09/08/2025
আমরা সবাই কমবেশি উচ্চ রক্তচাপ নিয়ে চিন্তিত। উচ্চরক্তচাপের সাথে শুরু হয় নানান রকম রোগ/সমস্যা।যেমন- ডায়াবেটিস,ফ্যাটি লিভার,কিডনি ফেইলিউর,লিভার ডিজিস সহ নানাবিধ সমস্যা.
এমনকি আর্টারি ব্লক,হার্ট ফেইলিউর/হার্ট এট্যাকের ঝুঁকি বাড়ে ৭০ থেকে ৮০শতাংশ পর্যন্ত।
এর সমাধান BMI-Body Mass Index.
তাই নিয়মিত ব্লাড প্রেশার পরিমাপ করাটা জরুরি। ব্লাড প্রেশার পরিমাপ করতে ম্যানুয়েল আর ডিজিটাল দুই ধরনের মেশিন কিনতে পাওয়া যায়। সবার পক্ষে ম্যানুয়েল টা ব্যবহার সহজসাধ্য না হওয়ায় ব্লাড প্রেশার পরিমাপ করার সবচেয়ে সহজ মাধ্যম ডিজিটাল বিপি মেশিন। ব্লাড প্রেশার পরিমাপের জন্য ভরসার নাম Omron(Japan) বা Beurer(Germany) ডিজিটাল Blood pressure machine.
চটকদার এড আর সস্তা খোঁজার দৌড়ে নিজের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলছেন না তো!!!
মনে রাখবেন টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
Lazz pharma সহ দেশের যে কোন রিটেইল শপে MRP বা ২০০-৩০০টাকা কমে পাবেন পণ্যগুলো।
কিন্তু এই একই মেশিন আমরা দিচ্ছি ফ্ল্যাট ১০% ডিস্কাউন্ট এ ,তাও আবার সারাদেশে ফ্রী হোম ডেলিভারিতে।❤️
অর্ডারের জন্য অনসূয়া-Anasuya তে ইনবক্স করবেন।
আর ম্যানুয়াল বিপি মেশিন দরকার হলে তাও পাবেন আমাদের কাছেই।
অনেক মডেল থাকার কারণে আর বিস্তারিত লিখলাম না।
ডিজিটাল/ম্যানুয়াল বিপি মেশিনের বিস্তারিত জানতে বা অর্ডAronno healthcare ইনবক্স করুন-
Aronno healthcare
অথবা সরাসরি Official Whatsapp-01778865131 এ নক করুন।