24/08/2017
যুবক-যুবতীদের মধ্যে বিবাহের পূর্বে প্রেম বিষয়ে কিছু ভ্রান্ত আকিদা-বিশ্বাস রয়েছে। যেমনঃ
=> মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান।
=> কারো মনে আঘাত দিলে সে আঘাত লাগে কাবার ঘরে।
=> প্রেম স্বর্গীয়, প্রেম আসে স্বর্গ থেকে।
=> প্রেম পবিত্র।
=> নবীগণও প্রেম করেছেন। ইউসুফ-জোলেখা প্রেম করেছেন। (নাউজুবিল্লাহ)
ইত্যাদি এই ধরণের আরো বিভিন্ন ভ্রান্ত আকিদা-বিশ্বাস নামধারী মুসলিম যুবক-যুবতীদের মধ্যে রয়েছে।
তারা বিবাহবহির্ভূত প্রেমকে বৈধ করার জন্য এটাকে ধর্মের সাথে সংমিশ্রিত করে আজগুবি এবং ভিত্তিহীন কিছু প্রচারণা চালায়।
যেমনঃ
প্রেম স্বর্গীয়, প্রেম আসে স্বর্গ থেকে তাই প্রেম কি করে হারাম হয়?
ইউসুফ-জোলেখা প্রেম করেছেন, তাই ইউসুফ (আঃ) যদি নবী হয়ে প্রেম করতে পারেন তাহলে প্রেম তো অবশ্যই জায়েজ।
অনেক সুফী, বাউল, পীর/ফকির একটা গানের কথা বলেঃ
“প্রেম কইরাছেন ইউসুফ নবী...
তার প্রেমেতে জুলেখা বিবিগো!”
(নাউযুবিল্লাহি মিন যালিক)
এইটা পরিষ্কার একটা কুফুরী কথা ও আল্লাহর সম্মানিত একজন নবী ইউসুফ (আঃ) এর চরিত্র সম্পর্কে চরম মানহানি ও মিথ্যা অপবাদ।
ইউসুফ (আঃ) যেকোনো ধরণের অবৈধ প্রেম ভালোবাসা থেকে মুক্ত ছিলেন, বরং তিনি তার চরিত্রের কোন কলঙ্ক বহন করার চাইতে কারাগারে জীবন পার করে দেয়া অধিক পছন্দ করেছেন। – এই ঘটনা বিস্তারিত বর্ণিত হয়েছে সুরা ইউসুফে।
যেকোন একজন নবী বা রাসূল সম্পর্কে কোনো খারাপ বা কটু মন্তব্য করা, তাদেরকে হেয় করা, তাদের মানহানি করা – বড় ধরণের কুফুরী। এটা এমন কুফুরী যে, এর দারা সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে।
এছাড়া বিবাহ বহির্ভূত যত আজগুবি কথা সমাজে রটিত আছে সবই ভিত্তিহীন। এগুলো থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলিমের জন্য কর্তব্য।
একমাত্র বিবাহোত্তর স্বামী-স্ত্রীর মধ্যকার প্রেম-ভালোবাসা বৈধ এবং নেকীর কাজ।
নবী ﷺ বলেছেন, যখন স্বামী স্ত্রী একে অপরের প্রতি প্রেম এবং মহব্বতের সাথে দৃষ্টি বিনিময় করেন আল্লাহ সুবহানাল্লাহু তা'য়ালাও তাঁদের উভয়ের প্রতি রহমতের দৃষ্টি বর্ষণ করেন ! (বুখারী ৬১৯, তিরমিজি ১৪৭৯)