Health Of Knowledge

Health Of Knowledge Dr.Babul Hossain(Babu)
D.H.M.S(Dhaka)
M.T.I.S (IAU)

Nasal Polyps?নাসাল পলিপাস (Nasal Polyps) হলো নাকের ভিতরের অংশে বা সাইনাসে তৈরি হওয়া নরম, অ-ক্যান্সারজনিত (benign) টিস্যু...
02/11/2025

Nasal Polyps?

নাসাল পলিপাস (Nasal Polyps) হলো নাকের ভিতরের অংশে বা সাইনাসে তৈরি হওয়া নরম, অ-ক্যান্সারজনিত (benign) টিস্যু বৃদ্ধিগুলো, যা দেখতে অনেকটা ছোট আঙুরের মতো হয়। এগুলো সাধারণত ব্যথাহীন, তবে শ্বাসকষ্ট, গন্ধ না পাওয়া, বা নাক বন্ধ হওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে।

নিচে বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো 👇

---

🧠 নাসাল পলিপাস কেন হয়

নাক ও সাইনাসের আস্তরণে দীর্ঘস্থায়ী প্রদাহের (chronic inflammation) কারণে এগুলো তৈরি হয়।
সম্ভাব্য কারণগুলো হলো —

দীর্ঘদিনের অ্যালার্জিক রাইনাইটিস (allergic rhinitis)

সাইনুসাইটিস (sinusitis) — সাইনাসে ইনফেকশন বা প্রদাহ

অ্যাজমা (asthma)

অ্যাসপিরিন বা NSAID ওষুধে অ্যালার্জি

ইমিউন সিস্টেমের সমস্যা

কখনও সিস্টিক ফাইব্রোসিস (cystic fibrosis) রোগে

---

⚠️ নাসাল পলিপাসের উপসর্গ

নাক বন্ধ থাকা (এক বা দুই পাশেই হতে পারে)

নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট

ঘন ঘন সর্দি বা নাক দিয়ে পানি পড়া

গন্ধ বা স্বাদ বোঝার ক্ষমতা কমে যাওয়া

মাথাব্যথা বা মুখের ভারী লাগা

নাক ডাকা (snoring)

দীর্ঘমেয়াদে মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস

---

🩺 নির্ণয় (Diagnosis)

ENT (কান-নাক-গলা) বিশেষজ্ঞ সাধারণত নাকের ভিতর এন্ডোস্কপি করে দেখতে পারেন।

CT স্ক্যান বা MRI করলে পলিপাসের অবস্থান ও আকার নির্ণয় করা যায়।

কখনও অ্যালার্জি টেস্ট বা ব্লাড টেস্ট করা হয় কারণ নির্ধারণের জন্য।

---

💊 চিকিৎসা

চিকিৎসা দুইভাবে হয় — ঔষধে এবং অপারেশনে।

🧴 ১. ঔষধে চিকিৎসা:

নাসাল স্টেরয়েড স্প্রে (যেমন mometasone, fluticasone): প্রদাহ কমায় ও পলিপ ছোট করে।

অ্যান্টিহিস্টামিন (অ্যালার্জি থাকলে)।

মৌখিক স্টেরয়েড (severe case এ স্বল্প সময়ের জন্য)।

নাক ধোয়ার স্যালাইন স্প্রে (nasal saline irrigation) — নাক পরিষ্কার রাখতে সহায়ক।

🔪 ২. অস্ত্রোপচার (Surgery):

যদি ওষুধে আরাম না হয়, তবে Endoscopic Sinus Surgery করা হয়। এতে পলিপাসগুলো কেটে ফেলা হয়।
তবে অপারেশনের পরও আবার হতে পারে, তাই দীর্ঘমেয়াদি follow-up ও ওষুধ চালিয়ে যাওয়া দরকার।

---

🛡️ যা করলে উপকার পাওয়া যায়

নাক পরিষ্কার রাখুন (স্যালাইন স্প্রে ব্যবহার করুন)।

ধুলো, ধোঁয়া ও অ্যালার্জি-সৃষ্টিকারী বস্তু এড়িয়ে চলুন।

অ্যালার্জি বা সাইনুসাইটিস থাকলে চিকিৎসা নিয়মিত করুন।

পর্যাপ্ত পানি পান করুন।

ডা. বাবুল হোসাইন(বাবু)
ডি,এইচ,এম,এস (ঢাকা)
এম,টি,আই,এস(ইআবি)

চেম্বার,
ইউনিট-১
চাঁদ হোমিও হল
যোগাযোগ : করিমগঞ্জ বাজার,মাকোরকোল,টাঙ্গাইল সদর।
মোবাইল নং : 01729-934535 /01614009133
ইউনিট-২
চাঁদ হোমিও হল
কচুয়াডাঙ্গা,এয়ারপোর্ট রোড,টাঙ্গাইল সদর।
মোবাইল নং:01729-934535 /01614009133

#হোমিও #

Address

Tangail

Telephone

+8801729934535

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Of Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram