24/11/2025
🔵আপনি জ্বীন, যাদু, বদনজর, হাসাদ ইত্যাদিতে আক্রান্ত কিনা কিভাবে বুঝবেন..?
রুক্বইয়াহ কেন করবেন❓
➡️জিনের আসর
➡️বদনজর
➡️কালো যাদু
➡️বান মারা
➡️দাম্পত্য কলহ
➡️পারিবারিক অশান্তি
➡️বিয়ে না হওয়া
➡️বিয়ের প্রস্তাব না আসা
➡️বিয়ের আলাপ বাধাগ্রস্থ হওয়া
➡️ওয়াসওয়াসা
➡️ইবাদতে অনাগ্রহ
➡️ডিপ্রেশন
➡️ব্যবসায় বা চাকুরিতে জটিলতা
➡️মেডিকেল চিকিৎসার পরও রোগ না ছাড়া
🔸ইত্যাদি শারীরিক ও মানসিক সমস্যায় শারইয়্যাহ সম্মত একমাত্র চিকিৎসা রুক্বইয়াহ করাতে পারেন।
রুক্বইয়াহ কিভাবে করা হয়❓
কোরআনের আয়াত, আল্লাহর নামের যিকর, হাদিসে রাসূল ﷺ সাহাবাদের আমল এবং সালাফে সালেহীন থেকে বর্ণিত দোয়া পাঠ করার মাধ্যমে সম্পূর্ণ শারইয়্যাহ মেনে রুক্বইয়াহ করা হ
👉যদি আপনার সাথে নিম্নোক্ত লক্ষণসমূহ মিলে যায় তাহলে বুঝবেন আপনার জ্বীন, যাদু, বদনজর ইত্যাদি প্যারানরমাল সমস্যা রয়েছেঃ
➡️ঘাড়ে, পিঠের উপরের অংশে ব্যথা।
➡️মেরুদন্ডের নিচের দিকে ব্যথা।
➡️চোখের অবস্থার অস্বাভাবিকতা।
➡️পেটে বিভিন্ন সমস্যা লেগেই থাকে।
➡️ঋতুস্রাবের অস্বাভাবিকতা (কম/বেশি, প্রচন্ড যন্ত্রণা ইত্যাদি)।
➡️পুরুষদের প্রস্রাবে সমস্যা (Infection)।
➡️তীব্র মাথা যন্ত্রণা, ঔষধে তেমন কাজ হয় না।
➡️শরীরের বিভিন্ন স্থানে ব্যথা।
➡️রুচি ও ক্ষুধা কমে যাওয়া, সর্বদা পেট ভরাভরা অনুভব।
➡️পেটে কোনো সমস্যা/অসুখ আছে, টেস্টে ধরা পড়ে না।
➡️স্বামী/স্ত্রী/পরিবার/সমাজের প্রতি প্রচন্ড বিতৃষ্ণা/বিরক্তি অনুভব।
➡️ বিকেলে/সন্ধ্যার দিকে প্রচন্ড বিষন্নতা, মেজাজ খারাপ থাকা।
➡️মাথা সবসময় ভারী হয়ে থাকা।
➡️মাথায় প্রচন্ড উত্তাপ অনুভব।
➡️প্রচন্ডভাবে ওয়াসওয়াসা বেড়ে যাওয়া।
➡️ইবাদত বন্দেগীতে প্রচন্ড অনীহা, অস্বস্তি।
➡️ইবাদত বন্দেগীতে সমস্যার বৃদ্ধি।
➡️কোনো রোগ দীর্ঘ্য-চিকিৎসায় ভালো না হওয়া।
➡️শরীরে (ঘামে) পোড়া-পোড়া গন্ধ।
➡️ঠিকভাবে ঘুম না হওয়া।
➡️ভয়ঙ্কর স্বপ্ন দেখা।
➡️স্বপ্নে কোনো কিছু খাওয়া।স্বপ্নে কোনো কিছুতে ধাওয়া করা (হিংস্র প্রাণী, সরীসৃপ ইত্যাদি)।
➡️স্বপ্নে গোরস্থান বা কোনো নির্জন স্থানে নিজেকে বারবার দেখা।
➡️স্বপ্নে নিজেকে পুকুর, খাল, নদী, সমুদ্র ইত্যাদিতে নামতে দেখা।
☎️অভিজ্ঞ রাক্বির মাধ্যম রুক্বইয়াহ সেবা নিতে কল/হোয়াটসঅ্যাপ করুন 01621265722
রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার সিলেট।
ঠিকানাঃ নবারুন২২৯,উপশহর রোড, (সাফরণ রেস্টুরেন্ট এর পাশে) শিবগঞ্জ, সিলেট।
☎️হেল্পলাইনঃ 01780-255535
আল্লাহ সুবহানা-আল্লাহু তা'আলা আমাদের সবাইকে বদনজর, জ্বিন, যাদু ও যাদুকরদের হাত থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।