10/09/2025
বিধ্বস্ত গাজায় বিপিএফও-এর খাদ্যপণ্য বিতরণ কর্মসূচি-
আলহামদুলিল্লাহ।
বাংলাদেশ-ফিলিস্তিন মৈত্রী সংস্থা (BPFO)-এর উদ্যোগে যুদ্ধবিধ্বস্ত গাজার ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এসব যুদ্ধাহত ও নির্যাতিত মানুষদের মধ্যে সাহস জাগাতে, বেঁচে থাকার শক্তি জোগাতে, আলোকিত আগামীর আশা দেখাতে বিপিএফও ধারাবাহিকভাবে এ ধরনের মানবিক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।
আমরা প্রত্যাশা করি, আমাদের ঐক্যবদ্ধ এগিয়ে আসা আল-আকসা ও তার অধিবাসীদের বিজয়কে ত্বরান্বিত করার সোপান হবে। ভূমিহারা, স্বজনহারা, ভিটেমাটিহীন, সন্ত্রস্ত ফিলিস্তিনিরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, ফিরে পাবে স্বাধীনতার অমূল্য স্বাদ।
অদূর ভবিষ্যতে আমাদের আরও বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এজন্যে আপনাদের দোয়া, সহযোগিতা ও অংশগ্রহণ প্রয়োজন। আসুন, আমরা সকলে মিলে ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে দাঁড়াই। আমাদের প্রতিটি পদক্ষেপ হোক তাদের অন্তরে সাহস, শক্তি ও আশা সঞ্চারের কারণ।
*নিবেদক-*
বাংলাদেশ-ফিলিস্তিন মৈত্রী সংস্থা (BPFO)
#মানবতা #বাংলাদেশ_ফিলিস্তিন_মৈত্রী