24/11/2021
দুধের সাথে হরলিক্স মাল্টোভা না দিয়ে ফ্লেক্সসিডস(তিসি) গুঁড়া মিক্স করে খান ও বাচ্চাদের খাওয়ান।এই গুঁড়া মাল্টোভা ফ্লেভার দিবে।
নিউট্রিয়েন্টে ভরপুর এই সিডসকে সুপারফুড বলছেন বিশেষজ্ঞরা।
ওমেগা-৩ ও সেলেনিয়ামের সহজলভ্য সোর্স খুঁজতে গিয়ে তাকে আমি পেয়েছি।
গত ৩বছরে ৩জনকেও যদি অভ্যস্ত করতে পারি,এতেই আমার সফল!
বি.দ্র: ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তি কোনো প্রকার সিডস খাবেন না।
দুধের সাথে হরলিক্স মাল্টোভা না দিয়ে ফ্লেক্সসিডস(তিসি) গুঁড়া মিক্স করে খান ও বাচ্চাদের খাওয়ান।এই গুঁড়া মাল্টোভা ফ...