Sylhet Nursing College,Sylhet

Sylhet Nursing College,Sylhet It is a official page of S.N.C, Sylhet. Here we publish the latest news & information about S.N.C

সিলেট নার্সিং কলেজের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী Sadia Aivey জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে...
02/04/2025

সিলেট নার্সিং কলেজের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী Sadia Aivey জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যোগদান করায়,সিনাক পরিবারের পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি🌹একই সাথে তার সর্বাঙ্গীণ মঙ্গল ও উত্তর-উত্তর সাফল্য কামনা করছি।সে যেনো তার মেধা ও মননশীলতার দ্বারা সাফল্যের সর্বোচ্চ শেখরে আরোহণ করতে পারে...

08/03/2025
দীর্ঘ দিন পর সিলেট নার্সিং কলেজ, সিলেট -এর ৬ষ্ট অধ্যক্ষ হিসেবে  জনাব কুলছুমা বেগম দায়িত্বভার নিতে যাচ্ছেন।সিলেট নার্সিং ...
10/11/2024

দীর্ঘ দিন পর সিলেট নার্সিং কলেজ, সিলেট -এর ৬ষ্ট অধ্যক্ষ হিসেবে জনাব কুলছুমা বেগম দায়িত্বভার নিতে যাচ্ছেন।সিলেট নার্সিং কলেজ বিগত প্রায় এক যুগেরও বেশী সময় পর একজন সুযোগ্য অধ্যক্ষ পেলাম। যিনি অত্যন্ত সৎ, যোগ্য ও দক্ষ। আমাদের বিশ্বাস তাঁর যোগ্য নেতৃত্বে সিলেট নার্সিং কলেজ আলোকিত হবো। সকল শিক্ষক , স্টুডেন্ট ও কর্মচারীরা তাঁকে সহযোগিতা করবো, এ আশা ব্যক্ত করছি।
উল্লেখ্য, গত ৩১/১০/২০২৪খ্রি: থেকে সিলেট নার্সিং কলেজ -এর অধ্যক্ষ পদটি শূন্য ছিলো।

Dolly Putul সিলেট নার্সিং কলেজের প্রাক্তন শিক্ষার্থী।তার সাথে ঘটে যাওয়া নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।ক...
13/10/2024

Dolly Putul সিলেট নার্সিং কলেজের প্রাক্তন শিক্ষার্থী।তার সাথে ঘটে যাওয়া নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।কালকের মধ্যে এই ঘটনার সুষ্টু সমাধান ও বিচার নাহলে সর্বস্তরের নার্স সমাজ যেকোনো ধরণের অ্যাকশনে যাবে✊

বিস্তারিত কমেন্টে...
#চ্যানেল24

14/09/2024

The power of Nursing Students🔥✊
Speech🗣️: Keya Chanda
B.Sc in Nursing (3rd Year)
Student of Sylhet Nursing College, Sylhet

➤Spread the speech all over the world to know about today's movement.

🎥: Motahar Hossain

22/01/2024

হেল্প পোস্ট
পরিচিত কোনো সুহৃদয়বান ব্যক্তি থাকলে সাড়া দিন প্লিজ🙏

এম আ: রহিম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সিং কর্মকর্তাদের নিকট এনজিওগ্রাম বিষয়ক তথ্য, পরামর্শ ও সাহায্য প্রার্থনা করছি।

বি: দ্র: রোগী আমার শ্বশুর।

ধন্যবাদান্তে,
মো: আলমগীর হোসেন (আকাশ)
এক্স সিনাকিয়ান
সিনিয়র স্টাফ নার্স,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
ভেড়ামারা, কুষ্টিয়া।

06/04/2023
07/01/2023

সিনাকের প্রাক্তন শিক্ষার্থী (৫ম ব্যাচ) Tamanna Liza এর বাবা আজ সন্ধ্যায় ইন্তেকাল করেছেন,ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।আমরা ওনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।আল্লাহ যেনো ওনাকে জান্নাত নসিব করেন,আমীন।আর শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানায় গভীর সমবেদনা...

ভর্তি কার্যক্রমের সময় বৃদ্ধি সংক্রান্ত নোটিশ।
27/06/2022

ভর্তি কার্যক্রমের সময় বৃদ্ধি সংক্রান্ত নোটিশ।

প্রিয় সিলেটের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক আবেদন। প্রিয় সিলেট নার্সিং কলেজের গর্বিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু...
21/06/2022

প্রিয় সিলেটের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক আবেদন।

প্রিয় সিলেট নার্সিং কলেজের গর্বিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু-আলাইকুম।

মেহেরবানী করে সকলে এগিয়ে আসুন প্লিজ!!
আপনারা জানেন সিলেটের বর্তমান বন্যা পরিস্থিতি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ। আজ এই দুঃসময়ে সিলেটবাসীর পাশে দাঁড়ানোর জন্য আপনাদের নিকট সাহায্য চাইতে বাধ্য হলাম। আপনারা অতীতেও মানবিকতার পরিচয় দিয়েছেন, বড় বড় দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ইতোমধ্যে খাবার ও খাবার পানির সংকটে পড়েছে সেখানকার মানুষ।
আমরা সবাই মিলে বাংলাদেশ সুতরাং সবাই মিলে আলো টেনে আনতে হবে ইন শা আল্লাহ।

১। আগামী ২১/০৬/২২ তারিখ, মঙ্গলবার রাত ১২ ঘটিকা পর্যন্ত ফান্ড কালেক্ট করবো।

২। ফান্ড কালেকশন হবে প্রতি ব্যাচের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে।

৩। ফান্ড সংগ্রহের পরে আবারো একটি মিটিং-এ সেগুলোর সুষ্ঠু বিতরন নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করা হবে। ( বিশেষ করে ত্রান সামগ্রী কী কী থাকবে এবং সেগুলোর বিতরনের পদ্ধতি কেমন হবে)

৪। পাশাপাশি হাসপাতাল থেকে ও ফান্ড কালেক্ট করার চেষ্টা করা।

৫। সিলেট নার্সিং কলেজের পক্ষে একটি হেলথ টিম প্রেরণ।

সিলেট নার্সিং কলেজের একজন গর্বিত স্টুডেন্ট হিসেবে আপনারা এগিয়ে আসবেন, আমি চাই ভালো থাকুক প্রাণের সিলেট,যেখানে মিশে আছে হাজার ও স্মৃতি 😒
আর তাই আপনারা নিজেদের মধ্যে তথ্যটি শেয়ার করবেন প্লিজ। আশা করি আমরা সিনিয়র-জুনিয়র সবাই মিলে আমাদের প্রিয় সিলেটের জন্য কিছু করতে পারবো ইন শা আল্লাহ।

অনুগ্রহ করে আপনার মুল্যবান সাহায্য পাঠাবেন আপনার ব্যাচ প্রতিনিধির বিকাশ, নগদ এবং রকেট-এর মাধ্যমে।

ব্যাচ প্রতিনিধির নাম ও মোবাইল ব্যাংকিং নাম্বার ঃ

১. মোঃ জাহিদুল ইসলাম (১ম ব্যাচ, সিনাক)
বিকাশ- 01515272352
নগদ- 01765207794
রকেট- 017652077947

২. সুরাইয়া প্রিয়াংকা (২য় ব্যাচ, সিনাক)
বিকাশ- 01790847284
নগদ- 01790847284

৩.মোঃ আলমগীর হোসেন আকাশ(৩য় ব্যাচ,সিনাক)
বিকাশ- 01729508015
নগদ- 01729508015
রকেট- 017295080155

৪.(ক)মোঃ দিদারুল ইসলাম (৪র্থ ব্যাচ, সিনাক)
বিকাশ- 01878072012
রকেট- 017678417498
৪. (খ) মোঃ সাইফুল ইসলাম (৪র্থ ব্যাচ, সিনাক)
নগদ- 01521461292
বিকাশ-01521461292

৫. রাবেয়া শিলা (৫ম ব্যাচ, সিনাক)
বিকাশ- 01704199259

৬. সঞ্জয় শুক্ল বৈদ্য (৬ষষ্ঠ ব্যাচ, সিনাক)
বিকাশ- 01779162453

৭. আতিক (৭ম ব্যাচ, সিনাক)
বিকাশ- 01997113040

মিডওয়াইফদের টাকা পাঠাবেন 👇
৮. রিখা রানী দাশ (মিডওয়াইফ, ৪র্থ ব্যাচ, সিনাক)
বিকাশ- 01731191150

বিঃদ্রঃ টাকা পাঠানোর সময় রেফারেন্সে আপনার নাম ও ব্যাচ উল্লেখ করলে ভালো হয়।

যেকোনো প্রয়োজনেঃ
মঈন আল শ্রাবন (সভাপতি, এস.ডব্লিউ.ও, সিনাক)
01787158481 (বিকাশ, নগদ, রকেট)

সার্বিক সহযোগিতায়ঃ এস.ডব্লিউ.ও, সিলেট নার্সিং কলেজ, সিলেট।
আয়োজনেঃ সিলেট নার্সিং কলেজ, সিলেট।

Address

Kajalshah, Sylhet Sadar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Nursing College,Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram