Dr. Jannatul Fardous

Dr. Jannatul Fardous Join us on this journey towards wellness and stay informed about the latest in Health, Tips & Tricks.
(3)

05/01/2026

আলহামদুলিল্লাহ
আজ দিনের মধ্যে ৫টি Normal delivery হয়েছে।
এর মধ্যে ৩টি ছেলে বাবু ও ২টি মেয়ে বাবু জন্ম নিয়েছে।
এখনো আরও অনেকজনের ভর্তি আছে ডেলিভারির জন্য ।সবার জন্য দুয়া করবেন ।
আলহামদুল্লাহ—সবাই ভালো আছে।
সবাই দোয়া করবেন 🤍

📍 ঠিকানা:
Al-Jumira Hospital
New Bus Terminal side, Milk Vita Road,
Deola Asha Office-এর পাশে,
Deola, Tangail

📞 ফোন:
+8801719866977
+8801623142929

04/01/2026

সব কিছুর জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।
একের পর এক ডেলিভারি আল্লাহর রহমতে সফলভাবে সম্পন্ন হচ্ছে।আলহামদুলিল্লাহ ।
সবাই দোয়া করবেন—মা ও নবজাতকরা যেন সবসময় সুস্থ থাকে 🤍

📍 ঠিকানা:
Al-Jumira Hospital
New Bus Terminal side, Milk Vita Road,
Deola Asha Office-এর পাশে,
Deola, Tangail

📞 যোগাযোগ:
+8801719866977
+8801623142929

আলহামদুলিল্লাহ 🤍আমার রুগী আজ আমার মেয়ের জন্য ভালোবেসে কত কিছু নিয়ে এসেছে—ভেবে মনটা ভরে যায়। মানুষ আমাকে আর আমার পরিবা...
03/01/2026

আলহামদুলিল্লাহ 🤍
আমার রুগী আজ আমার মেয়ের জন্য ভালোবেসে কত কিছু নিয়ে এসেছে—ভেবে মনটা ভরে যায়। মানুষ আমাকে আর আমার পরিবারকে যে ভালোবাসা দেয়, তা সত্যিই অমূল্য। এই ভালোবাসা কোনো টাকা দিয়ে কেনা যায় না। এটা একমাত্র আল্লাহর অশেষ রহমত।

আজকেও একজন রুগী হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছেন—তার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এসেছে। আলহামদুলিল্লাহ। এমন খুশির খবরগুলোই আমাকে আরও কৃতজ্ঞ করে তোলে, আরও দায়িত্বশীল করে তোলে।

আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন। আমিন।

03/01/2026

মির্জাপুর ন্যাশনাল হাসপাতালে সবাই দুপুর ১২টার মধ্যে আসবেন।ইনশাআল্লাহ, ১২টার মধ্যেই আমি হাসপাতালে পৌঁছে যাবো।

👉 সিরিয়ালের জন্য কল করুন:
📞 01760-850060

📍 ঠিকানা:
আস্কাবরের পাশে,
সিএনজি স্টেশনের উল্টো পাশে,
পুরাতন বাস স্ট্যান্ড,
মির্জাপুর, টাঙ্গাইল।

03/01/2026

আলহামদুলিল্লাহ
আজ মোট ৭টি বাবু জন্ম নিয়েছে। আলহামদুলিল্লাহ—সবগুলো বাবুই ভালো আছে।
এর মধ্যে একটি বাবুর গলায় ৩টা cord পেঁচানো ছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে বাবুটিকে আল্লাহ সুস্থভাবেই রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ।
এই নেয়ামতের জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।
সবাই দোয়া করবেন, আর দয়া করে বেশি বেশি শেয়ার করবেন 🤍

📍 ঠিকানা:
Al-Jumira Hospital
New Bus Terminal side, Milk Vita Road,
Deola Asha Office-এর পাশে,
Deola, Tangail

📞 যোগাযোগ:
+8801719866977
+8801623142929

02/01/2026

আলহামদুলিল্লাহ সবাই শেয়ার করে দিবেন
উনি অনেকদিন ধরে চিকিৎসা করিয়েও যখন baby হচ্ছিল না, তখন অনেক কষ্ট আর হতাশা নিয়ে ছিলেন। ভিডিও দেখে, শেষ ভরসা হিসেবে আমার কাছে এসেছিলেন—নিজেও ভাবতে পারেননি যে মাত্র ১ মাসের মধ্যেই conceive হবে।সবাই উনাদের জন্য দুয়া করবেন যাতে সুস্থ ভাবে শেষ পর্যন্ত বাবুটা হয় ।
আজ একদিনেই ৩টি সুখবর পেলাম—baby conceive হয়েছে। আলহামদুলিল্লাহ।
এগুলো নিছক কিছু না—সবই আল্লাহর রহমত, আর আপনাদের দোয়ার বরকত।
আমার মন থেকে মনে হচ্ছে, ২০২৬ সাল ইনশাআল্লাহ অনেক ভালো যাবে—আপনাদের দোয়ায় 🤍
সবাই দোয়ায় রাখবেন।

📍 ঠিকানা:
Al-Jumira Hospital
New Bus Terminal side, Milk Vita Road,
Deola Asha Office-এর পাশে,
Deola, Tangail

📞 যোগাযোগ:
+8801719866977
+8801623142929

আপনি জানেন কি ছোট বাবুদের পেটে গ্যাস হলে এবং বমি করলে কি ওষুধ খাওয়াতে হবে এবং কি ডোজে খাওয়াতে হবে?নবজাতক শিশুর গ্যাসের স...
02/01/2026

আপনি জানেন কি ছোট বাবুদের পেটে গ্যাস হলে এবং বমি করলে কি ওষুধ খাওয়াতে হবে এবং কি ডোজে খাওয়াতে হবে?

নবজাতক শিশুর গ্যাসের সমস্যা:

SIMETHICONE PEDIATRIC DROP (FLACOL/
Semecon/Gasnil)

প্রতি কেজিতে ২ ফোঁটা। অর্থাৎ বাচ্চার ওজন
যদি ৩ কেজি হয় তবে তাকে দিতে হবে ৬ ফোঁটা
করে ৩ বার।

নবজাতক শিশুর বমির সমস্যা:
DOMPERIDONE PEDIATRIC DROP (OMIDON/
MOTIGUT/DOMIN/DON-A)

প্রতি কেজিতে ১ ফোঁটা।অর্থাৎ বাচ্চার ওজন যদি
৩ কেজি হয় তবে তাকে দিতে হবে ৩ ফোঁটা করে ৩
বার।
স্বাস্থ্যবিষয়ক সকল পরামর্শ পেতে পেজটিকে ফলো করুন এবং শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন।

02/01/2026

আলহামদুলিল্লাহ
আজ ৬টি ছেলে বাবু ও ১টি মেয়ে বাবু জন্ম নিয়েছে। আলহামদুলিল্লাহ ৭ টি বাবুই সুস্থ আছে, সব মা-ই ভালো আছেন।
বছরের প্রথম দিনেই এতগুলো বাবুর জন্ম—এর চেয়েও বড় কথা, সবাই সুস্থ।
সবার ভালোবাসা ও দোয়ার বরকতেই এটা সম্ভব হয়েছে। সবাই দোয়ায় রাখবেন 🤍

📍 ঠিকানা:
Al-Jumira Hospital
New Bus Terminal side, Milk Vita Road,
Deola Asha Office-এর পাশে,
Deola, Tangail

📞 ফোন:
+8801719866977
+8801623142929

আলহামদুলিল্লাহ 🤍আজ আল্লাহর অশেষ রহমতে ৫ জন ছেলে বাবু ও ১ জন মেয়ে বাবু জন্মগ্রহণ করেছে। এখন ৯ টার সময় ১ টা ছেলে বাবু আর...
01/01/2026

আলহামদুলিল্লাহ 🤍
আজ আল্লাহর অশেষ রহমতে ৫ জন ছেলে বাবু ও ১ জন মেয়ে বাবু জন্মগ্রহণ করেছে। এখন ৯ টার সময় ১ টা ছেলে বাবু আর ১ টা মেয়ে বাবু হলো ।১ তারিখে বছরের প্রথম ১ টা মেয়েতো হলো আলহামদুলিল্লাহ ।আল্লাহ সবাইকে সুস্থ ও নেক হায়াত দান করুন।আমিন।

এই মেয়ে বাবুটির নানা টাঙ্গাইলের বড় মসজিদে টানা ১০ বছর তারাবি নামাজ পড়িয়েছেন, আর মেয়ে বাবুর বাবা ঢাকায় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বীনের খেদমতে নিয়োজিত এই পরিবারকে আল্লাহ আরও কবুল করুন।

সবাই বাবু ও তাদের পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন ।আল্লাহ যেন সন্তানদের দ্বীনের আলোয় বড় করেন, নেক বান্দা হিসেবে কবুল করেন। 🤲
আমিন।

আজ ২০২৬ সালের ১লা জানুয়ারি।বিকেল পর্যন্ত আলহামদুলিল্লাহ ৪টি ছেলে বাবুর জন্ম হয়েছে। আজকে ইনশাআল্লাহ আরও ৩ টি বাবুর আশা ...
01/01/2026

আজ ২০২৬ সালের ১লা জানুয়ারি।
বিকেল পর্যন্ত আলহামদুলিল্লাহ ৪টি ছেলে বাবুর জন্ম হয়েছে। আজকে ইনশাআল্লাহ আরও ৩ টি বাবুর আশা করছি—দেখা যাক আল্লাহ কী দেন।

২৫ সাল শেষ হয়েছে ছেলে বাবু দিয়ে, আর ২৬ সালও শুরু হলো ছেলে বাবু দিয়েই। সবই আল্লাহর রহমত—ছেলে-মেয়ে দুটোই সমান রহমত।
তবুও মনের ভেতর থেকে খুব করে দোয়া করছি, আজকের বাকি বাবুগুলো যেন মেয়ে হয়। 🤍
মেয়ে বাবু আমার কাছে আল্লাহর এক বিশেষ আশীর্বাদ বলেই মনে হয়।

সবকিছুই আল্লাহর ইচ্ছা ও হুকুমে। তিনি যা দেন, সেটাই আমাদের জন্য সবচেয়ে উত্তম।

01/01/2026

আলহামদুলিল্লাহ
২০২৫ সালের শেষ বাবুটি একটি ছেলে বাবু দিয়ে শেষ হলো।
আলহামদুলিল্লাহ—বাবু সুস্থ আছে, বাবুর মা-ও সুস্থ আছেন।
এই নেয়ামতের জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। সবাই দোয়া করবেন 🤍

২০২৫ সাল আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে।
আজ শুরু হলো ২০২৬—ইনশাআল্লাহ আল্লাহ এই নতুন বছরে আরও ভালো, আরও কল্যাণকর কিছু আমাদের জন্য রেখেছেন।
সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা 🌸
সবাই দোয়ায় রাখবেন।

📍 ঠিকানা:
Al-Jumira Hospital
New Bus Terminal side, Milk Vita Road,
Deola Asha Office-এর পাশে,
Deola, Tangail

📞 যোগাযোগ:
+8801719866977
+8801623142929

অনলাইন ও অফলাইনে যাঁরা আমাকে দেখিয়েছেন / চিকিৎসা নিয়েছেন, শুধুমাত্র তাঁরাই এই পোস্টে কমেন্ট করবেন।আজ বছরের শেষ দিন।এই ...
31/12/2025

অনলাইন ও অফলাইনে যাঁরা আমাকে দেখিয়েছেন / চিকিৎসা নিয়েছেন, শুধুমাত্র তাঁরাই এই পোস্টে কমেন্ট করবেন।

আজ বছরের শেষ দিন।
এই পুরো বছরে আপনাদের সাথে আমার যে অভিজ্ঞতা হয়েছে—ভালো-মন্দ, হাসি-কান্না, আশা-ভরসা—সব মিলিয়ে কেমন লেগেছে, কেমন অনুভব করেছেন, সেটুকু দু’টি কথা কমেন্টে শেয়ার করলে খুব ভালো লাগবে।

আপনাদের ভালোবাসা, বিশ্বাস আর দোয়াই আমার কাজের সবচেয়ে বড় প্রেরণা।
নতুন বছরে আরও মনোযোগ, যত্ন আর আন্তরিকতা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই—ইনশাআল্লাহ।
সবাই আমার রোগীদের জন্য দোয়া করবেন 🤲

চেম্বারের ঠিকানা:
আল-জুমিরা হাসপাতাল
নিউ বাস টার্মিনাল সাইড, মিল্ক ভিটা রোড,
দেওলা আশা অফিসের পাশে,
দেওলা, টাঙ্গাইল।

যোগাযোগ:
📞 ০১৭১৯৮৬৬৯৭৭
📞 ০১৬২৩১৪২৯২৯

Address

Dawla, Milk Vita Road, Beside Asa Office
Tangail
1900

Telephone

+8801735766071

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Jannatul Fardous posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Jannatul Fardous:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category