Suhena Akter HeNa

Suhena Akter HeNa Health is wealth..

30/08/2017

“ সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে॥ ” ———– বায়রন।

(৬৫) “ অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না॥ ” ———– সাইরাস।

(৬৬) “ কান্নায় অনন্ত সুখ আছে তাইতো কাঁদতে এত ভালোবাসি॥ ” ———– স্বামী বিবেকানান্দ।

(৬৭) “ জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই॥ ” ———– গীতা।

(৬৮) “ যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়॥ ” ——– জর্জ গ্রসভিল।

(৬৯) “ আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোন মূল্য নেই॥ ” ——– সুইফট।

(৭০) “ বন্ধুর সাথে এমন ব্যাবহার কর যেন বিচারকের শরণাপন্ন হতে না হয়॥ ” ———– প্লেটো।

(৭১) “ অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না॥ ” ———– জন বেকার।

25/08/2017

প্রশ্ন

তোমায় আমি দিতে পারি
এক আকাশ নীল,
তোমার জন্য হতে পারি
স্বর্ণ ডানার চিল,

এইবার একটু হাসো
খানিক ভালবাসো,
যাদু মাখা ঐ লোচনে
ঝরাও কেন আশু?

প্রসস্ত ঐ লালাটে
কেন পড়ে ভাজঁ ,
সুমিষ্ট সেই কন্ঠে
কেন ঝরে ঝাঝঁ?

কিসের মিছে অহমিকায়
নিজেকে পোড়াও?
কাদের সুখের জন্য
সবকিছু হারাও।

25/08/2017

2035 সালের বিয়ে হবে এ রকম

কাজী : তুমি কি তোমার ফেসবুক স্ট্যাটাস সিংগেল থেকে ম্যারিড করতে রাজি আছো? বলো একসেপ্ট? ছেলে : একসেপ্ট মেয়ে : একসেপ্ট কাজী : অভিনন্দন !!
স্টাইলিশ বয় ওরফে হাতভাঙ্গা মনু,৩০০০ ফলোয়ার, ৩৭ জন ফ্যামিলি মেম্বার, ৯০০ লাইক ওয়ালা প্রোফাইল পিকচার পাওয়া আইডি নিয়ে তোমার সহিত ম্যারিড স্ট্যাটাসশীপ করিবার রিকোয়েস্ট করিয়াছে, রাজি থাকলে মা বলো Accept মেয়ে :Accept কাজী:"আলহামদুলিল্লাহ" এঞ্জেল রোজ ওরফে রোজিনা বানু Accept করেছে, এবার বাবা তুমি বলো Confirm ছেলে : Confirm কাজী: Congratulations!! Your Profile has been Updated Successfully as married.
তোমরা এখন স্বামী স্ত্রী,এখন তোমরা তোমাদের বিয়ের ফটো আপলোড করতে পারো।

24/08/2017

যুবক-যুবতীদের মধ্যে বিবাহের পূর্বে প্রেম বিষয়ে কিছু ভ্রান্ত আকিদা-বিশ্বাস রয়েছে। যেমনঃ
=> মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান।
=> কারো মনে আঘাত দিলে সে আঘাত লাগে কাবার ঘরে।
=> প্রেম স্বর্গীয়, প্রেম আসে স্বর্গ থেকে।
=> প্রেম পবিত্র।
=> নবীগণও প্রেম করেছেন। ইউসুফ-জোলেখা প্রেম করেছেন। (নাউজুবিল্লাহ)
ইত্যাদি এই ধরণের আরো বিভিন্ন ভ্রান্ত আকিদা-বিশ্বাস নামধারী মুসলিম যুবক-যুবতীদের মধ্যে রয়েছে।
তারা বিবাহবহির্ভূত প্রেমকে বৈধ করার জন্য এটাকে ধর্মের সাথে সংমিশ্রিত করে আজগুবি এবং ভিত্তিহীন কিছু প্রচারণা চালায়।
যেমনঃ
প্রেম স্বর্গীয়, প্রেম আসে স্বর্গ থেকে তাই প্রেম কি করে হারাম হয়?
ইউসুফ-জোলেখা প্রেম করেছেন, তাই ইউসুফ (আঃ) যদি নবী হয়ে প্রেম করতে পারেন তাহলে প্রেম তো অবশ্যই জায়েজ।
অনেক সুফী, বাউল, পীর/ফকির একটা গানের কথা বলেঃ
“প্রেম কইরাছেন ইউসুফ নবী...
তার প্রেমেতে জুলেখা বিবিগো!”
(নাউযুবিল্লাহি মিন যালিক)
এইটা পরিষ্কার একটা কুফুরী কথা ও আল্লাহর সম্মানিত একজন নবী ইউসুফ (আঃ) এর চরিত্র সম্পর্কে চরম মানহানি ও মিথ্যা অপবাদ।
ইউসুফ (আঃ) যেকোনো ধরণের অবৈধ প্রেম ভালোবাসা থেকে মুক্ত ছিলেন, বরং তিনি তার চরিত্রের কোন কলঙ্ক বহন করার চাইতে কারাগারে জীবন পার করে দেয়া অধিক পছন্দ করেছেন। – এই ঘটনা বিস্তারিত বর্ণিত হয়েছে সুরা ইউসুফে।
যেকোন একজন নবী বা রাসূল সম্পর্কে কোনো খারাপ বা কটু মন্তব্য করা, তাদেরকে হেয় করা, তাদের মানহানি করা – বড় ধরণের কুফুরী। এটা এমন কুফুরী যে, এর দারা সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে।
এছাড়া বিবাহ বহির্ভূত যত আজগুবি কথা সমাজে রটিত আছে সবই ভিত্তিহীন। এগুলো থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলিমের জন্য কর্তব্য।
একমাত্র বিবাহোত্তর স্বামী-স্ত্রীর মধ্যকার প্রেম-ভালোবাসা বৈধ এবং নেকীর কাজ।
নবী ﷺ বলেছেন, যখন স্বামী স্ত্রী একে অপরের প্রতি প্রেম এবং মহব্বতের সাথে দৃষ্টি বিনিময় করেন আল্লাহ সুবহানাল্লাহু তা'য়ালাও তাঁদের উভয়ের প্রতি রহমতের দৃষ্টি বর্ষণ করেন ! (বুখারী ৬১৯, তিরমিজি ১৪৭৯)

09/08/2017

স্বামীর ভালবাসা ও প্রীতি অর্জন
করার জন্য মুসলিম নারীদেরকে কিছু
মূল্যবান উপদেশঃ
(১) বিভিন্ন উপলক্ষে স্বামীর হাতে,
কপালে চুম্বন করা।
(২) স্বামী বাইরে থেকে এলে সাথে
সাথে স্বাগতম জানানোর জন্য দরজায়
এগিয়ে আসা। তার হাতে কোন বস্তু
থাকলে তা নিজের হাতে নেয়ার
চেষ্টা করা।
(৩) সময় ও মেজাজ বুঝে স্বামীর সামনে
প্রেম-ভালবাসা মিশ্রিত বাক্যালাপ
করা। তার সামনে তার প্রশংসা করা।
সম্মান ও শ্রদ্ধা মূলক আচরণ করা।
(৪) স্বামীর পোশাক-আশাকের
পরিচ্ছন্নতার প্রতি বিশেষ খেয়াল
রাখা। (পরিচ্ছন্ন পুরুষ মানেই তার স্ত্রী
পরিস্কার-পরিচ্ছন্ন)। রান্নার ক্ষেত্রে
স্বামী যা পছন্দ করেন তা নিজ হাতে
প্রস্তুত করতে সচেষ্ট থাকা।
(৫) সর্বদা স্বামীর সামনে হাসি মুখে
থাকা।
(৬) স্বামীর জন্য নিজেকে সুসজ্জিত
রাখা। শরীরে দুর্গন্ধ থাকলে বা
রান্না ঘরের পোষাকে তার সম্মুখে
না যাওয়া। মাসিক ঋতুর সময়ও সুসজ্জিত
অবস্থায় থাকা।
(৭) স্বামীর সামনে কখনই নিজের
কন্ঠকে উঁচু না করা। নারীর সৌন্দর্য
তার নম্র কন্ঠে।
(৮) সন্তানদের সামনে স্বামীর প্রশংসা
ও গুণগান করা।
(৯) নিজের এবং স্বামীর পিতা-
মাতা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের
সামনে আল্লাহর কৃতজ্ঞতার সাথে
সাথে স্বামীর প্রশংসা করা ও তার
শ্রেষ্ঠত্ব তুলে ধরা। কখনই তার বিরুদ্ধে
তাদের নিকট অভিযোগ না করা।
(১০) সুযোগ বুঝে স্বামীকে নিজ হাতে
লোকমা তুলে খাওয়ানো।
(১১) কখনো স্বামীর আভ্যন্তরীন গোপন
বিষয় অনুসন্ধান না করা। কেননা পবিত্র
কুরআনের সুরা হুজুরাতের ১৩নং আয়াতে
আল্লাহ্ বলেন, তোমরা কারো গোপন
বিষয় অনুসন্ধান কর না।” আর নবী
(ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
বলেন, তোমরা কারো প্রতি কুধারণা
থেকে বেঁচে থাক। কেননা ধারণা
সবচেয়ে বড় মিথ্যা।”
(১২) স্বামী কখনো রাগান্বিত হলে চুপ
থাকার চেষ্টা করা। সম্ভব হলে তার
রাগ থামানোর চেষ্টা করা। যদি সে
নাহক রেগে থাকে তবে অন্য সময় তার
মেজাজ বুঝে সমঝোতার ব্যবস্থা করা।
(১৩) স্বামীর মাতাকে নিজের পক্ষ
থেকে (সাধ্যানুযায়ী) কিছু হাদিয়া-
উপহার প্রদান করা।
(১৪) সম্পদশালী হয়ে থাকলে স্বামীর
অভাব অনটনের সময় তাকে সহযোগিতা
করা।
(১৫) স্বামীর অনুমতি ছাড়া; কখনই নিজ
গৃহ থেকে বের না হওয়া।
(১৬) স্বামীর নির্দেশ পালন, তার এবং
তার সংসারের খেদমত প্রভৃতির
মাধ্যমে আল্লাহর কাছে প্রতিদানের
আশা করা।
আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের
সকল মুসলিম মেয়েদেরকে মূল্যবান এই
নসীহতগুলো মেনে চলার তৌফিক দাণ
করুক। আমিন

19/07/2017

এই ১০টি ওষুধ সবসময় আপনার বাসায় রাখবেন;
==============================
১. প্যারাসিটামল (Paracetamol)
২. ট্রামাডল (Tramadol)
৩. টাইমনিয়াম মিথাইলসালফেট (Tiemonium Methylsulfate)
৪. এসোমিপ্রাযল/ ওমিপ্রাযল (Esomeprazole/omeprazole)
৫. অ্যালুমিনিয়াম হাইডঅক্সাইড (Aluminium hydroxide suspension)
৬. ওরস্যালাইন (Oral Rehydration Saline)
৭. ফেক্সোফেনাডিন/রুপাটাডিন (Fexofenadine/ Rupatadine)
৮. সিলভার সালফাডায়াযিন অয়ন্টমেন্ট (Silver sulfadiazine ointment)
৯. পোভিডন-আয়োডিন মলম (Povidone-iodine ointment)
১০. অ্যাসপিরিন (Aspirin)

★★ প্যারাসিটামল (Paracetamol)
জ্বরের জন্য প্রথমে একটি প্যারাসিটামল খেতে পারেন। জ্বর বাড়লে (

16/07/2017

সেই কবে থেকে জ্বলছি
জ্ব’লে জ্ব’লে নিভে গেছি ব’লে
তুমি দেখতে পাওনি ।

সেই কবে থেকে দাঁড়িয়ে রয়েছি
দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতিস্তম্ভের মতো ভেঙে পড়েছি ব’লে
তুমি লক্ষ্য করোনি ।

সেই কবে থেকে ডাকছি
ডাকতে ডাকতে স্বরতন্ত্রি ছিঁড়ে বোবা হয়ে গেছি ব’লে
তুমি শুনতে পাওনি ‘।

_________"হুমায়ুন আজাদ"

12/07/2017
03/07/2017

অচল প্রেমের পদ্য”

যুক্তি যখন আবেগের কাছে অকাতরে পর্যুদস্ত হতে থাকে,
কবি কিংবা যে কোনো আধুনিক মানুষের কাছে
সেইটা বোধ করি সবচেয়ে বেশি সংকোচ আর সঙ্কটের সময়।

হয় তো এখন আমি তেমনি এক নিয়ন্ত্রনহীন
নাজুক পরিস্থিতির মুখোমুখি,
নইলে এতদিন তোমাকে একটি চিঠিও লিখতে
না পারার কষ্ট কি আমারই কম!

মনে হয় মরণের পাখা গজিয়েছে।

10/06/2017

আকাশ সিরিজ

নির্মলেন্দু গুণ



শুধু তোমাকে একবার ছোঁব,
ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন।

শুধু তোমাকে একবার ছোঁব,
অহংকারে মুছে যাবে সকল দীনতা।

শুধু তোমাকে একবার ছোঁব,
স্পর্শসুখে লিখা হবে অজস্র কবিতা।

শুধু তোমাকে একবার ছোঁব,
শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।

শুধু তোমাকে একবার ছোঁব,
অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।

শুধু তোমাকে একবার ছোঁব,
তারপর হব ইতিহাস।

09/06/2017

তবু একটা চাওয়া...

শত-বার প্রানপণে চেয়েও,
একরত্তি প্রেম পাওয়া হলোনা কখনো!
ভেবে নিয়েছি__
একদিন ঐ হৃদয়প্রান্তে ভ্রমণ করবো-
ঝিনুক কুঁড়োনোর মতো করে
সবটুকু প্রেম' আমি কুঁড়িয়ে নিবো,
ভাবনার মতো করে একদিন চলেই গেলাম।
একি! যতোদূর দৃষ্টি যায় ধূ-ধূ প্রান্তর!
প্রেমের ছিটেফোঁটার দেখা নেই কোথাও
প্রেমহীন ঐ শুকনো মরুর বুকে
প্রেমের আবাদ করতে চাইলাম,
উত্তপ্ত সে হৃদয়' আমায় ফিরিয়ে দিলো-
হয়তো এমন রুক্ষপ্রান্তরই তার পছন্দ!

ফিরে এলাম__
অবুঝ আমি' বুঝে গেলাম সবকিছু।
আর কোন দ্বিধা নেই,
আর কখনো ভুল করেও
প্রেমপিয়াসী হবো না।
সত্যিই তো! তোমার মাঝে যা নেই,
তা তুমি কোথা হতে দিবে?
তবু একটা চাওয়া__
ঐ রুক্ষপ্রানের যত্ন তুমি নিও
যদি আমার মতো,
এমনি করে কখনো কেউ আসে-
তবে প্রেমিক-হৃদয় তৈরি করে
তারে' একটুখানি জায়গা করে দিও।

15/05/2017

চলতে চলতে এমন ব্যস্ততার মাঝেই
একদিন রুদ্ধ হবে আমার পথচলা
মিশে যাবো অনন্তকালের বাহুডোরে
পরিচিত হবো অস্পষ্ট এক নবজীবনের সাথে।
যে জীবনের সবটুকুই অদেখা, অদৃশ্য
চাইলেই এজীবনের কোন কিছুই সাথে নেওয়া যাবেনা,
নেওয়া যাবেনা প্রিয় মানুষদেরও
জানি আমায় ছাড়া ঠিকই থাকবে তুমি, সবকিছু;
হঠাৎ করেই অদেখা এক
নতুন জীবনে হারিয়ে যাবো এই আমি,
সেদিন শত ব্যস্ততার মাঝেও
রুদ্ধ হবে আমার পথচলা

Address

Golapgonj. Sylhet
Sylhet

Telephone

01724794712

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suhena Akter HeNa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram