21/09/2025
রফিক সাহেব একজন ডায়াবেটিক রোগী। কয়েক মাস আগে তাঁর পায়ে ছোট্ট একটা ক্ষত হয়েছিল। প্রথমে তিনি গুরুত্ব দেননি—“এ তো ছোট্ট একটি ক্ষত, নিজে থেকেই শুকিয়ে যাবে।”
কিন্তু ধীরে ধীরে সেই ক্ষত বড় হতে থাকে। ইনফেকশন হয়, ব্যথা বাড়ে, হাঁটতে কষ্ট হয়, আর শেষে ডাক্তার বলেন—হয়তো অ্যাম্পুটেশন (পা কেটে ফেলা) করতে হবে।
বিশ্বে প্রায় প্রতি ২০ সেকেন্ডে ডায়াবেটিসজনিত আলসার বা ক্ষতের জটিলতায় একটি অ্যাম্পুটেশন হয়। অসংখ্য মানুষ প্রতিদিন এই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়।
কিন্তু যদি তাদেরকে সময়মতো সচেতন করা যেত❓
যদি ক্ষুদ্র ক্ষতকে অবহেলা না করে শুরুতেই সঠিক চিকিৎসা দেয়া যেত❓
🌱 এই জায়গাতেই রিজেনারেটিভ থেরাপির ভূমিকা
ডায়াবেটিক ক্ষত শুধু একটি কাটা বা ঘা নয়—এটি একটি জীবনঘাতী অবস্থা। প্রচলিত চিকিৎসায় অনেক সময় ক্ষত শুকাতে দেরি হয়, সংক্রমণ বাড়তে পারে, এমনকি অ্যাম্পুটেশনের ঝুঁকিও তৈরি হয়। রিজেনারেটিভ থেরাপি রোগীর নিজস্ব শরীরের আরোগ্যের ক্ষমতাকে সক্রিয় করে।
👉 PRP & PRF থেরাপিতে রোগীর রক্ত থেকে তৈরি প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা ও প্লাটিলেট সমৃদ্ধ ফাইব্রিন (গ্রোথ ফ্যাক্টর সমৃদ্ধ) ক্ষতে প্রয়োগ করা হয়।
👉 এটি ক্ষতের চারপাশে নতুন টিস্যু তৈরি, রক্ত সঞ্চালন বৃদ্ধি (angiogenesis) এবং দ্রুত আরোগ্যে (tissue healing) সাহায্য করে।
অনেক ক্ষেত্রেই এই থেরাপি রোগীকে বড় জটিলতা, এমনকি অ্যাম্পুটেশনের হাত থেকেও বাঁচাতে পারে।