময় এই রোল ও সিরিয়াল নম্বর প্রয়োজন হবে।
[৩] অনলাইনে রেজিস্ট্রেশন শুরু: ১৪ নভেম্বর ২০২৫ রাত ৭টা থেকে।
[৪] রেজিস্ট্রেশনের শেষ সময়: ৫ জানুয়ারি ২০২৬ রাত ১০টা।
[৫] পরীক্ষার বিষয় ও নাম্বার বন্টন: মোট ১০০টি এমসিকিউ প্রশ্ন। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। এইচএসসি ২০২৬ ব্যাচের নির্ধারিত সিলেবাস।
জীববিজ্ঞান ১ম পত্র – ৪৫
রসায়ন ১ম পত্র– ৩০
পদার্থবিজ্ঞান ১ম পত্র – ২৫
[৬] পাশ নম্বর: ৪০ [এর নিচে নাম্বারপ্রাপ্ত কেউ পুরস্কারের জন্য বিবেচিত হবে না]
[৭] পরীক্ষার মাধ্যম: অফলাইনে মেডিকো নির্ধারিত কেন্দ্রসমূহে।
[৮] পরীক্ষার ৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে এবং জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।
[৯] MEDICO-CHAMP 2026 প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলী, ট্রায়াল এক্সাম ও অন্যান্য আপডেট জানতে ফেসবুক গ্রুপে জয়েন করো।
Good Luck!
সংযুক্তি :
১ম কমেন্ট: মেডিকোর ওয়েবসাইট লিংক
২য় কমেন্ট: রেজিস্ট্রেশন ভিডিও টিউটোরিয়াল
৩য় কমেন্ট: পরীক্ষার অঞ্চল ও কেন্দ্রসমূহের তালিকা
৪র্থ কমেন্ট: মেডিকোর অফিসিয়াল ফেসবুক গ্রুপ

MEDICO-CHAMP | HSC Batch 2026

এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী অফলাইনে MEDICO-CHAMP প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতাটি এইচএসসি জীববিজ্ঞান, রসায়ন ও পদার্থবিজ্ঞানের এইচএসসি সিলেবাসের ভিত্তিতে ১০০ নাম্বারের MCQ প্রশ্নে সারাদেশে একই সময়ে একযোগে অনুষ্ঠিত হবে।

🎯 অংশগ্রহণের নির্দেশনা:
[১] পরীক্ষার তারিখ: ৯ জানুয়ারি ২০২৬
[২] অবশ্যই মেডিকোর ওয়েবসাইটে তথ্য পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রোল ও সিরিয়াল সংগ্রহ করতে হবে। MCQ পরীক্ষার সময় এই রোল ও সিরিয়াল নম্বর প্রয়োজন হবে।
[৩] অনলাইনে রেজিস্ট্রেশন শুরু: ১৪ নভেম্বর ২০২৫ রাত ৭টা থেকে।
[৪] রেজিস্ট্রেশনের শেষ সময়: ৫ জানুয়ারি ২০২৬ রাত ১০টা।
[৫] পরীক্ষার বিষয় ও নাম্বার বন্টন: মোট ১০০টি এমসিকিউ প্রশ্ন। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। এইচএসসি ২০২৬ ব্যাচের নির্ধারিত সিলেবাস।
জীববিজ্ঞান ১ম পত্র – ৪৫
রসায়ন ১ম পত্র– ৩০
পদার্থবিজ্ঞান ১ম পত্র – ২৫
[৬] পাশ নম্বর: ৪০ [এর নিচে নাম্বারপ্রাপ্ত কেউ পুরস্কারের জন্য বিবেচিত হবে না]
[৭] পরীক্ষার মাধ্যম: অফলাইনে মেডিকো নির্ধারিত কেন্দ্রসমূহে।
[৮] পরীক্ষার ৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে এবং জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।
[৯] MEDICO-CHAMP 2026 প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলী, ট্রায়াল এক্সাম ও অন্যান্য আপডেট জানতে ফেসবুক গ্রুপে জয়েন করো।

Good Luck!

সংযুক্তি :
১ম কমেন্ট: মেডিকোর ওয়েবসাইট লিংক
২য় কমেন্ট: রেজিস্ট্রেশন ভিডিও টিউটোরিয়াল
৩য় কমেন্ট: পরীক্ষার অঞ্চল ও কেন্দ্রসমূহের তালিকা
৪র্থ কমেন্ট: মেডিকোর অফিসিয়াল ফেসবুক গ্রুপ

Address

নিলয়-৬০(ব্যাংক এশিয়ার ৩য় তলা) বনফুলের পাশে, চৌহাট্টা, সিলেট
Sylhet
3100

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Telephone

+8801705184951

Alerts

Be the first to know and let us send you an email when Medico Sylhet Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medico Sylhet Branch:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram