28/11/2025
আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের প্রি-কনফারেন্স সেশনে রিসোর্স পারসন হিসেবে পয়েন্ট অব কেয়ার আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে একটি সেশন পরিচালনা করেছি।
গত তিন বছরে পয়েন্ট অব কেয়ার আল্ট্রাসোনোগ্রাফি সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের আমরা দ্রুত রোগ নির্ণয়, ব্যবস্থাপনা ও বিভিন্ন Procedure এর জন্য নিয়মিতভাবে POCUS ব্যবহার করছি। এর আগে আমরা কক্সবাজার মেডিকেল কলেজে সেশন পরিচালনা করেছি।
এছাড়াও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, আমেরিকান কলেজ অব ফিজিশিয়ানস এবং বাংলাদেশ সোসাইটি অব ইনফেকশাস অ্যান্ড ট্রপিকাল ডিজিজেস (BSITD)-এর সহযোগিতায় আমরা একাধিক ওয়ার্কশপ করেছি। আমাদের রেসিডেন্টরা যথাযথ তত্ত্বাবধানে POCUS-এ আরও দক্ষ হয়ে উঠছে।
ইন্টারনাল মেডিসিন, অ্যাকিউট মেডিসিন, এমার্জেন্সি মেডিসিন, অ্যানেস্থেসিওলজি, আইসিইউ, ট্রমা সেন্টার, ক্যাজুয়ালটি ইত্যাদি ক্ষেত্রে POCUS এখন একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে।
রোগীর উন্নত সেবার লক্ষ্যে প্রতিদিনের চর্চায় POCUS প্রয়োগের মাধ্যমে আমরা একটি আরও উন্নত ভবিষ্যৎ গড়তে পারব—এটাই আমাদের প্রত্যাশা।
"See more – Do more"