06/10/2021
আপনারা জানেন মায়ের দুধের স্বাদ মিষ্টি, দুগ্ধপোষ্য শিশুর যখন পেটের সমস্যা হয় , তখন মা নিজে একটি স্তন থেকে ৫/৭ ফোটা দুধ একটি চামচে নিয়ে আঙুল ডুবিয়ে জিহবায় দিবেন---স্বাদ কি পেলেন ?--সেটা মিষ্টি বাদে অন্য স্বাদ যেমন----পানসে, লবনাক্ত, টক কিংবা তিতা হয়--তাহলে -ঐ দুধ বাচ্চা পান করলে ডায়ারিয়া, আমাশয়, পেট ফাঁপা, বমি হবে। এছাড়া দুধের আর একটি পরীক্ষা করবেন--এক গ্লাস পানি নিবেন এবং পানিতে দুধের ফোটা আস্তে ফেলবেন- দেখবেন ভাল দুধ পানিতে মিশে যাবে--খারাপ থাকলে দুধ ফোটা আকারে গ্লাসের তলায় জমা হবে- এভাবে দুটি স্তনই দেখবেন--কখনও একটি ভাল, একটি খারাপ থাকে। পরীক্ষা করুন এবং যোগাযোগ করুন। পাগলামি নয়- ডাঃ স্যামুয়েল হ্যানিমান।