MD. Imran

MD. Imran injoy

কাছের মানুষ, বন্ধু,বান্ধব,আত্বিয় স্বজনের কাছে কোন প্রডাকস বিক্রয়ের জন্য গেলে - ওরা মনে করেনঃ  তাদের সাথে ব্যাবসা করছেন। ...
21/05/2021

কাছের মানুষ, বন্ধু,বান্ধব,আত্বিয় স্বজনের কাছে কোন প্রডাকস বিক্রয়ের জন্য গেলে - ওরা মনে করেনঃ তাদের সাথে ব্যাবসা করছেন। তাদের মাধ্যমে টাকা আয় করছেন।
যত কম টাকাতেই বিক্রি করেন না কেন, খুব কম মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।"

কিছু মানুষ সব সময়ই থাকবে যারা খরচ, সময়, এফোর্ট কোন কিছুর পরোয়া করবে না ।
বরং অন্যকে টাকা দিতে, অন্যের কাছে ধোঁকা খেতেও দ্বিধা করবে না, তারপরও আপনার কাছ থেকে কিছু কিনতে চাইবেনা। কিনলেও চিন্তা একটাই, ও-আমর কাছে কত টাকা আয় করেছে ? "

কখনো ভাববে না যে,
ওর কাছ থেকে কিনে আমার কত টাকা সেভ হলো ?

যখনই ব্যাবসা শুরু করা হয়, তখনই দেখা যায়,যে মানুষগুলো বিশ্বাস করেছেন- ওরা সকলেই অপরিচিত মানুষ ছিলো।

সুরু থেকেই খুব কাছের মানুষ গুলো দূরত্ব বজায় রাখেন ।অনেকেই বিপক্ষে দাঁড়িয়ে যায় । প্রচার করে - ওকে দিয়ে কোন দিন কিছুই হবে না।

তবুও একটি সময় এসে যায় যখন বিশ্বাসের সাথে পরিশ্রমের ফল হাতের মুঠোয় চলে আসে। ফ্যামিলির সবাইকে নিয়ে ডিনারে, গেট-টুগেদারের বিল পরিশোধ করা হয়। তখন কিন্তু ঐ-টেবিলে সকল বন্ধু-বান্ধব, এবং কাছের মানুষ গুলোই উপস্থিত ।
তবে ঐ- অপরিচিত মানুষ গুলোই এখানে একজনও নেই ।
এটাই বাস্তব সত্য,চিরো সবুজ।

Coming Soon new look of MagneSSa Products
25/02/2021

Coming Soon new look of MagneSSa Products

MAGNESSA JOINT RESCUE:উপশম-পুনর্গঠন-পুন:স্থাপনম্যাগনেসা জয়েন্ট রেসকিউঃ অস্থি সন্ধির ব্যথা দূর করতে সাহায্য করে।অস্থি সন্...
18/02/2021

MAGNESSA JOINT RESCUE:
উপশম-পুনর্গঠন-পুন:স্থাপন
ম্যাগনেসা জয়েন্ট রেসকিউঃ অস্থি সন্ধির ব্যথা দূর করতে সাহায্য করে।
অস্থি সন্ধির প্রদাহ কমাতে সাহায্য করে।
টেন্ডনের প্রদাহ প্রতিরোধ করতে সাহায্য করে।
ম্যাগনেসা জয়েন্ট রেসকিউ - শরীরের তাপমাত্রা ঠিক রেখে রক্ত প্রবাহ বৃদ্ধি করতে সহায়তা করে।
হাড়ের ঘনত্ব পূন:স্থাপনের দ্বারা ক্ষয়ে যাওয়া হাড় পূনর্গঠনে সাহায্য করে।
ক্ষতিগ্রস্ত তরুনাস্থিকে রক্ষা করতে ও মেরামত করতে সাহায্য করে।
অস্থিসন্ধিতে লুব্রিকেটিং ও কুশনিং তরলগুলিকে উন্নত করে।
তরুনাস্থির স্থিতিস্থাপকতা উন্নত করতে সাহায্য করে।
ম্যাগনেসা জয়েন্ট রেসকিউ - হাড়ে চিড় ধরার ঝুঁকি কমাতে সাহায্য করে।
ম্যাগনেসা জয়েন্ট রেসকিউ - অস্টিওপোরোসিস ও আর্থ্রাইটিস এর ঝুঁকি কমাতে সাহায্য করে।
ম্যাগনেসা জয়েন্ট রেসকিউ -
ব্যথা ও জ্বালা যন্ত্রনা থেকে মুক্ত করতে সাহায্য করে।
রোগ প্রতিরোধী কার্যধারাকে জোরদার করে- রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে।
প্রয়োজনেঃ 01740458430

MAGNESSA JOINT RESCUE:উপশম-পুনর্গঠন-পুন:স্থাপনম্যাগনেসা জয়েন্ট রেসকিউঃ অস্থি সন্ধির ব্যথা দূর করতে সাহায্য করে।অস্থি সন্...
08/02/2021

MAGNESSA JOINT RESCUE:
উপশম-পুনর্গঠন-পুন:স্থাপন
ম্যাগনেসা জয়েন্ট রেসকিউঃ অস্থি সন্ধির ব্যথা দূর করতে সাহায্য করে।
অস্থি সন্ধির প্রদাহ কমাতে সাহায্য করে।
টেন্ডনের প্রদাহ প্রতিরোধ করতে সাহায্য করে।
ম্যাগনেসা জয়েন্ট রেসকিউ - শরীরের তাপমাত্রা ঠিক রেখে রক্ত প্রবাহ বৃদ্ধি করতে সহায়তা করে।
হাড়ের ঘনত্ব পূন:স্থাপনের দ্বারা ক্ষয়ে যাওয়া হাড় পূনর্গঠনে সাহায্য করে।
ক্ষতিগ্রস্ত তরুনাস্থিকে রক্ষা করতে ও মেরামত করতে সাহায্য করে।
অস্থিসন্ধিতে লুব্রিকেটিং ও কুশনিং তরলগুলিকে উন্নত করে।
তরুনাস্থির স্থিতিস্থাপকতা উন্নত করতে সাহায্য করে।
ম্যাগনেসা জয়েন্ট রেসকিউ - হাড়ে চিড় ধরার ঝুঁকি কমাতে সাহায্য করে।
ম্যাগনেসা জয়েন্ট রেসকিউ - অস্টিওপোরোসিস ও আর্থ্রাইটিস এর ঝুঁকি কমাতে সাহায্য করে।
ম্যাগনেসা জয়েন্ট রেসকিউ -
ব্যথা ও জ্বালা যন্ত্রনা থেকে মুক্ত করতে সাহায্য করে।
রোগ প্রতিরোধী কার্যধারাকে জোরদার করে- রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে।
প্রয়োজনেঃ 01740458430

Network Marketing কোন চাকরি নয়,কোনো Salary ও নেই তবুও কেন উন্নত দেশ গুলোতে ৫০% এর বেশী মানুষ Network profession এ আছেন ?...
27/01/2021

Network Marketing কোন চাকরি নয়,কোনো Salary ও নেই তবুও কেন উন্নত দেশ গুলোতে ৫০% এর বেশী মানুষ Network profession এ আছেন ?
১। এটা একটা বিনা পুজির Business, এখানে কোন পুজি খাটাতে হয় না ।
কারনঃ - অতি সহজে unlimited টাকা income করা যায়,যা, অন্য কোন সেক্টরে চাকরি করে সম্ভব নয়।
অনেক সম্মান পাওয়া যায় ।
ঝুকি মুক্ত profession ।
qualifications কোনো বাধা হয়না।
পার্ট টাইম - ফুল টাইম, ইচ্ছে মতো সময় দিয়ে কাজ করা যায়। এই Business এ senior সব সময়, আপনার ভালো চায়।
Present profession এর পাশা পাশি Network Marketing business করা যায় । এত সুযোগ থাকা সত্বেও কেন Network Marketing করবো না?

বাদাম তেল, অ্যাভো কাডো তেল, ক্যালেন্ডুলা অফিসিনালিস এক্সট্র্যাক্ট, গাজর বীজ তেল, ক্যাস্টর বীজ তেল, ক্যামোমাইল ম্যাট্রিকে...
25/01/2021

বাদাম তেল, অ্যাভো কাডো তেল, ক্যালেন্ডুলা অফিসিনালিস এক্সট্র্যাক্ট, গাজর বীজ তেল, ক্যাস্টর বীজ তেল, ক্যামোমাইল ম্যাট্রিকেরিয়া রেকুটিটা। এক্সট্র্যাক্ট, নারকেল তেল, গ্রিন টি। ক্যামেলিয়া সিনেসিস। এক্সট্র্যাক্ট, জোজোবা বীজ তেল, কাস্তুরিমঞ্জল। কার্কুমা অ্যারোমাটিকা। এক্সট্র্যাক্ট, টার্মিনালিয়া অর্জুন। এক্সট্রাক্ট, পুদিনা (মেন্টা আরভেনসিস। এক্সট্রাক্ট, নিম আজাদির চটা ইন্ডিকা। এক্সট্র্যাক্ট, জায়ফল। মাইরিস্টা ফ্রেগ্রানস। এক্সট্র্যাক্ট, জাফরান, ক্রোকস সাটিভাস, এক্সট্র্যাক্ট, তুলসী ওকি মিটেন টুইফ্লোরাম এক্সট্রাক্ট, গম জীবাণু তেল।

উপকারিতা: skin ত্বকের পুনঃ সজীবা বৃদ্ধি করে - রক্ত ​​সঞ্চালন বাড়ায় · ত্বককে ডিটক্সাই ফাই করে - এর আসল আলোক কে পুনরুদ্ধার করে · ত্বক পুনরুত্থিত করে - সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে।

 োগ_নিরাময় ও প্রতিরোধ-সুস্থ্যতার সকল আয়োজন লুকিয়ে রয়েছে প্রকৃতির মাঝে। প্রকৃতির এক অসাধারণ দান হোয়াইট টি। ম্যাগনেসা অর্গ...
20/01/2021

োগ_নিরাময় ও প্রতিরোধ-সুস্থ্যতার সকল আয়োজন লুকিয়ে রয়েছে প্রকৃতির মাঝে। প্রকৃতির এক অসাধারণ দান হোয়াইট টি। ম্যাগনেসা অর্গানিক হোয়াইট টি একটি মিরাকেল পণ্য।
প্রধান উপকারীতাঃ -
ম্যাগনেসা অর্গানিক হোয়াইট টি - শরীরের বিষাক্ত উপাদান দূর করার জন্য শরীরের স্বাভাবিক পদ্ধতিকে সহায়তা করে।

ম্যাগনেসা হোয়াইট টিঃ - অ্যান্টি অক্সিডেন্ট,
অ্যান্টি - ব্যাকটেরিয়াল,
অ্যান্টি - ওবেসিটি,
অ্যান্টি - ভাইরাল,
অ্যান্টি - ক্যান্সার,
অ্যান্টি - ইনফ্লামেশন
অ্যান্টি - অ্যাজিং
ক্ষমতা সমৃদ্ধ।

হোয়াইট টি - হজমে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে।

হোয়াইট টি - শরীরের স্বাভাবিক ক্রিয়া বজায় রাখতে সাহায্য করে স্বাভাবিক বিপাক প্রক্রিয়াকে সহায়তা করে, যার ফলে প্রানশক্তি ও পরিশ্রম করার ক্ষমতা দীর্ঘক্ষন বজায় থাকে।

অন্ত্রের ফ্লোরাকে কোনভাবে বিরক্ত করা ছাড়াই বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে এবং সাধারণ সুস্থ্যতার প্রসার ঘটায়।

ম্যাগনেসা হোয়াইট টি - ওজন নিয়ন্ত্রনে সাহায্য করে।

হোয়াইট টি - কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য এবং শরীরের ওভারল সু-সাস্থ্যতা বজায় রাখতে সহায়তা করে।

ম্যাগনেসা হোয়াইট টি - ব্যথা ও জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত করতে সহায়তা করে।

প্রদাহ ও অ্যালার্জি নিয়ন্ত্রনে সাহায্য করে এবং সুস্থ্য দাঁত ও মাড়ি গঠনে সহায়তা করে।

এই পণ্যটি স্ট্রেস দূর করতে সাহায্য করে এবং মস্তিষ্ক ও মেমোরি ফাংশন উন্নত করতে সহায়তা করে।

সুস্থ্য রোগ-প্রতিরোধ ব্যবস্থাকে সহায়তা করে এবং সুষম শক্তির মাত্রা বজায় রাখে, যার ফলে বিভিন্ন ভাইরাসজনিত রোগগুলি প্রতিরোধে সাহায্য করে।

বমি-ভাব গ্যাস্ট্রিক এর জ্বালা থেকে মুক্ত করতে সহায়তা করে।

ম্যাগনেসা হোয়াইট টি - লিভার পরিস্কার করে এবং লিভারের সুস্থ্য - স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে।

হোয়াইট টি - শক্তিশালী হাঁড় ও মেরুদণ্ড গঠনে সহায়তা করে এবং হাঁড়ের ব্যাথা দূরীকরণে সাহায্য করে।

হোয়াইট টি - কোষ্ট-কাঠিন্য দূর এবং পাইলস নিরাময়ে সহায়তা করে।

হোয়াইট টি - ক্যান্সার ও ডায়াবেটিকস প্রতিরোধে অসাধারণ ভূমিকা পালন করে।

আন্তর্জাতিক মানের এই ইউনিক পণ্যটি ব্যবহার করে আপনার সু-স্বাস্থ্যতা নিশ্চিত করুন।

খাবারের নিয়মঃ -
প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পরিমাণ মত হোয়াইট টি পাতা গরম পানিতে মিশিয়ে সাধারণ চায়ের মত খেয়ে নিন। বিশেষ স্বাদের জন্য লেবু,মধু,রেডি-টি,আদা। পরিমাণ মত চিনি বা লবন মিশিয়ে খেতে পারেন।
মুল্যঃ - 1750 টাকা।
প্রয়োজনরঃ 02740458430

20/01/2021

 #যৌন_সমস্যা_সমাধান_পুরুষ_বন্ধ্যাত্ব_দূরীকরণে_টেস্টোস্টেরন_হরমোনেরর_ভূমিকাঃ -পুরুষদের অতি গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে টেস্ট...
19/01/2021

#যৌন_সমস্যা_সমাধান_পুরুষ_বন্ধ্যাত্ব_দূরীকরণে_টেস্টোস্টেরন_হরমোনেরর_ভূমিকাঃ -
পুরুষদের অতি গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এটাকে সেক্সহরমোনও বলা হয় থাকে।

যুক্তরাষ্ট্রের "National Institute of Health" এর মতে এই হরমোনের উপরই নির্ভর করে পুরুষের পুরুষত্ব উর্বরতা। তাই প্রত্যেক পুরুষের পরিমিত মাত্রায় টেস্টোস্টেরন হরমোন থাকা জরুরি।

কিন্তু গবেষনায় দেখা গেছে ২৫ বৎসর বয়সের পর থেকে প্রত্যেক পুরুষের এই হরমোন স্বাভাবিকভাবেই প্রতি বছর ১% থেকে ২% হারে কমতে থাকে।এটা পুরুষের জন্য কঠিন সমস্যা। কেননা, গবেষণায় জোড়ালাভাবে দেখা গেছে যে, স্বল্প মাত্রার টেস্টোস্টেরনের সাথে বিভিন্ন রোগের ঝুকি বৃদ্ধি সহ অতিরিক্ত মেদ ও অকাল মৃত্যুরও সম্পর্ক রয়েছে।

বয়স বৃদ্ধির সাথে তাল মিলিয়ে টেস্টোস্টোরেন হরমোন কমে যাওয়ার কারণে পুরুষদের যেসকল জটিলতার সম্মুখীন হয় তাদের অন্যতম একটি হচ্ছে Sexual Disability বা যৌন অক্ষমতা। যেমনঃ -

Decreased Libido বা যৌনাকাঙ্ক্ষা কমে যাওয়া।

Erectile Dysfunction বা পুরুষাঙ্গের উথৎথান জনিত সমস্যা। অর্থাৎ বিশেষ মুহুর্তে যৌনাঙ্গ শক্ত না হওয়া।

Premature Ej*******on বা দ্রুত বীর্যপাত। সহবাসে সঙ্গীকে অতৃপ্ত রেখে নিজে শেষ করা।

Low S***m Count বা বীর্যে যথেস্ট শুক্রাণু না থাকা যা পুরুষ বন্ধ্যাত্বের অন্যতম কারণ।

কোন দাম্পত্যজীবনে সন্তান জন্ম না হলে,সমাজে নারীকেই দায়ী করা হয়। অনেক সময় স্ত্রীকে তালাক ও দেওয়া হয়,অথবা স্বামী বহুবিবাহের আশ্রয় গ্রহণ করেন। অথচ সম্প্রতি এক জড়িপে দেখা গেছে সন্তান জন্ম না নেওয়ার পেছনে ৬৭% পুরুষের বিপরীতে মাত্র ৩৩% নারী দায়ী।

টেস্টোস্টেরন বৃদ্ধি ও যৌন সমস্যা সমাধানে Mega Men :

Mega Men হচ্ছে বহুবিধ কার্যকরি ন্যাচারাল এ্যান্টি অক্সিডেন্ট এটি প্রাকৃতিক ভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
Mega Menএকটি এ্যান্টি এজিং প্রোডাক্ট এটি তারুণ্যকে দীর্ঘদিন ধরে রাখে বার্ধক্যকে বিলম্বিত করে।
Mega Men ন্যাচারাল টেস্টোস্টেরন বোস্টার। এটি প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন হরমোনকে বৃদ্ধি করে।

Mega Men পুরুষের প্রধান হরমোন টেস্টোস্টেরনকে বৃদ্ধি করার মাধ্যমে ভেতর থেকে পুরুষের পুরুষত্ব ও উর্বরতা বৃদ্ধি করে, যৌন সমস্যা সমাধান ও যৌনশক্তি বৃদ্ধি করে এবং পুরুষ বন্ধ্যাত্ব দূর করে।

দাম্পত্য জীবনকে আরোও আনন্দময়-আরোও মধুময় করে তুলতে Mega Men সেবন করা শুরু করুন।

Mega Men পরিচিতিঃ -
Nature : Natural Testosterone Booster
Made in : India
A Product Of Magnessa
Qty : 60 capsules
Price : BDT 1750/=
01740458430.

Address

Uttar Khan

Telephone

+8801740458430

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD. Imran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram