Ruqyah and hijama centre sylhet -রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার সিলেট

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • Ruqyah and hijama centre sylhet -রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার সিলেট

Ruqyah and hijama centre sylhet -রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার সিলেট এখানে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন হিজামা স্পেশালিস্ট ও রাক্বী দ্বারা হিজামা ও রুকইয়াহ করা হয়।

এখানে কম খরচে অতি যত্ন সহকারে হিজামা(শিংগা লাগানো হয়) যা স্বাস্থের জন্য ভালো উপকারি এবং এটা রাসুলুল্লাহ (স:) এর একটি অন্যতম সুন্নতি চিকিতসা পদ্বতি

লন্ডন প্রবাসী কয়েছ ভাই বিভিন্ন সমস্যার জন্য হিজামা নিলেন, আল্লাহ ভাইকে পরিপূর্ণ শিফা দান করুন আমিন।
27/11/2025

লন্ডন প্রবাসী কয়েছ ভাই বিভিন্ন সমস্যার জন্য হিজামা নিলেন, আল্লাহ ভাইকে পরিপূর্ণ শিফা দান করুন আমিন।

🔵আপনি জ্বীন, যাদু, বদনজর, হাসাদ ইত্যাদিতে আক্রান্ত কিনা কিভাবে বুঝবেন..?রুক্বইয়াহ কেন করবেন❓➡️জিনের আসর➡️বদনজর➡️কালো যাদ...
24/11/2025

🔵আপনি জ্বীন, যাদু, বদনজর, হাসাদ ইত্যাদিতে আক্রান্ত কিনা কিভাবে বুঝবেন..?

রুক্বইয়াহ কেন করবেন❓

➡️জিনের আসর
➡️বদনজর
➡️কালো যাদু
➡️বান মারা
➡️দাম্পত্য কলহ
➡️পারিবারিক অশান্তি
➡️বিয়ে না হওয়া
➡️বিয়ের প্রস্তাব না আসা
➡️বিয়ের আলাপ বাধাগ্রস্থ হওয়া
➡️ওয়াসওয়াসা
➡️ইবাদতে অনাগ্রহ
➡️ডিপ্রেশন
➡️ব্যবসায় বা চাকুরিতে জটিলতা
➡️মেডিকেল চিকিৎসার পরও রোগ না ছাড়া

🔸ইত্যাদি শারীরিক ও মানসিক সমস্যায় শারইয়্যাহ সম্মত একমাত্র চিকিৎসা রুক্বইয়াহ করাতে পারেন।

রুক্বইয়াহ কিভাবে করা হয়❓

কোরআনের আয়াত, আল্লাহর নামের যিকর, হাদিসে রাসূল ﷺ সাহাবাদের আমল এবং সালাফে সালেহীন থেকে বর্ণিত দোয়া পাঠ করার মাধ্যমে সম্পূর্ণ শারইয়্যাহ মেনে রুক্বইয়াহ করা হ

👉যদি আপনার সাথে নিম্নোক্ত লক্ষণসমূহ মিলে যায় তাহলে বুঝবেন আপনার জ্বীন, যাদু, বদনজর ইত্যাদি প্যারানরমাল সমস্যা রয়েছেঃ
➡️ঘাড়ে, পিঠের উপরের অংশে ব্যথা।
➡️মেরুদন্ডের নিচের দিকে ব্যথা।
➡️চোখের অবস্থার অস্বাভাবিকতা।
➡️পেটে বিভিন্ন সমস্যা লেগেই থাকে।
➡️ঋতুস্রাবের অস্বাভাবিকতা (কম/বেশি, প্রচন্ড যন্ত্রণা ইত্যাদি)।
➡️পুরুষদের প্রস্রাবে সমস্যা (Infection)।
➡️তীব্র মাথা যন্ত্রণা, ঔষধে তেমন কাজ হয় না।
➡️শরীরের বিভিন্ন স্থানে ব্যথা।
➡️রুচি ও ক্ষুধা কমে যাওয়া, সর্বদা পেট ভরাভরা অনুভব।
➡️পেটে কোনো সমস্যা/অসুখ আছে, টেস্টে ধরা পড়ে না।
➡️স্বামী/স্ত্রী/পরিবার/সমাজের প্রতি প্রচন্ড বিতৃষ্ণা/বিরক্তি অনুভব।
➡️ বিকেলে/সন্ধ্যার দিকে প্রচন্ড বিষন্নতা, মেজাজ খারাপ থাকা।
➡️মাথা সবসময় ভারী হয়ে থাকা।
➡️মাথায় প্রচন্ড উত্তাপ অনুভব।
➡️প্রচন্ডভাবে ওয়াসওয়াসা বেড়ে যাওয়া।
➡️ইবাদত বন্দেগীতে প্রচন্ড অনীহা, অস্বস্তি।
➡️ইবাদত বন্দেগীতে সমস্যার বৃদ্ধি।
➡️কোনো রোগ দীর্ঘ্য-চিকিৎসায় ভালো না হওয়া।
➡️শরীরে (ঘামে) পোড়া-পোড়া গন্ধ।
➡️ঠিকভাবে ঘুম না হওয়া।
➡️ভয়ঙ্কর স্বপ্ন দেখা।
➡️স্বপ্নে কোনো কিছু খাওয়া।স্বপ্নে কোনো কিছুতে ধাওয়া করা (হিংস্র প্রাণী, সরীসৃপ ইত্যাদি)।
➡️স্বপ্নে গোরস্থান বা কোনো নির্জন স্থানে নিজেকে বারবার দেখা।
➡️স্বপ্নে নিজেকে পুকুর, খাল, নদী, সমুদ্র ইত্যাদিতে নামতে দেখা।

☎️অভিজ্ঞ রাক্বির মাধ্যম রুক্বইয়াহ সেবা নিতে কল/হোয়াটসঅ্যাপ করুন 01621265722

রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার সিলেট।
ঠিকানাঃ নবারুন২২৯,উপশহর রোড, (সাফরণ রেস্টুরেন্ট এর পাশে) শিবগঞ্জ, সিলেট।
☎️হেল্পলাইনঃ 01780-255535

আল্লাহ সুবহানা-আল্লাহু তা'আলা আমাদের সবাইকে বদনজর, জ্বিন, যাদু ও যাদুকরদের হাত থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।

24/11/2025

আমার বড় ছাছা মোঃ কুতুবউদ্দিন সাহেবের ইন্তেকাল হয়েছে, ইন্না-লিল্লাহ, মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন আমিন।

চৌকি দেখি সিলেট থেকে, লন্ডন প্রবাসী মাসুক আহমদ সাহেব বিভিন্ন সমস্যার জন্য হিজামা নিলেন, আল্লাহ উনাকে শিফা দান করুন আমিন।
22/11/2025

চৌকি দেখি সিলেট থেকে, লন্ডন প্রবাসী মাসুক আহমদ সাহেব বিভিন্ন সমস্যার জন্য হিজামা নিলেন, আল্লাহ উনাকে শিফা দান করুন আমিন।

11/11/2025

আজ মাগরিব থেকে শুরু হবে চলতি মাসের হিজামার শেষ সুন্নাহ ডেট চলবে আগামীকাল সারাদিন, যোগাযোগ করুন ০১৭১৫২৫০৬৬০

09/11/2025

এই মাসের হিজামা সুন্নাহ তারিখের আর মাত্র ২ দিন বাকি

27/10/2025

🌸🌙 আলহামদুলিল্লাহ! এক অলৌকিক আরোগ্যের গল্প 🌙🌸

একজন মহিলা রুগী, যিনি একসময় ছিলেন সম্পূর্ণ স্বাভাবিক —
কিন্তু সময়ের সাথে সাথে তার জীবন অন্ধকারে নিমজ্জিত হতে থাকে...

ধীরে ধীরে তিনি কথা বলা বন্ধ করে দেন,
তারপর শ্রবণশক্তি হারান,
আর এক সময় দৃষ্টি শক্তিও হারিয়ে ফেলেন।

মানবিক ও চিকিৎসাগত সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর,
পরিবার তাকে নিয়ে আসে আমাদের রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার, সিলেট-এ।

💧 এখানে আমরা কোনো জাদু বা কুসংস্কার নয় —
শুধু কুরআনের আয়াত, দোয়া এবং রাসূলুল্লাহ ﷺ প্রদত্ত রুকইয়াহ পদ্ধতি দ্বারা চিকিৎসা শুরু করি।

🌿 প্রতিটি সেশনে কুরআনের শব্দ তার আত্মাকে নাড়া দিতে শুরু করে,
আল্লাহ তাআলার রহমত ও বরকতে
ধীরে ধীরে তার অবস্থা পরিবর্তন হতে থাকে…

🔹 তিনি আবার শব্দ শুনতে শুরু করেন,
🔹 চোখের দৃষ্টি ফিরে পান,
🔹 কথা বলতে সক্ষম হন!

আজ তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন।
এই পরিবর্তন আল্লাহর ইচ্ছা ও কুরআনের শিফার বাস্তব প্রমাণ।
আলহামদুলিল্লাহ! 🤲

---

🌙 রুকইয়াহ কী?
রুকইয়াহ হলো এমন এক আধ্যাত্মিক চিকিৎসা, যেখানে কুরআনের আয়াত ও সহিহ দোয়ার মাধ্যমে জিন, জাদু, নজর ও মানসিক/শারীরিক সমস্যার চিকিৎসা করা হয়।
এটি রাসূলুল্লাহ ﷺ দ্বারা প্রমাণিত একটি হালাল ও কার্যকর চিকিৎসা পদ্ধতি।

🌿 রুকইয়াহর উপকারিতা:
✅ জিন, জাদু ও নজরের প্রভাব থেকে মুক্তি
✅ মানসিক উদ্বেগ, ভয় ও দুঃস্বপ্ন দূরীকরণ
✅ শারীরিক ব্যথা, ক্লান্তি ও দুর্বলতায় আরাম
✅ আত্মিক প্রশান্তি ও ঈমানের দৃঢ়তা বৃদ্ধি
✅ ঘরোয়া পরিবেশে শান্তি ও বরকত বৃদ্ধি

---

📍 ঠিকানা:
🕌 রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার, সিলেট
নবারুণ ২২৯, সাফরণ রেস্টুরেন্ট এর পাশে, (উপশহর রোড) শিবগঞ্জ, সিলেট।

📞 যোগাযোগ: ০১৭৮০-২৫৫৫৩৫

✨ “আর আমরা কুরআনে যা নাযিল করি, তা মুমিনদের জন্য শিফা ও রহমত।”
— সূরা আল-ইসরা ১৭:৮২

💖 রুকইয়াহ — আল্লাহর কিতাবের মাধ্যমে আত্মা, মন ও শরীরের আরোগ্য। 💖

27/10/2025

আহকামুল হাকিমীন যে বা যারা আমাকে ধোঁকা দিয়েছে সে ব্যপারে তোমিই ভালো জান আর তোমিই তাদের বিচার করিও।

25/10/2025
এরিস্টো ফার্মার এরিয়া ম্যানেজার নুরুদদীন শিকদার ভাই সহ আরো অনেকে হিজামা নিলেন আল্লাহ সবাইকে শিফা দান করুন আমিন।
20/10/2025

এরিস্টো ফার্মার এরিয়া ম্যানেজার নুরুদদীন শিকদার ভাই সহ আরো অনেকে হিজামা নিলেন আল্লাহ সবাইকে শিফা দান করুন আমিন।

শফিক, রফিক (বাগ মারা)সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জানাব আবদুল বাছিত সাহেব বিভিন্ন সমস্যার জন্য হিজামা চিকিৎস...
12/10/2025

শফিক, রফিক (বাগ মারা)সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জানাব আবদুল বাছিত সাহেব বিভিন্ন সমস্যার জন্য হিজামা চিকিৎসা গ্রহণ করলেন, আল্লাহ উনাকে পরি পুর্ণ শিফা দান করুন আমিন।

Address

Ruqyah And Hijama Centre Sylhet, Nabarun-229, Sunarpara, Uposhohor Road
Sylhet
3100

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 14:30 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801780255535

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah and hijama centre sylhet -রুকইয়াহ এন্ড হিজামা সেন্টার সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category