DR. ZAHIRUL ISLAM ZAHIR

DR. ZAHIRUL ISLAM ZAHIR Homeopathic treatment is the best treatment in the world.

ভুল যেই করুক; ভুক্তভোগী আপনি এবং খেসারত আপনাকেই দিতে হবে ।১. কম্পিউটার অপারেটরের ভুল  !২. ভোটার আইডিতে ভুল  !৩. জন্মনিবন...
04/12/2025

ভুল যেই করুক;
ভুক্তভোগী আপনি এবং খেসারত আপনাকেই দিতে হবে ।

১. কম্পিউটার অপারেটরের ভুল !
২. ভোটার আইডিতে ভুল !
৩. জন্মনিবন্ধনে ভুল !
৪. জমি রেকর্ডে ভুল !
৫. দলিল লেখকের ভুল !
৬. পাসপোর্ট-এ ভুল !
৭. বিভিন্ন সনদে ভুল !
৮. ড্রাইভারের ভুল !
৯. বিল লেখকের ভুলে, বাড়তি বিল !
১০.........
১১..........
১২...........
এ সব ভুলের মাশল আপনাকেই দিতে হবে । ভুক্তভোগী আপনি এবং খেসারত আপনাকেই দিতে হবে এবং হয়রানির শিকার আপনাকেই হতে হবে ।

কারো কারো ভুলে আপনি স্থায়ী ক্ষতিগ্রস্ত হবেন-
১. অফিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার ইচ্ছাকৃত ভুলে আপনি ন্যায্য পাওয়ানা খেকে বঞ্চিত এবং ভবিষ্যৎ অনিশ্চিত,
২. পরিবারের কেউ ভুল করলে-

আপনার ভুল আপনারই,,,,, সে যেই করুক না কেন ।

-------- ডা: জহির ।
০৪.১২.২০২৫ খ্রী.

যে যার স্থানে সবাই ব্যস্ত। অন্যের কাজের ব্যস্ততার অনুভূতি বুঝার সময়ও কম,,,
01/12/2025

যে যার স্থানে সবাই ব্যস্ত। অন্যের কাজের ব্যস্ততার অনুভূতি বুঝার সময়ও কম,,,

কথা দিয়ে কথা না রাখলে তুমি সারাজীবন’ই আমার কাছে মিথ্যাবাদী হয়ে থাকবে । তোমার কাছে কথা না রাখাটা একটা টেকনিক হতে পারে, কি...
24/11/2025

কথা দিয়ে কথা না রাখলে তুমি সারাজীবন’ই আমার কাছে মিথ্যাবাদী হয়ে থাকবে । তোমার কাছে কথা না রাখাটা একটা টেকনিক হতে পারে, কিন্তু আমার কাছে তুমি একটা মিথ্যাবাদী ও প্রতারক ।

ইদানিং কেমন যেন; বেশ লক্ষণীয় - আমরা আপনজন-বিশ্বাসী এবং কাছের মানুষের কাছ থেকে প্রতারণার শিকার হচ্ছি বা প্রতারিত হচ্ছি - ...
18/11/2025

ইদানিং কেমন যেন; বেশ লক্ষণীয় -

আমরা আপনজন-বিশ্বাসী এবং কাছের মানুষের কাছ থেকে প্রতারণার শিকার হচ্ছি বা প্রতারিত হচ্ছি - যা অবিশ্বাস্য ভাবনার বাইরে ।

বিষয়টা কেমন- নাহ,!

ইতর, নষ্ট-নষ্টা এবং গুড়া কৃমি ; এই তিন প্রজাতির মধ্যে যে কোন একটার পাল্লায় পড়লে লাইফ অর্ধেক এমনিতেই শেষ -----
16/11/2025

ইতর, নষ্ট-নষ্টা এবং গুড়া কৃমি ; এই তিন প্রজাতির মধ্যে যে কোন একটার পাল্লায় পড়লে লাইফ অর্ধেক এমনিতেই শেষ -----

চিন্তা- অপরের কারণে প্রদেয় মানসিক যাতনাই চিন্তা ।  চিন্তা- মানুষকে অসুস্থ করে তোলে এজন্য চিন্তাকে হাজার রোগের কারণ বলা হ...
14/11/2025

চিন্তা- অপরের কারণে প্রদেয় মানসিক যাতনাই চিন্তা । চিন্তা- মানুষকে অসুস্থ করে তোলে এজন্য চিন্তাকে হাজার রোগের কারণ বলা হয় । বিভিন্ন কারণে চিন্তা হয়ে থাকে তারমধ্যে সবচেয়ে ক্ষতিকারক চিন্তা বিশ্বস্ত ব্যক্তির অবিশ্বস্ত কার্যক্রম । চিন্তা রোগের ক্রণিক অবস্থান রয়েছে যাকে বলে দু:শ্চিন্তা ।

চিন্তাকে বিভিন্ন রোগের কারণ দায়ী করলেও, চিন্তার কারণকে কেউ মূখ্য হিসাবে আবার কেউ গৌণ হিসাবে দেখে ।

ভাবনা- নিজের মন থেকে মানসিক কর্মপরিকল্পনা এবং উদাসীন ভাব-ই ভাবনা ।

১৪.১১.০২৫ইং

আপনি বড্ড প্যারায় বা গ্যারাকলে আছেন যদি আপনার কাছের মানুষ- ১। অতিরিক্ত বেশী বুঝে২। আপনি যা বুঝাতে চাচ্ছেন তা না বুঝে উল্...
02/11/2025

আপনি বড্ড প্যারায় বা গ্যারাকলে আছেন যদি আপনার কাছের মানুষ-

১। অতিরিক্ত বেশী বুঝে
২। আপনি যা বুঝাতে চাচ্ছেন তা না বুঝে উল্টোটা বা অন্য বিষয় বুঝে ।
৩। কানে কম শোনে বা শোনে না
৪। চোখে কম দেখে বা দেখে না
৫। সন্দেহ প্রবণ ।

তোমার রঙের শেষ কোথায়------ডা: জহির ।তুমি আামার পর হলেআমি তোমার আপন থাকি কেমন করে।পাশে থাকার কথা বলে সরে সরে গেলেআমি তোমা...
01/11/2025

তোমার রঙের শেষ কোথায়
------ডা: জহির ।

তুমি আামার পর হলে
আমি তোমার আপন থাকি কেমন করে।
পাশে থাকার কথা বলে সরে সরে গেলে
আমি তোমার পাশে থাকি কেমন করে ।

তোমায় দেখে মনে হয়
তুমি জানি কত আপন
তুমি শুধু পরই নও
আমার চিরস্থায়ী ক্ষতিকারক ।

ভাব দেখিয়েছো না জানি কত আপন
বিশ্বাস করেছি তোমায়
তিলে তিলে শেষ করোছো আমায়
তোমারই স্বার্থের কারণে ।

দু:শ্চিন্তা হয়-
আর না জানি কত ক্ষতি করবে আমার
তবু সাথে চলতেই হয়
সময়ের কারণে সময়ের তাগিদে ।

কেমনে বুঝাই কারে বুঝাই
পাশে থাকলেই হয় না আপন
আমি তার আপন হলে
সে যে আমার আপন নয় ।

০১.১১.২০২৫ ইং

> নষ্ট হয়ে যাওয়া মানুষটিও একটা সময় বলে,  মানুষ নষ্ট হয়ে গেছে। > তৃপ্তিদায়ক মন ছাড়া সুখ সম্ভব না, এজন্য খারাপ লোকেরা খারা...
25/10/2025

> নষ্ট হয়ে যাওয়া মানুষটিও একটা সময় বলে, মানুষ নষ্ট হয়ে গেছে।
> তৃপ্তিদায়ক মন ছাড়া সুখ সম্ভব না, এজন্য খারাপ লোকেরা খারাপ কাজ করে আনন্দ পায় আর ভালোরা ভালো কাজ করে আনন্দ পায়।

সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বিষয় - ভালো না লাগা এবং এডজাস্ট না হওয়া ।সবচেয়ে দূরুত্ব - কাছের মানুষকে আপন করে না পাওয়া অথবা আপ...
12/10/2025

সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বিষয় - ভালো না লাগা এবং এডজাস্ট না হওয়া ।

সবচেয়ে দূরুত্ব - কাছের মানুষকে আপন করে না পাওয়া অথবা আপন মানুষকে কাছে না পাওয়া ।

মনের বল----- ডা: জহিরমনে রাখো বলঊর্ধ্বগতিতে চল ।ন্যায়ের পথ হারেনি কখনোযতই থাকুক মোনাফেকের দল ।শয়তানকে মানুষ রূপে দেখে কর...
11/10/2025

মনের বল
----- ডা: জহির

মনে রাখো বল
ঊর্ধ্বগতিতে চল ।
ন্যায়ের পথ হারেনি কখনো
যতই থাকুক মোনাফেকের দল ।

শয়তানকে মানুষ রূপে দেখে
করিস না ভয় ।
যুগে যুগে অন্যায়ের পতন হয়েছে
ইতিহাস কয় ।

লোভী আর স্বার্থপর
সম্পর্ক বুঝে না তারা ।
স্বার্থের জন্য একত্র হয়
মর্যাদা পাওয়ার অযোগ্য তারা ।

রূপ দেখে করিস না বিচার
টাউট-বাটপার ভন্ড
মিষ্টি ভাষী হলেও
চিন্তায় কর্মে নোংরা ।

মনের বল; বড় বল
ঊর্ধ্বগতিতে চল ।
ন্যায়ের পথে অবিচল
বিজয় হয় অনন্তকাল ।

১১.১০.২০২৫ খ্রী.
০১৯১৩ ০২০৩৩৩

চেহারা দেখে বা গায়ের রঙ দিয়ে মানুষকে বিচার বিবেচনা করা বা ধারণা নেওয়া ঠিক না । দেখতে হবে তার সুন্দর কার্যক্রম, স্বচ্ছ চি...
02/10/2025

চেহারা দেখে বা গায়ের রঙ দিয়ে মানুষকে বিচার বিবেচনা করা বা ধারণা নেওয়া ঠিক না । দেখতে হবে তার সুন্দর কার্যক্রম, স্বচ্ছ চিন্তা, বিবেক-বিবেচনা সম্পন্ন, আচার-আচরণ, মনুষ্যত্ব, অন্যের জন্য উপকারী না হোক ক্ষতিকারক না ।

কথার সাথে কাজের মিল না থাকলে, দ্বন্ধের সৃষ্টি কারক হলে, ক্ষতিকারক হলে, দূর্নীতিবাজ হলে, মিথ্যা কথা বললে চেহারা যত সুন্দর’ই হোক না কেন ! সে সুন্দর না ।

Address

Aadham Homeo Center, Asrom Market (2nd Floor), Zila Sadar Rood, Bottota
Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when DR. ZAHIRUL ISLAM ZAHIR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DR. ZAHIRUL ISLAM ZAHIR:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category