25/02/2023
একটি শিশু কি তার অপরাধ ? কি দোষ করছিলো সে ? হায়দারাবাদ এর রাস্তায় কয়েক দিন আগে একটি শিশুকে নির্মমভাবে হত্যা করে তিন থেকে পাঁচ টা কুকুর। দয়া করে কথা গুলো শুনে যাবেন ...
আমি আজ মূর্খ শিক্ষিত সমাজকে কিছু কথা বলতে চাই। যারা কুত্তাকে (কুকুর) নিজেদের গৃহ পালিত পশুর চয়েও বেশি ভালোবেসে ফেলেছেন তাদের মন মানুশিকতা কতটা নিচে নেমে গেছে সেটাই দেখার বিষয়। যে সব পশু আমাদের পুষ্টি ও শক্তি যোগার করার জন্য দুধ দিচ্ছে, মাংস দিচ্ছে , কৃষি চাষে আমাদের সহযোগিতা করছে এবং আমারা নিজেরা স্বাবলম্বী হচ্ছি আর এই সব গৃহ পালিত পশুর থেকেও কুত্তা আমাদের পরম ভালোবাসার পাত্র হয়ে গেছে। এই কুত্তাকে আমাদের ঘরের ভেতর এমনকি নিজেদের বিছানায় জামাই আদর করে যত্ন করে রাখি। গোবরের গন্ধে যেখানে নাক সিটকে আসে সেখানে কুত্তাকে ঘরের ভেতর যত্ন সহকারে হাগু করিয়ে সেই হাগু আবার নিজেদের হাতে পরিষ্কার করি। জলাতংক রোগ যার কোন চিকিৎসা নাই সেই রোগটার বড় বাহক হোল এই কুত্তা। যে কিনা মানুষের বিশটা খেয়ে থাকে নির্লজ্জভাবে ও হাজার রকম টক্সিন থাকে তার মুখের নালায় । এখন বুঝতে পারছি আমার ধর্মে আমার ইসলামে কেন একে হারাম প্রাণী হিসেবে আখ্যায়িত করা হইছে যার শত শত ব্যাখ্যা পাওয়া যায়। কুত্তাকে ধ্বংস করতে হবে আমাদের বাস্তুসংস্থান থেকে তবেই আমাদের রাস্তা ঘাট বাড়ি ঘর আমাদের পরিবেশ নিরাপদ থাকবে ...... শাহরিয়ার খান