21/06/2022
প্রিয় সিলেটের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক আবেদন।
প্রিয় সিলেট নার্সিং কলেজের গর্বিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু-আলাইকুম।
মেহেরবানী করে সকলে এগিয়ে আসুন প্লিজ!!
আপনারা জানেন সিলেটের বর্তমান বন্যা পরিস্থিতি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ। আজ এই দুঃসময়ে সিলেটবাসীর পাশে দাঁড়ানোর জন্য আপনাদের নিকট সাহায্য চাইতে বাধ্য হলাম। আপনারা অতীতেও মানবিকতার পরিচয় দিয়েছেন, বড় বড় দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ইতোমধ্যে খাবার ও খাবার পানির সংকটে পড়েছে সেখানকার মানুষ।
আমরা সবাই মিলে বাংলাদেশ সুতরাং সবাই মিলে আলো টেনে আনতে হবে ইন শা আল্লাহ।
১। আগামী ২১/০৬/২২ তারিখ, মঙ্গলবার রাত ১২ ঘটিকা পর্যন্ত ফান্ড কালেক্ট করবো।
২। ফান্ড কালেকশন হবে প্রতি ব্যাচের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে।
৩। ফান্ড সংগ্রহের পরে আবারো একটি মিটিং-এ সেগুলোর সুষ্ঠু বিতরন নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করা হবে। ( বিশেষ করে ত্রান সামগ্রী কী কী থাকবে এবং সেগুলোর বিতরনের পদ্ধতি কেমন হবে)
৪। পাশাপাশি হাসপাতাল থেকে ও ফান্ড কালেক্ট করার চেষ্টা করা।
৫। সিলেট নার্সিং কলেজের পক্ষে একটি হেলথ টিম প্রেরণ।
সিলেট নার্সিং কলেজের একজন গর্বিত স্টুডেন্ট হিসেবে আপনারা এগিয়ে আসবেন, আমি চাই ভালো থাকুক প্রাণের সিলেট,যেখানে মিশে আছে হাজার ও স্মৃতি 😒
আর তাই আপনারা নিজেদের মধ্যে তথ্যটি শেয়ার করবেন প্লিজ। আশা করি আমরা সিনিয়র-জুনিয়র সবাই মিলে আমাদের প্রিয় সিলেটের জন্য কিছু করতে পারবো ইন শা আল্লাহ।
অনুগ্রহ করে আপনার মুল্যবান সাহায্য পাঠাবেন আপনার ব্যাচ প্রতিনিধির বিকাশ, নগদ এবং রকেট-এর মাধ্যমে।
ব্যাচ প্রতিনিধির নাম ও মোবাইল ব্যাংকিং নাম্বার ঃ
১. মোঃ জাহিদুল ইসলাম (১ম ব্যাচ, সিনাক)
বিকাশ- 01515272352
নগদ- 01765207794
রকেট- 017652077947
২. সুরাইয়া প্রিয়াংকা (২য় ব্যাচ, সিনাক)
বিকাশ- 01790847284
নগদ- 01790847284
৩.মোঃ আলমগীর হোসেন আকাশ(৩য় ব্যাচ,সিনাক)
বিকাশ- 01729508015
নগদ- 01729508015
রকেট- 017295080155
৪.(ক)মোঃ দিদারুল ইসলাম (৪র্থ ব্যাচ, সিনাক)
বিকাশ- 01878072012
রকেট- 017678417498
৪. (খ) মোঃ সাইফুল ইসলাম (৪র্থ ব্যাচ, সিনাক)
নগদ- 01521461292
বিকাশ-01521461292
৫. রাবেয়া শিলা (৫ম ব্যাচ, সিনাক)
বিকাশ- 01704199259
৬. সঞ্জয় শুক্ল বৈদ্য (৬ষষ্ঠ ব্যাচ, সিনাক)
বিকাশ- 01779162453
৭. আতিক (৭ম ব্যাচ, সিনাক)
বিকাশ- 01997113040
মিডওয়াইফদের টাকা পাঠাবেন 👇
৮. রিখা রানী দাশ (মিডওয়াইফ, ৪র্থ ব্যাচ, সিনাক)
বিকাশ- 01731191150
বিঃদ্রঃ টাকা পাঠানোর সময় রেফারেন্সে আপনার নাম ও ব্যাচ উল্লেখ করলে ভালো হয়।
যেকোনো প্রয়োজনেঃ
মঈন আল শ্রাবন (সভাপতি, এস.ডব্লিউ.ও, সিনাক)
01787158481 (বিকাশ, নগদ, রকেট)
সার্বিক সহযোগিতায়ঃ এস.ডব্লিউ.ও, সিলেট নার্সিং কলেজ, সিলেট।
আয়োজনেঃ সিলেট নার্সিং কলেজ, সিলেট।