Cancer Awareness Foundation of Bangladesh

Cancer Awareness Foundation of Bangladesh Cancer Awareness Foundation of Bangladesh, is a non- profit, non-government, community based voluntary organization in Bangladesh established in 2016.

Since then this organization has been working in cancer control in Bangladesh. Cancer Awareness Foundation is a non political, non profitable, voluntary organization. This organization works to create public awareness about cancer.

🏆 Breast Cancer Awareness Poster Competition – Winners Announcement 🏆 We are delighted to announce the winners of our Pi...
01/11/2025

🏆 Breast Cancer Awareness Poster Competition – Winners Announcement 🏆

We are delighted to announce the winners of our Pinktober Poster Presentation Competition 2025 organized by Cancer Awareness Foundation of Bangladesh! 💗

🎖️ 1st Place

Fatima Nawer

🎖️ 2nd Place

Azmaine Talukder Abani
Nafisa Nawsher
Noshin Tabassum

🎖️ 3rd Place

Raad Wrik Hasan

Each of these remarkable posters beautifully captured the spirit of hope, courage, and awareness in the fight against breast cancer. Your creativity and dedication have made a powerful impact in spreading this important message. ✨

We extend our heartfelt appreciation to all participants for their enthusiasm and meaningful contributions. Together, we continue to raise awareness, inspire strength, and remind everyone that early detection saves lives. ✨💖

🏅 Winners will receive certificates of recognition and special gift hampers as a token of appreciation for their outstanding efforts.

ASHA ~~~ A story of hopeআজকের গল্প আশা কে নিয়ে। চলুন, তার মুখেই শুনি তার প্রেরণার গল্প। গল্পটি পুরোপুরি জানতে ট্যাপ করুন...
31/10/2025

ASHA ~~~ A story of hope

আজকের গল্প আশা কে নিয়ে। চলুন, তার মুখেই শুনি তার প্রেরণার গল্প। গল্পটি পুরোপুরি জানতে ট্যাপ করুন প্রতিটি ছবিতে...




#ভুলভাঙিসত্যজানি

৩১ অক্টোবর ইস্টার্ন হাউজিং, মিরপুরের স্নেহ আর্জেন্ট হেলথ কেয়ার সেন্টারে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। ক্যান্...
29/10/2025

৩১ অক্টোবর ইস্টার্ন হাউজিং, মিরপুরের স্নেহ আর্জেন্ট হেলথ কেয়ার সেন্টারে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। ক্যান্সার এওয়ারনেস ফাউন্ডেশন এর উদ্যোগে ও স্পৃহা ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই স্ক্রিনিং ক্যাম্পে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিনামূল্যে এই সেবা দেয়া হবে।

On October 24th, 2025; the inaugural foundation camp of 'Youth Cancer Control Program, an ongoing initiative taken by th...
26/10/2025

On October 24th, 2025; the inaugural foundation camp of 'Youth Cancer Control Program, an ongoing initiative taken by the Cancer Awareness Foundation of Bangladesh to make a reflection of youth power in cancer prevention was held at Faith Bangladesh, Dhaka where young undergraduate students from medical, public health & life science background went through an enriched training period led by proficient team of experts.

The key aim was to skilling up each of enthusiastic individuals along with giving them an essence of empowerment with a sense of commitment towards the society they hold as a cancer volunteer.

The day was observed into two segments. First half was ornamented with insightful discussions, highly engaging teamwork, innovational project proposal submission & many more hands on activities. The sessions were moderated by a brilliant team of young speakers who shared their knowledge with their peer group inspiring them to play role as a young catalyst in cancer prevention field.
The second half offered a scientific seminar on Breast Cancer Screening and Prevention designed for medical students as a part of Pinctober Campaign partnered with Beacon Pharmaceuticals Ltd. Dr. Manifa Naz Fatma, Consultant (Obs & Gynae), Dhaka National Medical Institute Hospital & Dr. Mohammad Masumul Haque, founder and secretary general of Cancer Awareness Foundation of Bangladesh were the honourable panelists of the session. Dr. Kaberi Halder, the speaker specially shed light on the preventive measures highlighting breast cancer screening.

Ranging from highly interactive team activities to open their innovative mind to scientific seminar led by expert medical personnel, the foundation camp set an illuminating journey for students coming from diverse academic background sharing a common aim to contribute in the field of cancer control.




আস সালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আশা, আপনাদের মাঝে আবারো চলে এসেছি সকাল সকাল। আজকে গল্প কম। বরং সরাসরি কাজের কথায় আসি...
22/10/2025

আস সালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আশা, আপনাদের মাঝে আবারো চলে এসেছি সকাল সকাল।

আজকে গল্প কম। বরং সরাসরি কাজের কথায় আসি। ব্রেস্ট ক্যান্সারের সব তথ্য দিয়ে ক্যান্সার এওয়ারনেস ফাউন্ডেশনের একটা এলবাম দেখলাম। আমার কাছে মনে হয়েছে এটা সবারই উচিত নিজের টাইমলাইনে শেয়ার করে রাখা। তাই সবাই নিজে শেয়ার করুন আর অন্যকে এই তথ্য গুলো জানাতে সাহায্য করুন। আর কোন প্রশ্ন জানার থাকলে তো কমেন্ট বক্স থাকলোই।

সবাই মিলে একসাথে একটু করে কাজ করলে, অনেক দূর যাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি।




#ভুলভাঙিসত্যজানি

20/10/2025

The Pinktober Talk

স্তন ক্যান্সার সচেতনতা মাসে, স্তন ক্যান্সার  সচেতনতা, প্রতিরোধ ও চিকিৎসার নানাদিক নিয়ে থাকবে এই আয়োজন। পাশাপাশি থাকবে আপ...
19/10/2025

স্তন ক্যান্সার সচেতনতা মাসে, স্তন ক্যান্সার সচেতনতা, প্রতিরোধ ও চিকিৎসার নানাদিক নিয়ে থাকবে এই আয়োজন। পাশাপাশি থাকবে আপনাদের প্রশ্ন নিয়ে সাজানো বিশেষ প্রশ্নোত্তর পর্ব। তাই কোন প্রশ্ন থেকে থাকলে কমেন্টে জানান।

The Pinktober Talk

Spraker:
Dr. Mohammad Masumul Haque
MBBS, MPH (NCD)
Founder & Secretary General
Cancer Awareness Foundation Bangladesh

Host:
Arefin Nahar Oishee
Final year MBBS
Dinajpur Medical College

Time: 08:00 pm - 08:30 pm

(Facebook Live)

আস সালামু আলাইকুম। শুভ সকাল। কয়েকটা দিন খুব ব্যস্ত ছিলাম। এরমাঝে ইনবক্সে আপনাদের অনেক প্রশ্ন। খুবই ভালো লেগেছে আপনারা আম...
18/10/2025

আস সালামু আলাইকুম। শুভ সকাল।
কয়েকটা দিন খুব ব্যস্ত ছিলাম। এরমাঝে ইনবক্সে আপনাদের অনেক প্রশ্ন। খুবই ভালো লেগেছে আপনারা আমার পোস্টগুলো পড়ছেন, জানতে পেরে।

তবে কি ভাই, আমি তো আর ক্যান্সার বিশেষজ্ঞ বা ডাক্তার নই। তাই সব প্রশ্নের উত্তর দিতেও পারছি না। তাই ভাবলাম আমি বরং আপনাদের থেকে প্রশ্নগুলো কালেক্ট করি, এরপরে আমাদের ক্যান্সার চিকিৎসক সেসব উত্তর দেক।

তাই এই পোস্ট, ব্রেস্ট ক্যান্সার নিয়ে আপনাদের যা প্রশ্ন, ধারণা বা অভিজ্ঞতা সব কমেন্টে জানান। আমরা খুব শীঘ্রই লাইভে আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হবো।

আজকে এতোটুকুই, প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আবার দেখা হচ্ছে...




#ভুলভাঙিসত্যজানি

Good Morning!!ASHA is back again.কেমন আছেন সবাই??? আজকে বেশী কথা বলবো না। জাস্ট নাবিলার আপডেট টা দিয়েই চলে যাবো। She is ...
15/10/2025

Good Morning!!
ASHA is back again.

কেমন আছেন সবাই??? আজকে বেশী কথা বলবো না। জাস্ট নাবিলার আপডেট টা দিয়েই চলে যাবো। She is completely fine. ডাক্তার ম্যাডাম দেখে তাই বলেছেন। শুধু নিয়মিত সেল্ফ এক্সামিনেশন করতে বলেছেন আর ১ বছর পর ফলোআপ এ যেতে বলেছেন।

যাবার আগে শুধু একটা তথ্য দিয়ে যাই আজকে। আপনি জানেন কি ব্রেস্ট ক্যান্সার পুরুষেরও হতে পারে। অবশ্যই তা সংখ্যায় অনেএএএএক কম, তবে হয়। আমি নিজেও এটা সেদিন হাসপাতালে গিয়ে জানলাম।

আপনি আগে জানতেন কি? কমেন্টে জানানতো।




#ভুলভাঙিসত্যজানি

Good morning!!! Asha is here again!!কেমন আছেন আপনারা?? ইউনিভার্সিটি যেতে যেতে লিখছি। রাস্তায় যা জ্যাম আজকে!! তাই ভাবলাম ...
12/10/2025

Good morning!!! Asha is here again!!

কেমন আছেন আপনারা?? ইউনিভার্সিটি যেতে যেতে লিখছি। রাস্তায় যা জ্যাম আজকে!! তাই ভাবলাম সময়টা কাজে লাগাই। ও, ভালো কথা, এই যে লিখছি, পড়ছেনতো আপনারা? গুড, জানি পড়বেন।

আচ্ছা, নাবিলাকে তো আপনারা চিনবেন না, চেনার কথাও না। নাবিলা আমার বন্ধু, কলেজ থেকেই আমাদের বন্ধুত্ব। বেচারি খুব ভয়ে আছে একটা বিষয় নিয়ে। কাল রাতে ফোন দিয়ে সেই কান্নাকাটি!!!
আচ্ছা, এভাবে বললে কিভাবে বুঝবেন?? দাঁড়ান, পুরোটা বলি।

এই অক্টোবর মাসে ব্রেস্ট ক্যান্সার নিয়ে নানা কাজ হচ্ছে। সবাই নিজেদের মতো করে চেষ্টা করে যাচ্ছে সচেতনতা তৈরিতে। তো নাবিলা কোথাও থেকে জানতে পেরেছে, ব্রেস্ট ক্যান্সারের প্রধান লক্ষণ হলো ব্রেস্টে চাকা বা লাম্প। কথা তো সত্যি, কিন্তু ব্রেস্টে তো অনেক কারণেই এই চাকা বা লাম্প হয়। বিশেষ করে আমাদের এই বয়সে মেয়েদের মাঝে এটা এখন খুব আনকমন কিছু না। আর তারও নাকি কিছুদিন ধরে ব্রেস্টে একটা লাম্প ফিল হচ্ছে, সাথে একটু ব্যথা। এখন সে কান্নাকাটি করে নাকি পুরো বাড়ি মাথায় তুলেছে। তাকে আশ্বস্ত করলাম, যে ব্রেস্টে নানা কারণে ব্যথা বা এমন লাম্প হতে পারে যার বেশীরভাগই ক্যান্সার না।

শুধু কথাতেই কাজ হবে না। আজকে ক্লাসের মাঝে নাবিলাকে নিয়ে ব্রেস্ট স্ক্রিনিংটা করিয়েই আসবো বলেছি। বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল এন্ড ওয়েল্ফেয়ার হোম এ মাসব্যাপী স্তন ক্যান্সার স্ক্রিনিং চলছে। প্রতি শনি থেকে বৃহস্পতি, সকাল ১০ টা থেকে দুপুর ১ টার মাঝে গেলেই তাদের অভিজ্ঞ ডাক্তার আর নার্স আপুরা চেকাপ করে পরবর্তী পরামর্শ দিয়ে দেয়, তাও একদম বিনামূল্যে।

আপনাদেরকেও বলছি, ব্রেস্টে সমস্যা থাক আর না থাক, একটু গিয়ে চেকাপ টা করিয়েই নিন না।

যাই, ইউনিভার্সিটি পৌছে গেছি, আর হ্যাঁ, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির ঠিকানাটা কমেন্টে দিয়ে দিবো।

টাটা... ভালো থাকবেন সবাই।




#ভুলভাঙিসত্যজানি

আস সালামু আলাইকুম,  কেমন আছেন সবাই? আজকে একটু ব্যস্ত, তাই অল্প কথায় ছোট্ট কিন্তু খুব দরকারী একটু তথ্য জানাই আপনাদের। আমা...
11/10/2025

আস সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটু ব্যস্ত, তাই অল্প কথায় ছোট্ট কিন্তু খুব দরকারী একটু তথ্য জানাই আপনাদের।

আমাদের অনেকেরই ধারণা আছে যে হোমিওপ্যাথি বা সমাজে প্রচলিত নানা অপ- চিকিৎসায় ক্যান্সার ভালো হয়। এর আসলে কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই।

ক্যান্সার চিকিৎসার জন্য অবশ্যই ক্যান্সার বিশেষজ্ঞবৃন্দের পরামর্শ নিবেন। অহেতুক এদিক সেদিক পরামর্শ বা ভুল চিকিৎসা নিয়ে রোগীর কষ্ট বাড়াবেন না।




#ভুলভাঙিসত্যজানি

হাই!! কেমন আছেন সবাই? আমি আশা, মনে আছেতো আমার কথা?ক্যান্সার নিয়ে আমাদের সাধারণ মানুষের মাঝে কতো কতো যে ভুল ধারণা, তার ইয়...
09/10/2025

হাই!! কেমন আছেন সবাই?
আমি আশা, মনে আছেতো আমার কথা?

ক্যান্সার নিয়ে আমাদের সাধারণ মানুষের মাঝে কতো কতো যে ভুল ধারণা, তার ইয়াত্তা নাই। আরেহ!! আপনার কথাই বা বলছি কেন শুধু?? আমিই কি জানতাম নাকি কিছুদিন আগে? এখন অবশ্য ভলান্টিয়ার হয়ে অনেক কিছু শিখছি। আর আপনাদের সাথে শেয়ার করছি।

একটা গল্প বলি শোনেন!! শুনলে বলি? আচ্ছা শুনেন, আমার পরিচিত এক আন্টি উনার মেয়ে আমার কিছু বড়ই হবে। তো কিছুদিন আগে আন্টি খুব মন খারাপ করে বাসায় এসে দু:খের কথা বললো। আন্টির ব্রেস্ট ক্যান্সার ছিলো সেই ২০১০ সালে। সম্পূর্ণ চিকিৎসা শেষে উনি সুস্থ আছেন প্রায় ১৪ বছরের ও বেশী।

কিন্তু এখন, উনি উনার মেয়ের বিয়ের জন্য পাত্র দেখছেন সবাই নাকি উনার ক্যান্সার ছিলো জেনে বিয়েতে পিছিয়ে যাচ্ছেন। সবার ধারণা, মায়ের ক্যান্সার হলে মেয়ের অবশ্যই ব্রেস্ট ক্যান্সার হবে। শুনে আমারো মনটা আসলে খুবই খারাপ হলো।

কিন্তু আমি ভাবলাম চারিদিকে যা গুজব একটু ফ্যাক্ট চেক করেই দেখি না কি হয়!!

ওমা,, সার্চ করে আর কিছু বিশেষজ্ঞ এর সাথে কথা বলে জানলাম এটা কি ভুল একটা ধারণা!!!

ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে পারিবারিক ইতিহাস মাত্র ৫-৭% এর বেশী না। তার মানে যতো রোগী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয় তার প্রায় ৯০% এর ই পরিবারে ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস ছিলো না।

কেমনটা লাগে বলেন!!! আন্টিকে কল করে সব বুঝিয়ে বললাম। উনিও এটি বুঝতে পেরেছেন এবং আশা করি তার এই সমস্যার সমাধান ও করে ফেলতে পারবেন।

সবাই মনে রাখবেনঃ
ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে পারিবারিক ইতিহাস খুব অল্প ভূমিকা রাখে। এটি কোন পারিবারিক রোগ বা অভিশাপ নয়।

আসুন সবাই মিলে ক্যান্সার নিয়ে প্রচলিত ভুল ভাংগি ও সত্য জানি।

আর হ্যাঁ, শুধু নিজে পড়েই চুপচাপ চলে গেলে হবে না। লাইক আর শেয়ার করতে ভুলবেন না। কেন করবেন? যাতে আরো বেশী মানুষ জানতে পারে, তাই। আর আমাকে কিছু জিজ্ঞাস করতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। সময় মতো আপনাদের উত্তর দেয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।

​ #ভুলভাঙিসত্যজানি

Adresse

Ammi Moussa

Heures d'ouverture

Lundi 10:30 - 20:00
Mardi 10:30 - 20:00
Mercredi 10:30 - 20:00
Jeudi 10:30 - 20:00
Samedi 10:30 - 20:00

Téléphone

+8801703046946

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Cancer Awareness Foundation of Bangladesh publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter La Pratique

Envoyer un message à Cancer Awareness Foundation of Bangladesh:

Partager

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Type

Our Story

Cancer Awareness Foundation is a non political, non profitable, volantrary organization. This organization works to create public awareness about cancer.