Mind O Graphy

Mind O Graphy Explore the cosmic dance of planets,stars and signs to uncover insights into your life's journey.

Bring in the Shiva Consciousness ❤️
Warm Welcome to Our family. ❤️

Big thanks to Riya Garai, Suparna Acharjee, Pinki Kaur, Tanushree Banerjee, Pallabi Sarkar, Janita Dasmahapatra, Keya Mo...
22/10/2025

Big thanks to Riya Garai, Suparna Acharjee, Pinki Kaur, Tanushree Banerjee, Pallabi Sarkar, Janita Dasmahapatra, Keya Mondal, Nilanjana Choudhary, Rina Kayal

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

🌕✨ Dhanteras Special | Mind O Graphy ✨🌕আজকের দিনে প্রদীপের তেলে এক চিমটে কর্পূর মিশিয়ে দাও।এই সহজ উপায়ে শুধু সুগন্ধে ব...
18/10/2025

🌕✨ Dhanteras Special | Mind O Graphy ✨🌕

আজকের দিনে প্রদীপের তেলে এক চিমটে কর্পূর মিশিয়ে দাও।
এই সহজ উপায়ে শুধু সুগন্ধে বাড়ি ম ম করবে না —
তোমার বাস্তু আর aura ও পাবে এক divine cleansing। 🕯️💫

জানো কি? Spiritual cleaning কেবল ধূপ বা প্রদীপেই সীমাবদ্ধ নয়।
তুমি চাইলে তোমার ডিজিটাল আর মেটেরিয়াল স্পেস থেকেও negative energy মুক্ত করতে পারো।

🪷 যেভাবে করো তোমার Dhanteras Purification Ritual 🪷
🌿 অপ্রয়োজনীয় WhatsApp গ্রুপ থেকে বেরিয়ে আসো।
📱 Contact লিস্ট থেকে মৃত ব্যক্তি বা অপ্রয়োজনীয় নম্বর মুছে দাও।
📸 মৃত প্রিয়জনের ছবি ফোনে রেখে দিও না। ভালোবাসা হৃদয়ে থাকুক, ডিভাইসে নয়।
🏠 বাড়িতে জমে থাকা পুরনো জামা, বই, খাতা, কাগজ, জুতো বা ব্যাগ —
যেগুলো আর কাজে লাগছে না সেগুলোর মুক্তি দাও আজকের শুভ দিনে।
যেগুলো ফেলতে মন চায় না, সেখানে অল্প কর্পূর রাখো বা ছিটিয়ে দাও moon water।
এতে ঘর, মন আর aura — সবই হবে শুদ্ধ ও শান্ত। 💜

আজকের দিন শুধু সমৃদ্ধি নয়, শুদ্ধতারও প্রতীক।
Let your energy flow freely, let your light shine brighter. ✨

🌕 In Light, Peace & Cosmic Harmony,
Mind O Graphy

15/10/2025

🌙✨ Every Journey Has a Divine Blueprint ✨🌙

যারা আমার সঙ্গে অনেকদিন ধরে আছো,
তারা নিশ্চয়ই কোনো এক মুহূর্তে ভেবেছো —
💭 “সেঁজুতি কীভাবে Law of Attraction, Tarot এবং Numerology-র পথে এল?”

জীবনের কিছু অধ্যায় থাকে Predestined —
আমরা তখন হয়তো বুঝে উঠতে পারি না,
কিন্তু সময়ই আমাদের শেখায় যে — প্রতিটি অভিজ্ঞতা আমাদের Purpose-এর দিকে নিয়ে যায়।

---

🔮 The Science Behind the Mysticism

গত তিন বছরে Occult Science চর্চা করতে গিয়ে আমি বুঝেছি —
এটি কেবল বিশ্বাস নয়, এটি এক Scientific System of Self-Understanding।

আজকের ডেটা-নির্ভর যুগেও, যদি Proper Data Analysis এবং Personal Counselling করা যায়,
তাহলে আমরা আগেই বুঝে নিতে পারি —
কোন পথে এগোলে আমরা আমাদের Highest Potential অর্জন করতে পারি।

---

⚖️ Karma or Destiny — Which Comes First?

উত্তরটি গভীর, কিন্তু সরল —
✨ কর্মই ভাগ্য তৈরি করে।
কারণ, ছেঁড়া মাদুরে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায় না।
কিন্তু সঠিক পরিকল্পনা, সচেতনতা এবং কর্মের মাধ্যমে
👉 সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায়।

---

🌿 Why Mind O Graphy Counselling?

✨ এটি শুধুমাত্র এক সেশন নয় — এটি এক Self-Mastery Experience।
✨ তুমি জানতে পারবে তোমার SWOT —
Strength • Weakness • Opportunity • Threat
✨ একবার নিজেকে সঠিকভাবে বুঝে ফেললে,
তুমি তোমার Life Goals-কে Planned, Practical & Purposeful Way তে স্থির করতে পারবে।

---

💫 আমি এই বৃহৎ দর্শনের এক আজীবন শিক্ষার্থী,
আর তোমাদের প্রতিটি আত্ম-অন্বেষণের যাত্রায় পাশে আছি —
Mind O Graphy-র মাধ্যমে।

📞 Contact: Senjuti Chatterjee — 7️⃣2️⃣7️⃣8️⃣9️⃣8️⃣0️⃣4️⃣0️⃣4️⃣
🌐 Discover Yourself with Mind O Graphy

---

14/10/2025

13/10/2025

13/10/2025

🌟 ✨SIGIL MAGIC THAT WORKS✨ 🌟
এক দিদি শুধু একটা “Sigil” বানিয়েছিলেন —
🔮 ৭ দিনের মধ্যে Job Promotion!
💼 ১৫ দিনের মধ্যে নতুন জব + Dream Posting!

এটাই তো Sigil Power!
একটা সিম্বল, যা তোমার ইচ্ছেকে শুধু শক্তি দেয় না —
তাকে বাস্তবে রূপ দেয়। 💫

🕯️ নিজের Career, Love, Money বা Peace —
যা কিছু চাইছো, এখনই নিজের Sigil বানাও।

🔮 Mind O Graphy
“Where Thoughts Turn into Magic”

✨ DM করুন — নিজের Sigil Activation শুরু করতে!

✨ আজ একটা আলাদা কেস শেয়ার করছি ✨অনেকে নানা রকম মানসিক ও ব্যক্তিগত সমস্যার মধ্যে পড়ে আমার কাছে আসেন।একজন ছেলের ক্ষেত্রে ব...
11/10/2025

✨ আজ একটা আলাদা কেস শেয়ার করছি ✨

অনেকে নানা রকম মানসিক ও ব্যক্তিগত সমস্যার মধ্যে পড়ে আমার কাছে আসেন।
একজন ছেলের ক্ষেত্রে বিয়ের পর তার এক্স-গার্লফ্রেন্ড প্রচণ্ডভাবে মানসিক চাপ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে তাকে বিরক্ত করছিল।
অনেক চেষ্টা করেও কোনও ফল হচ্ছিল না।

আমি তাকে গাইড করেছিলাম ক্যান্ডেল ম‍্যাজিক হিলিং স্পেল-এর মাধ্যমে।
অনেক সময় একবারে ফল মেলে না — ধৈর্য রেখে কয়েকটি রিচুয়াল করতে হয়।
তেমনি এই ক্ষেত্রেও, ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হতে শুরু করে।
আজ ছেলেটি নিজের জব, সংসার ও মানসিক শান্তি — সব দিক থেকেই ভালো আছে 🙏

💫 জীবনে প্রতিটা সমস্যারই সমাধান আছে, শুধু সঠিক দিকনির্দেশনা দরকার।
যদি মনে হয় তোমারও এমন কোনও ব্লকেজ বা মানসিক চাপ রয়েছে, গাইডেন্সের জন্য যোগাযোগ করতে পারো —

📱 WhatsApp: 7278980404

তোমরা tarot কার্ডের সঙ্গে সবাই কমবেশি পরিচিত। ট্যারো কার্ডের মাধ্যমে নিজের ক্যারিয়ার ফ্যামিলি লাইফ বিজনেস এগুলো সম্বন্ধ...
07/10/2025

তোমরা tarot কার্ডের সঙ্গে সবাই কমবেশি পরিচিত। ট্যারো কার্ডের মাধ্যমে নিজের ক্যারিয়ার ফ্যামিলি লাইফ বিজনেস এগুলো সম্বন্ধে তোমরা বারবার আমার থেকে। জানতে চাও কিন্তু তোমরা কি জানো যে tarot কার্ড এর মাধ্যমে জানা যায় তোমার বাড়ির বাস্তু ঠিক আছে কিনা? বাড়ির বাস্তুর এনার্জি প্রপার অ্যালাইনড কিনা। খুব কম মানুষ এই বিষয়ে চর্চা করেন। তাই তোমরা যারা নতুন অফিস বা ফ্ল্যাট কিনছো / বাড়ি কিনছো এবং বিভিন্ন বাস্তু গত সমস্যায় growth আটকে গেছে। বাড়িতে ভালো এনার্জি ফীল করছো না তারা একবার tarot কার্ডের মাধ্যমে বাস্তু এনার্জি ঠিক আছে কিনা?

Comment Har Har Mahadev
25/09/2025

Comment Har Har Mahadev

তোমরা তো এতদিনে জেনেই গেছো, আমি একজন প্রফেশনাল সিজিল ক্রাফট মাস্টার এবং ল অফ অ্যাট্রাকশন কোচ। মহাদেবের কৃপায় প্রায় 600...
11/09/2025

তোমরা তো এতদিনে জেনেই গেছো, আমি একজন প্রফেশনাল সিজিল ক্রাফট মাস্টার এবং ল অফ অ্যাট্রাকশন কোচ। মহাদেবের কৃপায় প্রায় 600 রও বেশি সিজিল (with 99% success) আমি করে দিয়েছি মানুষকে। তাদের বিভিন্ন সমস্যার জন্য। তোমরা অনেকেই প্রশ্ন করো সিজিল নেওয়ার পর কতদিনের মধ্যে তোমাদের কাজ হবে। তারই উত্তর আজ আমার লেখার মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি।

আজকের ঘটনা বছর দুয়েক আগের। বর্তমানে সেই মেয়েটি USA তে একটি সু প্রতিষ্ঠিত আইটি কোম্পানিতে ম্যানেজার পোস্টে কর্মরতা। কিন্তু শুনলে আশ্চর্য লাগবে সে যখন আমার সঙ্গে যোগাযোগ করেছিল তখন হঠাৎ করেই তার চাকরি চলে যায়। ভীষণ হতাশা জনক পরিস্থিতিতে সে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি তাকে প্রাথমিকভাবে কাউন্সিলিং করে ল অফ অ্যাট্রাকশন এর কিছু টেকনিক (scripting) এবং আমার নিজের হাতের সিজিল ক্রাফ্ট করে দিই। তোমরা বললে বিশ্বাস করবে না এর ঠিক ১১ দিনের মাথায় দুটো MNC থেকে সে কল পায়। এবং ঠিক ১৭ দিনের মাথায় সে ম্যানেজমেন্ট লেভেলে জয়েন করে। এর কারণ বিশ্লেষণ করলে দেখা যায় যে তার যে Karmic Blockage ছিল সেটি sigil এবং manifestation technique এর মাধ্যমে সেটি সম্পূর্ণ চলে যায়। সে এখনো আমার সাথে যোগাযোগে আছে। এবং বিভিন্ন ভাবে নিজের Law of Attraction এর এই journey কে continue করে চলেছে। সুতরাং যেকোনো সমস্যার ক্ষেত্রে তোমরা LOA এবং sigil কে সঙ্গে নিয়ে দেখো। বিশ্বাস থাকলে ম্যাজিক হতে বেশিদিন সময় লাগে না। এরকমও ঘটনা আছে যেখানে ২৪ ঘন্টার মধ্যে desired রেজাল্ট পাওয়া গেছে।

এই ঘটনাটি স্নেহার (বয়েস এখন ৩২)
Believe in Positivity, believe in your Karma.

"Everything is intentional. It is just filling in the dots."

©সেঁজুতি

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Mind O Graphy publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram