04/12/2025
ভুল যেই করুক;
ভুক্তভোগী আপনি এবং খেসারত আপনাকেই দিতে হবে ।
১. কম্পিউটার অপারেটরের ভুল !
২. ভোটার আইডিতে ভুল !
৩. জন্মনিবন্ধনে ভুল !
৪. জমি রেকর্ডে ভুল !
৫. দলিল লেখকের ভুল !
৬. পাসপোর্ট-এ ভুল !
৭. বিভিন্ন সনদে ভুল !
৮. ড্রাইভারের ভুল !
৯. বিল লেখকের ভুলে, বাড়তি বিল !
১০.........
১১..........
১২...........
এ সব ভুলের মাশল আপনাকেই দিতে হবে । ভুক্তভোগী আপনি এবং খেসারত আপনাকেই দিতে হবে এবং হয়রানির শিকার আপনাকেই হতে হবে ।
কারো কারো ভুলে আপনি স্থায়ী ক্ষতিগ্রস্ত হবেন-
১. অফিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার ইচ্ছাকৃত ভুলে আপনি ন্যায্য পাওয়ানা খেকে বঞ্চিত এবং ভবিষ্যৎ অনিশ্চিত,
২. পরিবারের কেউ ভুল করলে-
আপনার ভুল আপনারই,,,,, সে যেই করুক না কেন ।
-------- ডা: জহির ।
০৪.১২.২০২৫ খ্রী.