20/10/2018
ভারতে চিকিৎসা করাতে যাবেন ? কোন রোগে ? কোন হাসপাতাল এ যাবেন ?
প্রয়োজনীয় কিছু হাসপাতাল এর তথ্য নিচে তুলে ধরা হলো-CMC ভেলোর - নারায়ণা হৃদয়ালয় হাসপাতাল, বেঙ্গালুর - শংকর নেত্রালয় হাসপাতাল, চেন্নাই
হেল্পলাইন- 01970-31 31 20
ভেলোর
বর্তমানে CMC ভেলোর এর চিকিৎসা সেবা কতটা উপযোগী & উন্নত সেটা বলার অপেক্ষা রাখেনা। আমাদের দেশ হতে রোগীরা সাধারনত যেকোনো জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য CMC ভেলোর এ গিয়ে থাকেন, এটি একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল যেখানে সব ধরণের রোগের উন্নত চিকিৎসা করা হয় ।বাংলাদেশ হতে CMC ভেলোর এ যাওয়া, থাকা ,আনুমানিক খরচ, মেডিসিন, যোগাযোগ, ডাক্তারের এপোয়েন্টমেন্ট সহ বিস্তারিত কিছু তথ্য নিচে তুলে ধরা হলো -
# CMC Vellore (For Surgery patients) মেডিকেল ভিসা বাধ্যতামূলক করেছে
# এপয়েন্টমেন্ট –
CMC তে ডাক্তারের এপয়েন্টমেন্ট মুলত দুই ধরনের
১. জেনারেল এপয়েন্টমেন্ট ( জুনিয়ার ডাক্তার দেখেন)
২. প্রাইভেট এপোয়েন্টমেন্ট (সিনিয়ার ডাক্তার (অধ্যাপক / সহযোগী অধ্যাপক ) দেখেন
বাংলাদেশ থেকে যারা যাবেন তাদের জন্য প্রাইভেট এপয়েন্টমেন্ট নিয়ে যাওয়াই উত্তম , তবে কিছু কিছু বিভাগের প্রাইভেট ডাক্তারের এপয়েন্টমেন্ট পাওয়া খুবই সময়সাপেক্ষ , সেক্ষেত্রে জেনারেল ডাক্তারের এপয়েন্টমেন্ট তাড়াতাড়ি পাবেন।
# এপোয়েন্টমেন্ট পদ্ধতি:-
এপয়েন্টমেন্ট এর ক্ষেত্রে মোটামুটি যেহারে ভীড় হয়, তাতে কিছু ডিপার্টমেন্ট এর প্রাইভেট এপোয়েন্টমেন্ট পেতে আপনাকে ১০ দিন থেকে ৩ মাস সময় অব্দি অপেক্ষা করতে হতে পারে। For Appointment, Call us : 01970 - 31 31 20
সরাসরি হাসপাতালে উপস্থিত হয়ে এপয়েন্টমেন্ট নিতে গেলে After Registration as foreign patient room-900 OR CMC ভেলোর এর মেন গেট এ ঢুকলেই দেখতে পাবেন SILVER GATE FOR NEW APPOINTMENT..
আপনি আপনার প্রব্লেম টা ওখানে জানালেই ওরা নিদিষ্ট ডিপার্টমেন্ট এ এপোয়েন্টমেন্ট দিয়ে দেবে। এক্ষেত্রে আপনি ১০-৩০ দিনের মধ্যে প্রাইভেট এপোয়েন্টমেন্ট পেয়ে যাবেন ।
# যওয়ার ব্যাবস্থা
বাংলাদেশ থেকে আপনি বাস / ট্রেন / বিমানে করে যেতে পারেন , বাসে গেলে আপনি যদি ঢাকা থেকে যান তাহলে শ্যামলী / গ্রীন লাইন / সৌহার্দ্য পরিবহন এর টিকিট কেটে কলকাতা পর্যন্ত যেতে হবে, কলকাতা থেকে ট্রেন / বিমান করে ভেলোর যেতে হবে।কলকাতা থেকে ট্রেনে গেলে আপনার ৩০-৩৫ ঘন্টা সময় লাগবে ভেলোর (কাটপাডি) ষ্টেশন পর্যন্ত । কাটপাডি ষ্টেশন থেকে আপনাকে আটোতে করে CMC পর্যন্ত যেতে হবে ।
বাংলাদেশ থেকে ট্রেন এ গেলে কমলাপুর থেকে মৈত্রী এক্সপ্রেস এর টিকেট কেটে প্রথমে কলকাতা যাবেন এবং কলকাতা থেকে বিমান / ট্রেন এ করে যেতে পারেন এক্ষেত্রে উল্লেখ্য যে ঢাকা থেকে সকাল ৬ টায় ছেড়ে রাত 6-8 টায় ট্রেন কলকাতায় পৌঁছাবে ।
বিমানে যাবার ক্ষেত্রে maldive airlines এর ঢাকা কলকাতা ডিরেক্ট ফ্লাইটে যেতে পারেন কিন্তু এতে ভাড়া অনেক বেশি পড়বে । আপনি যদি spice jet এর বিমানে যান সেক্ষেত্রে কলকাতায় 01 ঘন্টার ট্রানজিট সহ সময় লাগবে প্রায় 4 ঘন্টা আপনি যদি Air India এ যান সেক্ষেত্রে কলকাতায় ১৫-১৬ ঘন্টা ট্রানজিট সহ ২০-২১ ঘন্টার ফ্লাইট , । এক্ষেত্রে চেন্নাই বিমান বন্দরে নামার পরে ট্যাক্সিতে করে সরাসরি ভেলোর (CMC) যেতে পারেন সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা ভাড়া পরবে ২০০০ থেকে ৩০০০ রুপি । অথবা এয়ারপোর্ট থেকে চেন্নাই বাস স্ট্যান্ড (কোয়াইম বেডু) এ ভেলোর পর্যন্ত যাবার বাস পেয়ে যাবেন ।
#নারায়ণা হৃদয়ালয় হাসপাতাল, বেঙ্গালুর
এই হসপিটাল বাংলাদেশীদের কাছে ডাক্তার দেভি শেঠির হসপিটাল নামে পরিচিত।
এখানে বাংলাদেশিরা আসেন হৃদরোগের চিকিৎসা জনিত কারণে।
এসেই আমরা প্রথমে যে ভূলটি করি, ডাক্তার দেভি শেঠির এপোয়েনমেন্ট নেই এবং দীর্ঘ সময় অপেক্ষা করে ডাক্তার দেভি শেঠিকে দেখাই। দেখাপর যদি সার্জারি প্রবলেম হয় উনি সার্জারির পরামর্শ দেন এবং রিলেটেড কোন ডাক্তারকে রেফার করে দেন। অথবা ঔষধ দিয়ে আপনাকে কয়েকমাস পর চেক আপ করতে বলেন। এতে অনেক দীর্ঘ সময় চলে যায়।
এই হসপিটালে ডাক্তার দেভি শেঠি ছাড়াও অনেক বিশেষজ্ঞ কার্ডিয়াক কনসালটেন্ট ও কার্ডিয়াক সার্জন আছে । আর এই ডাক্তারগুলো ডাক্তার দেভি শেঠি নিজেই এপয়েন্ট করেছেন এই হসপিটালে।
অর্থাৎ, কনসালটেন্ট ডাক্তার যারা আছেন, তারা এইজন্যই আছেন যে, প্রাথমিক সব কিছুই সেসব ডাক্তার দেখবেন, এবং পরবর্তীতে প্রয়োজন হলে সেগুলোর জন্য আলাদা বিশেষজ্ঞ ডাক্তার বা দেভি শেঠি দেখবেন। আপনি যদি এখানে কোন কার্ডিয়াক কনসালটেন্ট কে দেখান, এরপর সব টেস্ট ও রিপোর্ট দেখার পর, প্রয়োজন হলে সেই ডাক্তারই আপনাকে পরামর্শ দিবে দেভি শেঠিকে দেখানোর জন্য।
এখানে সার্জারির সব কিছুই ডাক্তার দেভি শেঠির সিদ্ধান্তে হয় । এবং উনি যে ডাক্তারকে রেফার করবেন, শুধু উনিই সার্জারি করবেন।
তাই প্রথমে সবার উচিত, এসেই একজন কার্ডিয়াক কনসালটেন্ট কে দেখানো। এতে আপনার চিকিৎসা প্রক্রিয়া সহজ হবে ও দীর্ঘ সময় ক্ষেপণ হবে না।
#বেশিরভাগ বাংলাদেশী এখানে আসার ক্ষেত্রে ভাষাটাকে প্রবলেম মনে করেন। মজার ব্যাপার হলো এখানে বেশিরভাগ ডাক্তারই বাংলা বোঝেন ও বলতে পারেন। আর যদি তবুও আপনার প্রয়োজন হয়, হসপিটাল থেকেই দোভাষী নিতে পারেন যারা এখানে কর্মরত আছেন। ডাক্তারের এসিসট্যান্ট আপনাকে জিজ্ঞেস করবে, আপনার প্রয়োজন আছে কি না। অথবা আপনি নিজে থেকে বললে, তারাই ডেকে নিয়ে আসবে। এজন্য কোন অতিরিক্ত ফি দিতে হবে না।
#এরপর যদি সার্জারির জন্য এডমিশন হন, সেখানে বাংলাভাষী নার্স আছেন। আর বাংলা ভাষায় সাহায্যের জন্য প্রতি ওয়ার্ডে প্রয়োজনীয় নাম্বার দেওয়া আছে।
#যাত্রাপথের আদ্যোপান্তঃ
: ঢাকা / চট্টগ্রাম হতে ব্যাঙ্গালোর সরাসরি কোন ফ্লাইট নেই। কম খরচে অনেক কানেক্টিং ফ্লাইট আছে, যেগুলো কলকাতা তে ট্রানজিট দিয়ে থাকে। আপনি আপনার সুবিধা মত যেকোনটি নিতে পারবেন।।
বাই এয়ারে আসলে আপনি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নামবেন। সেখানে থেকে হাসপাতালের দূরত্ব প্রায় ৫৬ কি: মি:।
তাই এয়ারপোর্ট থেকে হাসপাতাল পর্যন্ত আসার জন্য এয়ারপোর্ট ট্যাক্সি অথবা কম খরচে ওলা বা উবার রাইড সেবা নিতে পারেন।
Uber/Ola: ৮০০-১২০০ রুপি।
Airport Taxi: ১৪০০-১৮০০ রুপি।
: কলকাতা- ব্যাঙ্গালোর
Kolkata Bangalore AC express, ছাড়ার সময়: সকাল ১০:৫৫ মিনিটে, পৌঁছাবে: বিকেল ৪ টায়, সময় লাগবে: ২৯ ঘণ্টা ৫ মিনিট
ভাড়ার তালিকা:
এসি 1A: ৪৮৯৫ রুপি
এসি 2A: ২৮৪০ রুপি
এসি 3A : ১৯৪৫ রুপি ( Tatkal: ২৩৬০ রুপি )
যদি General এ পাওয়া যায় তাহলে প্রতি টিকিটের এই প্রাইস কিন্তু না পাওয়া গেলে Tatkal এ কিনতে হবে সেক্ষেত্রে টিকিটের ধরণ অনুযায়ী কিছু বেশি হবে।
ব্যাঙ্গালোর ট্রেন স্টেশন থেকে হাসপাতালের দূরত্ব প্রায় ৩০ কি: মি:।
#হোটেল / লজঃ হাসপাতালের আশেপাশেই থাকার জন্য অনেক হোটেল বা লজ আছে।
রুমের ধরন, সুযোগ সুবিধা ও অবস্থান ভেদে খরচ একেক রকম।
আপনি আপনার বাজেট অনুযায়ী ৫০০-১০,০০০ রুপির মধ্যেই রান্না সুবিধা সহ ননএসি এবং এসি রুম পাবেন।।”
#খাবারঃ প্রায় প্রত্যেক হোটেল বা লজে রান্নার সুবিধা রয়েছে। তার মধ্যে সব ধরনের বাসন, ফ্রিজ এবং গ্যাসের চুলা থাকে।
বাজার করার জন্য হোটেলের আশে পাশে মুদি, শাক-সবজি, মাছ, মুরগি ইত্যাদি দোকান আছে। তাই সহজেই বাজার করে নিজেরাই রান্না করে খেতে পারবেন।
এছাড়া বড় বাজারে যেতে চাইলে চন্দ্রপুরা বা হেব্বাগুডি তে যেতে পারেন।
সেখানে কিছু বাঙালি খাবার হোটেল রয়েছে। তাদের পার্সেল সার্ভিসও রয়েছে৷
আপনি পার্সেল অর্ডার করলে হোটেলে এসে দিয়ে যাবে। কিন্তু খাবারে মান ও স্বাদের তুলনায় খরচ অনেক বেশি।
এছাড়া কিছু হোটেল/লজ এর নিজস্ব খাবার সার্ভিস রয়েছে।
তাই সবদিক বিবেচনায় নিজেরাই রান্না করে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।
#শংকর নেত্রালয় হাসপাতাল
চোখের চিকিৎসার জন্য যার পরিচিতি পুরো পৃথিবী জুরে । প্রায় প্রতিদিন ই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ হতে অসংখ্য রোগী তাদের চোখের চিকিৎসা করাতে এখানে ভির করেন । উন্নত মানের চোখের চিকিৎসার জন্য শংকর নেত্রালয় একটি নির্ভরযোগ্য এবং প্রথম সারির হাসপাতাল ।পুর্বে যারা বাংলাদেশ হতে ভ্রমন ভিসা নিয়ে ভারতে গমন করতেন তারা ভ্রমন মানে টুরিস্ট ভিসায় ভারতে গিয়ে শংকর নেত্রালয়ে ডাক্তার এবং চেক-আপ করাতে পারতেন কিন্তু নতুন নিয়ম অনুযায়ী শংকর নেত্রালয় সহ উল্লেখযোগ্য কিছু সংখ্যক হাসপাতাল টুরিস্ট ভিসা নিয়ে আগত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে এবং এক্ষেত্রে আপনাকে শংকর নেত্রালয়ে ডাক্তার দেখাতে হলে অবশ্যই মেডিকেল ভিসা নিয়ে যেতে হবে..
চোখের চিকিৎসার জন্য শংকর নেত্রালয় সব চেয়ে ভালো এশিয়া মহাদেশের মধ্যে । এখানে চোখের বহু ডাক্তার আছে যারা খুবই অভিজ্ঞ ।
শংকর নেত্রালয় আর আ্যপোলোর জন্যই মুলত চেন্নাই (মাদ্রাজ) সিটি চরম ভাবে বিখ্যাত ।
প্রথমেই হাসপাতাল সর্ম্পকে কিছু জেনে নেওয়া যাক শংকর নেত্রালয় মেইন ব্রাঞ্চটি তামিলনাডু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের কলেজ রোডের উপর এটি মেডিক্যাল রিসার্স ইনিস্টিটিউট নামে পরিচিত চেন্নাইয়ে এটি ছাড়াও শংকরের আরো পাচটি ব্রাঞ্চ আছে একটি কলকাতাতেও আছে ।
***ডাক্তার এর এপয়েন্টমেন্ট (Doctor’s Appointment) ***
এখানে যাওয়ার আগে অবশ্যই দেশ থেকে এপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ এপয়েন্টমেন্ট নিয়ে গেলে অযথা বসে থাকতে হবে না আর যদি আগাম এপয়েন্টমেন্ট নাও পান তাতেও খুব একটা সমস্যা হবে না সেখানে গিয়ে খুব সকালে রেজিস্ট্রেশন করে ডাক্তারের সিরিয়াল দিলে ঐ দিনেই ডাক্তার দেখানো সম্ভব তবে কোন মেজর সমস্যার ক্ষেত্রে এবং সিনিয়র ডাক্তার দেখাতে হলে আগে থেকে এপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে I প্রথম কাজই হলো হাসপাতালে ঢুকে রিসিপশনে প্রিন্ট কপিটি দেখানো ওরা রুগীর জন্য একটি পাশ আর এটেন্ডকে একটি পাশ দিবে মনে রাখবেন একজন রুগির সাথে শুধু একজন এটেন্ড এলাউড পাশ নিয়ে চলে যাবেন নির্ধারিত ডাক্তার যে ফ্লোরে বসেন সেখানে, সেখানেও একটা রিসিপশন থাকবে ওদের বলবেন যে আপনি প্রথমবার এসছেন আর অমুক ডাক্তারের এপয়েনমেন্ট করা আছে তখন ওরা আপনাকে একটা ফরম দিবে(যে কোন তথ্য বা সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন হেল্পলাইন : ০১৯৭০৩১৩১২০)রেজিস্ট্রেশন ফরম প্রয়োজনীয় ইনফরমেশেন ফিলাপ করুন পাসপোর্টটা সাথে রাখতে হবে ফরম ফিল আপ করা হয়ে গেলে রিসিপশনে জমা দিলেই ওরা ডাটাবেজে এন্ট্রি করে নিবে সব তারপর রিসিপিশনে ডাক্তারের ভিসিট জমা দিয়ে স্লিপ নিয়ে অপেক্ষা করতে হবে সিরিয়ালের জন্য ।
চেকাপ এবং ডাক্তার দেখানো এবার আসি ডাক্তার দেখনো প্রসিডিওর নিয়ে প্রথমে একটা বেসিক চেকআপ করে চোখের ডাক্তার প্রায় ২ ঘন্টা টাইম নিয়ে বেসিক চেকআপ করেন পুরুনো সব হিস্ট্রি, চলমান ওষুধ সব কিছু তাদের ডাটাবেজে এন্ট্রি দেয়। ডাক্তারদের সাথে কথা বলতে গেলে প্রথমেই যে বিষয়টা আসে সেইটা হলো ভাষা ডাক্তার থেকে শুরু করে হাসপাতালের মোটামোটি সবাই ইংলিশ জানেন আর কেউ যদি হিন্দিতে কথাবার্তা বলতে পারেন তাহলেও প্রব্লেম নাই ইংলিশ, হিন্দি, তামিল এই তিন ল্যাঙ্গুয়েজ এখানে চলে ।
*** চিকিৎসা ব্যয় ***
চিকিৎসা ব্যয় হাসপাতালের প্রতিটা রুমই ডোনেট করা, প্রতিটা ল্যাবও কে কোন রুমটা, কোন ল্যাবটা ডোনেট করেছেন তার নাম সুন্দর করে দরজায় লিখা আছে মূলতঃ সংকর নেত্রালয় একটি ননপ্রফিটেবল অর্গান।ইজেশন তাই চিকিৎসা খরচ খুবই কম ডাক্তার 600 রুপি ভিসিট মাত্র এর মাঝেই সব চোখের চেকআপ করেছ এন্ড নেক্সট এপয়েন্টমেন্টও ফ্রি । চোখের কিছু স্পেশালাইজড টেস্ট আছে যে গুলো এই হাসপাতালেই হয় কিন্তু সেগুলোর জন্য আলাদা পেমেন্ট করতে হয় ।
***মেডিসিন ও চশমা কোথায় কিনবেন? ***
মেডিসিন আর চশমা শংকর নেত্রালয় এর নিচ তলায় শপ আছে সেখান থেকে নিতে পারেন ।
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
ডাঃ এপয়েন্টমেন্ট :
জেনারেল ডাঃ =৮০০/= (সিএমসি-ভেলোর)
বিশেষজ্ঞ ডাঃ =১৬০০/= (সিএমসি-ভেলোর)
বিশেষজ্ঞ ডাঃ ৫০০/= (ভারতের যে কোন হাসপাতাল)
ভিসা ইনভাইটেশন :
১০০০/= (সিএমসি হাসপাতাল )
৫০০/= (ভারতের যে কোন হাসপাতাল)
হোটেল বুকিং : ২৫০/= টু ৪৫০০/=
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
বিমান টিকেট :
ঢাকা - চেন্নাই 7000-15000/= টাকা
কোলকাতা - চেন্নাই 3500-7000/= টাকা
কোলকাতা - বেঙ্গালুরু 3500-7000/= টাকা
কোলকাতা - দিল্লি 3500-7000/= টাকা
কোলকাতা - মুম্বাই 3500-7000/= টাকা
(উপরে উল্লেখিত মুল্যে বিমান টিকেট ক্রয়ের ক্ষেত্রে কমপক্ষেত্রে ৪৫দিন আগে বুকিং নিশ্চিত করতে হবে, অভায়লাবলে সাপেক্ষে)
ট্রেন টিকেট :
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
কোলকাতা – ভেলোর ২৯৯০ - 4500 টাকা ট্রেন টিকেট :
কোলকাতা – চেন্নাই ২৯৯০ - 4500 টাকা ট্রেন টিকেট :
কোলকাতা – বেঙ্গালুরু ৩৯৯০/= টাকা ট্রেন টিকেট :
কোলকাতা – দিল্লি 4300/= টাকা (রাজধানী এক্সপ্রেস)
ট্রেন টিকেট : কোলকাতা – মুম্বাই ৪৬৯০/= টাকা
(উপরে উল্লেখিত মুল্যে ট্রেন এর টিকেট ক্রয় করার ক্ষেত্রে কমপক্ষে ২৫ দিন পুর্বে বুকিং নিশ্চিত করতে হবে এবং উল্লেখিত মুল্য 3AC সিট এর জন্য প্রযোজ্য )
ইন্ডিয়ান মেডিকেল ভিসা, ডাক্তার এর এপয়েন্টমেন্ট ও যাওয়া আসার সকল টিকেটিং এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
#মোবাইল : 01970- 31 31 20
: medicaltourismindia01@gmail.com
: Plot no # 06,1st floor, Kalshi Main Road, Block # B,
Avenue # 01, Mirpur, Dhaka – 1216.