Zaman Traders & Medical Services

Zaman Traders & Medical Services Best Quality Medicine, Surgical & Physiological Products Retail & Wholesaler . Helpline: 01611966001

20/06/2025
26/06/2022

শামছুর রহমান ময়না স্যার। শিশু সার্জারিতে সিলেট অঞ্চলের পাইওনিয়ার সার্জন। কাল রাতে একটি বেসরকারি হাসপাতালে করা urethroplasty রোগীর ফলোআপ শুনে রাত ১ঃ০০ টায় বাসায় ফিরে, স্ত্রী চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. আফরোজা রশীদ নিপার ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে শুয়ে পড়েন।

সিলেটে এখন বন্যার দূর্ভোগের শেষ নাই।আর শিশু সার্জারীর রোগীদের শেষ ভরসাস্থল শামছুর রহমান স্যারের ও বিকল্প নাই।সুতরাং, সারা দিনের ক্লান্ত শরীর এলিয়ে দেয়ার পর ঘুম সহজেই চলে আসে। রাত ৩ঃ০০ টায় বুকে চিন চিন সামান্য ব্যাথা অনুভব হয়। এরকম হওয়াটা অস্বাভাবিক মনে হয় নাই। পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করলেন। ব্যথা বাড়তে থাকল, প্রায় ঘন্টা খানেক পর বুকের উপর তিন মন ওজনের একটা পাথরের চাপ অনুভূত হল, তীব্র ব্যাথায় ঘুম ভেঙ্গে গেল।। এই বৃষ্টির রাতে,ঠান্ডা হাওয়ায় ও সারা শরীর ঘেমে উঠল। তারপর প্রায় অজ্ঞান হয়ে গেলেন।

শীতল, নিথর শরীর থেকে প্রাণ বায়ু অনেক আগেই বের হয়ে গিয়েছিল । ওসমানী মেডিকেল কলেজের আইসিইউতে জরুরি অবস্থায় ভর্তি করা হয়েছিল ঠিকই। কিন্তু, মৃতদেহে প্রাণ ফেরানোর কোন চিকিৎসা আজ অব্দি আবিষ্কৃত হয়নি, এরকম কিছু থাকলে উনাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দিতেন না সহকর্মীরা॥

ভাবতেই অবাক লাগে, গতকাল রাউন্ড দিয়েছেন, রুগী দেখেছেন, শিক্ষার্থীদের পড়িয়েছেন। সকাল আনুমানিক ১১ঃ৩০ ঘটিকার সময় ভাইস প্রিন্সিপাল ডা. শিশির চক্রবর্তী মহোদয়ের কক্ষে অনেকক্ষণ গল্প করেছিলেন।সিলেটের বন্যা পরিস্থিতি, ওসমানী মেডিকেলে পানি উঠাসহ সমসাময়িক অনেক কথাই বলেছিলেন। আজ তিনিই নির্বাক॥

আমাদের অত্যন্ত প্রিয়জন ও শ্রদ্ধাভাজন ডা. শামছুর রহমান ময়না স্যার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শিশু সার্জারী বিভাগ, সিলেট এম,এ,জি, ওসমানী মেডিকেল কলেজ; পরম করুণাময়ের আহবানে সাড়া দিয়ে আজ সকালে ইহলোক ত্যাগ করেন।

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন॥

সদা হাস‍্যোজ্জ্বল এই চিকিৎসক মানুষ হিসেব খুবই অমায়িক ও রোগী-বান্ধব ছিলেন।তাঁর দক্ষ সার্জারিতে এই অঞ্চলের অনেক জটিল শিশু রোগী সুস্থতা ফিরে পেয়েছেন। সিলেটে প্রথম Conjoined twin successfully separate করেছেন তিনিই। ডা. শামসুর রহমান স্যারের ডাক নাম ছিলো ময়না। উনি যখন পোস্টিং পেয়ে সিওমেক যোগ দেন, তখন সার্জারী বিশেষজ্ঞ প্রফেসর রফিকুন সালেহিন স্যার টাট্টা করে বলেছিলেন, "এই হাসপাতালের ময়না রোগীদের ( শিশু রোগীদের ) জন্য একজন 'ময়না' এসেছেন"।
সিলেটে ছোট বাচ্চাদেরকে আদর করে ময়না ডাকার রেওয়াজ আছে।
সত্যিকার অর্থেই তিনি সিলেট অঞ্চলের শিশুদের সার্জিক্যাল রোগের জন্য ফেরেশতার মতো আবির্ভূত হয়েছিলেন। তাঁর সূনিপূণ এবং নিখুঁত শৈল্য চিকিৎসার প্রশংসা সর্বজনবিদিত।

তিনি এক সময় শিক্ষক হিসাবে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের এনাটমি বিভাগে যোগ দেন ।সিওমেক কলেজে চালু থাকা পোস্টগ্রাজুয়েশন এমএস কোর্স স্টুডেন্টদের একমাত্র অভিভাবক তিনিই। সিলেটের শিশু সার্জারীর দিকপাল একজন Disciplined gentleman।পদোন্নতি বঞ্চিত থাকায় মনে দুঃখ ছিল। পরিকল্পনা ছিল, আগামী সেপ্টেম্বরে তাঁর সরকারী চাকুরীর পঁচিশ পূর্ণ হলে ইস্তফা দিবেন এবং সিলেটের শিশু সার্জারীর উন্নতির জন্য কিছু করবেন। স্থানীয় পাইওনিয়ার হসপিটালের বর্ধিতকরণের কাজে তত্ত্বাবধান করছিলেন এবং স্থায়ীভাবে চেম্বার করার ইচ্ছে ও ছিল।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২৫ তম ব্যাচের তুখোড় ছাত্র, ১৭তম বিসিএস ক্যাডার, ছাতকের কৃতি সন্তান ও দুই সন্তানের জনক এবং বিপিএ, সিলেট শাখার আজীবন সদস্য।অত্যন্ত সজ্জন, সদা হাস্যোজ্জল, প্রাণবন্ত একজন দক্ষ সার্জন আমাদের মাঝে থেকে অতি অল্প সময়ে চলে গেলেন। তাঁর মৃত্যুসংবাদ শুনে হতবিহ্বল সার্জন আর স্টাফরা বলছিলেন, 'এই শহরে ময়না স্যারের সমতুল্য পেডিয়াট্রিক সার্জন তৈরি হতে আরও অনেক সময় লাগবে। তাঁর এই শুন্যতা পুরণ হওয়ার নয়।সিলেটের এ এক অপূরণীয় ক্ষতি।'

গুণী এই চিকিৎসকের প্রথম জানাযার নামাজ বাদ আসর তাঁর দীর্ঘদিনের কর্মস্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও দ্বিতীয় জানাযার নামায বাদ এশা তাঁর স্থায়ী ঠিকানা চৌকিদেখী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

পরম করুণাময় তার অবিরত করুণা বর্ষণ করুন এই কামনা করি।

ℕ𝕠 𝕠𝕟𝕖 𝕜𝕟𝕠𝕨𝕤 𝕨𝕙𝕒𝕥 𝕔𝕠𝕞𝕖𝕤 𝕠𝕧𝕖𝕣 𝕞𝕖
𝕨𝕙𝕖𝕟 𝕀 𝕒𝕟𝕕 𝕥𝕙𝕒𝕥 𝕞𝕖𝕤𝕤𝕖𝕟𝕘𝕖𝕣 𝕤𝕡𝕖𝕒𝕜
𝕽𝖚𝖒𝖎

 # #এক মহিলার স্তনে সাপ কামড়ে ধরেছে রাতে ঘুমানোর সময়। মহিলা ভয়ে চিৎকার করতে করতে অজ্ঞান প্রায়। চিৎকার শুনে পরিবারের সবাই...
01/04/2022

# #এক মহিলার স্তনে সাপ কামড়ে ধরেছে রাতে ঘুমানোর সময়।

মহিলা ভয়ে চিৎকার করতে করতে অজ্ঞান প্রায়। চিৎকার শুনে পরিবারের সবাই এসে সাপটা মেরে ফেললো।

এরপর তাঁকে নিয়ে গেলো ওঝার কাছে। ওঝা বললেন -"এটা জিন সাপ "

১২ ঘন্টা ধরে ওঝার চিকিৎসা চললো।

-চোখে সরিষার তেল দিয়ে
-পায়ের নিচে লাঠি দিয়ে পিটিয়ে
-সারা গায়ে ঝাটার বাড়ি দিয়ে
বিষ নামানোর চিকিৎসা চললো।

এর মধ্যে রোগীর শ্বাসকষ্ট দেখা দিলো। সহ্য করতে না পেরে হাসপাতালে আসলো।

জরুরী বিভাগে আমি যখন পরীক্ষা করলাম দেখলাম তার চোখের পাতা পড়ে গিয়েছে, চোখে ঝাপসা দেখছে, শ্বাসকষ্ট হচ্ছে।

উল্লেখ্য, জরুরী বিভাগে থাকা অন্য রোগীর লোক এর মধ্যে বলে উঠলো,

" হসপিটালে নেইছাও ক্যান, আমাগির এলাকায় ডালিম কবিরাজ তো ১ ঘন্টায় বিষ নামায় দিতো"।
আমি তাকে থামালাম।

রোগীর লোককে বললাম, আপনার রোগীকে বিষাক্ত সাপে কামড়েছে।

সাপের বিষের ওষুধ সকল সদর হাসপাতালে থাকে। ফ্রি দেওয়া হয়।

আপনারা দেরী করে ফেলেছেন। ঝাড় ফূঁক দিয়ে সাপের বিষ নামানো যায় না।

দু:খজনক যে, অনেক দেরী হওয়ার কারণে চিকিৎসা দেয়ার পরও সেই রোগী মারা যায়।

এবং এরপরও সেই কবিরাজ এখনো তার ঝাড়ফুঁক বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন।

#বাঁচতে_হলে_জানতে_হবে ঃ

১। সাপের বিষ কখনো ঝাড়ফুঁক দিয়ে নামানো যায়না।

২।কবিরাজ যাদের ভাল করেছে বলে জানেন, তারা সবাই বিষ-হীন সাপের কামড় খেয়েছে।

৩। বিষাক্ত সাপের বিষ নষ্ট করার ওষুধ সকল সরকারি সদর হাসপাতালে ফ্রি দেয়া হয়।

৪।বিষাক্ত সাপ সন্দেহ হলে ক্ষতস্হানে মুখ লাগানো বা কাঁটা-ছেঁড়া করবেন না।

৫।যে হাত বা পায়ে কামড়েছে সেখানে গামছা বা ওড়না (দড়ি বা ফিতা নয়) দিয়ে বেঁধে দ্রুত হাসপাতালে নিয়ে আসুন।

৬।কামড়ানো হাত বা পা কম নাড়ানোর চেষ্টা করুন।

ডা. এস, এম, শিহাব উদ্দীন
মেডিকেল অফিসার।

লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

Happy New Year 2022.......
31/12/2021

Happy New Year 2022.......

 # #একমাস আগে মেয়ের বিয়েতে ৩৫০ মানুষকে দাওয়াত করে খানদানি খাবার খাইয়েছিলেন, শুক্রবার মায়ের যেয়াফত করে আরো ১৫০ মানুষের খা...
17/08/2021

# #একমাস আগে মেয়ের বিয়েতে ৩৫০ মানুষকে দাওয়াত করে খানদানি খাবার খাইয়েছিলেন, শুক্রবার মায়ের যেয়াফত করে আরো ১৫০ মানুষের খানার আয়োজন করেছিলেন, এই ৫০০ মানুষের মধ্যে শ'দুয়েক নিকটাত্মীয় ছিলো।

অথচ যখন করোনায় আক্রান্ত হলেন তিনি,
উনাকে দেখার মতো হাসপাতালে কেউই গেলেন না।
হাসপাতালে মারা যাওয়ার পর ৯ ঘন্টা ডেডবডি বেডে পরে ছিলো। কেউ একজনও আসেনি লাশটা অন্তত নিতে।😢

পরিশেষে স্বেচ্ছাসেবী সংগঠনের লোকেরা লাশটা গ্রহণ করে শেষ ঠিকানায় রেখে আসে।

কাকে খাওয়াচ্ছেন? কে আপনার আত্মীয়? আর সেচ্ছাসেবকদের পিছনে সমালোচনা, কুটনীতি আর বিপদে না ফেলে জীবিত থাকতে এমন কিছু করে যান, যাতে আপনার লাশটাকে অবহেলিত না হতে হয়।

যতক্ষণ দেহের মধ্যে প্রাণ থাকবে ততক্ষণ আত্মিয়ের অভাব থাকবে না। ঠিক যে মুহূর্তে প্রাণ দেহকে ত্যাগ করবে ,তখন দুনিয়ার সব আত্মীয় মানুষটার অস্তিত্বকে ত্যাগ করবে🙂
ওইটা শুধুই একটা লাশ💔

(Death has no age)

 # #জনপ্রিয় সঙ্গীত শিল্পী,বাংলা সিনেমার প্লে ব্যাক সম্রাট "এন্ডু কিশোর" এই নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের চিরতরে বি...
06/07/2020

# #জনপ্রিয় সঙ্গীত শিল্পী,বাংলা সিনেমার প্লে ব্যাক সম্রাট "এন্ডু কিশোর" এই নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের চিরতরে বিদায় জানিয়ে চলে গিয়েছেন, আজ..।।

কিন্তু, একটা কথা বলে দিতে পারি হে গুনী...আপনি বেঁচে থাকবেন আপনার অমর কৃতকর্মের মাঝে সৃষ্টির শেষ মুহুর্ত পর্যন্ত..।।

Address

Kumarpara Point
Sylhet
3100

Telephone

+8801611441197

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zaman Traders & Medical Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Zaman Traders & Medical Services:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram