21/05/2021
কাছের মানুষ, বন্ধু,বান্ধব,আত্বিয় স্বজনের কাছে কোন প্রডাকস বিক্রয়ের জন্য গেলে - ওরা মনে করেনঃ তাদের সাথে ব্যাবসা করছেন। তাদের মাধ্যমে টাকা আয় করছেন।
যত কম টাকাতেই বিক্রি করেন না কেন, খুব কম মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।"
কিছু মানুষ সব সময়ই থাকবে যারা খরচ, সময়, এফোর্ট কোন কিছুর পরোয়া করবে না ।
বরং অন্যকে টাকা দিতে, অন্যের কাছে ধোঁকা খেতেও দ্বিধা করবে না, তারপরও আপনার কাছ থেকে কিছু কিনতে চাইবেনা। কিনলেও চিন্তা একটাই, ও-আমর কাছে কত টাকা আয় করেছে ? "
কখনো ভাববে না যে,
ওর কাছ থেকে কিনে আমার কত টাকা সেভ হলো ?
যখনই ব্যাবসা শুরু করা হয়, তখনই দেখা যায়,যে মানুষগুলো বিশ্বাস করেছেন- ওরা সকলেই অপরিচিত মানুষ ছিলো।
সুরু থেকেই খুব কাছের মানুষ গুলো দূরত্ব বজায় রাখেন ।অনেকেই বিপক্ষে দাঁড়িয়ে যায় । প্রচার করে - ওকে দিয়ে কোন দিন কিছুই হবে না।
তবুও একটি সময় এসে যায় যখন বিশ্বাসের সাথে পরিশ্রমের ফল হাতের মুঠোয় চলে আসে। ফ্যামিলির সবাইকে নিয়ে ডিনারে, গেট-টুগেদারের বিল পরিশোধ করা হয়। তখন কিন্তু ঐ-টেবিলে সকল বন্ধু-বান্ধব, এবং কাছের মানুষ গুলোই উপস্থিত ।
তবে ঐ- অপরিচিত মানুষ গুলোই এখানে একজনও নেই ।
এটাই বাস্তব সত্য,চিরো সবুজ।