রাসেল ফার্মেসী

রাসেল ফার্মেসী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রাসেল ফার্মেসী, Medical and health, Tangail.

08/08/2021
null
18/12/2018

null

13/04/2017

প্রকৃতিতে প্রাপ্ত প্রতিটি হার্বালেরই রয়েছে নানা গুণ। অনেক সময় এক হার্বালের সঙ্গে অন্য হার্বালের গুণাগুণের ক্ষেত্রে কমবেশি মিলও খুঁজে পাওয়া যায়। ওলট কমল, ঘৃতকমল, ইসবগুল খেলে আমাশয়, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা নিরাময় হয়। ইসবগুল হাস্ক- জাতীয় গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান। অনেক স্থানে মানুষ এ উপাদানকে ইসাবগুল, ইসাবগুল ইত্যাদিও বলে থাকে। ইসবগুল যেমন সহজে পাওয়া যায় তেমনি অনেকেই এর সঙ্গে পরিচিতি। বিশেষ করে গরমের সময় বেশি চলে ইসবগুল। এটি সাশ্রয়ীও।

যার কোনো পার্শ্চপ্রতিক্রিয়া নেই। অথচ রোগ নিরাময়ে এর রয়েছে যাদুকরি গুণ।

ইসবগুল ডালপালাবিহীন এক ধরনের হার্বস। যা আবৃত্ত ছোট নরম লোম দ্বারা। ওষধি উপাদান হিসেবে ইসবগুল ব্যবহারের ব্যাপক প্রচলন রয়েছে দেশে-বিদেশে, যেটাকে ইসবগুলের ভূষিও বলা হয়ে থাকে। এতে বিদ্যমান (পর্যাপ্ত পরিমাণে) মিউসিলেজ ও হলোসাইড প্ল্যানটিওসসহ বিভিন্ন ধরনের এমাইনো এসিড। এসব এসিডই আমাশয় দূর করে। আর এ হাস্ক বা ভূষি দূর করে কষা বা কোষ্ঠকাঠিন্য।

ইসবগুলের ভূষিতে রয়েছে কুলিং বা শান্তকারক ভূমিকা। এটি খেলে অন্ত্র ঠান্ডা বা শীতল থাকে।

অনেক সময় বেশি তেল ও মসলা জাতীয় খাবার গ্রহণের ফলে পেটে সমস্যা দেখা দিলে চিকিৎসকরা ইসবগুল খাওয়ার পরামর্শ দেন। অনেকে তা নিয়মমাফিক খেয়ে উপকার পান। প্রায় ২-৩ টেবিল চামচ পরিমাণের ভূষি এক গ্লাস কুসুম কুসুম গরম দুধ বা ওই পরিমাণ পানির সাথে মিশিয়ে দৈনিক এক থেকে দু'বার খাওয়া যেতে পারে।

তবে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা একটু বেশি তারা দিনে তিনবারও তা সেবন করতে পারেন। এটি স্বাদ ও গন্ধহীন একটি ভেষজ উপাদান। দেখতে সাদা, হালকা ও ঝরঝরে শুকনো।

পেট ব্যথা বা এবডোমিনাল পেইন দেখা দিলে ইসবগুল খেলেও দ্রুত উপকার পাওয়া যায়।

যাদের পাইলস সমস্যা আছে তাদের ইসবগুলের ভূষি প্রতিদিন ৩-৪ বার খাওয়া উচিত।

এই ভূষি হজম শক্তিজনিত নানা সমস্যা দূর করে। ফলে ফিরে আসে শারীরিক সুস্থতা। এর ইতিবাচক প্রভাব পড়ে মানসিক সুস্থতার ওপরও। সুস্থ-সবল থাকার জন্য হোম রিমেডি হিসেবে গুরুত্বপূর্ণ

এই উপাদান হতে পারে পরিবারিক চিকিৎসার অন্যতম উপকরণ। এর প্রতি কেজির দাম ৬০০-১,০০০ টাকা। কিনতে পাওয়া যায় সাধারণ মুদি দোকানে। তবে খাবেন যখন, ভালটাই খাবেন। দেখে শুনে কিনবেন আর নিজের হাতেই তৈরী করে খাবেন।
#ধন্যবাদ_সুস্থ_থাকুন_ভাল_থাকুন।

17/12/2016

খুসখুসে কাশি হলে অনেকেই মুখে পুরে দেন কাশি নিরোধক লজেন্স। এই লজেন্সগুলো সাময়িকভাবে আরাম দেয় বটে, তবে কাশি নিরাময়ে কোনো ভূমিকা রাখতে পারে কি? নাকি এগুলো লজেন্স ছাড়া আর কিছুই নয়।

05/08/2016

সবার জন্য শুভ কামনা।

Address

Tangail
1029384756

Telephone

01717777777

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাসেল ফার্মেসী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram