Dietitian S A Tonoy

Dietitian S A Tonoy Food Consultant|Obese|Underweight|Child Nutrition|Diabetes|Infertility(Male & Female)|Kidney Disease(CKD)|Fatty Liver|Heart Disease(CVD)|Weak|

Nutritionist |Dietitian |Diet & Nutrition Consultant|Obesity & Diet Therapy Specialist

Hi-Care General Hospital Limited, Lake Drive Road,Sector #7,Uttara, Dhaka. One of the best-reviewed dietitian of Bangladesh. Dietitian S A Tonoy is a Consultant Nutritionist. Dietitian & Nutritionist এর লক্ষ্য হলো বতমান পরিস্থিতি মাথায় রেখে পুষ্টি ও ডায়েটের মাধ্যমে আপনার জীবনকে আরো সুন্দর ও সুখময় করে তোলা।

সঠিক পুষ্টি ও ডায়েটের মাধ্যমে নিজের Life টাকে একটু Change করুন।নিজের একটু পরিবর্তন আপনার Life কে আরো সুন্দর করে দিতে পারে।

বতমানে আপনার Healthy Life এর জন্য যে সেবা দেয়া হচ্ছে সেগুলো হলোঃ

* ওজন বেড়ে /কমে যাওয়া
* ডায়াবেটিস
* হৃদরোগ
* কিডনি রোগ
* শিশুর অপুষ্টি
* ফ্যাটি লিভার
* ক্যান্সার
* থাইরয়েড সমস্যা
* PCOS
* GDM(গভকালীন ডায়াবেটিস)

সঠিক পুষ্টি ও ডায়েট প্ল্যানের মাধ্যমে নিজের অতিরিক্ত ওজন কমিয়ে এবং উপরোক্ত রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে নিজেকে সুস্থ রাখুন।নিজে সুস্থ আর ভালো থাকলেই তো আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবেন। এভাবেই বদলে যেতে পারে একেকটি জীবন, তৈরি হতে পারে নতুন সম্ভাবনা, একেকটি নতুন গল্প।আপনার সুস্থ -সুন্দর জীবন গঠনের জন্য আমাদের এ পথচলা।

শরীরের মেদ কমাতে করণীয়:পেটের মেদ কমাতে খাবার + জীবনযাপন + অভ্যাস—এই তিনটাকেই একসাথে ঠিক করতে হয়। শুধু ব্যায়াম বা শুধু ড...
26/12/2025

শরীরের মেদ কমাতে করণীয়:

পেটের মেদ কমাতে খাবার + জীবনযাপন + অভ্যাস—এই তিনটাকেই একসাথে ঠিক করতে হয়। শুধু ব্যায়াম বা শুধু ডায়েট করলে স্থায়ী ফল আসে না। আসুন বিস্তারিত জেনে নেই।👇👇👇

🕰️ ১) দৈনন্দিন রুটিন ঠিক করুন:সকালে ঘুম থেকে উঠে ১ কাপ কুসুম গরম পানি পান করুন।প্রতিদিন একই সময়ে খাওয়া ও ঘুমানো।রাত ৯- ১০টার মধ্যে ঘুমানোর চেষ্টা করবেন।

🥗 ২) খাবারের অভ্যাস বদলান:ভাত/রুটি পরিমাণে কম, কিন্তু পুরো বাদ নয়।প্রতিদিন প্রোটিন রাখুন: ডিম, মাছ, ডাল।বেশি শাকসবজি ও সালাদ।চিনি, মিষ্টি, বেকারি আইটেম এড়িয়ে চলুন।রাতের খাবার হালকা ও তাড়াতাড়ি (৬–৭টার মধ্যে) খাবেন।

🚶‍♀️ ৩) নড়াচড়া বাড়ান:প্রতিদিন ৩০–৪৫ মিনিট সকালে হাঁটবেন।
দীর্ঘক্ষণ বসে থাকলে প্রতি ১ ঘণ্টায় ৫ মিনিট হাঁটবেন।

😴 ৪) ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ:কম ঘুমে পেটের মেদ দ্রুত বাড়ে।অতিরিক্ত স্ট্রেস হলে কর্টিসল হরমোন বাড়ে → পেটের চর্বি জমে।প্রতিদিন ১০ মিনিট নিজেকে সময় দিন (শ্বাস ব্যায়াম, নামাজ, মেডিটেশন)।

💧 ৫) পানি ও লবণ: পর্যাপ্ত পানি পান করুন।
অতিরিক্ত লবণ কমান (পেট ফোলা কমবে)।

❌ ৬) ভুল ধারণা বাদ দিন।শুধু পেটের ব্যায়াম করলে পেট কমে না।৭ দিনে পেট একদম ফ্ল্যাট—এমন কিছু নেই
ওষুধ বা ফ্যাট বার্নার নিরাপদ নয়।

⏳ বাস্তব ফলাফল নিয়ম মেনে চললে ৩–৪ সপ্তাহে পেটের মেদ চোখে পড়ার মতো কমবে।

😔 ডায়েট করছেন, হাঁটছেন—তবুও পেটের মেদ কমছে না?আপনি একা না। অনেকেই একই জায়গায় আটকে যান।👉 কারণ অনেক সময়Belly Fat শুধু খাবা...
24/12/2025

😔 ডায়েট করছেন, হাঁটছেন—তবুও পেটের মেদ কমছে না?
আপনি একা না। অনেকেই একই জায়গায় আটকে যান।

👉 কারণ অনেক সময়
Belly Fat শুধু খাবারের বিষয় না —
লাইফস্টাইল, দৈনন্দিন অভ্যাস আর শরীরের ভেতরের কিছু ফ্যাক্টর একসাথে কাজ করে।

✨ Tonoy Magic Diet এখানে আপনার জন্য আলাদা ভাবে কাজ করে—
✅ Belly fat নিয়ে স্ট্রাকচার্ড গাইডলাইন
✅ খাবার + রুটিন নিয়ে পার্সোনালাইজড সাপোর্ট
✅ দীর্ঘমেয়াদে Healthy lifestyle গড়তে সাহায়তা

💚 লক্ষ্য একটাই—
সুস্থ থাকা, শরীরকে বোঝা, চাপ না দিয়ে পরিবর্তন আনা।

📍 Chamber Location:
Dhaka Imperial Hospital
Hossain Market, Tongi
Gazipur, Dhaka

📞 Serial: 01999-017001 | 01707-7788012

আপনার ওজন কি অনিয়ন্ত্রি বাড়ছে বা কমছে? 📉📈খুব সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকতে পারে থাইরয়েডের সমস্যা! অনেকে ডায়েট ব...
21/12/2025

আপনার ওজন কি অনিয়ন্ত্রি বাড়ছে বা কমছে? 📉📈

খুব সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকতে পারে থাইরয়েডের সমস্যা! অনেকে ডায়েট বা ব্যায়াম করেও ফল পান না, কারণ আসল সমস্যাটা থাকে হরমোনের ভারসাম্যহীনতায়।

আপনি কি নিচের লক্ষণগুলোর কোনোটি অনুভব করছেন?

🔴 হাইপোথাইরয়েড: হুটহাট ওজন বৃদ্ধি, অতিরিক্ত ক্লান্তি এবং ত্বক শুষ্ক হওয়া।
🔵 হাইপারথাইরয়েড: দ্রুত ওজন কমে যাওয়া, বুক ধড়ফড় করা এবং ঘুমের সমস্যা।

শরীরের এই সংকেতগুলোকে অবহেলা করবেন না। সঠিক গাইডলাইন এবং পুষ্টিকর খাবারের মাধ্যমেই থাইরয়েড জয় করা সম্ভব! 🦋

আপনার সুস্থতায় সাহায্য করতে Tonoy Magic Diet আছে আপনার পাশে। 🤝

✅ নিজের বা প্রিয়জনের মাঝে এমন লক্ষণ দেখলে পোস্টটি শেয়ার করে তাদের সতর্ক করুন!

💬 আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্টে জানান অথবা আমাদের মেসেজ করুন।

আজ শনিবার  চেম্বার Lab Seven Health Care,Chattogram এসময় দুপুর ১২- বিকাল ৪ টাসিরিয়ালের জন‍্য কল করুন এই নাম্বারেHotline:...
20/12/2025

আজ শনিবার চেম্বার Lab Seven Health Care,Chattogram এ
সময় দুপুর ১২- বিকাল ৪ টা
সিরিয়ালের জন‍্য কল করুন এই নাম্বারে
Hotline: 01674-283837

সকালের খাবারই আপনার সারাদিনের শক্তি 💪☀️তবুও আমরা সকালটা শুরু করি তাড়াহুড়ো করে, না খেয়েই বা ভুল খাবার দিয়ে?ফলাফল কী হয় জা...
19/12/2025

সকালের খাবারই আপনার সারাদিনের শক্তি 💪☀️
তবুও আমরা সকালটা শুরু করি তাড়াহুড়ো করে, না খেয়েই বা ভুল খাবার দিয়ে?

ফলাফল কী হয় জানেন?
দুপুরের আগেই ক্লান্তি, মাথা ঝিমুনি, গ্যাস্ট্রিক আর কাজে মনোযোগের অভাব 😓

🥗 TONOY MAGIC DIET মনে করে—
সুস্থ থাকার রহস্য বড় কোনো ডায়েটে না, বরং সঠিক সকালের রুটিনে 🌿

✅ এক গ্লাস গরম পানি মেটাবলিজম চালু করে
✅ ডিম, ওটস, ফল, বাদাম বা সবজি শরীরে দেয় দীর্ঘস্থায়ী শক্তি
✅ হালকা হাঁটা হজম ভালো রাখে, মন ফ্রেশ করে

আপনি যদি চান সারাদিন অ্যাক্টিভ থাকতে,
তাহলে পরিবর্তনটা শুরু হোক আজ সকাল থেকেই ✨

Tonoy Magic Diet এর সাথে।
যোগাযোগ করুন আমাদের সাথে - +880 1674-283837

19/12/2025

আহা জীবন!

ডায়েটে কী খাবেন—এই প্রশ্নটাই সবচেয়ে বড় চিন্তার কারন হয়ে দাঁড়ায়? 😟রক্তে গ্লুকোজ বাড়ে, গ্যাস হয়, হজম ঠিক থাকে না—খাবার দ...
18/12/2025

ডায়েটে কী খাবেন—এই প্রশ্নটাই সবচেয়ে বড় চিন্তার কারন হয়ে দাঁড়ায়? 😟
রক্তে গ্লুকোজ বাড়ে, গ্যাস হয়, হজম ঠিক থাকে না—খাবার দেখলেই দ্বিধা শুরু হয়ে যায়।

🌿 ডায়েটে কাঁচা কলা হতে পারে আপনার দৈনন্দিন এই সমস্যাগুলোর সহজ ও প্রাকৃতিক সমাধান 🍌

TONOY MAGIC DIET বিশ্বাস করে, সুস্থ থাকার জন্য সবসময় জটিল ডায়েট দরকার হয় না—সঠিক উপাদান জানলেই যথেষ্ট ✨

কাঁচা কলা,
✅ রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক
✅ হজমশক্তি উন্নত করে, গ্যাস ও কোষ্ঠকাঠিন্য কমায়
✅ পেটের ভালো ব্যাকটেরিয়া বাড়িয়ে শক্তি ও ইমিউনিটি সাপোর্ট দেয়

ব্যস্ত জীবনেও যদি নিজের শরীরের যত্ন নিতে চান,
আজ থেকেই শুরু হোক সচেতন ডায়েট 💚

পরিবর্তনের শুরুটা করুন 👉 Tonoy Magic Diet এর সাথে।

যোগাযোগ করুন আমাদের সাথে - +880 1674-283837

শুধু ওজন নয়, Belly fat শরীরের জন্য বড় ধরনের Health Risk তৈরি করতে পারে।ডায়েটে কম কার্ব খাবার, পানি, Exercise, Sleep, F...
16/12/2025

শুধু ওজন নয়, Belly fat শরীরের জন্য বড় ধরনের Health Risk তৈরি করতে পারে।
ডায়েটে কম কার্ব খাবার, পানি, Exercise, Sleep, Fiber এবং Probiotics belly fat কমাতে সাহায্য করে।
যারা পেটের চর্বি কমাতে Struggling করছেন বা Natural way খুঁজছেন, তাদের জন্য এটি একদম Perfect Balanced Diet।
নিয়মিত Follow Up করলে ৩ - ৬ মাসে visible পরিবর্তন দেখতে পাবেন।
Balanced Diet!! Stay healthy, Stay fit!

#পেটেরচর্বি

শুভ সকাল ।আমার এপয়েন্টমেন্টের জন্য কল করুন 01674-283837 এই নম্বরে।রোগী দেখার সময়রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে র...
14/12/2025

শুভ সকাল ।

আমার এপয়েন্টমেন্টের জন্য কল করুন 01674-283837 এই নম্বরে।রোগী দেখার সময়
রবিবার থেকে বৃহস্পতিবার
সকাল ৯ টা থেকে রাত ৯ টা পযন্ত।



#মোটিভেশন

Low Fat Milk ও  টক দই: হাড়ের সুরক্ষায়  Diet এর প্রধান খাবার |Low Fat Milk এবং টক দইকে ক্যালসিয়াম এবং অন্যান্য প্রয়োজ...
13/12/2025

Low Fat Milk ও টক দই: হাড়ের সুরক্ষায় Diet এর প্রধান খাবার |

Low Fat Milk এবং টক দইকে ক্যালসিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের কারণে হাড় মজবুত করার জন্য Diet এ অপরিহার্য মনে করা হয়। বিশেষত ৪০ বছর বয়সের পরে যখন হাড়ের ঘনত্ব (Bone Density) কমতে শুরু করে এবং ক্যালসিয়াম শোষণ ক্ষমতা হ্রাস পায়, তখন এই খাবারগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

#দুধেরউপকারিতা #দইখাওয়ারউপকারিতা #হাড়শক্তকরারখাবার #ক্যালসিয়ামফুড #৫০এরপরেস্বাস্থ্য #অস্টিওপরোসিস

11/12/2025
শিশুর সঠিক বৃদ্ধি, মেধা উন্নয়ন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে সঠিক খাবারের তালিকার উপর। তাই প্রতিদিনের খাবারে পুষ্টি...
11/12/2025

শিশুর সঠিক বৃদ্ধি, মেধা উন্নয়ন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে সঠিক খাবারের তালিকার উপর। তাই প্রতিদিনের খাবারে পুষ্টির সঠিক ভারসাম্য নিশ্চিত করা খুব প্রয়োজন।

👉 সঠিক সময়ে সঠিক খাবার দিন, শিশুর বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। আজই আপনার বাচ্চার প্রয়োজন অনুযায়ী পুষ্টি ও খাদ্য পরিকল্পনা পরামর্শ ডায়েটিশিয়ান সানজিব আহমদ তালুকদার তনয় কাছ থেকে নিন।

সেবা নিতে ফোন করুনঃ 01674-283837

#শিশু_খাদ্য #শিশু_স্বাস্থ্য

Address

Hi-Care General Hospital Limited, Lake Drive Road, Sector #7, Uttara, Dhaka
Uttarati
1230

Telephone

+8801568404870

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dietitian S A Tonoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dietitian S A Tonoy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category