Uttara

Uttara Public relation with maximum better service. 1. Good idea
2.better thoughts
3.Best effort.

04/03/2025
28/02/2025
26/05/2022

বিজ্ঞান ও প্রযুক্তি
রিয়েলমি সি ৩৫:
'এ বছরের সেরা ডিজাইনের এন্ট্রি লেভেল স্মার্টফোন'
May 25,2022

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের ক্ষেত্রে ডিজাইন তরুণদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান বাজারে এন্ট্রি লেভেলের স্মার্টফোনে উদ্ভাবনী ডিজাইনে এখন যেকোনো স্মার্টফোনকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে রিয়েলমি সি ৩৫।

দুর্দান্ত ফিচারের পাশাপাশি গ্রাহকেরা এখন নান্দনিক ডিজাইনের স্মার্টফোন কিনতে বেশি আগ্রহী। সে কারণে এমন বাজেটে রিয়েলমি গ্রাহকদের জন্য একটি প্রিমিয়াম ডিজাইন নিয়ে এসেছে। ডিভাইসটি গ্রাহকদের একটি প্রিমিয়াম ফোন ব্যবহার করার অভিজ্ঞতা দেবে, যা ট্রেন্ডি এবং স্লিম, এখন তরুণদের প্রথম পছন্দ। চলুন দেখে নেয়া যাক রিয়েলমি সি ৩৫ ফোনের ফিচারগুলো।

আলট্রা স্লিম ডায়নামিক গ্লোয়িং ডিজাইন
রিয়েলমি সি৩৫ ডিভাইসের বৈশিষ্ট্য এর নজরকাড়া ডিজাইন। মাত্র ৮.১-মিলিমিটার পুরুত্ব ও রাইট–অ্যাঙ্গেল বেজেল ডিজাইনের এই ফোন দেখতে দুর্দান্ত। স্মার্টফোনটির ওজন মাত্র ১৮৯ গ্রাম, ফলে ব্যবহারকারীরা অনায়াসেই ফোনটি হাতে ধরে রাখতে পারবেন।

এ ছাড়া রিয়েলমি প্রথমবারের মত নিয়ে এসেছে টু-ডি চমৎকার গ্লোয়িং ডিজাইন, যা ডিভাইসটিকে করেছে দুর্দান্ত। আলট্রা স্লিম ও আলট্রা লাইট ফোনটি দেখতে যেমন আকর্ষণীয়, ধরতেও তেমন আরামদায়ক। ফোনটি গ্লোয়িং গ্রিন এবং গ্লোয়িং ব্ল্যাক এই দুই রঙে পাওয়া যাচ্ছে।

ডিজাইন ও রঙের দারুণ মিশ্রণে তৈরি ডিজাইনের স্মার্টফোন রিয়েলমি সি৩৫। এই দামে সেরা ডিজাইনের ফোন।

রিয়েলমি সি৩৫:

এ বছরের সেরা ডিজাইনের এন্ট্রি লেভেল স্মার্টফোন

৫০ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা:

ক্যামেরাপ্রেমীদের জন্য রিয়েলমি সি৩৫ ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা, যা দিয়ে খুব সহজেই দারুণ সব ছবি তোলা যাবে। ফোনে আছে ৫০ মেগাপিক্সেল ও এফ/১.৮ অ্যাপারচারসহ প্রাইমারি সেন্সর, যা যথেষ্ট আলোর সঞ্চার করে ঝকঝকে ও উজ্জ্বল ছবি তুলতে সহায়তা করে। সাথে আছে ৪এক্স ম্যাক্স ডিজিটাল জুম, যার মাধ্যমে দূরের স্পষ্ট ছবি তোলা যায় সহজেই। আছে ২ মেগাপিক্সেলের (এফ/২.৪ অ্যাপারচার) ম্যাক্রো লেন্স ও ২ (এফ/২.৮ অ্যাপারচার) মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স, যা ব্যবহারকারীদের হাই এক্সপোজারের চমৎকার পোর্ট্রেট তুলতে দেবে।
তা ছাড়া রেটরো ফিল্ম স্টাইল ব্যবহার করে ব্যবহারকারীরা ডিভাইসটি দিয়ে ক্যামেরাবন্দী করতে পারবেন শৈল্পিক সব ছবি।
সেলফি ও ভিডিও কল করার জন্য এফ/২.০ অ্যাপারচার ও এআই বিউটিসহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফোনটিতে। বিভিন্ন রকমের ফিল্টার ও এইচডিআর ফাংশন, যা আপনাকে প্রাণবন্ত ছবি তুলতে সাহায্যে করবে।

দুর্দান্ত ছবি তোলার পাশাপাশি, ডিভাইসটির ভিডিও ধারণেও দেবে অসাধারণ পিক্সেল ফ্রেম। ফোনটি দিয়ে ৪৮০, ৭২০ অথবা ১০৮০ পিক্সেলের ভিডিও করা যাবে।
৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে
রিয়েলমি সি সিরিজের ডিভাইসগুলোর মধ্যে প্রথমবারের মতো সি৩৫ ফোনে থাকছে ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যা এই প্রাইস রেঞ্জে অনেকটাই বিরল। এর স্ক্রিন বড় হওয়ায় ৯০.৭ শতাংশ স্ক্রিন রেশিওতে অনায়াসে ভিডিও দেখা যায়। যা দামের হিসেবে অসাধারণ ডিসপ্লে।

শক্তিশালী পারফরমেন্স, দুর্দান্ত কোয়ালিটি

নজরকাড়া ডিজাইন ও ক্যামেরার পাশাপাশি ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ইউনিসক টাইগার টি৬১৬ অক্টা-কোর ১২এনএম প্রসেসর। আনটুটু বেঞ্চমার্কে ২৩১,৬৯৯ স্কোর অর্জন করা চিপসেটটি এই সেগমেন্টের মধ্যে সেরা। চিপসেটটির ২.০ গিগাহার্জ ক্লকস্পিড ও কর্টেক্স এ৭৫ কাঠামো ফোনটিকে করেছে আরও শক্তিশালী।

রিয়েলমি সি সিরিজের সব স্মার্টফোনের সাথে থাকবে টিইউভি রাইনল্যান্ড হাই রিলায়াবিলিটি সার্টিফিকেশন। রিয়েলমি সি৩৫ -এর গুণমান নিশ্চিত করতে এই ফোনের উপর ৩০০-টিরও বেশি টেস্ট করা হয়েছে। এই ফোনের গুণমান বৈশ্বিক স্মার্টফোনের বাজারেও বেশ সমাদৃত। উনিসকের টাইগার সিরিজের প্রসেসর বেশ শক্তিশালী এবং টি৬১৬ প্রসেসরটি তার আগের জেনেরেশনের প্রসেসরের থেকে ভালো পারফরমেন্স দেবে।

৫০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জার

ব্যবহারকারীদের জন্য আরও বেশি সময় ধরে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা নিশ্চিতে রয়েছে ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে ৭১.৫৬ ঘণ্টা পর্যন্ত বিরামহীন অডিও শোনা যাবে। এ ছাড়া রিয়েলমি সি৩৫ টানা ৩৯ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই এ থাকতে পারে।

ফোনটিতে আছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সুবিধা এবং চাইলে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।


ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই, যা ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। এর ইনস্ট্যান্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে দ্রুত ফোন আনলক করা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা যাবে।


এ ছাড়া রয়েছে ম্যাগনেটিক ইনডাকশন সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, আক্সেলারেশন সেন্সর ও হল সেন্সর। উদ্ভাবনী ফিচার, নজরকাড়া ডিজাইন ও ফ্ল্যাগশিপ লেভেল ক্যামেরা সম্বলিত ডিভাইসটি বাজারে পাওয়া যাবে ১৬ হাজার ৯৯০ টাকায়।


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

ইনফিনিক্স মোবাইল গত বছর থেকে মোবাইলের বাজারে বেশ সারা ফেলেছে। একের পর এক ভাল মোবাইল দিয়েই চলেছে। এবার নতুন করে নিয়ে আসছে ইনফিনিক্স নোট ১২ জি৯৬। এই মোবাইলটিতে দেওয়া হয়েছে অত্যাধুনিক সবরকম সুযোগ সুবিধা। এটি একটি মিড বাজেটের ফোন হতে চলেছে উক্ত কোম্পানীটির। চলতি মাসেই লঞ্চ করা হবে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।

ডিসপ্লেঃ

ইনফিনিক্স নোট ১২ জি৯৬ মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে। এই ফোনটির স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। এছাড়া এই ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৯৩।

বডিঃ

এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। ডুয়েল সিম ব্যাবহার করা যাবে এই ফোনটিতে। এই মোবাইলটির আয়তন হবে ১৬৪.৬X৭৬.৮X৮ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৮৫ গ্রাম।

হার্ডওয়্যার:

ইনফিনিক্স নোট ১২ জি৯৬ ফোনটির চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৬ অক্টাকোর প্রসেসর। এছাড়া জি পি ইউ দেওয়া হয়েছে এ আর এম মালি জি ৫৭ এম সি ২। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১২। ৪জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ , ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। ইনফিনিক্স নোট ১২ জি৯৬ মোবাইলটির ব্যাটারীটি দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর। এছাড়া ফোনটির সাথে দেওয়া হয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।

ক্যামেরাঃ

ইনফিনিক্স নোট ১২ জি৯৬ তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ২ মেগাপিক্সেলের ডেপথ এবং অপরটি হবে একটি কিউ ভি জি এ সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের একটি সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট, বিউটি মোড, কোয়াড এল ই ডি ফ্ল্যাশ এর সুবিধা।

মূল্যঃ

ইনফিনিক্স নোট ১২ জি৯৬ মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ১৭,৪৭৯ টাকা।

28/04/2022

Skin Care Tips:

এই জিনিসগুলো বেসনের সাথে মিশিয়ে লাগান, মুখে দারুন উজ্জ্বলতা আসবে
আমাদের রান্না ঘরেই এমন সব জিনিস রয়েছে যা আমাদের ত্বককে ঝকঝকে করে তুলতে পারে। আজ আমরা আপনাদের মুখে বেসন মাখার উপকারিতা সম্পর্কে তথ্য দিচ্ছি। প্রথমেই জেনে নিন বেসন কি? প্রকৃতপক্ষে, এটি ছোলা ডাল পিষে তৈরি করা হয়, যা কার্বোহাইড্রেট এবং প্রোটিনের উত্স এবং ত্বকের জন্য একটি প্রাকৃতিক ক্লিনজার হিসাবে বিবেচিত হয়। ত্বকে বেসন ব্যবহার করলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটি ত্বককে ডিটক্সিফাই করতে সাহায্য করে।
বেসন কেন ত্বকের জন্য উপকারী, আসুন জেনে নেই:-

ত্বক বিশেষজ্ঞদের মতে, বেসনের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য পাওয়া যায়, যা ত্বককে অনেক সমস্যা থেকে রক্ষা করে। আপনার যদি প্রায়শই ব্রণ হয়, যার কারণে আপনার মুখ নষ্ট হয়ে গেছে, তাহলে বেসন আপনার জন্য খুবই সহায়ক। বেসন মুখের নিস্তেজতা দূর করে নরম করে। এছাড়াও শুষ্ক ত্বক থেকে মুক্তি দেয়।

ADVERTISEMENT


বেসন মুখে লাগানোর পদ্ধতি ও উপকারিতা–

১) মুখের আঠালো ও ছিপছিপে ভাব দূর করে বেসন:-
বেসন দইয়ের সাথে মিশিয়ে ত্বকে লাগাতে হবে। এটি ত্বকে অতিরিক্ত সিবাম তৈরিতে বাধা দেয়। এর কারণে সান্দ্রতা অনেকটা নিয়ন্ত্রিত হয়। এই প্যাকটি মুখে লাগানোর আগে ধুয়ে ফেলুন।মুখ ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। এর পরই দই এবং বেসন এই প্যাকটি লাগান। মুখ শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

২) পিম্পলস দূর করুন বেসনের সাহায্যে:-

একটি পাত্রে বেসন নিয়ে তাতে শসার পেস্ট ভালো করে মেশান। এই পেস্টটি ভালো করে ঘাড় থেকে মুখে লাগান।প্রায় 20 মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এতে আপনার ব্রণের সমস্যা দূর হবে এবং মুখের উজ্জ্বলতা বাড়বে।

৩) নিস্তেজ ত্বক থেকে মুক্তি দেয় বেসন:-
এবার বেসনে গোলাপ জল মেশান। কিছু হলুদ ও মুলতানি মাটি মিশিয়ে নিন।এই পেস্টটি ঘাড় থেকে মুখে লাগান। এবার হালকা হাতে ত্বক ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর স্বাভাবিক জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৪) দূর করে ড্রাই ত্বক:-
প্রথমে আপনার মুখে ক্রিম এবং বেসন লাগবে। ক্রিম এবং বেসন দিয়ে তৈরি ফেসপ্যাক আপনার ত্বকে আর্দ্রতা দেয়। এই প্যাকটি ত্বককে নরম করে এবং আপনার গায়ের রংও হালকা করে। এর জন্য বেসন এবং ক্রিম দিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে শুকাতে দিন।কিছুক্ষণ পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

26/04/2022

Earn Money From YouTube:
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

ভিডিও দেখার পাশাপাশি প্রতিমাসে মোটা টাকা কামান YouTube থেকে
YouTube থেকে মোটা টাকা আয় করতে চান? জেনেনিন কিভাবে সহজে 25,000-30,000 টাকা ইনকাম বা আয় করা যায়।

💪💪💪💪💪💪💪💪💪
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে YouTube (ইউটিউব)-এর জনপ্রিয়তা অন্যান্য সংস্থার তুলনায় মোটেও কম নয়। বরঞ্চ সাধারণ মানুষ বিনামূল্যে এটিতে ভিডিও দেখে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে। তবে এখন এই প্ল্যাটফর্মটিকে অনেকে উপার্জনের মাধ্যম বানিয়ে তুলেছেন। বর্তমান সময়ে অনেকেই YouTube থেকে হাজার হাজার টাকা আয় করছেন। এর জন্য শুধু একটি মনিটাইজ চ্যানেল থাকতে হবে এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। YouTube-এ আয় করার অনেক উপায় আছে – ভিডিও তৈরি, শর্টস তৈরি এবং চ্যানেলের পেইড মেম্বারশিপ ইত্যাদি। তাই আপনি যদি উপার্জনের জন্য YouTube-কে বেছে নিতে চান, তাহলে আপনাকে উল্লিখিত বিকল্পগুলির কোনো একটি বেছে নিতে হবে। আসুন এই উপায়গুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক…


YouTube থেকে আয় করার উপায়ঃ

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
YouTube Shorts:

শর্ট ভিডিও এবং রিল আজকাল সর্বাধিক পছন্দের বিনোদন মাধ্যম। সেক্ষেত্রে এই বছরের শুরুতে, ইউটিউব শর্টস ৫ ট্রিলিয়ন ভিউ লিমিট অতিক্রম করেছে। এমনকি অ্যাপটি ২০২১-২২ সালে ১০০ মিলিয়ন ইউটিউব শর্ট ফান্ড প্রকাশ করেছে। সংস্থার নিয়মাবলী অনুযায়ী, চ্যানেল এবং বিষয়বস্তুর এনগেজমেন্ট এবং ভিউ অনুসারে এগুলির ক্রিয়েটররা ১০০ ডলার থেকে ১০,০০০ ডলার পর্যন্ত আয় করতে পারেন।


Channel Membership:

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ইউটিউবে চ্যানেল মেম্বারশিপের মাধ্যমেও আয় করা যায়। ক্রিয়েটররা মাসিক পেমেন্টের ভিত্তিতে একচেটিয়া কন্টেন্ট অফার করে। এছাড়াও সুপার চ্যাটের মাধ্যমে আয়ের সুযোগ থাকে।

YouTube-এর বিজ্ঞাপন:

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
বিজ্ঞাপন এই প্ল্যাটফর্মে আয়ের একটি বড় উপায়। আপনি যে ভিডিওই দেখুন না কেন, কোম্পানি তার সাথে প্রদর্শিত বিজ্ঞাপনের কারণে আয় করে এবং ক্রিয়েটররা সেখান থেকে অর্থ পান। তবে এর জন্য কোনো ক্রিয়েটরকে অ্যাকাউন্ট মনিটাইজ করতে হবে।

বলে রাখি, উল্লিখিত তিনটি উপায় ছাড়াও সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবা ‘ইউটিউব প্রিমিয়াম’ (YouTube Premium)-এর মাধ্যমে সংস্থা আয় করে। এই সাবস্ক্রিপশনের সাহায্যে ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক, ডাউনলোড, ইউটিউব মিউজিক এবং প্রিমিয়াম কন্টেন্ট অ্যাক্সেস করা যায়। কোম্পানির মতে, তাদের অংশীদাররা ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকে বেশিরভাগ শেয়ার পান।

18/04/2022

❤️❤️❤️বিক্রিতে সেরা ১০ ফোন, তালিকায় নেই ভিভো-অপো❤️❤️

প্রতিবছর মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের আকৃষ্ট করার জন্য নতুন নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসে। এর মধ্য থেকে গ্রাহক নিজের জন্য তার পছন্দের ফোনটি বেছে নেন। গ্রাহকদের পছন্দের ভিত্তিতে জনপ্রিয়তা পায় বিভিন্ন প্রতিষ্ঠানের ফোন। স্থান করে নেয় বিক্রির শীর্ষ তালিকায়।

২০২১ সালে সর্বোচ্চ বিক্রি হওয়া ১০ স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে প্রযুক্তির বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ। সেখানে সর্বোচ্চ বিক্রিত সাতটি ফোনই অ্যাপলের আইফোন। বাকি দুটি ফোন শাওমির দখলে এবং একটি স্যামসাংয়ের। এ তালিকায় জায়গা করে নিতে পারেনি ভিভো ও অপো।

সেরা ১০ ফোনের তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে আইফোন। ষষ্ঠ স্থানে আছে স্যামসাং। সপ্তম স্থানে শাওমির রেডমি ফোন, অষ্টম ও নবম অবস্থানে আবারও আইফোন এবং দশম স্থানে রয়েছে আরেকটি রেডমি স্মার্টফোন।

আইফোনপ্রতিবেদন থেকে জানা গেছে, প্রথম স্থানেই রয়েছে আইফোন ১২। অর্থাৎ ২০২১ সালে বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আইফোন ১২। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১২ প্রো এবং আইফোন ১১। ষষ্ঠ স্থানে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এ১২ স্মার্টফোন।

বেশি বিক্রিত ১০ স্মার্টফোনের তালিকায় সপ্তম স্থানে রয়েছে শাওমির রেডমি ৯এ স্মার্টফোন। তালিকার ৮ ও ৯ নম্বরে রয়েছে আইফোন এসই ২০২০ ও আইফোন ১৩ প্রো ম্যাক্স। তালিকার ১০ নম্বরে রয়েছে শাওমির রেডমি ৯।💪💪💪💪💪💪💪💪

11/04/2022



Suddenly one day "love" came to me and said,
"She" is about to retire.
I'm surprised !!

Like when love retires
What will people live with ??
Those who can't live without love.

I ran to "Faith" and said, You know! Love is retiring .....

After hearing "Faith" he said: My warranty period is also over.
I'm shocked! So when I heard that, I went.
To mind

"Mind" said: or his life time offer is over.
I then went to the "dream" with a sigh,

"Dream" said: No one sees me anymore,
Everyone magnifies their own intimacy.

I became speechless, dumb, silent.
The same! Everyone is leaving one by one, but what about people like us ??
Fish cannot survive without water,
How can there be people like us without such love ??
Disappointed at this thought, he bowed his head
I was walking along the road.

Suddenly I see, whose touch is in my hand!
I look up and see "Asha" - smiling and looking at me ....

Laughing, Asha says: As long as I'm here, with you, you have no worries.

I said, hope you know!
Love, faith, dreams, minds are all lost one by one, moving away ......

Then Asha said in a stern manner:
"Everything will be there if I stay. Build me deep into you,
You will see that love, faith, dreams, mind will all come back to you one by one. "

You just don't leave me.

I was overwhelmed with joy and pulled "Asha" firmly to my chest.
And I said, "Hope" in any situation,
Why not in any mentality,
Don't leave "you".

Asha then continued to hold my hand tightly..and I also moved forward with "Asha".
3

মোবাইল-এ নতুন চমক বিশ্ব এবার কাপাবে ZTE!!18GB RAM এবং 1TB স্টোরেজ সহ লঞ্চ হল বিশ্বের প্রথম স্মার্টফোন, জানুন কত দাম?HIGH...
04/12/2021

মোবাইল-এ নতুন চমক বিশ্ব এবার কাপাবে ZTE!!

18GB RAM এবং 1TB স্টোরেজ সহ লঞ্চ হল বিশ্বের প্রথম স্মার্টফোন, জানুন কত দাম?
HIGHLIGHTS:

চিনে লঞ্চ হয়েছে ZTE Axon 30 Ultra Aerospace Edition হ্যান্ডসেট।
এই স্মার্টফোনে রয়েছে 18GB RAM এবং 1TB ইন্টারনাল
আসছে তিনটি 64MP ক্যামেরা সেন্সরের সাথে
18GB RAM এবং 1TB স্টোরেজ সহ লঞ্চ হল বিশ্বের প্রথম স্মার্টফোন, জানুন কত দাম18GB RAM এবং 1TB স্টোরেজ সহ লঞ্চ হল বিশ্বের প্রথম স্মার্টফোন, জানুন কত দাম
আপনি কি কখনো এমন স্মার্টফোনের কথা ভেবেছেন, যাতে থাকতে পারে 20GB RAM । যদি ভেবে থাকেন, তবে আপনার জন্য রয়েছে একটি দারুণ খবর। কেননা টেক মার্কেটে সম্প্রতি হাজির হয়েছে ZTE Axon 30 Ultra স্মার্টফোন। চিনে এই ফোনের Aerospace Edition মডেল লঞ্চ হয়েছে। এবার এমন নামকরণ কেন, তার উত্তরে বলা যেতে পারে যে, এই স্পেশ্যাল এডিশন মডেলকে চিনের এরোস্পেস রিসার্চারদের সন্মান জানাতেই হাজির করা হয়েছে। এই হ্যান্ডসেট আসছে মোট 18 GB RAM স্পেসিফিকেশনের সাথে। এছাড়া রয়েছে আরও অনেক স্মার্ট ফিচারস।Advertisements
ZTE AXON 30 ULTRA AEROSPACE EDITION স্মার্টফোনের স্পেসিফিকেশন -• এই স্মার্টফোনে রয়েছে 6.67 ইঞ্চির FHD+ কার্ভ অ্যামোলয়েড ডিসপ্লে।
• এই মডেলের স্ক্রিনের রিফ্রেশ রেট রয়েছে 144 Hz এবং আসছে HDR 10+ সাপোর্টের সাথে। • এই হ্যান্ডসেটে রয়েছে কোয়াড ব্যাক ক্যামেরা সেটআপ। • যেখানে রয়েছে তিনটি 64MP ক্যামেরা সেন্সর। • এছাড়া আসছে একটি 8MP পেরিস্কোপিক টেলিফটো লেন্সের সাথে। • এই ফোনের স্পেসিফিকেশনের মধ্যে সবচাইতে বেশি যা চোখে পড়ার মতো তা হল ডিভাইসের স্টোরেজ ক্যাপাসিটি। • এই স্মার্টফোন আসছে 18GB প্রাইমারি RAM স্পেসিফিকেশনের সাথে। • এছাড়া রয়েছে 2GB ভার্চুয়াল RAM ফিচার। • এই মডেলের ইন্টারনাল স্টোরেজ স্পেসিফিকেশন রয়েছে 1TB পর্যন্ত। • এই ফোন কাজ করবে লেটেস্ট স্ন্যাপড্রাগন 888 চিপসেটে। • ZTE Axon 30 Ultra Aerospace Edition আসছে 16MP সেলফি ক্যামেরার সাথে। • এই হ্যান্ডসেটে রয়েছে 4,600 mAh ব্যাটারি ক্যাপাসিটি। • এছাড়া আসছে 65W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে। ZTE AXON 30 ULTRA AEROSPACE EDITION স্মার্টফোনের দাম এবং কালার অপশন - এই স্মার্টফোনের প্রিমিয়াম ভ্যারিয়েন্ট, মানে যাতে রয়েছে 18GB RAM এবং 1TB ইন্টারনাল, চিনের মার্কেটে এই মডেলের দাম রয়েছে 6998 উয়ান (Yuan)। যা ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে মোটামুটি 82,000 টাকা মতন। ZTE Axon 30 Ultra Aerospace Edition হ্যান্ডসেটের একটি বেস ভ্যারিয়েন্ট রয়েছে। যার নাম হল ভ্যানিলা ZTE Axon 30 Ultra । এই ডিভাইসে রয়েছে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। এই মডেলের দাম চিনে রয়েছে 4698 উয়ান (Yuan)। যা ভারতীয় মুদ্রায় মোটামুটি 54,000 টাকা মতন। প্রসঙ্গত , এই স্মার্টফোনের প্রিমিয়াম এবং বেস ভ্যারিয়েন্ট মডেল দুটিতে রয়েছে 5G কানেক্টিভিটির সাপোর্ট। ZTE Axon 30 Ultra স্মার্টফোন চিনে পাওয়া যাচ্ছে Black , Mint, White, Leather কালার অপশনে। মনে করা হচ্ছে এপ্রিল মাস থেকেই মার্কেটে পাওয়া যাবে এই হ্যান্ডসেটগুলি।

TIT FOR TAT⭕ ঘটনা - ১ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর, ভারী গলায় বললেন-বাহ! তোমার সার্টিফিকেট তো বে...
02/12/2021

TIT FOR TAT
⭕ ঘটনা - ১

ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর, ভারী গলায় বললেন-বাহ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না। ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো। কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে। এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও তারপর তোমার নিয়োগ হবে। ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না। গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো।

⭕ ঘটনা - ২

আজ বড় স্যারের ছেলের জন্মদিন। বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন। ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন। বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো-আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ।

⭕ ঘটনা - ৩

বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো। বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন। বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন।

⭕ ঘটনা - ৪

বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি। ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ। খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন। ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি। বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো। ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে। কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন।

মোরাল অফ দ্যা স্টোরিঃ আপনি আজ যে অন্যায় অবিচার করবেন, আগামীকাল তা ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই। মনে রাখবেন প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে।

"What is Coding""শুভ সকাল"বাচ্চাদের জন্য কোডিং ক্লাস কি?  শিশুদের জন্য কম্পিউটার কোডিং পাঠের গুরুত্ব  আমরা একটি প্রযুক্ত...
14/10/2021

"What is Coding"
"শুভ সকাল"

বাচ্চাদের জন্য কোডিং ক্লাস কি? শিশুদের জন্য কম্পিউটার কোডিং পাঠের গুরুত্ব



আমরা একটি প্রযুক্তি চালিত বিশ্বে বাস করি এবং এতে অবাক হওয়ার কিছু নেই যে আগামী বছরগুলিতে সবকিছু আরও বেশি কম্পিউটার-নির্ভর হয়ে উঠবে। আমাদের বাচ্চারা এমন সময়ে বাস করবে যখন প্রযুক্তি বিশ্ব শাসন করবে। ভবিষ্যতে প্রযুক্তির সাগরে যেন তারা হারিয়ে না যায় সেজন্য ছোটবেলা থেকেই তাদের সন্তানদের প্রস্তুত করা মা -বাবার দায়িত্বের মধ্যে পড়ে।

কোডিং হল কম্পিউটার প্রোগ্রামিং এর একটি শব্দ, এভাবেই আমরা একটি কম্পিউটারকে নির্দেশনা দিই। সম্ভবত আমাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে এটি জানেন, কিন্তু বাচ্চাদের কোডিং শিখতে এটি একটি অসম্ভব কাজ মনে হতে পারে। এটি সম্পূর্ণরূপে অনেক জটিলতার সাথে একটি নতুন ভাষা শেখার মতো! বাচ্চারা কীভাবে এটি শিখবে? বাচ্চাদের জন্য কোডিং ক্লাস কি?

বাচ্চাদের জন্য কোডিং কি?

যদি আমরা কোডিং সহজ করি, এটি কম্পিউটারের সাথে যোগাযোগের একটি প্রক্রিয়া মাত্র। কম্পিউটার কিছু ভাষা বোঝে এবং আমাদের সেই নির্দিষ্ট ভাষায় কম্পিউটারকে নির্দেশ দিতে হবে।

কোডিং বাচ্চাদের খুব আকর্ষণীয় এবং সরল পদ্ধতিতে শেখানো হয় যাতে তারা বিভ্রান্ত না হয়। এটি বিভিন্ন প্রকল্প, গেম ইত্যাদির মাধ্যমে তাদের কাছে উপস্থাপন করা হয়।

বাচ্চাদের জন্য কম্পিউটার কোডিংয়ের পাঠ 5 বছর বয়স থেকে শুরু করা যেতে পারে কারণ বেশিরভাগ কোর্সের বিষয়বস্তু গেম এবং ভিজ্যুয়াল ব্লক ইন্টারফেসের মাধ্যমে শেখানো হয়। শিশুদের জন্য টেক্সট-ভিত্তিক কোডিংও সম্ভব কিন্তু এটি সম্পূর্ণভাবে শিশুর বয়সের উপর নির্ভর করে।

কোডিং ভাষা কি?

কোডিং ল্যাঙ্গুয়েজ মূলত কম্পিউটার যে ভাষা বোঝে। বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজ আছে যেমন জাভা, ভিজ্যুয়াল ব্লক, পাইথন এবং সি। প্রোগ্রামাররা কম্পিউটারগুলিকে নির্দেশ দেওয়ার জন্য এই ভাষাগুলি ব্যবহার করে।

বাচ্চাদের জন্য কোডিং কোর্স কি?

বাচ্চাদের জন্য কোডিং কোর্সগুলি সাধারণত আদর্শ, যৌক্তিক যুক্তি এবং সেই শিক্ষার উপর বেশি থাকে যা বাচ্চাদের প্রযুক্তি সম্পর্কে আরও জানতে আগ্রহী করে।

এই ধরণের কোর্সে বাচ্চাদের অনেক প্রোগ্রামিং এবং গেম বা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে নেওয়া হয়। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, জিনিসপত্রের ইন্টারনেট ইত্যাদি সম্পর্কেও জানতে পারে। জিনিসগুলি তাদের কাছে খুব খেলার মতো দেওয়া হয়।

বাচ্চাদের জন্য কোডিং কোর্স নির্বাচন করার সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখতে হবে:

আকর্ষণীয় পাঠ: এটি আকর্ষণীয় এবং বিনোদনমূলক হওয়া উচিত অন্যথায় বাচ্চা আগ্রহ হারাবে এবং এমনকি পাঠের জন্য একটি ভয় তৈরি করতে শুরু করবে।

সঠিক মেন্টরশিপ: বাচ্চাদের মনোযোগের প্রয়োজন, এবং যখন তাদের কোডিংয়ের মতো জটিল কিছু শেখার কাজে লাগানো হয়, তখন তাদের অবশ্যই অতিরিক্ত মনোযোগ দেওয়া উচিত। অভিভাবকদের এটা মাথায় রাখা উচিত এবং বাচ্চাদের কোডিং ক্লাস বেছে নেওয়া উচিত যেখানে এক থেকে এক মেন্টরশিপ পাওয়া যায়।

ব্যক্তিগতকৃত কোর্স: প্রতিটি শিশু আলাদা এবং তাই তাদের ক্ষমতা। বাচ্চাদের জন্য কম্পিউটার কোডিংয়ের জন্য সঠিক ক্লাসগুলি বেছে নেওয়ার সময়, অভিভাবকদের অবশ্যই প্রথমে পরীক্ষা করতে হবে যে কোর্সের বিষয়বস্তু কাস্টমাইজযোগ্য কিনা।

বাচ্চাদের জন্য কম্পিউটার কোডিং শেখার সুবিধা

কোডিং শেখার একটি উদীয়মান পাঠ এই বিষয়টিকে একপাশে রেখে, আরও বেশ কিছু উপকারী তথ্য রয়েছে যা শিশুদের বিভিন্নভাবে সাহায্য করবে।

জ্ঞানীয় দক্ষতা উন্নয়ন:

কোড রাইটিং শেখার সাথে, বাচ্চারা ধীরে ধীরে সমস্যা সমাধানের প্রক্রিয়ার সংস্পর্শে আসে যা তাদের জ্ঞানীয় বিকাশে সহায়তা করে। কোড শেখার সময়, শিশুরা জটিল সমস্যাগুলিকে ছোট অংশে বিভক্ত করে এবং যৌক্তিক চিন্তাভাবনার সাথে তাদের কাছে আসে।

ভাল অধ্যবসায়:

বাচ্চাদের জন্য কম্পিউটার কোডিং বাচ্চাদের সবচেয়ে মূল্যবান জীবন দক্ষতা শেখায়। এটাই অধ্যবসায়ের দক্ষতা। কোড লার্নিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময়, বাচ্চারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যা তাদের সেই চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার জন্য সমাধান খুঁজতে বাধ্য করে। এই অনুশীলন শিশুদের মধ্যে স্থিরতা তৈরি করে।

উন্নত সৃজনশীলতা:

ভাষা আমাদের নিজেদের প্রকাশ করার একটি হাতিয়ার এবং কোডিং এর ব্যতিক্রম নয়। বাচ্চাদের জন্য কম্পিউটার কোডিং তাদের নিজস্ব কিছু তৈরি বা বিকাশের বিষয়ে জিজ্ঞাসা করে। এই আকাঙ্ক্ষা যদি সঠিকভাবে মোকাবেলা করা হয় তাহলে বিভিন্ন সৃষ্টি হতে পারে।

এটি যৌক্তিক কিন্তু মজাদার:

বাচ্চাদের জন্য প্রোগ্রামিং বা কম্পিউটার কোডিং একটি খুব আকর্ষণীয় এবং সৃজনশীল প্রোগ্রাম। বাচ্চাদের কোডিং ক্লাসে, তারা একটি খেলাধুলার পদ্ধতিতে জটিল জিনিস যেমন ভিডিও গেমস, ওয়েবসাইট, অ্যাপস ইত্যাদি তৈরি করতে শেখে।

উন্নত সহযোগিতা দক্ষতা:

যখন বাচ্চারা কোন বাচ্চাদের কোডিং ক্লাসে ভর্তি হয়, তখন তারা সমস্ত জাতি, পটভূমি, জাতি ইত্যাদি থেকে আসা বাচ্চাদের সাথে দেখা করে এবং তাদের সাথে যোগাযোগ করে। শেখার যাত্রার প্রতিটি পর্যায়ে বাচ্চারা সহযোগিতা করে।

উন্নত যোগাযোগ:

আমরা জীবনের কোন পর্যায়েই থাকি না কেন, যোগাযোগ একটি জিনিস যা সর্বদা প্রয়োজন। স্পষ্ট যোগাযোগ দক্ষতা বা জটিল বিষয়গুলি স্পষ্টভাবে যোগাযোগ করার ক্ষমতা শিল্পকে নির্বিশেষে একজন ব্যক্তিকে খুব সফল জীবনে নিয়ে যেতে পারে।

জীবনের প্রাথমিক পর্যায়ে কোডিং শিখতে শুরু করে, বাচ্চারা আসলে জটিল জিনিসগুলি সহজ করতে শুরু করে। এটি বাচ্চাকে জটিলতা সহজ করতে এবং সহজ ভাষায় তাদের সাথে যোগাযোগ করতে সক্ষম করে তোলে।

উন্নত ভবিষ্যতের ক্যারিয়ার:

কোডিংয়ের জ্ঞান সর্বদা একটি অতিরিক্ত সুবিধা হিসাবে বিবেচিত হয়। ভবিষ্যতে যখন পৃথিবী প্রযুক্তির উপর আরও বেশি নির্ভরশীল হবে, ছোট বয়সে শেখা কোডিং পাঠ শিশুর জন্য উপকারী হতে পারে। কলেজ বা চাকরির আবেদনে যাওয়ার সময় এটি শিশুর জন্য একটি সুবিধা হবে।

শামিম
01601601061

04/10/2021

৪ হতে ২৫ অক্টোবর “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১” পরিচালিত হবে। এ সময়ে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাতকরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিপনণ থেকে বিরত থাকি - মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

Address

Hobigonj Road, Sreemongol, Moulovibazar
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Uttara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Uttara:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram