Mount Adora Hospital

Mount Adora Hospital মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া
(09610 848484)
মাউন্ট এডোরা হসপিটাল, নয়াসড়ক
(09610 858585)

আগামী ১ নভেম্বর ২০২৫ ইং শনিবার থেকে মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেট -এ নিয়মিত রোগী দেখবেনমেডিসিন বিশেষজ্ঞডা. মোহাম্...
30/10/2025

আগামী ১ নভেম্বর ২০২৫ ইং শনিবার থেকে মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেট -এ নিয়মিত রোগী দেখবেন

মেডিসিন বিশেষজ্ঞ
ডা. মোহাম্মদ মোজাহারুল ইসলাম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমআরসিপি (লন্ডন), এমআরসিপি (গ্লাসগো), এমআরসিপি (এডিনবার্গ)
কনসালটেন্ট, মেডিসিন বিভাগ
সুনামগঞ্জ মেডিকেল কলেজ

রোগী দেখার সময়: শনি, মঙ্গল ও বৃহস্পতিবার (বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিট)
সিরিয়ালের জন্য: 09610848484, 01707-079717

মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট এবং ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস অফিস, সিলেট এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত।
30/10/2025

মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট এবং ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস অফিস, সিলেট এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত।

30/10/2025

লিভার সিরোসিস একটি নীরব ঘাতক! আপনার শরীরের রক্ত ​​পরিষ্কার এবং হজমের মতো হাজারো কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার যখন ক্ষতিগ্রস্থ হয়ে শক্ত ক্ষতে পরিণত হয়, তখন এই মারাত্মক রোগটি দেখা দেয়।

⚠️ সিরোসিসের প্রধান কারণগুলো জানুন:
অতিরিক্ত মদ্যপান 🍷

হেপাটাইটিস বি এবং সি (Hepatitis B & C)

ফ্যাটি লিভার রোগ 🍔: আজকাল সিরোসিসের অন্যতম প্রধান কারণ— অতিরিক্ত ফাস্ট ফুড, কোমল পানীয়, স্থূলতা এবং ডায়াবেটিসের কারণে লিভারে চর্বি জমা।

অন্যান্য কারণ: পিত্তনালীর রোগ বা কিছু অটোইমিউন রোগ।

🛑 মারাত্মক লক্ষণ দেখলে দেরি নয়:
প্রথম দিকে লক্ষণ না দেখালেও, এই লক্ষণগুলো দেখলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন:

জন্ডিস: চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া।

অ্যাসাইটিস: পেট ও পায়ে অস্বাভাবিকভাবে পানি জমা বা ফোলা।

বিভ্রান্তি ও ভুলে যাওয়া (মস্তিষ্কে টক্সিন জমার ফলে)।

খাদ্যনালী থেকে রক্তবমি (এটি অত্যন্ত জরুরি অবস্থা)।

ক্লান্তি ও খিদে কমে যাওয়া/ওজন হ্রাস।

✅ সুস্থ থাকার সহজ উপায় (সিরোসিস প্রতিরোধ):
সিরোসিসের কোনো নিরাময় না থাকলেও, এর অগ্রগতি থামানো সম্ভব। সচেতনতাই সুস্থ জীবন!

মদ্যপানকে 'না' বলুন।

হেপাটাইটিস টিকা নিন।

স্বাস্থ্যকর জীবনযাত্রা ও ওজন নিয়ন্ত্রণে রাখুন।

আপনার লিভার নীরব থাকতে পারে, কিন্তু তার যত্ন নেওয়া আপনারই দায়িত্ব। নিয়মিত লিভার পরীক্ষা করান, সুস্থ থাকুন।

সচেতনতায়, মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট।

30/10/2025
আজ, ২৯ অক্টোবর - বিশ্ব স্ট্রোক দিবস 🧠!✅ স্ট্রোক বিশ্বজুড়ে মৃত্যু এবং দীর্ঘমেয়াদী অক্ষমতার অন্যতম প্রধান কারণ, কিন্তু য...
29/10/2025

আজ, ২৯ অক্টোবর - বিশ্ব স্ট্রোক দিবস 🧠!
✅ স্ট্রোক বিশ্বজুড়ে মৃত্যু এবং দীর্ঘমেয়াদী অক্ষমতার অন্যতম প্রধান কারণ, কিন্তু যদি আমরা দ্রুত পদক্ষেপ নিই, তবে এটি প্রায়শই চিকিৎসাযোগ্য এবং প্রতিরোধযোগ্য!
🚨 স্ট্রোক এর লক্ষণগুলো জানুনঃ F.A.S.T. মেথড মনে রাখুন!
-------------------------------------------------------------
F → Face (মুখ): মুখের একদিক কি ঝুলে গেছে?
A → Arms (হাত): ব্যক্তি কি দুটি হাত উপরে তুলতে পারছেন? একটি হাত কি নিচে নেমে যাচ্ছে?
S → Speech (কথা): কথা কি জড়িয়ে যাচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে?
T → Time (সময়): উপরের ৩ টি লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে, অবিলম্বে বিশেষজ্ঞ ডাক্তার অথবা কাছের হাসপাতালে রোগীকে নিয়ে যান।
✅ স্ট্রোক প্রতিরোধে করণীয়ঃ
-------------------------------------------------------------
→ রক্তচাপ নিয়মিত মাপুন এবং নিয়ন্ত্রণে রাখুন।
→ ডায়াবেটিস থাকলে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করুন।
→ ধূমপান ও তামাকজাত দ্রব্য পরিহার করুন।
→ লবণ কম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন।
→ নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন।
→ মানসিক চাপ কমাতে রিলাক্সেশন/ধ্যান করুন।
→ হার্ট ও কোলেস্টেরল পরীক্ষা নিয়মিত করুন।
💬 হসপিটাল সেবা পেতে রাতদিন সাতদিন কল করুন: 09610848484, 01707-079717

ডা. সালমা আক্তার গাইনি এন্ড অবস্ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট এর পক্ষ থেকে ...
27/10/2025

ডা. সালমা আক্তার গাইনি এন্ড অবস্ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।

Address

Mount Adora Hospital, Akhalia
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Mount Adora Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mount Adora Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

মাউন্ট এডোরা হসপিটাল

তুলনামুলক কম খরচে নির্ভুলভাবে রোগ নির্ণয়ে মাউন্ট এডোরা হসপিটাল একটি নির্ভরযোগ্য নাম।

আমাদের ডায়াগনস্টিক সেবা সমুহঃ

১। সিমেন্স জার্মানির ১.৫ টেসলা, ৪৮ চ্যানেল এম আর আই ।

২। সিমেন্স জার্মানির ১২৮ স্লাইস সিটি স্ক্যান