ঠাকুরগাঁও শহর

ঠাকুরগাঁও শহর আমাদের উদ্দেশ্য ঠাকুরগাঁও জেলার সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা
(291)

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে ঠাকুরগাঁও মহকুমায় বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনত...
03/12/2025

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে ঠাকুরগাঁও মহকুমায় বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনতার দুর্বার প্রতিরোধে পরাজিত হয় দালাল রাজাকাররা ও পাকিস্থানি হানাদার বাহিনী। মুক্তিযোদ্ধা ও সর্বস্থরের জনগণ ওই দিন ভোরে ঠাকুরগাঁও শহরে প্রবেশ করে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেন।

সেক্টর নম্বর- ৬, ৩রা ডিসেম্বর ১৯৭১ পাক-হানাদার (শত্রুমুক্ত) হয়।
আদি নিশ্চিন্তপুর হতে ঠাকুরগাঁও।
সেক্টর নম্বর- ৬ এর তালিকাভূক্ত মুক্তিযোদ্ধা- ১,৭৩০ জন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা- ৩৭৩।

সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ।
বিনম্র শ্রদ্ধা তালিকাভুক্তহীন সকল মুক্তিযোদ্ধাদের প্রতি।

জেনস সুমন নেই এমন পোস্ট দেখে হঠাৎ স্তব্ধ হয়ে গেলাম 😭(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আল্লাহ তাআলা মরহুমের রূহের...
28/11/2025

জেনস সুমন নেই এমন পোস্ট দেখে হঠাৎ স্তব্ধ হয়ে গেলাম 😭
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আল্লাহ তাআলা মরহুমের রূহের মাগফিরাত করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।পোস্ট আর্ক হাসান ভাইয়ের টাইমলাইন থেকে,,

উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ কম্বল লেপ রেডি করুন!!আগামী ৯-১০ তারিখ থেকে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানে রাতের ...
07/11/2025

উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ কম্বল লেপ রেডি করুন!!

আগামী ৯-১০ তারিখ থেকে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা প্রায় ১৫° সেলসিয়াস বা তার নিচে নামতে পারে।এসময় দেশের মধ্যাঞ্চল পূর্বাঞ্চল ও আরো কিছুকিছু স্থানে রাতের তাপমাত্রা ১৭°-১৮°পর্যন্ত নামতে পারে।

তবে দিনের তাপমাত্রা অধিকাংশ স্থানেই ২৮°- ৩৩° সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।তাই দিনে তেমন একটা শীত অনুভব হবেনা।

কিন্তু আগামী ১৭-১৮ তারিখ থেকে রাতের তাপমাত্রা আবারো সাময়িক বৃদ্ধি পাবে।পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

03/11/2025
ল্যারি ফিঙ্ক: যিনি চাইলে কিনে ফেলতে পারেন অর্ধেক পৃথিবী!ল্যারি ফিঙ্ক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিনিয়োগ প্রতিষ্ঠান BlackR...
28/10/2025

ল্যারি ফিঙ্ক: যিনি চাইলে কিনে ফেলতে পারেন অর্ধেক পৃথিবী!

ল্যারি ফিঙ্ক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিনিয়োগ প্রতিষ্ঠান BlackRock-এর প্রধান। প্রতিষ্ঠানটি প্রায় ১০ ট্রিলিয়ন ডলারের সম্পদ পরিচালনা করে—অ্যাপল, আমাজন, গুগলসহ বিশাল সব কোম্পানির বিনিয়োগ রয়েছে তাদের হাতে।

তাঁর ক্ষমতা এতটাই বিশাল যে, অনেকে বলেন “তিনি চাইলে অর্ধেক পৃথিবী কিনে ফেলতে পারেন।”
বিশ্বব্যাপী অর্থনীতি, পরিবেশনীতি ও কোম্পানির নীতিমালায় তার সিদ্ধান্তের প্রভাব পড়ে। অনেকে তাকে ডাকে "ওয়াল স্ট্রিটের বিবেক" নামে।

তবে এত ক্ষমতার মাঝেও তিনি শুরু করেছিলেন এক ব্যর্থ ব্যাংকের চাকরি দিয়ে—যেখান থেকে ১০০ মিলিয়ন ডলারের ক্ষতির পর জীবনে শিখেছেন ঝুঁকি ও শিক্ষা কাকে বলে।

একজন ব্যক্তির হাতে এতো প্রভাব—এটা যেমন বিস্ময়কর, তেমনি ভাবার মতো!

ইসলামনগর খানকাহ শারীফ নিবাসী ঠাকুরগাঁও সুগারমিল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও সর্বজন শ্রদ্ধেয় অত্যন্ত পরহেজগার মানুষ...
26/10/2025

ইসলামনগর খানকাহ শারীফ নিবাসী ঠাকুরগাঁও সুগারমিল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও সর্বজন শ্রদ্ধেয় অত্যন্ত পরহেজগার মানুষ পয়গাম আলি স্যার বার্ধক্যজনিত কারণে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উনার মতো শিক্ষিত মার্জিত ও প্রবীন মানুষ এভাবে চলে যাওয়াটা আমাদের জন্য অপূরনীয় ক্ষতি,আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ মকাম দান করুক!! আগামীকাল (২৭-১০-২০২৫) বাদ জোহর ইসলামনগ‌র গোরস্থানে উনার দাফন কার্য সম্পন্ন করা হবে।

একটি শোক সংবাদ ঠাকুরগাঁও রোড মথুরাপুর পাবলিক হাইস্কুল এর ইংরেজি শিক্ষক  আমাদের সবার প্রিয় মতিউর স্যার হৃদরোগে আক্রান্ত হ...
17/10/2025

একটি শোক সংবাদ ঠাকুরগাঁও রোড মথুরাপুর পাবলিক হাইস্কুল এর ইংরেজি শিক্ষক আমাদের সবার প্রিয় মতিউর স্যার হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বিকাল আনুমানিক ৪.৩০ মিনিটে মারা গিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি অনেক ভালো মানুষ ছিলেন এবং অনেক আন্তরিক ছিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

জানাজার তারিখ ও সময়:
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
সকাল ১১:০০ টা

জানাজার স্থান:
ঠাকুরগাঁও পলিটেকনিকের পিছনে নিজ বাসভবনের পাশে বরবাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠ।

দাফন:
জানাজা শেষে ঠাকুরগাঁও পলিটেকনিকের পিছনে বরবাড়ি
কবরস্থানে দাফন করা হবে ইনশা আল্লাহ।

আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, ছাত্রদের ও শুভাকাঙ্ক্ষীদের জানাজায় উপস্থিত থেকে দাফন কাজে শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা স্যারকে যেমন দুনিয়ায় সম্মানিত করেছেন আখিরাতেও উনাকে সম্মানিত করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন । আমীন

23/07/2025

আজ পবিত্র কুরআন শরীফ এর 1459 বছর পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ💞

24/06/2025

গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ২৯ জন আক্রান্ত। সবাই সাবধানে থাকেন মাস্ক ব্যাবহার করুন।

Address

Thakurgaon
5100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
18:00 - 19:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801725198175

Alerts

Be the first to know and let us send you an email when ঠাকুরগাঁও শহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ঠাকুরগাঁও শহর:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram