Joykrishnapur Health and wellness center

Joykrishnapur Health and wellness center health and wellness center

05/06/2021
10/08/2020

Asymptomatic patients to be allowed for home isolation, conditions apply: D.C. Hailakandi

05/07/2020



মুম্বইয়ের এক চিকিৎসক রিচা নেগির একটি নাচের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ওই চিকিৎসক পিপিই কিট পরে নোরা ফতেহির স্টাইলে বাদশার গানে নাচছেন। বাদশা নিজে এই ভিডিও দেখে কমেন্ট করেছেন। চিকিৎসক রিচা নেগি জানিয়েছেন, পিপিই পরার কারণে প্রচণ্ড গরম লাগা সত্ত্বেও কর্মে অবিচল থেকেছেন তিনি। কেবল রিচাই নন, সারা ভারত এবং গোটা বিশ্বেই করোনার মতো মহামারীর বিরুদ্ধে চিকিৎসকরা এভাবেই লড়াই করে যাচ্ছেন।

🐘ফরেস্ট অফিসার মোহন যখন সংবাদ মাধ্যমকে তার বিবৃতি দিলেন তখন সেটা দেখে স্তম্ভিত হয়ে গেছিলেন সমস্ত সাংবাদিক।তিনি বলেছিলেন,...
03/06/2020

🐘
ফরেস্ট অফিসার মোহন যখন সংবাদ মাধ্যমকে তার বিবৃতি দিলেন তখন সেটা দেখে স্তম্ভিত হয়ে গেছিলেন সমস্ত সাংবাদিক।

তিনি বলেছিলেন,
" ডাক্তার যখন হাতিটির ময়নাতদন্ত করেন তখন তিনি বলেন যে হাতিটি 6 মাসের অন্তঃসত্ত্বা ছিল। কাঁপা গলায় আরও জানান যে হাতিটির মধ্যে একটা 6th সেন্স কাজ করেছিল। সে জানতো তার মৃত্যু আসন্ন। শুঁড় সহ গোটা শরীর রক্তময়, যন্ত্রণায় জ্বলছিল সারা দেহ। এই অবস্থায় সে তার সন্তানের কথা ভেবে চলে যায় নদীর মাঝে জলের মধ্যে যাতে সেই রক্তাক্ত জায়গায় পোকা-মাকড় না বসে। যতক্ষণ প্রাণ ছিল সে চেষ্টা করেছিল যাতে তার সন্তানের কষ্ট একটু হলেও কম হয়।
আর শেষ অবধি সে ওই মাঝ নদীতেই প্রাণ ত্যাগ করে। "

কেরলের Silent valley national park এর একটি 15 বছরের অন্তঃসত্ত্বা হাতি Malappuram এর একটি গ্রামের কাছে চলে আসে খাবারের সন্ধানে। সেখানে গ্রামবাসীরা তাকে একটা আনারস খেতে দেয় । অবলা প্রাণীটা সেটি খেয়েও নেয়। আনারসটির ভেতরে ছিল বারুদ ভর্তি। খাওয়া মাত্রই বাজি গুলো তার মুখে ফেটে যায়। রক্তাক্ত হয়ে ওঠে সারা মুখ।

তবুও নিজের সন্তানের কথা ভেবে সেই রক্তাক্ত শরীর নিয়েই ছুটে বেড়ায় সারা গ্রাম একটু খাবারের খোঁজে। শেষ অবধি সে খাবার পায়নি আঘাত ও করেনি কোনো গ্রামবাসী কে, ভাঙেনি কোনো ঘর। সোজা চলে এসে মাঝ নদীতে চুপচাপ দাঁড়িয়ে থাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত। বহু চেষ্টাতেও তাকে সরানো যায়নি সেখান থেকে।

Two persons under institutional quarantine test positive in Hailakandi
29/05/2020

Two persons under institutional quarantine test positive in Hailakandi

Corona count goes up to 19 with one death

Hailakandi returnee from Hyderabad tests COVID19 positive, shifted to SMC&H
23/05/2020

Hailakandi returnee from Hyderabad tests COVID19 positive, shifted to SMC&H

Jakaria Ahmed Mazumder of Hailakandi district turned out to be COVID-19 positive on Friday

Guidelines and Relaxation in Assam
27/04/2020

Guidelines and Relaxation in Assam

Ban on all types of festivals like Poila Baishka, Bihu, Easter etc.
11/04/2020

Ban on all types of festivals like Poila Baishka, Bihu, Easter etc.

Lock down
11/04/2020

Lock down

01/04/2020

সাহায্যের নামে মোটা টাকার ব্যবসায় চীন ! স্পেনকে
বিক্রি করল ৩৪৫৬ কোটি টাকার মেডিকেল উপকরণ !!
এই মুহূর্তে গোটা বিশ্ব কোরনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত। কিছু কিছু দেশ তো প্রায় ধ্বংসের মুখে। আর সেই দেশ গুলোর মধ্যে আমেরিকা, ইতালি, স্পেন, জার্মানি আর ইরানের অবস্থা সবথেকে খারাপ। আমেরিকায় এখনো পর্যন্ত ১,২৩,৭৮০ জন আক্রান্ত হয়েছে। ইতালিতে ৯২,৪৭২ জন আক্রান্ত এবং স্পেনে আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ৭৩,২৩৫ এ পৌঁছে গেছে !
কিন্তু এর মধ্যে করোনা ভাইরাসের আতুঁর ঘর চীনে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। চীনের হুবেই আর বুহান (Wuhan) শহর থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তাই এবার গোটা বিশ্বের নজর চীনের দিকে। সবাই এখন এটাই জানতে চায় যে, চীন কোন্ যাদুবলে এত তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হল? পাশাপাশি বিশ্ব এটাও জানতে চেয়েছিল যে, চীন তাদের কিভাবে সাহায্য করতে পারবে? এখন সেটাও জানা যাচ্ছে। করোনা ভাইরাসের ফায়দা তোলার জন্য চীন এবার সাহায্যের নামে ব্যবসা শুরু করে দিয়েছে !
চীন সাহায্যের নামে সর্বপ্রথম স্পেনের সাথে ব্যবসা শুরু করেছে। চীন স্পেনকে ৩৪৫৬ কোটি টাকার মেডিকেল উপকরণ বিক্রি করেছে। আর ওই উপকরণের মধ্যে বেশিরভাগই অকেজো বলে জানা গিয়েছে। বিদেশনীতিতে বিশেষজ্ঞ গর্ডন চাং জানিয়েছেন, ‘‘চীনের নিজেদের টাকা, মেডিকেল উপকরণ আর ডাক্তার এবং প্যারা মেডিকেল স্টাফকে ব্যবহার করে বিশ্বকে এটা দেখাতে চাইছে যে, আমেরিকা ও আমেরিকার বন্ধু দেশগুলো করোনা ভাইরাসকে নিজেদের দেশে রুখতে ব্যর্থ, আর তারা তাই আমেরিকার ঘনিষ্ঠ দেশগুলোকে সাহায্য করছে, আমেরিকা তা তো পারছেই না উল্টে নিজেরাই নাস্তানাবুদ হচ্ছে। এই সময় স্পেন, ইতালি, ফ্রান্সের মতো আমেরিকার ঘনিষ্ঠ দেশ গুলো সাহায্যের জন্য চীনের দিকে তাকাতে বাধ্য হচ্ছে !”
আটলান্টিক কাউন্সিল অফ ইউরেশিয়া সেন্টারে সিনিয়ার ফেলো দিমিত্রি বেচেব জানাচ্ছেন, ‘ বৈশ্বিক মহামারীর এই সুযোগকে ব্যর্থ হতে দিতে চায়না। চীনের ওপর এই মহামারী তৈরি করা আর এটিকে ছড়িয়ে দেওয়া নিয়ে অনেক অভিযোগ উঠেছে। আর সেই কারণে ওরা এখন নিজেদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির বদলের পাশাপাশি মুনাফা কামানোর জন্য দ্রুত তৎপর হয়ে উঠেছে।
বর্তমান সময়ে এর জন্য এর থেকে ভালো সময় আর হতে পারেনা।আক্রান্ত দেশে চীনের মেডিকেল উপকরণ আর ডাক্তারদের দল পাঠিয়ে মানুষকে এই মারক ভাইরাস থেকে বাঁচানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। চীন আমাদের এটা দেখাতে চাইছে যে, তারা ‘‘মানবতা’’র তাগিদে গোটা বিশ্বে কিভাবে মহামারীর সাথে যুদ্ধ করছে !
‘ফক্স নিউজ’ -এর সংবাদ অনুযায়ী, চাং বলছেন, ‘চীন বিশ্বকে এটা দেখাতে চাইছে যে তারা মেডিকেল উপকরণ দান করছে। কিন্তু আসলে তা একেবারেই সত্যি নয়। ওরা যে সব উপকরণ দিচ্ছে সেগুলো অকেজো, আর ভালো উপকরণ গুলো ওরা মোটা টাকায় বিক্রি করে দিচ্ছে।”
স্পেনের স্বাস্থ্যমন্ত্রী বুধবার জানিয়েছেন যে, স্পেন চীনের থেকে ৩৪৫৬ কোটি টাকার ৯৫০ টি ভেন্টিলেটর, ৫৫ লক্ষ টেস্টিং কিট, ১.১ কোটি গ্লাভস আর ৫০ কোটির বেশি মাস্ক কিনেছে। মিডিযা রিপোর্ট অনুযায়ী, চীন থেকে স্পেনে মেডিকেল উপকরণ পৌঁছুনোর পরেই অকেজো ৯০০০ করোনা টেস্ট কিট স্পেন চীনকে ফেরত দিয়ে দিয়েছে। এরপর চীন স্বীকার করতে বাধ্য হয় যে, তারা যে সমস্ত টেস্ট কিট স্পেনকে দিয়েছিল তারা সেগুলো Bioeasy নামের একটি কোম্পানির কাছ থেকে কিনেছিল !
বিস্ময়ের কথা হল এই যে, ওই কোম্পানির কাছে এখনো পর্যন্ত করোনার টেস্ট কিট বানানোর লাইসেন্সই নেই ! এরকম উপকরণের জন্যে পয়সা আর সময় বরবাদ করা স্পেনের জন্যে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আক্রান্তের সংখ্যা হু-হু করে বাড়ার কারণে দুই সপ্তাহ আগেই স্পেনে লকডাউন ঘোষণা হয়েছিল।

31/03/2020

মৌলানা জামাল উদ্দিন (মুফতি সাব বলে পরিচিত) করোনা আক্রান্ত।উনি ফেব্রুয়ারী মাসের ৩/৪ তারিখ এক জটিল অপারেশনের জন্য চেন্নাই গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর কেন্সার ধরা পড়ে।কলকাতায় ফিরে আসেন। এখান থেকে শিলচর কেন্সার হাসপাতালে রেফার করা হয়। ১৪/১৫ তারিখ বদরপুর ফিরে এসে শিলচর যান।ডাঃকান্নানের তত্বাবধানে চিকিৎসা চলছে। কিছুটা সুস্থতা অনুভব করেন। ৪ মার্চ দিল্লী যান। ফিরে এসে.১১ তারিখ গৌহাটী আটগাও রাত্রি যাপন করেন। ১২ তারিখের ট্রেনে বদরপুর আসেন। ১৫/১৬ মার্চ প্রচন্ড জ্বর অনুভব করলে শিলচর চেক আপ করতে যান। ডাক্তার করোনা টেস্ট করাতে বলেন। না করিয়ে বাড়ী ফিরে আসেন। পরশু শারিরীক অবস্থার অবনতি হলে মেডীকেলে এডমিশন নেন। কয়েকবার Blood sample নেয়া হয়।অবশেষে covid19 positive বলে ঘোষনা করা হয়। করিমগঞ্জ জিলা তবলিগী মরকজের জনপ্রিয় মৌলানা ছিলেন বলে অনেক লোক উনাকে দেখতে বাড়ী গিয়েছিলেন।আমিও যাব যাব করে যাওয়া হয় নি।জানিনা আর দেখা হবে কি না।যাহারা গিয়েছেন আপনাদের কাছে অনুরোধ স্বেচ্ছায় কোরেন্টাইন অবলম্বন করুন।সতর্কতা অবলম্বন করুন, অতি সত্বর করোনা চেক আপ করান।বদরপুর রিগেল বিরয়ানীর মালিক সফিক ভাই সহযাত্রী ছিলেন।অনেকেই ফোন করে জানতে চাইছেন। তাই এই পোস্ট । আল্লাহ হাফিজ।

#সংগৃহিত Md Musa timeline

List of people from Hailakandi who attended the Tablighi Jammat at Nizamuddin, Delhi.Nine people have already returned t...
31/03/2020

List of people from Hailakandi who attended the Tablighi Jammat at Nizamuddin, Delhi.
Nine people have already returned to Hailakandi who are now under home quarantine.

Adresse

Democratic Republic Of The
788163

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Joykrishnapur Health and wellness center publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Type