30/09/2024
♦♦ সায়াটিকা ব্যথা ♦ ♦
শুরুতে কোমরে ব্যথা, এরপর ব্যথা পায়ে নামে। এর সাথে পায়ে কামড়ানো, ঝিঝি, আবশভাব ইত্যাদি। এটি খুব কমন সমস্যা কিন্তু খুবই কষ্টদায়ক। এই সমস্যাটিকে বলা হয় সায়াটিকা ব্যথা। এই ব্যাথার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হল পি,এল,আই,ডি অর্থাৎ মেরুদন্ডের কোমরের অংশের ডিস্ক বা নরম হাড় সরে গিয়ে নার্ভ বা স্নায়ুতে চাপ দেয়া।
♦ সায়াটিকা ব্যথা কি ?
মানবদেহে সায়টিক নার্ভ নামে একটি স্নায়ু রয়েছে, যা মেরুদণ্ডের কোমরের অংশ থেকে উৎপত্তি হয়ে ঊরুর পেছন দিক হয়ে হাঁটুর নিচের মাংসপেশির মধ্য দিয়ে পায়ের আঙুল পর্যন্ত বিস্তৃত। যখন কোনো কারণে এই নার্ভ বা স্নায়ুর ওপর চাপ পড়ে তখন কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত ব্যথা ছড়িয়ে যায়, এটাকে ডাক্তারি ভাষায় সায়টিকা বলা হয়।
♦ সায়াটিকা ব্যথার কারণ কি ?
সাধারণত সায়াটিকার মূল কারণসমূহ —
১. পিএলআইডি বা কোমরের ডিস্ক বা নরম হাড় সরে গেলে
২. লাম্বার স্পন্ডাইলোসিস বা কোমরের বয়সজনিত ক্ষয়বাত
৩. লাম্বার স্পনডাইলোলিসথেসিস বা কোমরের কশেরুকা বা শক্ত হাড় সরে গেলে
♦♦ উপসর্গ সমুহ কি কি ? ♦♦
• কোমর নাড়াতে, ঘুরাতে তীব্র ব্যথা লাগা
• সামনে ঝুঁকে কাজ করার সময় ব্যথা তীব্র হয়
• ব্যথা ঊরুর পেছনে, হাঁটুর নিচের মাংসপেশিতে, এমনকি পায়ের তলা ও আঙুল পর্যন্ত নেমে যায়
• কিছুক্ষণ হাঁটলে বা দাঁড়িয়ে থাকলে ব্যথা ও ঝিঝি বাড়ে, বসলে আবার কমে যায়
• আক্রান্ত পায়ে পা সির সির্, অবশ ভাব, ভার ভার, সূচ ফোটানোর অনুভুতি লাগা
• হাঁচি বা কাশি দিলে, পায়খানা কষা হলে ব্যথা বেড়ে যায়
#সহযোগী_অধ্যাপক_ডাঃ_মোঃ_শরীফুল_হাসান
এম.বি.বি.এস, এম.এস (অর্থোপেডিক্স সার্জারী)
#ফেলো_ইলিজারভ_সার্জারী_মুম্বাই)
এ.ও স্পাইন প্রিন্সিপাল কোর্স (ইন্ডিয়া), এ.ও ট্রমা (ইন্ডিয়া)
#সহযোগী_অধ্যাপক
অর্থোপেডিক্স সার্জারী বিভাগ
#ইস্ট_ওয়েস্ট_মেডিকেল_কলেজ_ঢাকা
🎯 #বিস্তারিত_জানতে_ভিজিট_করুনঃ www.orthosurgerybd.com
👉 #চেম্বারঃ
#পপুলার_ডায়াগনস্টিক_সেন্টার_লিঃ
(রুম নং-৪০৪, ৪র্থ তলা)
বাড়ী-২৫, রোড-০৭, সেক্টর-০৪ (জসিম উদ্দিন মোড়), উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
⏰ #রোগী_দেখার_সময়ঃ রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিকাল ৩.৩০ মি.-৭.৩০ মি. পর্যন্ত
📞 #সিরিয়ালের_জন্য_ফোনঃ #হটলাইন- ০১৬১২১৪০১৪০